স্বাগতম বার্তা সম্পাদনা

প্রিয় Datta.ashis, উইকিপিডিয়াতে আপনাকে     স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন।

এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:


  •     টিউটোরিয়াল – উইকিপিডিয়া অবদান রাখার জন্য ধারাবাহিক প্রশিক্ষণমূলক প্রস্তুতি নিতে এটি দেখুন।


কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যেকোন পদ্ধতি অনুসরণ করা:

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল     আবশ্যকীয় নিবন্ধ-গুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা। তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt-x চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে পরিবর্ধন বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে "অন্যান্য ভাষা"-র তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • আপনার নতুন নিবন্ধ শুরু করার আগে অনুগ্রহপূর্বক গুগলের মাধ্যমে অনুসন্ধান করুন

  • আপনার প্রথম নিবন্ধটি শুরু করার পূর্বে অনুগ্রহ করে আপনার প্রথম নিবন্ধ পড়ে নিন।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।
  • উইকিপিডিয়ানদের সাথে সরাসরি আলাপ করতে IRC চ্যানেল  #wikimedia-bd ব্যবহার করুন।
  • এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবে। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক আপনার আলাপ পাতা ব্যবহার করুন।

অনুগ্রহপূর্বক আলাপের পাতায় বার্তা রাখার পর   চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা (~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ যোগ করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং নিচে আপনার প্রশ্ন লিখুন। একজন সাহায্যকারী কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেবেন।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! 


তানভির আলাপ অবদান ০৬:১৩, ৯ মার্চ ২০১০ (UTC)

সম্পাদনা বাতিল সম্পাদনা

দেরিতে উত্তর দেওয়ায় ক্ষমা করবেন। আপনার ঐ সম্পাদনা বাতিলের কারণ ছিলো, আপনার অনুবাদের ভাষা ঠিক ছিলো না। একে তো এটাকে স্বয়ংক্রিয় অনুবাদ মনে হচ্ছে, তার ওপর তার ভাষা ভাঙাচোরা। যেমন: বানান ভুল, রেফারেন্সের লিংক ঠিক নেই, যেখানে অনুবাদের প্রয়োজন নেই (যেমন: নাম), সেগুলোও অনুবাদ, সংখ্যাগুলো ইংরেজি ইত্যাদি। এগুলো ঠিক করে তারপর তা নিবন্ধে যোগ করার অনুরোধ। — তানভির আলাপ অবদান ০৮:২৬, ১৬ মার্চ ২০১০ (UTC)

অবশ্যই। সঠিকভাবে অনুবাদের পর তা সংযোজন করাটা উইকিপিডিয়াতে সবসময়ই গ্রহণযোগ্য। আর সেজন্য আগাম ধন্যবাদ। — তানভির আলাপ অবদান ০৯:৩১, ১৬ মার্চ ২০১০ (UTC)

স্বয়ংক্রিয় অনুবাদ সম্পাদনা

আপনার অনুবাদ রীতিসিদ্ধ হচ্ছে না। এ ধরনের অনুবাদ উইকিপিডিয়ায় গ্রহণযোগ্য নয়। দয়া করে এ ধরনের অনুবাদ চালিয়ে যাবেন না। বাংলা উইকিপিডিয়ায় নিবন্ধ শিরোনাম সবসময় বাংলায় হতে হয়। এভাবে চলতে থাকলে আপনাকে সম্পাদনায় বাধাদান করা হতে পারে। — তানভির আলাপ অবদান ১০:০৩, ১৯ মার্চ ২০১০ (UTC)

অ্যাঞ্জেলিনা জোলি নিবন্ধটি দেখুন। এটি ইংরেজি উইকিপিডিয়া থেকে অনুবাদকৃত। তাহলেই বুঝতে পারবেন, কীভাবে অনুবাদ করা উচিত, কোনগুলো করা উচিত, কীভাবে রেফারেন্স দিতে হয় ইত্যাদি। আর নেতৃত্ব নিবন্ধটির অনুবাদ ঠিক করুন। একটি সঠিকভাবে শেষ করার পরই অন্য একটা নিবন্ধ ধরার অনুরোধ। আর বাংলা উইকিপিডিয়ার আলাপ পাতায় বাংলাতেই লিখুন। — তানভির আলাপ অবদান ১১:০২, ১৯ মার্চ ২০১০ (UTC)
আর আলাপ পাতায় নতুন কোনো বিষয় সম্মন্ধে আলাপ করতে নতুন সেকশনে তা শুরু করুন। — তানভির আলাপ অবদান ১১:০৪, ১৯ মার্চ ২০১০ (UTC)

ধন্যবাদ তানভির, অ্যঞ্জেলিনা জোলি নিবন্ধটি দেখে এবং আপনার উপদেশগুলি খেয়াল রেখে পরের কাজগুলি করার চেষ্টা করব | 122.163.1.2 (আলাপ) ১১:০৮, ১৯ মার্চ ২০১০ (UTC)

Please writing article Nowy Dwór Królewski. http://en.wikipedia.org/wiki/Nowy_Dwór_Królewski Answer on Polish Wikipedia Ananas96 (আলাপ) ১২:৫৬, ২২ মার্চ ২০১০ (UTC)