এই ব্যবহারকারী বর্তমানে বাস্তব জীবনের প্রয়োজনে ছুটিতে রয়েছেন তাই উইকিপিডিয়ায় তার ওপর প্রদানকৃত দায়িত্ব পালনে সমর্থ নাও থাকতে পারেন।

লক্ষ্য করুন! এটি আমার মূল আলাপ পাতা নয়, বরং আমার পুরোনো আলাপের একটি সংগ্রহশালা। এখানে আলোচনাকৃত কোনো বিষয়ে নতুন করে আলোচনা শুরু করাসহ সকল প্রকার আলোচনা শুরু করতে অনুগ্রহপূর্বক আমার মূল আলাপ পাতায় আসুন। আর আপনি চাইলে আমার আলাপ পাতার হওয়া আলোচনাগুলো ঘুরে দেখতে পারেন। নিচে আমার আলাপ পাতার সংগ্রশালাগুলোর একটি তালিকা দেওয়া হলো। ধন্যবাদ।


মূল আলাপ পাতাসংকলন: ১০১১১২

আজ

শুক্রবার
১৯
এপ্রিল

২০২৪

স্বাগতম


প্রিয় Wikitanvir, উইকিপিডিয়াতে আপনাকে     স্বাগত জানাচ্ছি। আশা করছি এ জায়গাটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন।

এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবেঃ



কাজে নেমে পড়বার সহজ উপায় হল নীচের যেকোন পদ্ধতি অনুসরণ করা-

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল    আবশ্যকীয় নিবন্ধ-গুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা।  তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt-x চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে প্রসারণ বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে "অন্যান্য ভাষা"-র তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।
  • উইকিপিডিয়ানদের সাথে সরাসরি আলাপ করতে IRC চ্যানেল  #wikimedia-bn ব্যবহার করুন।
  • এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবে। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক আপনার আলাপ পাতা ব্যবহার করুন।

দয়া করে আলাপের পাতায় বার্তা লেখার পর চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা(~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ তৈরি করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং সাহায্যকারী কিছুক্ষনের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দিবে।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন!আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! 


--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:৪৪, ১৭ জুন ২০০৯ (UTC)

চমৎকার কাজের জন্য অভিনন্দন এবং উইকিমিডিয়া বাংলাদেশ মেইলিং লিস্ট এ আমন্ত্রণ

চমৎকার কাজ হচ্ছে। আপনার আগ্রহ এবং প্রচেষ্টার জন্য অনেক অনেক অভিনন্দন। বাংলাদেশে উইকিমিডিয়া প্রকল্পের জন্য বরাদ্দকৃত মেইলিং লিস্ট উইকিমিডিয়া-বিডিতে (বাংলাদেশী উইকিপিডিয়ানদের অফিসিয়াল মেইলিং লিস্ট) আপনাকে আমন্ত্রণ। যেখানে আপনি বাংলাদেশে উইকিমিডিয়া প্রকল্প সম্পর্কিত যে কোন আলোচনায় অংশ নিতে পারেন। আপনি যোগ দিন, আগ্রহী অন্যদেরও আমন্ত্রণ জানান। আরও একটি অনুরোধ দয়াকরে আপনার ব্যবহারকারী পাতায় আপনার সম্পর্কে কিছু লেখা যোগ করুন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৭:১৪, ১৮ জুন ২০০৯ (UTC)

দ্ব্যর্থতা নিরসন

তানভীরভাই আপনি ভগাঙ্কুর (দ্ব্যর্থতা নিরসন) নামে একটি পাতা তৈরী করেছিলেন। দ্ব্যর্থতা নিরসন মানে যে নামের একাধিক অর্থ আছে তাদের জন্য সেই অর্থের আলাদা আলাদা নিবন্ধের তালিকা। ভগাঙ্কুর শব্দটির Clitoris ছাড়া আর কোন অর্থ হ্য বলে জানতাম না। আপনিও অন্য আর্থ লেখার ব্দলে REDIRECT করেছিলেন। তাই আমি ভগাঙ্কুর (দ্ব্যর্থতা নিরসন) মুছে ফেলেছি। ভগাঙ্কুর শব্দটির Clitoris ছাড়া আর কোন নামে থাকলে জানাবেন, তাহ্লে ভগাঙ্কুর (দ্ব্যর্থতা নিরসন) পাতা আবার তৈরী ক্রা হবে এবং সেক্ষেত্রে আমাকে অজ্ঞান্তার জন্য মাপ করবেন। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ১৭:০৪, ১৭ জুলাই ২০০৯ (UTC)

ইংরেজি শব্দে রিডাইরেক্ট

আপনি মুহাম্মদের পাতায় বার্তা লিখেছিলেন। মুহাম্মদ বর্তমানে কিছুটা অনিয়মিত তাই উত্তরটি আমি দেওয়ার চেষ্টা করছি। বাংলা উইকিপিডিয়াতে ইংরেজি শব্দে রিডাইরেক্ট করার কারণ হল উইকিপিডিয়াতে সরাসরি ইংরেজিতে অনুসন্ধান করা। এর একটি উদাহরণ দেই, কেউ যদি ইংরেজী উইকিপিডিয়া সাইটে গিয়ে বাংলায় বাংলাদেশ লিখে সার্চ দেয় তাহলে Bangladesh নিবন্ধটি আসা উচিত। যেহেতু বাংলা ভাষায় ঐ শব্দের কোন নিবন্ধ ইংরেজি উইকিপিডিয়াতে নাই তাই তা রিডাইরেক্ট করা হয়েছে। ঠিক একই কারণে বাংলা উইকিপিডিয়াতেও ইংরেজি বা অন্যান্য ভাষায় নিবন্ধ রিডাইরেক্ট করা হয়। সার্চের সুবিধার জন্যই এটা করা।--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:২৫, ১৯ জুলাই ২০০৯ (UTC)

একাডেমী পুরস্কার

আপনি লেখা যোগ করুন। যথাযথ পরিমান লেখা যোগ হলে আমি ট্যাগ তুলে দিবো।--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:৫৭, ১৯ জুলাই ২০০৯ (UTC)

দ্ব্যর্থতা নিরসন প্রসঙ্গ এবং একটু সাহায্য

সপ্তর্ষি ভাই, প্রথমেই শুভেচ্ছা নিন। এখন বলি, ভগাঙ্কুর (দ্ব্যর্থতা নিরসন) পাতাটি আমি ভুলক্রমে তৈরি করেছিলাম। একজন প্রশাসককে পাতাটি মুছে ফেলবার ব্যাপারে অনুরোধ আমি অচিরেই করতাম। অনুরোধ করার আগেই মুছে ফেলবার জন্যে ধন্যবাদ। পাতা রি-ডিরেক্ট নির্ভুলভাবে ও সহজে কীভাবে করা যায়, জানালে কৃতজ্ঞ থাকবো। আর কিছু মনে করবেন না ভাই, আমার নামের বানানটা আপনি একটু ভুল করে ফেলেছেন। আমার নাম তানভির, তানভীর নয়। আপনি বোধহয় আমার সাক্ষর খেয়াল করেন নি, তাই না?--তানভির(আলাপ|অবদান) ২২:০২, ১৮ জুলাই ২০০৯ (UTC)

তানভির ভাই আপনার নামের বানান ভুল করার জন্য ক্ষমা করবেন। তাড়াহুড়ায় ভুল হল। আর রি-ডিরেক্ট করার জন্য সম্পাদনা বক্সের উপর #R-এ ক্লিক করুন। তাহলে #REDIRECT [[Insert text]] আসবে। এবার [[Insert text]] অংশে কোথায় রি-ডিরেক্ট হবে টাইপ করুন। আশা করি বোঝাতে পেরেছি?--সপ্তর্ষি(আলাপ | অবদান) ০৭:৩৬, ১৯ জুলাই ২০০৯ (UTC)
sorry আপনার প্রশ্নটা প্রথমে হয়তো ভুল বুঝেছিলাম। রি-ডিরেক্টএর টেকনিকাল অংশ তো আপনি আগেই করেছেন আপনাকে সেই অংশ আবার বোঝানোর চেষ্টায় আমারই বোকামো। রি ডাইরেক্ট অনেক সময়-ই শক্ত সমস্যাজনক ও specific আলোচনাসাপেক্ষ। আলাপ আলোচনা করতে দ্বিধা করবেন না।--user:Dr.saptarshi ১৮:১৩, ১৯ জুলাই ২০০৯ (UTC

বিষয়শ্রেণী সম্পাদনা প্রসঙ্গে সাহায্য

প্রথমেই বন্ধু দিবসের শুভেচ্ছা। আচ্ছা, বিভিন্ন বিষয়ে বাংলা উইকিতে বিষয়শ্রেণী নেই দেখতে পাচ্ছি। আমি নতুন বিষয়শ্রেণী তৈরি ও সম্পাদনা করতে চাই। কীভাবে করতে পারবো, একটু জানাবেন?--তানভির(আলাপ|অবদান) ০৫:৫৩, ২ আগস্ট ২০০৯ (UTC)

পাতার নিচে [[বিষয়শ্রেণী:আপনার পছন্দের বিষয়শ্রেণী]] লিখলে নতুন বিষয়শ্রেণীর লাল লিঙ্ক তৈরি হবে। তার পর সেই লাল লিঙ্কের উপর ক্লিল করলে আপনাকে নতুন বিষয়শ্রেণীর পাতার নিয়ে যাবে। নতুন বিষয়শ্রেণীর পাতায় কিছু লিখবার দরকার নেই, যে যে পাতায় আপনি [[বিষয়শ্রেণী:আপনার বিষয়শ্রেণী]] যোগ করবেন তাদের তালিকা বিষয়শ্রেণীর পাতায় আপনি তৈরি হবে। কিন্তু বিষয়শ্রেণীরও বিষয়শ্রেণী থাকে। জানলে তা লিখতে পারেন। নয়তো প্রধান পাতায় "বিষয় অনুযায়ী উইকিপিডিয়া"তে খুঁজে দেখতে পারেন। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০২:৫৮, ৩ আগস্ট ২০০৯ (UTC)
আচ্ছা উপবিষয়শ্রেণী যোগ করা নিয়ে একটু সমস্যায় পড়েছি। বিষয়শ্রেণী:ধাত্রীবিদ্যা, বিষয়শ্রেণী:চিকিৎসাবিজ্ঞান-এর উপবিষয়শ্রেণী হবার যোগ্যতা রাখে। কিন্তু উপবিষয়শ্রেণী কীভাবে সংযুক্ত করবো? উল্লেখ্য চিকিৎসাবিজ্ঞান বিষয়শ্রেণীতে ইতোমধ্যেই ধাত্রীবিদ্যা নামে একটা উপবিষয়শ্রেণী আছে, কিন্তু ধাত্রীবিদ্যা বিষয়শ্রেণীর নিবন্ধগুলো সেখানে দেখাচ্ছে না। সমস্যাটা কোথায়, জানালে কৃতজ্ঞ থাকবো।--তানভির (আলাপ | অবদান) ০৭:০১, ১০ আগস্ট ২০০৯ (UTC)
তানভিরভাই, ধাত্রীবিদ্যা ইতিমধ্যেই চিকিৎসাবিজ্ঞান-এর উপবিষয়শ্রেণী করা হয়ে গেছে দেখতে পাচ্ছি। তবে যে নিবন্ধগুলোতে ধাত্রীবিদ্যা বিষয়শ্রেণী যোগ করা হয়েছে তাদের মধ্যে গর্ভপাত ছাড়া সবই ধাত্রীবিদ্যা বা অবস্টেট্রিক্স নয় স্ত্রীরোগবিদ্যা বা গাইনাকোলজির অন্তর্গত। কেবলমাত্র সেই বিষয়গুলোই ধাত্রীবিদ্যার মধ্যে পড়বে যাদের সঙ্গে গর্ভধারণ ও সন্তানপ্রসব প্রক্রিয়ার সম্পর্ক আছে। এমনকি নিষেক ইত্যাদি যার পরে গর্ভধারণ সম্ভব তারাও স্ত্রীরোগবিদ্যার বন্ধ্যাত্ব নিরাময় বা ইনফার্টিলিটি ট্রিটমেন্ট উপবিভাগের অন্তর্গত। ফ্যালোপিয়ান টিউবের রোগ ইত্যাদি স্ত্রীরোগবিদ্যার অন্তর্গত। তবে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যদি এক্টোপিক (এক্ + টোপিক) অর্থাত্ সঠিক স্থান বহির্ভূত ইম্প্ল্যান্টেশন হয় তার থেকে উদ্ভূত টিউবাল এক্টোপিক প্রেগ্ন্যান্সি ধাত্রীবিদ্যার অন্তর্গত হবে। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ০২:৫৭, ১৫ আগস্ট ২০০৯ (UTC)
বুঝলাম। কে করলো বুঝতে পারছি না, কিন্তু এখনো যেটা বুঝিটি তা হলো উপবিষয়শ্রেণী কীভাবে যোগ করবো? যদি স্বয়ংক্রিয়ভাবে উপবিষয়শ্রেণী যোগ হয় তবে সেটাই বা কীভাবে হবে? আপনি এসব বিষয়ে বলেছেন কী? বলে থাকলেও আমার অজ্ঞানতার জন্য ক্ষমাপ্রার্থী ও আবার বুঝিয়ে দেবার অনুরোধ।--তানভির (আলাপ | অবদান) ১০:১০, ১৫ আগস্ট ২০০৯ (UTC)
উপবিষয়শ্রেণী যোগ করার জন্য আলাদা কোন কায়দা নেই। নিবন্ধে বড় বিষয়শ্রেণীর নাম দেওয়া থাকলে তাকে মুছে উপবিষয়শ্রেণীকেই সোজা বিষয়শ্রেণী হিসাবে যোগ করুন। আর উপবিষয়শ্রেণীর পাতা খুলে এই উপবিষয়শ্রেণী যে বিষয়শ্রেণীর মধ্যে পড়ে তাকে বিষয়শ্রেণী হিসাবে যোগ করুন। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ২১:১৭, ১৯ আগস্ট ২০০৯ (UTC)

উইকিপদক

যৌনতা বিষয়ে উইকিপদক
যৌন এবং যৌনতা বিষয়ক বিভিন্ন নিবন্ধ তৈরি এবং মানোন্নয়নে সাহসী ভূমিকা রাখার জন্য তানভিরকে এ পদক দেওয়া হল।--বেলায়েত


আপনার প্রথম দিককার নিবন্ধের বিষয়গুলো ছিল সরাসরি যৌনতা সম্পর্কিত বিষয়ের উপর, এখন যে নিবন্ধগুলো করছেন তা প্রজনন তন্ত্র হলেও আমার মনে হয়েছে এদের মধ্যে একটি ধারাবাহিকতা রয়েছে এবং আপনি ঐ কাজটির করছেন যা আমাদের রক্ষণশীলতার কারণে সাধারণত অন্যরা করেন না। অবশ্যই আপনার কাজের জন্য আপনি সাধুবাদ পাওয়ার যোগ্য। উইকিপদক তেমন কিছু না, আপনাকে উৎসাহিত করা। চালিয়ে যান, ভাল কাজ হচ্ছে। উইকিপিডিয়া সম্পর্কে সকলকে জানাতে হবে। বলতে হবে উইকিপিডিয়া পড়তে এবং লিখতে। আশা করি উইকিপিডিয়া অগ্রগতিতে আপনাকে সব সময় পাশে পাবো। চমৎকার কাজের জন্য আবারও ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৯:৫৬, ১১ আগস্ট ২০০৯ (UTC)
উইকিপদক পাবার জন্য অভিনন্দন। --সপ্তর্ষি(আলাপ | অবদান) ২১:১৮, ১৯ আগস্ট ২০০৯ (UTC)

সাগ্রহে আহবান। এখানের যেখানেই ইংরেজিতে দেখবেন বাংলায় করতে কোন দ্বিধাবধ করবেন না। আমাদের সবার আশু উদ্দেশ্য সবকিছুকেই বাংলাতে করা। আমি কেবল মাত্র কাঠামোটা তৈরী করেছিলাম। শুধু এই পাতাটি নয় যদি পারেন তো তৎসংলগ্ন সকল পাতাগুলি অর্থাৎ উপরের ট্যাবের (সূচী | FAQ | নিরীক্ষণ | পাঠক | বিদ্যালয় | সংগঠন | অবদান | সম্পাদনা | প্রশাসন | প্রযুক্তিগত | সমস্যা | নিবন্ধের বিষয় | বিষয়শ্রেণী | কপিরাইট | Forking | অন্যান্য) গুলিকে ইংরেজি থেকে বাংলায় করতে পারলে খুব ভালো হয়। কোনো অসুবিধা হলে জানাবেন। খুব ভালো কাজ করছেন। চালিয়ে যান। ধন্যবাদ সহ--জয়ন্ত (আলাপ | অবদান) ১০:১০, ১২ আগস্ট ২০০৯ (UTC)

ত্বরিত

অভিধানগুলি ঘেঁটে দেখলাম। আপনি ঠিকই ধরেছেন। আমার মাথায় কোনওভাবে ভুল করে "ত্বরিৎ" ঢুকে পড়েছিল, সম্ভবত উচ্চারণের ভুলের কারণে। ওটা ত্বরিত-ই হবে। ত্বরিত দিয়ে accelerated এবং quick দুই-ই বোঝায়। আমি ত্বরিত-তে স্থানান্তর করে দিচ্ছি। --অর্ণব (আলাপ | অবদান) ১৩:৪৭, ১৩ আগস্ট ২০০৯ (UTC)

ইংরেজি নামের রিডাইরেক্ট

অ্যামেরিকান গ্যাংস্টার নিয়ে আপনার মন্তব্যটি পড়লাম। দেরীর জন্য দুঃখিত। আসলে এই জিনিসটা সব উইকিপিডিয়াতেই আছে। সব উইকিই এই নিয়ম অনুসরণ করে। ইংরেজি উইকিতে গেলেও দেখবেন যেকোন ভাষায় লিখে সার্চ দিলে ইংরেজি নিবন্ধ চলে আসে। এই কাজ ম্যানুয়ালি করার দরকার নেই। কারণ রাগিব ভাইয়ের তৈরী একটি বট নিয়মিতই সব ভাষায় রিডাইরেক্টের কাজটি করে যাচ্ছে। আমি কি কারণে যেন ম্যানুয়ালি করেছিলাম। -- মুহাম্মদ ১৭:২৩, ১৪ আগস্ট ২০০৯ (UTC)

জানার আগ্রহ

তানভির আপনি যে কাজটি শুরু করেছেন তা খুবই গুরুত্বপূর্ণ এর জন্য ধন্যবাদ।

  • @এখানে যে একই কাজ গুলি করতে মানুষকে অনেক বার বার করেতে হয় সেই গুলিকে বট স্ক্রিপ্টে করা হয়।বট কি যে কেউ চালাতে পারেন। মানে আপনি ও পারবেন। তবে তার জন্য আপনার বট স্ক্রিপ্টের উপর ধারণা থাকতে হবে।বট স্ক্রিপ্ট অনেক ধরনের ভাষায় লেখা যায়।( যেমন Perl,PHP,Python,Microsoft .NET,Java,Ruby ইত্যাদিতে) আরও জানতে WP:BOT ইংরেজিটা পড়ে দেখতে পারেন। আমাদের এটাকেও বাংলায় অনুবাদ কয়ারা প্রয়োজন। আরও বেশী করে বললে ইংরেজির সকল প্রশাসনিক ও সাহায্য পাতা বা Wikipedia:XXX পাতা গুলি অনুবাদ করা আশু প্রয়োজন।
  • @আর প্রশাসনিক কাজে আমার মাঝে মাঝে নতুন নতুন পাতা তৈরি করার প্রয়োজন পড়ছে, আপনি ঠিক কি ধরনের পাতা তৈরি করতে চাইছেন? আপনি সাহায্যের পাতাগুলিতে যা করছেন তার জন্য যে কোন নতুন পাতা তৈরি করতে পারবেন। কোনো অসুবিধা হলে জানান।
  • @আর ইংরেজি উইকিতে বাংলার লিঙ্ক দিতে হলে [[bn:Wikipedia:XXX]] দিন। প্রথমে en দিলে হবে না bn দিতে হবে।
  • @উইকির প্রাজিপ্র পাতাগুলোতে অন্যান্য ব্যবহারকারী, বিশেষ করে অন্য প্রশাসকদের একটু নিয়মিত পদচারণা বাড়ানোর জন্য বললে কেমন হয়?--এ ক্ষেত্রে সমস্যা একটাই আমাদের বাংলা উইকিতে ব্যবহারকারী খুবই কম, আর যারা আছেন তারা এখানে এক একটা কাজে অনেকটা প্রি-অকুরায়েড। তাই আপনি যে কাজটি শুরু করেছেন তার জন্য আবার অশেষ ধন্যবাদ ও অভিনন্দন ও সাধুবাদ জানাই। আপনার কাজে যা ভুল বা সমস্যা হচ্ছে আমি সমাধান করার চেষ্টা করব, অন্য প্রশাসকরাও করতে পারেন ও করেবেন তাদের সময় সুযোগ বুঝে। তাই অনুবাদ করতে থাকুন । আশা করি বোঝাতে পারলাম। ধন্যবাদ সহ। --জয়ন্ত (আলাপ | অবদান) ১৭:১৪, ১৮ আগস্ট ২০০৯ (UTC)
বট যে কেউ চালাতে পারে ব্যাপারটা আসলে ঠিক তেমন নয়। বট চালানোর জন্য অবশ্যই একটি বট অ্যাকাউন্ট থাকতে হবে এবং বট চালানোর জন্য অবশ্যই অনুমতি নিতে হবে। সাধারণত অভিজ্ঞ এবং নির্ভরযোগ্য ব্যবহারকারীকে বট চালানোর অনুমতি দেওয়া হয়। যদিও পুরো পক্রিয়াটি এখনও বাংলা উইকিপিডিয়ায় শুরু হয় নি তবুও বট অনুমতির ব্যাপারে বিস্তারিত জানতে রাগিব ভাইকে প্রশ্ন করতে পারেন।--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:৩৬, ১৮ আগস্ট ২০০৯ (UTC)

জয়ন্তদা ও বেলায়েত ভাইকে তাঁদের সাহায্যের জন্য ধন্যবাদ। বেশকিছু তথ্য জানলাম। হ্যাঁ, রাগিবভাইকে দেখেছি বট স্ক্রিপ্ট অনুমোদন করতে। যা হোক, এখন নতুন কি না, আরো অভিজ্ঞতা নিই। তারপরেই হবে খন্‌। দু'জনকে আবারও ধন্যবাদ।--তানভির (আলাপ | অবদান) ১৭:৫৩, ১৮ আগস্ট ২০০৯ (UTC)

  • @উদারহরণস্বরূপ: লগ-ইন সাহায্য-এর জন্য উত্তরে ইংরেজি উইকির লিঙ্ক দিতে হয়েছে। আর দিয়েছি এভাবে, লগ-ইন সাহায্য, যা একটি বর্হি-সংযোগ। আমি দিতে চেয়েছিলাম লগ-ইন সাহায্য, অর্থাৎ আন্তউইকি লিঙ্ক হিসেবে।

এর উত্তর দিচ্ছি, বাংলাতে বাংলারই লিঙ্ক ত্থাকবে। উদারহরণস্বরূপ: উইকিপিডিয়া:প্রায়শ জিজ্ঞাসিত প্রশ্ন পাতায় আমি ঠিক করে দিয়েছি। অর্থাৎ আপনি যা চাইছেন। কি পরিবর্তন করেছি তা দেখে নিন তাহলেই বুঝতে পারবেন। লগ-ইন সাহায্য এখোন লাল হয়ে আছে। এটার উপর ক্লিক করলে আপনাকে নতুন পাতা তৈরি করতে বলবে। আপনি তৈরি করবেন ও এই পাতারই ইংরেজি পাতা থেকে অনুবাদ করবেন, এই ভাবে ভবিষ্যতে সকল পাতাই করতে পারবেন। --জয়ন্ত (আলাপ | অবদান) ১৯:৪৪, ১৮ আগস্ট ২০০৯ (UTC)

প্রধান পাতার ভুলগুলি ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ। ঠিক করে দিয়েছি। টুলস সার্ভারের এডিট কাউন্টারে উইকিপিডিয়াটা বোধহয় এর ডেভলপার w:User talk:Interiot কে জানাতে হবে। আপনিও জানাতে পারেন।--জয়ন্ত (আলাপ | অবদান) ১৮:১২, ১৯ আগস্ট ২০০৯ (UTC)

বাংলা সন ও হটক্যাট

বাংলা সনের ব্যাপারটা বাস্তবায়ন করা সম্ভবত সময়সাপেক্ষ এবং খানিকটা জটিলও (দেশভেদে ভিন্ন নয় কি?)। এবং আমার ব্যক্তিগত মতে, এ মুহূর্তে অপ্রয়োজনীয়। বাংলা তারিখকে মূল তারিখ ব্যবস্থা হিসেবে ব্যবহার করেন, এরকম ব্যবহারকারী মনে হয় নেই। আপনি যদি নিজে কোন স্ক্রিপ্ট লিখতে পারেন, কোন সমস্যা নেই। আমি এ মুহূর্তে ব্যাপারটা নিয়ে সম্ভবত মাথা ঘামাব না। দুঃখিত।

হটক্যাট একটা গ্যাজেট যা খুব দ্রুত কোন নিবন্ধে বিষয়শ্রেণী যোগ করার সুবিধা দেয়। যে কেউ চাইলে উপরের "আমার পছন্দ" লিংকে গিয়ে গ্যাজেট ট্যাবের অধীনে রাখা এই গ্যাজেটটাকে সক্রিয় করতে পারেন। আমি মাঝেই মাঝেই সময় পেলে অনেক নিবন্ধে মিসিং বিষয়শ্রেণী যোগ করি। আমার জন্য এই গ্যাজেটটা বেশ কাজে লাগছে। --অর্ণব (আলাপ | অবদান) ১৯:১৪, ২০ আগস্ট ২০০৯ (UTC)

ধন্যবাদ

আপনার বক্তব্যই ঠিক। কেননা কখনও না কখনও সেই নিবন্ধগুলো তো যোগ করাই হবে, অতএব এখনই লিঙ্ক করে দেয়া ভালো হবে, যেন রেডমার্ক দেখে কোন আগ্রহী উইকিপিডিয়ান সেগুলোর সম্পাদনায় উদ্যোগী হন। ধন্যবাদ। --TawsifSalam ১২:৩৮, ২৭ আগস্ট ২০০৯ (UTC)

ল্যাবরেটরিয়ান

আপনার ইউজার পেজ পড়ে খুব ভালো লাগল। সবচেয়ে ভালো লাগল আপনি একজন ল্যাবরেটরিয়ান জেনে। --TawsifSalam ১৪:২২, ২৭ আগস্ট ২০০৯ (UTC)

ভালো লাগার জন্য আপনাকে ধন্যবাদ।--তানভির (আলাপ | অবদান) ১১:৫১, ৩০ আগস্ট ২০০৯ (UTC)

প্রিয় তানভির আপনাকে আশেশ ধন্যবাদ আমার কাজ এ সহযোগীতা করার জন্য

চিকিৎসা বিষয়ক নিবন্ধগুলি

এগুলির শিরোনাম সম্পূর্ণ ইংরেজির বাংলা প্রতিবর্ণীকরণ হয়ে যাচ্ছে। এগুলির অনেকগুলির জন্যই বাংলা পরিভাষা থাকার সম্ভাবনা আছে। আপনি একটু বাংলা চিকিৎসা/জীববিজ্ঞান বইগুলি ঘেঁটে দেখুন। --অর্ণব (আলাপ | অবদান) ২৩:০৬, ৩০ আগস্ট ২০০৯ (UTC)

চিকিৎসা ও জীববিজ্ঞানের পরিভাষাগুলি নিয়ে এভাবে বিক্ষিপ্তভাবে কথা যাতে না হয়, এবং সুশৃঙ্খলভাবে যেন ব্যাপারটা আলোচনা করা যায়, সেজন্য একটা প্রকল্প পাতা আছে। সেখানে এই সংক্রান্ত ইংরেজি পরিভাষা ও তাদের corresponding বাংলা পরিভাষাগুলি লিপিবদ্ধ থাকবে এবং ঐ প্রকল্প পাতাতে আলোচনাসাপেক্ষে গৃহীত নীতি ও বিভিন্ন উৎস থেকে যোগাড় করা তথ্য অনুসারে যেসব বাংলা পরিভাষা নির্বাচন করা হবে, সেই পরিভাষাগুলিই উইকির সর্বত্র ব্যবহার করা হবে, যাতে উইকিপিডিয়াব্যাপী পরিভাষার সমতা রক্ষা হয়। আপনি উইকিপিডিয়া:চিকিৎসাবিজ্ঞান পরিভাষা দেখুন এবং ওখানকার আলোচনা পাতাতে আপনার মতামত রাখুন। ওটাই এ বিষয়ক আলোচনার সেন্ট্রাল জায়গা। তবে আপনার কাজও চালিয়ে যান। --অর্ণব (আলাপ | অবদান) ২৩:২৬, ৩০ আগস্ট ২০০৯ (UTC)

চিকিৎসা পরিভাষা আলোচনা পাতায় আপনার অনুরোধের উত্তর দিয়েছি। দেখুন। --অর্ণব (আলাপ | অবদান) ০১:৩৭, ৩১ আগস্ট ২০০৯ (UTC)

উইকিপিডিয়ার অগ্রতিতে আমাদের লক্ষ্য

আমি এখানে আলোচনাটি পোষ্ট করেছি শুধুমাত্র কিছু উইকিপিডিয়ানের দৃষ্টি আকর্ষনের জন্য। আপনার আলোচনার অংশটুকু উইকিমিডিয়া বিডি মেইলিং লিস্টে আগের থ্রেডে পোষ্ট করুন। অর্ণব জাহিন ভাইকেও মেইলিং লিস্টে আলোচনা করতে বলুন। এ ধরণের আলোচনার জন্য উইকিমিডিয়া বিডিই বেশী উপযুক্ত স্থান।--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:৩৯, ৩১ আগস্ট ২০০৯ (UTC)

ঠিক আছে, ধন্যবাদ।--তানভির (আলাপ | অবদান) ০৬:৪২, ৩১ আগস্ট ২০০৯ (UTC)

community board

ঐ পাতা কে দেখাশোনা করবে? আপনি? আপনি যখন থাকবেন না, তখন ওটা কে দেখাশোনা করবে? --অর্ণব (আলাপ | অবদান) ০৬:২৭, ৪ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

এখন বাংলা উইকিতে নিয়মিত ব্যবহারকারী হাতেগোনা ৭-৮ জন। ৫০/১০০/২০০ জন নিয়মিত ব্যবহাকারী হলে এই পাতাটা হয়ত কাজে আসত। এই মুহূর্তে এটা আমার কাছে কেবল ঝামেলা বাড়ানো বলে মনে হচ্ছে। বাংলা উইকিতে আপনি নতুন, বিগত কয়েক বছর আমরা কীভাবে কাজ করেছি হয়ত জানেন না। আমরা সাধারণত সেই সমস্ত প্রশাসনিক ও সম্প্রদায় পাতা তৈরি করেছি, যেগুলি একেবারে না হলেই নয়। বিগত ৩-৪ বছরের অভিজ্ঞতা বলে বাংলা উইকিতে সবসময়ই ছাড়া ছাড়া বিচ্ছিন্নভাবে ৫-৬ জন কাজ করেন। একবারে এর বেশি এখানে লোক থাকে না। এত কম লোকের জন্য এত বেশি সম্প্রদায় পাতা বানানো আমার ব্যক্তিগত মতে ঝামেলা ছাড়া আর কিছুই না। অভিজ্ঞতা বলে এগুলি রক্ষণাবেক্ষণ তো হবেই না, বরং যারা মহা উৎসাহ নিয়ে শুরু করেন, দুই দিন পর তারা হাওয়া হয়ে যান এবং পাতাগুলি নষ্ট হয়। কাজের কাজ কিছুই হয় না। --অর্ণব (আলাপ | অবদান) ০৬:৫১, ৪ সেপ্টেম্বর ২০০৯ (UTC)
আপনাকে আসলে আক্রমণ করার জন্য কথাগুলি বলিনি। জয়ন্তবাবু ইদানিং এ জাতীয় অনেকগুলি পাতা তৈরি করেছেন। প্রশাসকের দায়িত্ব থেকেই করছেন এবং সেটা ঠিকই আছে। তবে এগুলির অনেকগুলিই আমার মতে ভবিষ্যতের জন্য, কেন না এগুলির পূর্ণ সদ্ব্যবহার করার মত একটা বড় অনলাইন উইকি-সম্প্রদায় এখনও বাংলা উইকিতে গড়ে ওঠেনি। তাই কমিউনিটি বোর্ডটা দেখবে, দেখাশোনা করবে, এরকম লোকও নেই। জয়ন্তবাবু যেহেতু প্রশাসক, নিয়মিত এখানে অবদান রাখেন, তাই তাকে চাইলে অন্ততঃ ধরা যায়। আমার কথা হল উইকিসম্প্রদায়ের কাজকারবার উইকিপিডিয়াকে ঘিরে আবর্তিত হবে, অর্থাৎ উইকিসম্প্রদায়ের লক্ষ্য হবে একটা ভাল বিশ্বকোষ রচনা করা। ইংরেজি উইকি যেভাবে চলে, বাংলা উইকি ঠিক সেভাবে চলে না, নীতিগত কারণে নয়, বরং বাস্তবতার চাপে। --অর্ণব (আলাপ | অবদান) ০৭:১৪, ৪ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

ইউজার সাবপেজ

ইউজার সাবপেজ করতে পাতা তৈরি করুন এভাবে ধরুন আমারটা, User:Bellayet/testpage।--বেলায়েত (আলাপ | অবদান) ১৭:৫২, ৭ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

@ইউজার সাবপেইজে, মূল আলাপ পাতার সাথে সাপপেইজের লিঙ্ক দিতে হয় কী করে? প্রশ্নটা বোধহয় ঠিক বুঝতে পারিনি আমি যদি ঠিক বুঝে থাকি,ব্যবহারকারী:Wikitanvir/subpagename-এ গিয়ে [[ব্যবহারকারী আলাপ:Wikitanvir]] দিলেই হবে।--জয়ন্ত (আলাপ | অবদান) ১৯:২৩, ৮ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

রিডিরেক্ট উত্তর

ব্যাপারটা আমার জানা ছিল না, জানানোর জন্যে ধন্যবাদ। তবে বুঝতে পারছি না বটটা কেমন করে কাজ করে। অবশ্য বট সম্বন্ধে আমি বেশি কিছু জানি না। --ফয়সল ১০:১৯, ১০ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

সেপ্টেম্বর ১০, ২০০৯-এ আইআরসি চ্যাট থেকে আসা প্রশ্ন

প্রশ্নগুলো একে একে রাখুন আর প্রশ্ন লেখার আগে একটা # চিহ্ন দিয়ে নিন। ধন্যবাদ।

ইংরেজী উইকিপিডিয়া থেকে কোন ভুক্তি যতি আমি অনুবাদ করে বাংলা উইকিপিডিয়ায় দিতে চাই তাহলে সেটা গ্রহণযোগ্য হবে কিনা আর অনুবাদের মান কেমন হতে হবে?

অবশ্যই আপনি তা পারবেন, এবং প্রচেষ্টার জন্য স্বাগতম। আপনি উইকিপিডিয়া:অনুবাদ পাতাটি দেখতে পারেন। আর অনুবাদের মানের ব্যাপারে যেটা বলবো, তা হলো মূল বিষয়বস্তু অপরিবর্তিত রেখে সহজভাষায় লিখুন। এটুকুই যথেষ্ট। কোনো সমস্যায় ঐ নিবন্ধের আলাপ পাতায় মন্তব্য/প্রশ্ন রাখুন। সম্পাদনা করতে উইকিপিডিয়া:কীভাবে একটি পৃষ্ঠা সম্পাদনা করবেনউইকিপিডিয়া:রচনাশৈলী নির্দেশনা পড়ে নিন।--তানভির (আলাপ | অবদান) ০৭:১৯, ১১ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

মেটার পাতা

এমন হতে পারে, সব ইংরেজি একসাথে তারপর সব বাংলা সেকশন। তাহলে পাতাটিতে একটি ল্যাংগুয়েজ বক্স যোগ করা যাবে। — Bellayet (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

দেখে কাল জানাবো

দেখে কাল জানাবো। কাগ করতে করতে সময় জ্ঞান হারিয়ে ফেলেছি। ভারতীয় সময় এখন প্রায় সকাল ৪টে ৫০মিনিট।--জয়ন্ত (আলাপ | অবদান) ২৩:২৯, ১২ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

দুঃক্ষিত তানভির। এখনও দেখা হয় নি। খুব ভালো কাজ হচ্ছে। তার জন্য অশেষ ধন্যবাদ। আমি বেলায়েত ভাইকে যা বলেছি তার মানে এই নয় পাতাগুলি আমার ব্যক্তিগত লিস্টে আছে। এইগুলি এখানেই আছে। এখানে অনুসন্ধান করার আর একটা পদ্ধতি আছে। Special:PrefixIndex এখানে গিয়ে উইকিপিডিয়া নামস্থানে অনুসন্ধান করলে সব উইকিপিডিয়া নামস্থানের পাতাগিলি আসবে। এখানে প্রায় অনেক পাতাই ৭০% নয় প্রায় ১০০% হয় খালি বা অনুবাদ করা হয় নি বা শুরুই করা হয়। আর বিভিন্ন টেমপ্লেটে যেখানে লাল লিঙ্ক দেখবেন তা শুরুই করা হয়নি। সেইগুলি শুরু করতে হবে।--জয়ন্ত (আলাপ | অবদান) ১৭:০৫, ১৪ সেপ্টেম্বর ২০০৯ (UTC)
বিষয়শ্রেণী:উইকিপিডিয়া নীতিমালা ও নির্দেশাবলী এইটা ধরে এগোলেও হয়।--জয়ন্ত (আলাপ | অবদান) ১৭:১২, ১৪ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

উইকিপদক

নিরলস অবদানের জন্য পদক
উইকিপিডিয়ার নীতিমালা ও নির্দেশাবলীর বিভিন্ন পাতাগুলি তৈরি ও সু-অনুবাদের জন্য তানভিরকে এই পদকটি দিলাম। --জয়ন্ত (আলাপ | অবদান) ২০:২১, ১৪ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

সাহায্য

টেমপ্লেটে গননার সময় এটা হয়ে থাকে। কারণ বাংলা ১+১=২ এখানে হয় না। দেখছি সমস্যাটা।--জয়ন্ত (আলাপ | অবদান) ১০:২১, ১৬ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

সরাসরি পরামর্শ

এ ব্যাপারটি নিয়ে এখনও আলোচনার দরকার। পাতা তৈরি করেছি কিন্তু সময়ের অভাবে, কার্যক্রমের বিস্তারিত লিখতে পারিনি। উইকিপিডিয়ার পাতাটি হয়ে গেলে, উইকিপিডিয়ানদের এ বিষয়ে আলোচনার আহ্বান করতে হবে। মূলত উইকিপিডিয়ানদের এর সাথে সম্পৃক্ত করতে হবে। আলোচনার পর চূড়ান্ত করে, প্রেস রিলিজ সহ কার্যক্রমের সূচনা করা পরিকল্পনা রয়েছে। ঈদের পরে এ ব্যাপারে ক্যাম্পেইন করতে হবে।--বেলায়েত (আলাপ | অবদান) ১১:৩০, ১৮ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

হ্যা এ বিষয়টির কথা পরেই দিন। আসলে কোনো কার্য পদ্ধতি নিয়ে যত উইকিপিডিয়ানদের সাথে আলোচনা করবেন, বিষয়টি ততবেশি ম্যাচিউর হবে এবং এর স্থায়ীত্ব বারবে।--বেলায়েত (আলাপ | অবদান) ১২:০৩, ১৮ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

খালি নিবন্ধ

তানভির ভাই আপনি উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা/সংকলন০৭#খালি নিবন্ধগুলোর মুছে ফেলার আবেদন পড়ে দেখুন। কিছু ধারনা পাবেন।--জয়ন্ত (আলাপ | অবদান) ১২:১৭, ১৯ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

নতুন নিবন্ধ সৃস্টি করেছেন

নতুন নিবন্ধ সৃষ্টি করেছেন তা জানার জন্য যে লিঙ্কটি আছে, যে টুলটা ব্যবহার করা হয়েছে সেটা থেকে বাংলা নতুন নিবন্ধ সৃষ্টিকরার কোনো অপসন নেই। ওটাকে বাতিল করতে হবে। যতদিন না ওখানে কোনো ডেভেলপ হয়।আর অন্য কোনো টুল খুঁজে দেখতে হবে যাতে বাংলা উইকির নতুন নিবন্ধ সৃস্টির লগটা পাওয়া যায়।--জয়ন্ত (আলাপ | অবদান) ১৬:১৬, ১৯ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

গ্লোবাল সাইট নোটিশ

এ সাইট নোটিশগুলো বাংলায় অনুবাদ করতে কোনো বিশেষ যোগ্যতার প্রয়োজন হয় না। তবে অনুবাদ পক্রিয়া সম্পর্কে ভাল জ্ঞান থাকতে হবে। অনুবাদের জন্য মূলত একজন অভিজ্ঞ উইকিমিডিয়ানের নেতৃত্বে একটি অনুবাদক দল কাজ করার কথা। কিন্তু বাংলাতে তেমন কোনো দল নাই, কারণ স্বেচ্ছাসেবকের অপ্রতুলতা। অনুবাদের জন্য সাধারনত যে উইকিতে অনুবাদের কাজ চলে তার একটি অ্যাকাউন্ট থাকতে হবে। আর অবশ্যই এখানে সততার গুরুত্ব রয়েছে, কারণ আপনি যা অনুবাদ করবেন তাই ওরা সাইটে তুলে দিবে, মানে আপনি ভুল করলে বা যা বলা হয়েছে তা না বলে অন্য কিছু বললে ওরা তাই উইকিমিডিয়ার সকল সাইটে বাংলা ইন্টারফেসে তুলে দিবে। তাই অনুবাদের ব্যাপারে বিশেষ ভাবে যত্নশীল হতে হবে। বিস্তারিত জানতে এখানে দেখুন।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:০১, ২২ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

প্রবেশদ্বার

সবার আগে Wikipedia:Portal পড়ে নিলে ভালো হয়,(এখন কষ্ট করে ইংরেজিটাই পড়তে হবে) কেন না আমাদের বাংলায় এখনো এই পাতাটা তৈরি করা হয়নি এটাও দরকার, আর Portal:Film টা আমরা অনুসরণ করতে পারি।--জয়ন্ত (আলাপ | অবদান) ০৮:০৩, ২৪ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

আমি প্রবেশদ্বার নিয়ে এ মূহুর্তে খুব একটা আশাবাদী নই। কারণ প্রবেশদ্বার তৈরি করার চেয়ে যেটা প্রয়োজন তা নিয়মিত রক্ষণাবেক্ষণ করা। আমাদের যে মূল প্রবেশদ্বার আমাদের প্রধান পাতা, সেটাই তো নিয়মিত রক্ষণাবেক্ষণের লোকবল নাই, সেখানে বিষয়ভিত্তিক প্রবেশদ্বার রক্ষণাবেক্ষণ কিভাবে হবে আমার জানা নাই। আমাদের প্রধান পাতায় এখনও আমরা অনেক কার্যক্রম চালু করতে পারিনি, পুরোনো যা এখন আছে, তার মাত্র একটি নিয়মিত পরিবর্তন হয়, তাও সম্পূর্ণরূপে কার্যক্ষম নয়। একটি একটি বিভাগের দায়িত্ব উইকিপিডিয়ানরা ভাগাভাগি করে, নিয়মিত পরিবর্তন করার মাধ্যমেই প্রধান পাতা প্রবেশদ্বারটি কার্যক্ষম করে তোলা সম্ভব, যা কারও একার পক্ষে সম্ভব নয়। আগে উইকিপিডিয়াতে সময় দিয়েছেন এমন লোকের নিজ দায়িত্ব প্রধান পাতায় ২টি বিভাগ চালু করা হয়েছিল, কিন্তু তাদের দায়িত্বের অবহেলায় বিভাগ দুটো পুরোপুরি অচল। আমার ব্যক্তিগত প্রচেষ্টায়, নির্বাচিত ছবি অংশটি আংশিক কার্যক্ষম রাখছি। তাই আমি পরামর্শ দিবো বিষয়ভিত্তিক প্রবেশদ্বার করার পূর্বে প্রধান পাতাটি সচল এবং নিয়মিত হালনাগাদ করার চিন্তা ভাবনা করতে। প্রবেশদ্বার একদিনেই করতে হবে এমনটা নয়। তবে প্রবেশদ্বারটি সম্পূর্ণ না হলে, তা অন্য কোনো পাতায় সংযোগ না দেওয়া উচিত।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:১৩, ২৫ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

হ্যা নির্বাচিত নিবন্ধ। বাঙালি নতুন কিছু শুরু করতে পছন্দ করে কিন্তু তা বয়ে চলতে বা শেষ করে না।--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:১৩, ২৫ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

উইকিপিডিয়াতে নির্বাচিত নিবন্ধ করতে আমাদের এখন যা দরকার তা হল, একটি বিচক্ষণ পর্যবেক্ষক দল। যারা বড় নিবন্ধগুলোকে ভাল নিবন্ধে এবং ভাল নিবন্ধকে নির্বাচিত নিবন্ধে উত্তীর্ণ করতে পরামর্শ দান করতে পারবেন। তবে বাংলা উইকিপিডিয়ার সমস্যা হল, এ ধরনের পর্যবেক্ষক পাওয়া। যারা এখন বাংলা উইকিপিডিয়াতে আছেন, তারা এ ধরনের পর্যবেক্ষণের কাজে বেশি সময় দিতে পারছেন না। আবার পরামর্শ দেওয়ার পর ঐ নিবন্ধ নিয়ে কাজ করবেন এমন লোকও পাওয়া যাচ্ছে না। তবে যদি একটি পর্যবেক্ষক দল এবং একটি দল (সদস্য সংখ্যা যত কমই হোক না কেন, ধৈর্য্য থাকলেই হবে) করা যায় যারা নিবন্ধগুলোকে নিয়ে কাজ করবেন। তাহলে নিবন্ধগুলোকে মোটামুটি মানের নিবন্ধে পরিনত করা যাবে। তবে আমাদের অবশ্যই একমত হতে হবে যে, আমাদের এ পর্যায়ে নির্বাচিত নিবন্ধের মানের ব্যাপারে কিছুটা ছাড় দিতে হবে। অভিজ্ঞরা কিছুটা সময় এবং মত দিলেই এ কাজটি করা সম্ভব।--বেলায়েত (আলাপ | অবদান) ১১:৪৬, ২৫ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

আজাকি

আজাকি সম্পর্কে জানতে উইকিপিডিয়া:আপনি জানেন কি পাতাটি দেখুন। এ পাতাটি বেশ ভাল করে তৈরি করা হয়েছিল। আশা করি পাতাটি পড়ে বুঝতে পারবেন। প্রশ্ন থাকলে বার্তা রাখতে দ্বিধা করবেন না।--বেলায়েত (আলাপ | অবদান) ০১:৪৮, ২৬ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

সাহায্যঃ বই

আপনার পরামর্শ ও সাহায্যের জন্য ধন্যবাদ। আমার মন্তব্য আমি আমার আলাপ পাতায় দিয়েছি। যাই হোক এবার আরো একটু সাহায্যের আবেদন রাখছি। বই তৈরী করতে গিয়ে ভুল্ক্রমে উইকিপিডিয়া:Books/টেলিযোগাযোগ নামের বইটি দুবার হয়ে গেছে, আপনি কি অনুগ্রহ পূর্বক এই বইটি মুছে দেবেন? অগ্রীম ধন্যবাদ। অয়ন (talk) ১৪:৪৬, ২৯ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

IRC

IRC তে আসেন।--বেলায়েত (আলাপ | অবদান) ১৫:১০, ২৯ সেপ্টেম্বর২০০৯ (UTC)

ধন্যবাদ

ধন্যবাদ তানভির ভাই। ঈদ ও পুজার উভয়ের শুভেচ্ছা নেবেন। দেরি বলে দুঃক্ষিত। আসলে আমার ঘরের মেশিনটা এক সপ্তাহ হল বিগড়েছে। রিপেয়ার করারও সময় পাচ্ছি না। আপাতোত বন্ধুর ল্যাপ্টপে কাজ করছি। অফিস টাইমে কোন কাজ হয় না, কেবল মাত্র দেখি কে কি কাজ করছেন। মাঝে মাঝে কিছু মন্তব্যই করা যায়। সময়ের অভাব। সেই জন্য রাতে প্রায় থাকতে পারবো না। মাঝে দেশভ্রমনে( ভাইজ্যাক,আরাকুভ্যালি,হ্রায়দাবাদ বা অন্ধ্রোপ্রদেশ যাত্রা) যাবো ১৫ অক্টোবরের পর নিয়মিত হতে পারব আশা রাখি। আর সমস্যাগুলি ...

  • ১। ডিজিট কনভার্শনে--আমি (টেমপ্লেট:En2bndigit ‎ও টেমপ্লেট:ConvertDigit)দুটি টেমপ্লেটে কোডিং কিছু পরিবর্তন করিনি। সমস্যাটা অন্য মনে হয়। ব্যাপারটা দেখছি। নাহলে বাগজিলায় জানাতে হবে।
  • ২।এক্সপ্রেশন এরর; সমস্যাটাও অনেকদিন ধরে পড়ে আছে ।

এই দুটিকে সমাধান করতে পারলে অনেক সমস্যা মিটে যাবে। দেখা যাক কতদূর কি করতে পারি।--জয়ন্ত (আলাপ | অবদান) ১০:৪৩, ৩০ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

সমস্যাটা বোধহয় ঠিক করতে পেরেছি। আর একটু চেক করতে হবে।এক্সপ্রেশন এরর; পরে দেখছি।--জয়ন্ত (আলাপ | অবদান) ১১:০৩, ৩০ সেপ্টেম্বর ২০০৯ (UTC)

আজাকি হালনাগাদ

Updated DYK query আপনার তৈরি অথবা সম্প্রসারিত র‌্যাটল সাপএবং র‌্যাটল সাপ নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্যগুলো নিয়ে ৪ অক্টোবর, ২০০৯ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখতে পারেন।
--বেলায়েত (আলাপ | অবদান) ০৩:০৪, ৪ অক্টোবর ২০০৯ (UTC)

বিশেষ পৃষ্ঠাসমূহ

তানভির এখানে বাঁদিকে সরঞ্জামে বিশেষ পৃষ্ঠাসমূহ নামে একটি পাতা আছে। এখানে অনেক রক্ষনাবেক্ষণ পাতা আছে অর্থাৎ অনেক ভুল কাজকর্ম এখানে স্বয়ং ক্রিয় ভাবে তালিকা ভুক্ত হয়।এখানে কিছু কাজ আমি অনেক সময় করি, অবশ্য বটেও কিছু কাজ হয়। দুইবার করা পুনর্নির্দেশনাগুলি আজ ঠিক করলাম। এমন অনেক পাতাই আছে যেমন ভাষার সংযোগহীন পাতাসমূহ অবশ্যই করা দরকার দেখি ফিরে এসে এটায় হাত দেব। এটাও বটে হয়, কিন্তু ন্যুনতম ইংরেজি না দিলে বটটি কাজ করবে না। কর্কট (তারামণ্ডল) পাতাটি একে অপরের রিডাইরেক্ট করা ছিল। পাতাটি আবার নতুন করে তৈরি করতে হবে।--জয়ন্ত (আলাপ | অবদান) ০৮:৪৮, ৪ অক্টোবর ২০০৯ (UTC)

দুঃক্ষিত তানভির বোধহয় আমারই বোঝাবার ভুল। আমি কর্কট (তারামণ্ডল) কে কর্কট (তারকামণ্ডল) পাতাতে পুনর্নির্দেশ করেছি। মীন (তারামণ্ডল), তুলা (তারামণ্ডল) পাতাগুলোতে দুইবার করা পুনর্নির্দেশনার কোনো ভুল নেই, থাকলে বিশেষ:DoubleRedirects পাতাতে তার লিঙ্কটাও আসতো।--জয়ন্ত (আলাপ | অবদান) ১৪:২২, ৪ অক্টোবর ২০০৯ (UTC)
বার্তা পেয়ে আমি খুব আনন্দিত। ধন্যবাদ তানভির।--জয়ন্ত (আলাপ | অবদান) ১৮:০৩, ৪ অক্টোবর ২০০৯ (UTC)

আব্দুল্লাহ আবু সায়্যীদ নামে নতুন শুরু নিবন্ধ বাতিল যোগ্য।

‌‌‌‍'আবদুল্লাহ আবু সায়ীদ' নামে ইতোমধ্যে নিবন্ধ আছে। সুতরাং আব্দুল্লাহ আবু সায়্যীদ নামে নতুন শুরু নিবন্ধ বাতিল যোগ্য। Faizul Latif Chowdhury (talk) ০২:১৮, ৭ অক্টোবর ২০০৯ (UTC)

ছুটি

ছুটিতে গেলে আজাকি এর কি হবে?--বেলায়েত (আলাপ | অবদান) ০৭:৫৩, ৭ অক্টোবর ২০০৯ (UTC)

নিবন্ধে ঐ তথ্যে তথ্যসূত্র যোগ করে তবেই আজাকি তে দিবেন।--বেলায়েত (আলাপ | অবদান) ১১:২০, ৭ অক্টোবর ২০০৯ (UTC)

আজাকি হালনাগাদ

Updated DYK query আপনার তৈরি অথবা সম্প্রসারিত শাকিরা, স্কুইড, এবং বয়ঃসন্ধি নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্যগুলো নিয়ে ৯ অক্টোবর, ২০০৯ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।
--বেলায়েত (আলাপ | অবদান) ১১:১৫, ৯ অক্টোবর ২০০৯ (UTC)
Updated DYK query প্রধান পাতায় দেখাতে আপনার সাম্প্রতিক মনোনিত সৈয়দ আলী আহসানএবং কুতুব মিনার নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্যগুলো নিয়ে ৯ অক্টোবর, ২০০৯ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানতেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখতে পারেন।
--বেলায়েত (আলাপ | অবদান) ১১:১৫, ৯ অক্টোবর ২০০৯ (UTC)

আজাকি হালনাগাদ

Updated DYK query আপনার তৈরি অথবা সম্প্রসারিত ক্যাপ্রি প্যান্টএবং অ্যাঞ্জেলিনা জোলি নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্যগুলো নিয়ে ১৬ অক্টোবর, ২০০৯ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।
--বেলায়েত (আলাপ | অবদান) ১৬:৪৭, ১৬ অক্টোবর ২০০৯ (UTC)

ভাল লেখা না হলে মুছে দিয়েন

আমি mind করবোনা। যেটা রাখার মতো, সেটাই রাখবেন, নাহয় মুছে দেবেন! আমি আসলে অনেকদিন পরে এসেছি তো, সব নিয়মকানুন ভুলে গিয়েছি। অনেক বদলও চখে পড়েছে এখানে। আপনারা ভালো থাকবেন। আমার ভাষায় উইকিপিডিয়া আরও সমৃদ্ধ হোক!! — Shafqat (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

আমি জানি সেটা

দেখেছি আপনি জুন থেকে কাজ করছেন। পরিসংখ্যান বেশ বড়, একটা পদকও পেয়েছেন :) আমার ঘরের কাজ শেষ করার পর এমনিতেও সময় থাকেনা। quality-wise আমার অবদান ভাল না-হওয়ারই কথা। তাও একটা ভাষা-প্রেম থেকে মাঝে মাঝে কিছু দিতে ইচ্ছে করে এখানে। আজকে আমার IP-সাহেবের statisticsও দেখলাম। লগিন না করে যেসব দিয়েছি সেসব আছে এখনও। ভাল লেগেছে দেখে। শাফকাত

একটু দেখবেন?

অনুভূতি বলে একটা ভুক্তি আমি করেছিলাম অনেক আগে (লগিন না-করে যদিও) সেটাকে কি কোনও category হিসেবে দেখানো যায়না? আপনি আচরণ শ্রেণীতে যেসব রেখেছেন আমার ব্যক্তিগত ধারণা সেগুলো আসলে অনুভূতি। ধন্যবাদ।

শাফকাত

আমি কিন্তু কান্না দিয়ে শুরু করেছিলাম অনুভূতিতে রাখবো বলে। কিভাবে যেন সেটা ক্রন্দন হয়ে গেল এবং আচরণে চলে গেল। কী আর করা, আমি বাকি অনুভূতিগুলোও একই লিস্টে দিয়ে দিলাম (হতাশার সাঈন হবে এখানে) শাফকাত

বিষয়শ্রেণী অনুভূতি

বিষয়শ্রেণী হিসেবে নিচে ব্র্যাকেট দিলে যেটা হয় সেখানে মূল definition টা দেখায় না। অথচ অনুভূতি defined আছে।

Shafqat

Which means there had been a definition stored for the word অনুভূতি that doesn't show when the word অনুভূতি is kept under the header বিষয়শ্রেণী। তখন অনুভূতি word টাকে লাল দেখায়, as if এটা defined নয়

Shafqat

সেটা আমি দেখেছি। কিন্তু অনুভূতি বিষয়শ্রেণীর মধ্যে আবার অনুভূতিকে-ঈ জুড়ে দেওয়া?? এরকম কেন হয়না 'বিষয়শ্রেণী অনুভূতি' লেখার নীদে প্রথমে definition আসবে তারপর বুলেট গুলো আসবে?

Shafqat

তাই কী? সংস্কৃতি, পদার্থবিজ্ঞান এইসব বিষয়শ্রেণীতে কিন্তু topic itself কে enlist করা হয়নি। by the way, আমি এর মধ্যে আরো কিছু ভুক্তি দিয়েছি, সেসব কি হচ্ছে?? Shafqat

পার্শ্ব অভিনেত্রী

আমার মনে হয়, এটাকে সমাসবদ্ধ শব্দ হিসেবে না দেখাই ভাল। যদিও ঠিক কৃতঋণ শব্দ নয়, তবে খানিকটা ওই জাতীয়ই। নতুন সৃষ্ট শব্দও বলা চলে। একটি বিদেশি শব্দের আদলে দুটি তৎসম শব্দকে জুড়ে তৈরি করা। ব্যাকরণ বইতে অবশ্য বিশেষভাবে এই শব্দটি নেই। তবে এই জাতীয় অন্য শব্দ আছে। শব্দ দুটো আলাদা করে লিখলে, অন্তত এই ক্ষেত্রে, দৃষ্টিকটু লাগে না। --অর্ণব দত্ত (talk) ১৫:৫৪, ২১ অক্টোবর ২০০৯ (UTC)

ছবি আপলোড সংক্রান্ত সাহায্য

ছবি দুটি প্রায় ঠিকঠাকই আপলোড করা হয়েছে। মুক্ত-নয় এমন মিডিয়া ব্যবহারের যৌক্তিক ভিত্তি অবশ্যই দেওয়া উচিত,কারণ উইকি সর্বদা মুক্ত মিডিয়া ব্যবহারের পরামর্শ দেয়।কিছু ক্ষেত্রে কপিরাইটেড ছবি ব্যবহার করা যায়,তবে তা বিভিন্ন শর্ত সাপেক্ষ। যেমন ধরা যাক খালেদা জিয়ার নিবন্ধে যদি কেঊ কপিরাইটেড ছবি সৌজন্যমূলক ব্যবহার করতে চান, তা ব্যবহার করা যাবে না,কারন তাকে বর্ননা করতে হবে তার সে ব্যবহারের যৌক্তিক ভিত্তি কি? কেন কোনো মুক্ত প্রতিস্থাপনযোগ্য পাওয়া সম্ভব নয়। কারন ভেবে দেখা দরকার তিনি জীবিত ও যে কোন স্বেচ্ছাসেবক ক্যামেরার মাধ্যমে তার চিত্র উইকিতে আপলোড করতে পারেন এবং সেই পরামর্শই দেওয়া হয়।কিন্তু চিত্র:Nguyen.jpgচিত্র:Gia.png ছবি দুটির মুক্ত প্রতিস্থাপনযোগ্য চিত্র পাওয়া এখন সম্ভব নয়। আশা করি বোঝাতে পারলাম।--জয়ন্ত (আলাপ | অবদান) ১৮:৩৪, ২১ অক্টোবর ২০০৯ (UTC)

ফেয়ার ইউজ ছবির ব্যবহারে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছি। ইংরেজী উইকিপিডিয়া থেকে ফেয়ার ইউজ ছবি এনে ছবির ব্যবহারের আগে অবশ্যই আপনাকে ছবি বর্ণনা এবং অনুমতি মনোযোগ সহকারে পরে দেখতে হবে। যদি ছবি অনুমতিতে লেখা থাকে যে "শুধুমাত্র ইংরেজী ভাষার উইকিপিডিয়ায় ঐ বিষয়ের নিবন্ধের জন্য ব্যবহারযোগ্য", তাহলে আপনার কি মনে হয় ইংরেজী ভাষায় উইকিপিডিয়াকে উৎস দেখিয়ে বাংলা উইকিডিয়া বা অন্য কোনো উইকিমিডিয়া প্রকল্পে তা ব্যবহার করা উচিত? আমার মতে তা কখনই করা উচিত নয়। খেয়াল করুন সেখানে নির্দিষ্ট ভাবে ভাষার কথা উল্লেখ আছে কিনা, থাকলে ছবিটি ব্যবহারে বিরত থাকুন। কারণ ইংরেজী উইকিপিডিয়া এটি ব্যবহারে কোনো দায় দায়িত্ব নিবে না। তবে তবে বাংলাদেশ সম্পর্কিত সতন্ত্র কোনো ছবি হলে "শুধু মাত্র বাংলা ভাষা উইকিপিডিয়ায় ব্যবহারযোগ্য" উল্লেখ করে ব্যবহার করা যেতে পারে। সর্বপরি আমার পরামর্শ ফেয়ার ইউজ লাইসেন্সের ছবি গুলো বাংলা উইকিপিডিয়াতে ব্যবহার না করা। অনেক ভাষার উইকিপিডিয়াতেই ফেয়ার ইউজ লাইসেন্সের ছবি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। আমাদেরও এ ব্যপারে বিশেষভাবে সতর্ক থাকা উচিত।--বেলায়েত (আলাপ | অবদান) ০৪:৩৪, ২২ অক্টোবর ২০০৯ (UTC)

বাংলাদেশে ফেয়ার ইউজ লাইসেন্সের আদৌ আইনগত ভিত্ত্বি আছে কি না সন্দেহ। কাজেই ফেয়ার ইউজ না ব্যবহার করাই ভালো। একটি ছবি উইকিতে না থাকলে উইকির কোনো সমস্যা হবে না, কিন্তু একটি ছবির লাইসেন্স নিয়ে কেলেংকারী হলে তা অনেক খারাপ ফল বয়ে আনবে। --রাগিব (আলাপ | অবদান) ০৮:৩৩, ২২ অক্টোবর ২০০৯ (UTC)

কমন্স ছাড়া আর ছবি আপলোড করা হবে না। সবাইকে ধন্যবাদ। — তানভির আলাপ অবদান ১৩:০৮, ২২ অক্টোবর ২০০৯ (UTC)

আজাকি মনোনয়ন

কোনো তথ্য আজাকি মোনোনয়ন দেওয়ার আগে তার তথ্যসূত্র নিশ্চিত করার সাথে সাথে তা যাচাই করুন। প্রজাপতি মাছের যে লাইন মনোনয়ন দিয়েছেন তাতে যে তথ্যসূত্র দেওয়া হয়েছে তাতে আসলেই এ তথ্যটি কথা লেখা আছে কিনা তা যাচাই না করেই লাইনটি মনোনয়ন দিয়েছে। আশা করি মনোনয়নের সময় এ বিষয়টি খেয়াল রাখবেন। যাচাই করে নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া গেলেই তা আজাকির জন্য মনোনয়ন দেওয়া উচিত। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৫:৫৭, ২২ অক্টোবর ২০০৯ (UTC)

আজাকিতে দুই লাইন করে কোনো মনোনয়ন দিবেন না, দুইলাইনকে এক লাইনে পরিণত বা রিরাইট করে তবেই মনোনয়ন দিবেন। তথ্য যতটুকু সম্ভব সহজ করে লিখতে হবে। আজাকিতে একটি তথ্য দিবেন, একলাইনে বহুতথ্যের সন্নিবেশ ঘটাবেন না। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:০৭, ২২ অক্টোবর ২০০৯ (UTC)

মনে থাকবে। ধন্যবাদ। — তানভির আলাপ অবদান ১৩:০৬, ২২ অক্টোবর ২০০৯ (UTC)

ধন্যবাদ

তথ্য দেবার জন্য আপনাকে ধন্যবাদ। পরের নিবন্ধগুলোতে তথ্যসূত্র যোগ করা চেষ্টা করবো। — Yahia.barie (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

ঔদ্ধত্যপূর্ণ এবং অভদ্র আচরণ পরিহারের অনুরোধ

দুঃখজনক হলেও সত্যি যে আপনার ইদানিং কালের মন্তব্য এবং উত্তর যথেষ্ট ঔদ্ধত্যপূর্ণ এবং আক্রমণাত্নক, যা অনেকটাই ব্যক্তিগত আক্রমনের শামিল। এবং মন্তব্যের সময় আপনি শিষ্টতা এবং ভদ্রতার দিকটি বিবেচনায় না করে টেমপ্লেট_আলোচনা:আপনি_জানেন_কি#প্রার্থীতার ভুক্তি পাতায় আপনি যে স্বরে মন্তব্যের উত্তর দিয়েছেন তা মটেও শিষ্টতা, ভদ্রতা এবং শ্রদ্ধা বজায় রেখে করেন নি। ভুক্তির উত্তরে যেভাবে সূত্রের বর্ণনা দিয়েছেন, তা কি নিবন্ধে দেওয়া আছে? কেন কোনো ব্যক্তি কোনো তথ্যের সূত্র দেখতে গিয়ে পুরো সাইট তাকে খুজতে হবে? আপনি সাধারণের দৃষ্টিভঙ্গি থেকে বলুন কেউ ঐ লিঙ্কে গিয়ে দাবিকৃত তথ্যটি সম্পর্কে কোনো কিছু খুঁজে পাবে কিনা, যদি না তাতে নির্দিষ্ট করে বলা থাকে কোথায় তথ্যটি পাওয়া যাবে? আপনার ভাবখানা এমন যে আপনি আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন এবং সূত্র সাইটটি দেখতে আদেশ দিচ্ছেন। সূত্র দাতা ভুল লিখেছেন কি লেখেননি তা কি উপরের মন্তব্য থেকে স্পষ্ট নয়? সাথে এ তথ্যসূত্রের সমস্যাটি কি আপনাকে আপনার আলাপের পাতায় জানানো হয়নি? আপনি তা আপনার মন্তব্যে পুনরায় তা উল্লেখ করেছেন। এবং সাথে আপনি ব্যক্তিগত ভাবে আমার সাধ্য এবং বুদ্ধির বা জ্ঞানের সম্পর্কে প্রশ্ন তুলেছেন। যার কোনো অধিকার আপনার নেই। সূত্রদাতার দূর্বলতা যদি আপনি জেনে থাকেন আর সূত্র সম্পর্কে যদি আপনার জানা থাকে তাহলে, পুনরায় মন্তব্য করার পূর্বে নিবন্ধে সূত্রটি ঠিক করতেন এবং সেখানে সূত্রটি ঠিক মত লিখে দিতে পারতেন। তা না করে আপনি সরাসরি আমাকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করেছেন এবং আমাকে দেখে নিতে আদেশ দিয়েছেন যে তা ঠিক আছে। আমি আপনাকে অনুরোধ করছি অন্যের প্রতি শ্রদ্ধাশীল হোন এবং আরও বিনয়ী হোন। আপনি চাইলে এ ব্যাপারটি অন্য ব্যবহারকারীদের আলোচনার জন্য উইকিপিডিয়া:প্রশাসকদের আলোচনাসভা তে তুলতে পারেন।--বেলায়েত (আলাপ | অবদান) ১৮:১৯, ২৩ অক্টোবর ২০০৯ (UTC)

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। কিন্তু দুঃখিত; আপনার মন্তব্যের মাঝের অংশটি ঠিকভাবে বুঝতে পারি নি। তবে প্রথম ও শেষ বাক্যটা খুব ভালোভাবে বুঝেছি (আক্ষরিক অর্থে)। শেষ বাক্যের সাপেক্ষে বলবো আপনি যেহেতু কথাটি তুলেছেন, তাই আপনি-ই প্রশাসকদের আলোচনাসভায় প্রসঙ্গটির অবতারণা করতে পারেন। অন্যরা তাঁদের মতামত দেবেন, এবং আমার যা বলার তা আমি সেখানেই বলবো। আর এখন যা বলতে পারি—
  • আপনার অভিযোগ ভিত্তিহীন মনে হচ্ছে; ‘ঔদ্ধত্যপূর্ণ’ ও ‘অভদ্র’ শব্দ দু’টোই বরং আমার কাছে ব্যক্তিগত আক্রমণ মনে হচ্ছে।
  • এধরনের আলোচনা উইকিপিডিয়ার জন্য ভালো কিছু বয়ে আনবে না, সেটা আমি আপনার থেকে ভালো জানি না।
  • আমার মন্তব্য আপনার মনোঃকষ্ট, বা খেদ, বা ক্রোধের কারণ হয়ে থাকলে আমি সেজন্যে দুঃখ প্রকাশ করছি।
  • আমি আমার দেওয়া বক্তব্যের জন্য অনুতপ্ত নই।
সরাসরি বলায় আবারো দুঃখিত। — তানভির আলাপ অবদান ২০:১৬, ২৩ অক্টোবর ২০০৯ (UTC)

আজাকি হালনাগাদ

Updated DYK query আপনার তৈরি অথবা সম্প্রসারিত মনিকা বেলুচ্চিএবং নাইট্রোগ্লিসারিন নিবন্ধ থেকে আকর্ষণীয় তথ্যগুলো নিয়ে ২৩ অক্টোবর, ২০০৯ তারিখে, আপনি জানেন কি? হালনাগাদকৃত হয়েছে। এই তারিখে তথ্যটি বাংলা উইকিপিডিয়ার প্রধান পাতার আজাকি অংশে যোগ হবে, যা পরবর্তী হালনাগাদের পূর্ব পর্যন্ত প্রদর্শিত হবে। আপনি সাম্প্রতিক তৈরি বা সম্প্রসারিত কোন নিবন্ধে আকর্ষণীয় আরও কোন তথ্য জেনে থাকলে আপনি জানেন কি? আলোচনা পাতায় প্রস্তাব রাখুন।
তানভির আলাপ অবদান ১৮:৫৫, ২৩ অক্টোবর ২০০৯ (UTC)
"Wikitanvir/archive1"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।