স্বাগতম বার্তা সম্পাদনা

প্রিয় Aroopinkadutta, উইকিপিডিয়াতে আপনাকে       স্বাগত জানাচ্ছি। আশা করছি এ জায়গাটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন।

এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে:



কাজে নেমে পড়বার সহজ উপায় হলো নিচের যেকোন পদ্ধতি অনুসরণ করা-

  • আমাদের সম্প্রদায়ের অন্যতম বর্তমান লক্ষ্য হল     আবশ্যকীয় নিবন্ধ-গুলোকে সৃষ্টি ও পূর্ণতা দান করা।  তালিকাটি থেকে পছন্দের যেকোন একটি নিবন্ধ কাজের জন্য বেছে নিন।
  • Alt-x চাপুন, বা অজানা যেকোনো পৃষ্ঠা লিঙ্কে ক্লিক করুন। যেকোন একটি নিবন্ধ আসবে, আপনি সেটাকে পরিবর্ধন বা পরিমার্জন করতে পারেন।
  • অসম্পূর্ণ নিবন্ধের তালিকা দেখুন, ও সেখান থেকে কোন নিবন্ধকে পরিবর্ধনের জন্য বেছে নিন।
  • নিবন্ধ পরিবর্ধনের জন্য তথ্যের প্রয়োজন হলে উইকিপিডিয়ার ইংরেজি সংস্করণের সহায়তা নিতে পারেন, এজন্য বাংলা নিবন্ধটির বাঁয়ে "অন্যান্য ভাষা"-র তালিকা থেকে English-এ ক্লিক করতে হবে।
  • নতুন নিবন্ধ শুরু করতে হলে এই পাতায় গিয়ে ফর্মে নিবন্ধের নামটি লিখুন।
  • উইকিপিডিয়ানদের সাথে সরাসরি আলাপ করতে IRC চ্যানেল  #wikimedia-bd ব্যবহার করুন।
  • এছাড়া নিজের সম্পর্কে তথ্য আপনি আপনার ব্যবহারকারী পাতায় রাখতে পারেন। এর মাধ্যমে অন্য উইকিপিডিয়ানরা আপনার সম্পর্কে জানতে পারবে। সাহায্য চাইতে এবং মতামত রাখতে অনুগ্রহপূর্বক আপনার আলাপ পাতা ব্যবহার করুন।

দয়া করে আলাপের পাতায় বার্তা লেখার পর   চিহ্নে ক্লিক করুন অথবা চারটি টিল্ডা (~~~~) চিহ্ন দিয়ে আপনার স্বাক্ষর করুন; এটি স্বয়ংক্রিয় ভাবে আপনার নাম এবং তারিখ যোগ করবে। যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তা হলে আমার আলাপের পাতায় প্রশ্ন করুন, অথবা আপনার আলাপের পাতায় {{সাহায্য করুন}} লিখুন এবং নিচে আপনার প্রশ্ন লিখুন। একজন সাহায্যকারী কিছুক্ষণের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেবেন।

আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! 


বেলায়েত (আলাপ | অবদান) ০৭:১৫, ২২ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

উইকিবই ও উইকিসংকলন সম্পাদনা

উইকিপিডিয়ায় স্বাগত জানাই আপনাকে। এককথায় আপনার প্রশ্নের উত্তর দিতে হলে বলতে হয়, উইকিবই হল ইতিহাস, ভূগোল, ব্যাকরণ, বিজ্ঞান, আইন ইত্যাদি বিভিন্ন বিষয়ে সাধারণ পাঠ্যপুস্তক বা ম্যানুয়েল জাতীয় বইয়ের সংকলন। আর উইকিসংকলন হল স্বনামধন্য লেখকের ধ্রুপদি বইগুলির সংকলন। উভয় ক্ষেত্রেই যে কোনো বিষয়ের বই রাখা যায়। এবং উভয় ক্ষেত্রেই কপিরাইট আইন রক্ষার বিষয়টি কঠোরভাবে মানা হয়। --অর্ণব দত্ত (talk) ০৮:২১, ২২ ফেব্রুয়ারি ২০১০ (UTC)

না, বরং সম্পূর্ণ আলাদা। কোনো সম্পর্কই নেই। — তানভির আলাপ অবদান ১২:৪৩, ৬ মার্চ ২০১০ (UTC)

উইকির সবকিছু উন্মুক্ত লাইসেন্সের আওতায়, তাই এগুলো ব্যবহার করলে কারো বিরুদ্ধে কিছু বলার নেই। এবং সবাই এগুলো ব্যবহার করতে পারেন। — তানভির আলাপ অবদান ১২:৫৯, ৬ মার্চ ২০১০ (UTC)

অনুবাদ সম্পাদনা

খুবই সহজ। ইংরেজি উইকিপিডিয়া থেকে আপনার পছন্দমতো একটি নিবন্ধ নির্বাচন করুন। সেখানে এডিট প্যানেলে ক্লিক করে যেটুকু অংশ অনুবাদ করবেন, সেটুকু অংশ কপি করে নিয়ে বাংলা উইকিপিডিয়ায় ঐ ইংরেজি নামটার বাংলা নামে নিবন্ধ শুরু করে সেখানে পেস্ট করুন। এরপর অনুবাদ করুন, প্রাকদর্শন-এ ক্লিক করুন, সব কিছু ঠিক ঠাক থাকলে সংরক্ষণ করুন। ব্যস হয়ে গেলো।

আর জিলা স্কুল নামে বিষয়শ্রেণী তৈরি করা যাবে না, কারণ এটা বিষয়শ্রেণী হওয়ার মতো উল্লেখযোগ্য নয়। বিষয়শ্রেণী হতে পারে পশ্চিমবঙ্গের বিদ্যালয়, ঢাকার বিদ্যালয়-এরকম। আর একটা ব্যাপার, আলাপ পাতায় আলোচনার শিরোনাম যথাসম্ভব বাংলায় লেখার অনুরোধ। উইকিপিডিয়ায় আপনার অবদানের জন্য আবারো ধন্যবাদ। — তানভির আলাপ অবদান ১৪:৫১, ৬ মার্চ ২০১০ (UTC)

অরুপদা, হয়েছে ঠিকই, কিন্তু তা বিষয়শ্রেণী হওয়ার মতো যোগ্যতা রাখে না। কারণ হিসেবে বলি, সচারচর জেলা স্কুল কোনগুলো কেউ কিন্তু এটা খোঁজ করেন না বা একসাথে লিস্ট পেতে চায় না। কিন্তু ঢাকার স্কুল কোনগুলো, পশ্চিমবঙ্গের স্কুল কোনগুলো এগুলো মানুষ একসাথে তালিকা পেতে চায়। এবং এভাবে হওয়াটাই বিশ্বকোষীয়। তাই বিষয়শ্রেণী এভাবেই হয়ে আসছে, আর হয়ও। :) — তানভির আলাপ অবদান ০৪:৫৫, ৭ মার্চ ২০১০ (UTC)

ক্ষমা করার প্রশ্নই আসে না :)। আপনি তো প্রশ্ন করেছেন বা আগ্রহ প্রকাশ করেছেন। অন্যায় তো করেন নি। অবশ্য আপনার মতো আমার স্কুলের প্রতিও আমার ভীষণ দুর্বলতা। আমার স্কুল হচ্ছে এটি। — তানভির আলাপ অবদান ০৫:০৯, ৭ মার্চ ২০১০ (UTC)

লিওন ট্রট্‌স্কি সম্পাদনা

নিশ্চয়ই, আপনি অবশ্যই আরম্ভ করতে পারেন। এর জন্য কারও অনুমোদনের প্রয়োজন নেই। আপনি যত বেশি সমৃদ্ধ নিবন্ধ (খালি নয়) সৃষ্টি করতে পারবেন, বাংলা উইকিপিডিয়াই তাতে উপকৃত হতে পারবে। শুধু একটা অনুরোধ শুধুমাত্র শিরোনাম সহ একটি লাইন লিখে ছেড়ে দেবেন না, আর ভাষার দিকে একটু নজর রাখবেন, তা যেন মার্জিত, বিশ্বকোষোচিত হয়।ভার্গব চৌধুরি (আলাপ) ১৬:০৪, ৬ মার্চ ২০১০ (UTC)

জেলা স্কুল সম্পাদনা

এ বিষয়ক একটি আলোচনা চলছে আমার আলাপ পাতায়। দেখে মন্তব্য করতে পারেন। — তানভির আলাপ অবদান ১২:০২, ৭ মার্চ ২০১০ (UTC)

লাল নিবন্ধ সম্পাদনা

অনুগ্রহ করে আপনার জিজ্ঞাসিত বিষয়বস্তুর বিস্তারিত বলুন, প্রযোজ্য ক্ষেত্রে উদাহরণ এবং লিঙ্ক পেশ করুন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৫:৪৪, ১০ মার্চ ২০১০ (UTC)

ব্রাউজারের ক্যাশে পরিষ্কার করুন। শিফট-রিফ্রেশ। --রাগিব (আলাপ | অবদান) ০৫:৪৮, ১০ মার্চ ২০১০ (UTC)

কেমন উদাহরণ দিলেন তার মাথামুন্ডু কিছুই বুঝলাম না? বরষাবন!!! এটা দিয়ে আপনি কি বুঝালেন? নাকি বানান ভুল করলেন তাও বুঝলাম না। আরও একটি অনুরোধ করবো, দয়াকরে বার্তা লেখায় একটু বেশী ব্যায় করুন। প্রাকপ্রদর্শন নিয়ে দেখুন আপনার বার্তাটি কেমন দেখাচ্ছে, যথেষ্ট যাচাই হলেই সংরক্ষণ বোতামটি ক্লিক করুন। ধন্যবাদ।--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:০৯, ১০ মার্চ ২০১০ (UTC)
আপনি বলছেন বরষাবন নিবন্ধটি উইকিপিডিয়াতে রয়েছে। তাহলে অনুগ্রহ করে বরষাবন নিবন্ধের লিঙ্কটি দিন।--বেলায়েত (আলাপ | অবদান) ০৬:১৮, ১০ মার্চ ২০১০ (UTC)
আমার মনে হয় ওনার বাংলা লেখার সফটওয়্যারে রেফ-সংক্রান্ত সমস্যার কারণে এমনটা হচ্ছে। উনি বোধহয় বর্ষাবন লিখতে গিয়ে বরষাবন লিখছেন বা সঠিক লিখলেও দেখাচ্ছে।Mayeenul Islam (আলাপ) ১০:১২, ৩ জুন ২০১০ (UTC)

সম্পাদনা বাতিল সম্পাদনা

বিষয়শ্রেণীগুলোতে সঠিক বিষয়শ্রেণীর লিংক যোগ করা হয়নি। তাই বাতিল করেছি। যেমন: বাংলাদেশের পাখি বিষয়শ্রেণীর জন্য সঠিক মাতৃ বিষয়শ্রেণীর লিংক হবে দেশ অনুযায়ী পাখি। সেটাই করা হয়েছে। — তানভির আলাপ অবদান ০৫:২৭, ১১ মার্চ ২০১০ (UTC)

ওগুলো প্রাণী ঠিক আছে। কিন্তু প্রাণী বিষয়শ্রেণীতে যেতে পারে পুরো পাখি, বা সরীসৃপ বিষয়শ্রেণীটাই। বিষয়শ্রেণীবৃক্ষটি এরকম হবে। প্রাণী > মেরুদণ্ডী প্রাণী > পাখি > দেশ অনুযায়ী পাখি.... এরকম টাইপের। — তানভির আলাপ অবদান ০৫:৩৫, ১১ মার্চ ২০১০ (UTC)