ব্যবহারকারী আলাপ:RakibHossain/সংগ্রহশালা ১
আপনার জন্য একটি পদক!
সম্পাদনাচলচ্চিত্রের প্রতি আপনার আগ্রহ দেখে আপনাকে উইকিপিডিয়া:উইকিপ্রকল্প চলচ্চিত্র-এ আমন্ত্রণ জানাচ্ছি। উচ্চ-গুরুত্বের কিছু তালিকা এখানে। --আফতাবুজ্জামান (আলাপ) ২২:৪৪, ১০ জুন ২০২০ (ইউটিসি)
- @আফতাবুজ্জামান: ভাই আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আমি সাধ্যমত উইকিপিডিয়া:উইকিপ্রকল্প চলচ্চিত্র-এ অবদান অব্যাহত রাখব।--রাকিব (আলাপ) ০৯:০০, ১১ জুন ২০২০ (ইউটিসি)
ধ্বংসপ্রবণতা হিসেবে গণ্য হয়েছে
সম্পাদনাআমার অনেক সম্পাদনা বাতিল করেছেন আর ধ্বংসপ্রবণতা বলছেন। কিন্তু কেন? ভাষাগত সমস্যা থাকতে পারে, কিন্তু কোন ধ্বংসাত্মক কিছু কি ছিল? এই তথ্য সম্পাদন করতে অনেক সময় লেগেছে। যা সঠিক। — Zlatan990 (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
মুক্ত নয় চিত্র
সম্পাদনাচিত্র:কাসেম মালার প্রেম.jpg চিত্রটি মুক্ত নয়, তাই বারবার উচ্চ রেজুলেশনে চিত্র আপলোড করবেননা। এছাড়াও মুক্ত নয় যে কোনো চিত্রই নিম্ন রেজুলেশনে আপলোড করবেন, ধন্যবাদ। ~ নাহিয়ান আলাপ ০৪:৪২, ৮ জুলাই ২০২০ (ইউটিসি)
- @Nahian: ধন্যবাদ, তবে চিত্র:কাসেম মালার প্রেম.jpg চিত্রটি পুনঃআপলোড এর কারন হচ্ছে লোগো মুক্ত করে আপলোড করা হয়েছিল।--রাকিব (আলাপ) ০৫:১৭, ৮ জুলাই ২০২০ (ইউটিসি)
- জলছাপ/লোগো সরিয়ে দিয়েছি আমি এখন। আফতাব ভাইকে জানানো হয়েছে, উনি পূর্বের সংস্করণগুলি মুছে দেবেন। ~ নাহিয়ান আলাপ ০৮:০৭, ৮ জুলাই ২০২০ (ইউটিসি)
- @Nahian: অসংখ্য ধন্যবাদ!--রাকিব (আলাপ) ০৮:৩৮, ৮ জুলাই ২০২০ (ইউটিসি)
- জলছাপ/লোগো সরিয়ে দিয়েছি আমি এখন। আফতাব ভাইকে জানানো হয়েছে, উনি পূর্বের সংস্করণগুলি মুছে দেবেন। ~ নাহিয়ান আলাপ ০৮:০৭, ৮ জুলাই ২০২০ (ইউটিসি)
মান্না গৃহীত পুরস্কার ও মনোনয়নের তালিকা
সম্পাদনাসুধী, আপনার মান্না গৃহীত পুরস্কার ও মনোনয়নের তালিকা টি ভাল হয়েছে। তালিকাটির ভাষাশৈলী, ইংরেজী শব্দের পরিবর্তে বাংলা'র ব্যবহার সর্বপোরি উইকিপিডিয়া:নির্বাচিত_তালিকার_মানদণ্ড অনুযায়ী আরো উন্নত করে উইকিপিডিয়া:নির্বাচিত তালিকার জন্য মনোনায়ন দিতে পারেন। শুভকামনা City of Zion (আলাপ) ১০:৪১, ৯ জুলাই ২০২০ (ইউটিসি)
- @FaysaLBinDaruL: ধন্যবাদ ভাই, পরামর্শ সাদরে গ্রহন করা হইল। --রাকিব (আলাপ) ০৫:০৫, ১০ জুলাই ২০২০ (ইউটিসি)
সম্পাদনা প্রসঙ্গে
সম্পাদনাসুধী, আপনার অবদানের জন্য ধন্যবাদ। আপনি সম্প্রতি কিছু নিবন্ধ তৈরি করছেন যেমন রাহুল দেব, মুকুল দেব এবং এগুলোতে চলচ্চিত্র তালিকাটি ইংরেজিতে রাখছেন। এটি যেহেতু বাংলা উইকিপিডিয়া তাই হয় বাংলাতে অনুবাদ করুন অন্যথায় অনুবাদ করা নেই এমন অনুচ্ছেদ যুক্ত করবেন না। এরপর আপনি হিরো আলম নিবন্ধে পুরাতন অপসারণ প্রস্তাবনা যুক্ত করেছিলেন। যা ধ্বংসপ্রবণতা। দয়া করে এমনটি করবেন না। কোন নিবন্ধে অপসারণ প্রস্তাবনা আপনি দিতেই পারেন তবে সেটি নতুন প্রস্তাবনা হতে হবে এবং নীতিমালা ব্যাখ্যাপূর্বক আপনাকে প্রস্তাবটি দিতে হবে। আপনি যদি কোন নিবন্ধ পছন্দ না করেন এবং সেটির প্রেক্ষিতে দেন সেক্ষেত্রে সেটি ধ্বংসপ্রবণতা হবে। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:৩৫, ২১ জুলাই ২০২০ (ইউটিসি)
- @NahidSultan: পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। তবে, হিরো আলম নিবন্ধে আমি টুইঙ্কলের মাধ্যমে নতুন করেই অপসারণ প্রস্তাবনা যুক্ত করেছিলাম। বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ রইল, হয়তো প্রসুক্তিগত কোন ত্রুটি পরিলক্ষিত হতে পারে।--রাকিব (আলাপ) ০৪:৩৯, ২২ জুলাই ২০২০ (ইউটিসি)
- ধন্যবাদ, বিষয়টি দেখবো। তবে, যে কোন আধা-স্বয়ংক্রিয় সরঞ্জাম টুইংকলসহ ব্যবহারের দ্বায়ভার সম্পূর্ণ যিনি ব্যবহার করবেন তাঁর। এটি টুইংকেলসহ এমন সব সরঞ্জামে লেখা আছে। যদি সরঞ্জাম ব্যবহার ভুল হয় সেক্ষেত্রেও বিষয়টি পরে আর সংশোধন করেননি। যাইহোক, এ ব্যাপারে সতর্ক থাকবেন। আর উক্ত নিবন্ধটি অপসারণ প্রস্তাবনা দেওয়া বৃথা কারণ এটি মানদণ্ড পূরণ করেছে। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:০৯, ২২ জুলাই ২০২০ (ইউটিসি)
ক্রিমিনাল
সম্পাদনাআপনি ক্রিমিনাল পাতাটি অপসারণ না করে, এই পাতাতেই মান্নার ক্রিমিনাল চলচ্চিত্রের নিবন্ধ লিখতে পারেন। এজন্য আমি ক্রিমিনাল পাতার অপসারণ প্রস্তাবনা সরিয়ে নিলাম। City of Zion (আলাপ) ২৩:৫৪, ২৯ জুলাই ২০২০ (ইউটিসি)
- @FaysaLBinDaruL এবং City of Zion: পরামর্শের জন্য ধন্যবাদ ভাই। তবে সেটাও স্থানান্তর করতে হবে যেমন ক্রিমিনাল (চলচ্চিত্র) বা চলচ্চিত্রের সাল উল্লেখ করে। ক্রিমিনাল অপরাধী এর ইংরেজী শব্দ একটি ক্রিয়া পদ এটা নিয়েও হয়তো এটা criminal এর বাংলা রুপে নিবন্ধ করা যেতে পারে তবে আমার দৃস্টিকোণ থেকে এটা আপাদত মুছে ফেলাই উত্তম মনে করছি। --রাকিব (আলাপ) ০০:০৪, ৩০ জুলাই ২০২০ (ইউটিসি)
- @RakibHossain: আপাতত সাল উল্লেখ না করেই লিখুন। এই নামে আরো নিবন্ধ থাকলে পরে দ্বর্থ্যতা নিরসণ করা যাবে। criminal-এর শিরোমান শুধু 'ক্রিমিনাল' হবে না। City of Zion (আলাপ) ০০:০৯, ৩০ জুলাই ২০২০ (ইউটিসি)
- @RakibHossain: আপনি ইংরেজী 'crime'-এর লিংক দিয়েছেন ,যার বাংলা অনুবাদ হিসেবে অপরাধ নিবন্ধ রয়েছে। যা আপনার চলচ্চিত্র সংশ্লীষ্ট নয়। সুতরাং 'ক্রিমিনাল' শিরোনামে মান্নার চলচ্চিত্র নিয়ে লিখতে পারেন। City of Zion (আলাপ) ০০:১১, ৩০ জুলাই ২০২০ (ইউটিসি)
- @FaysaLBinDaruL: ঠিক আছে ধন্যবাদ ভাই।--রাকিব (আলাপ) ০০:১৫, ৩০ জুলাই ২০২০ (ইউটিসি)
স্বাগতম
সম্পাদনা
সুপ্রিয় মোঃ রাকিব হোসেন ! উইকিপিডিয়ায় আপনাকে স্বাগত জানাচ্ছি। আশা করছি এ পরিবেশটি আপনার ভাল লাগবে এবং উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজে আপনি সহায়তা করবেন। এখানে কিছু পৃষ্ঠা আছে যা আপনাকে উইকিপিডিয়া ব্যবহার এবং সমৃদ্ধ করার কাজে সাহায্য করবে: আশা করি আপনি বাংলা উইকিপিডিয়া সম্প্রদায়ের একজন হয়ে সম্পাদনা করে আনন্দ পাবেন! আবারও স্বাগতম এবং শুভেচ্ছা! বাংলা উইকিপিডিয়া অভ্যর্থনা কমিটি, ০৯:২৩, ১৪ মার্চ ২০১৩ (ইউটিসি) |
সংগ্রহশালা তৈরিতে সাহায্যের প্রস্তাব
সম্পাদনাপ্রিয় RakibHossain,
আশা করি ভালই আছেন। আপনি সম্ভবত জেনে থাকবেন যে আলাপ পাতার সংগ্রহশালা ব্যবস্থাপনার জন্য আমার তৈরি স্ক্রিপ্ট কাজের অনুমতি পেয়েছে। তাই যদি আপনি আপনার আলাপ পাতার পুরনো বার্তাগুলো স্বয়ংক্রিয়ভাবে সংগ্রহশালায় স্থানান্তরিত করতে চান, তবে আপনার আলাপ পাতার (এই পাতাটিতেই) সবার উপরে {{স্বয়ংক্রিয় সংগ্রহশালা|max-day=7|current-index=1}} যুক্ত করুন। টেমপ্লেটটির অন্যান্য সেটিং সম্পর্কে জানতে টেমপ্লেট:স্বয়ংক্রিয় সংগ্রহশালা/নথি দেখুন। ধন্যবাদ। নকীব সরকার বলুন... ০৬:৩৫, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)
- @Nokib Sarkar: ধন্যবাদ, প্রয়োজনীয় একটি স্ক্রিপ্ট তৈরী করার জন্য। সাদরে বট কর্তৃক সংগ্রহশালায় যুক্ত হলাম--রাকিব (আলাপ) ০৯:০১, ৬ আগস্ট ২০২০ (ইউটিসি)
আপনার জন্য একটি পদক!
সম্পাদনাবিশেষ উইকিপদক | ||
সুপ্রিয় RakibHossain,
সম্প্রতি সমাপ্ত হওয়া কুস্তি বিষয়ক এডিটাথন ২০২০-এ অংশগ্রহণ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার একটি নিবন্ধ উক্ত এডিটাথনে গৃহীত হয়েছে। উপহারস্বরুপ আমরা আপনাকে দ্বিতীয় শ্রেণীর পদক প্রদান করছি। আপনার উইকিযাত্রা শুভ হোক, ধন্যবাদ। – শুভেচ্ছান্তে, |
~ নাহিয়ান আলাপ ০৫:০১, ৮ আগস্ট ২০২০ (ইউটিসি)
- @Nahian: কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ!--রাকিব (আলাপ) ০৫:১৫, ৮ আগস্ট ২০২০ (ইউটিসি)
আপনার ছবির উন্নত সংস্করণ দিব কিনা
সম্পাদনা@RakibHossain: আপনার আরো কিছু ছবির উন্নত সংস্করণ দিব কিনা বলেন? (সবই চলচ্চিত্র বিষয়ক যেগুলো মনে হচ্ছে লাইট কম) — কুউ পুলক ✉ ১৪:৩১, ১০ আগস্ট ২০২০ (ইউটিসি)
- @Kupulak: আগ্রহের ধন্য অশেষ ধন্যবাদ! অবশ্ব্যই করতে পারেন (উইকি নিয়মানুসারে যে কেউ করতে পারেন) আপনার মত অভিজ্ঞ হাতের সাম্পাদনা, সর্বদা সাদর সম্ভাষণীয়। অগ্রিম কৃতজ্ঞতা রইল।--রাকিব (আলাপ) ১৪:৩৭, ১০ আগস্ট ২০২০ (ইউটিসি)
মুক্ত নয় বা কপি রাইটেড লেখা প্রসঙ্গে
সম্পাদনাসুধী, @RakibHossain: আশা করি ভাল আছেন। নিয়মিত উইকিতে অবদান রাখার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু একটি বিষয়ে আপনাকে অবগত না করে, কিংবা অবগত না করলে বিষয়টি অন্ধকারেই থেকে যেতে পারে, তাই জানানোর তাগিদ অনুভব করছি। সম্প্রতি আপনি কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই নিয়ে নিবন্ধ বাংলা উইকিতে লিখেছেন, যা বাংলা উইকির একটি মৌলিক নিবন্ধ হিসেবে উল্লেখযোগ্য। কিন্তু এই নিবন্ধের পটভূমি অংশ পুরোটাই তথ্যসূত্রে উল্লিখিত বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর আর্টিকেল হতে হুবহু কপি করা। ঐ আর্টিকেলটি বাংলা নিউজ-এর কপি রাইটের আওতাধীন অর্থ্যাত এখনো মুক্ত নয়। যেহেতু মুক্ত নয়, তাই তা উইকিতে রাখার ক্ষেত্রে কিছু বিধি নিষেধ আছে। এ ব্যাপারে আরো জানার জন্য উইকিপিডিয়া:মুক্ত নয় এমন উপাদান দেখতে পারেন। বিষয়টাকে ভুল ধরা হিসেবে না দেখে আপনার নিবন্ধের আরো সমৃদ্ধ করার পরামর্শ হিসেবে দেখতে পারেন। এবার সবচেয়ে ভাল হয়, পটভূমি অংশটি আপনি আপনার ভাষায় নতুন করে লিখে ফেললে। তাহলে তা আর কপিরাইটেড লেখার আওতায় থাকবে না। আপনার জন্য শুভকামনা। ফায়সাল বিন দারুল (আলাপ) ০৪:৫৮, ৬ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
- ধন্যবাদ @FaysaLBinDaruL: ভাই, বিষটি আমার দৃষ্টিগোচর হয়েছিল। এখন ঠিক করে দিয়েছি দেখুন--রাকিব (আলাপ) ১৫:২২, ৭ সেপ্টেম্বর ২০২০ (ইউটিসি)
অনুগ্রহপূর্বক আপনার ইমেইল চেক করুন
সম্পাদনাহ্যালো RakibHossain/সংগ্রহশালা ১: অনুগ্রহপূর্বক আপনার ইমেইল চেক করুন! বিষয়: "The Community Insights survey is coming!"আপনার যদি প্রশ্ন থাকে, ইমেল surveys@wikimedia.org
(Please check your email! Subject: "The Community Insights survey is coming!" If you have questions, email surveys@wikimedia.org.)
ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা - অংশগ্রহণ করুন ও পুরস্কার জিতুন
সম্পাদনা
সুপ্রিয় RakibHossain, আশা করি করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী পরিস্থিতিতে ভাল আছেন। আগামীকাল থেকে ভারতীয় উইকিসংকলন মুদ্রণ সংশোধন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আপনাকে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আন্তরিক অনুরোধ করি ।এই প্রতিযোগিতায় অভিজ্ঞ,অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই মুক্ত। উইকিসংকলন – একটি উন্মুক্ত অনলাইন পাঠাগার –যা উইকিমিডিয়া ফাউন্ডেশনের একটি প্রকল্প যা উন্মুক্ত লেখ্য উপাদান তৈরি করার জন্য এক লাইব্রেরি যেখানে উৎসের লেখা মূল নথিপত্র , দলিল, দস্তাবেজ, এমনকি মুল লেখার বাংলা অনুবাদও থাকে। যেখানে উইকিপিডিয়া একটি বিশ্বকোষ, সেখানে উইকিসংকলন হল একটি লাইব্রেরি বা পাঠাগার বা গ্রন্থাগার। উইকিপিডিয়াতে কোনো একটি বই সম্পর্কে নিবন্ধ থাকতে পারে, সেখানে উইকিসংকলনে সেই বইটির সম্পূর্ণ লেখাটি রাখা হয়। ভারতীয় উইকিসংকলন সম্প্রদায়ের অন্য ভাষাগুলির থেকে বাংলা ভাষায় অবদানকারির সংখ্যা তুলনামূলক ভাবে অত্যধিক কম। অথচ বাংলা সাহিত্যের রত্ন ভাণ্ডারের কিছু শতাংশ মাত্র প্রকাশ করা গেছে। তাই আমাদের আরও স্বেচ্ছাসেবক দরকার কাজ করার জন্য। আশা করি আপনি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ও উইকিসংকলনকে সমৃদ্ধ করবেন। বিস্তারিত প্রকল্প পাতায় দেখুন। প্রতিটি সম্প্রদায় অনুযায়ী পুরষ্কার
বাংলাদেশ থেকে কোনো প্রতিযোগী পুরস্কার পেলে, তাকে ( https://www.bagdoom.com/ ) বা সম গোত্রীয় ওয়েব সাইট থেকে গিফট ভাউচার পাঠানো হবে ও ভারতে আমজন গিফট ভাউচার পাঠানো হবে। বাংলাদেশে (অন্যান্য দেশে) বসবাসকারী বিজয়ীদের শুধুমাত্র উপহার ভাউচার পাঠানো সম্ভব। টিশার্ট বা মেমেন্টো ভারত থেকে পাঠানা সম্ভব নাও হতে পারে। প্রতিযোগিতায় আপনাকে স্বাগতম। শুভেচ্ছা সহ, |
ঈদ মোবারক!
সম্পাদনাঈদ মোবারক ভাই!!! পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা! ~ তন্ময় (আলাপ) ১৯:০৬, ১৩ মে ২০২১ (ইউটিসি)
বোর্ড নির্বাচনে প্রার্থী হবার জন্য আহ্বান
সম্পাদনাসুপ্রিয় RakibHossain,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অফ ট্রাস্টি উইকিমিডিয়া ফাউন্ডেশনের কার্যক্রম তদারকি করে। উপলব্ধ আসনগুলি পূরণ করার জন্য সম্প্রদায়ের প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়া প্রয়োজন। প্রার্থীদের মনোনয়নপত্র গ্ৰহণ ৯ জুন ২০২১ তারিখে শুরু হয়েছে। আপনিও একজন প্রার্থী হিসেবে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন, প্রার্থীদের প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে এই পাতাটি পড়ুন এবং যোগ্য হলে নিশ্চিন্তে এই পাতায় আপনার মনোনয়নপত্র জমা দিন, সারাবিশ্বের উইকিমিডিয়া সম্প্রদায় আপনার অপেক্ষায়!!
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেন ও নেট্টিমি সুজাতা ১৭:২৪, ১০ জুন ২০২১ (ইউটিসি)
লক্ষ্য এবার লক্ষ এডিটাথন পদক
সম্পাদনালক্ষপূরণ পদক | ||
প্রিয় RakibHossain, বাংলা উইকিপিডিয়ার এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জনের প্রাক্কালে আয়োজিত, ‘লক্ষ্য এবার লক্ষ’ শীর্ষক বিশেষ ধারাবাহিক এডিটাথনে অংশগ্রহণ করায় আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এডিটাথনে আপনার জমাদানকৃত এক বা একাধিক নিবন্ধ গৃহীত হয়েছিল। উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত এ এডিটাথনে নিবন্ধ রচনার মাধ্যমে বাংলা উইকিপিডিয়ার এক লক্ষ নিবন্ধের মাইলফলক অর্জন ত্বরান্বিত করতে ভূমিকা রাখায়, শুভেচ্ছাস্মারক হিসেবে আপনাকে এই উইকিপদকটি প্রদান করা হলো। আশা করি বাংলা উইকিপিডিয়ার অগ্রযাত্রায় আপনার ভূমিকা অব্যাহত থাকবে। সুস্থ, সুন্দর, ও নিরাপদে থাকুন। এডিটাথনের আয়োজক দলের পক্ষে ― অংকন (আলাপ) ১:৫৭, ১৬ জুন ২০২১ (ইউটিসি) |
বোর্ড নির্বাচন সংক্রান্ত হালনাগাদ
সম্পাদনাসুপ্রিয় RakibHossain,
২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া শুরু হয়েছে। সম্প্রদায়ের আগ্ৰহী প্রার্থীগণ তাদের মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন যা ২৩:৫৯ ২৯ জুন ২০২১ (ইউটিসি) পর্যন্ত চলবে।
আপনি আপনার সম্প্রদায়ের পক্ষ হতে প্রার্থীদের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে পারেন। প্রশ্ন করুন এবং আসুন আমরা সকলে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিয়ে একে সাফল্যমণ্ডিত করে তুলি।
নির্বাচন কমিটির পক্ষে
শাকিল হোসেন ও নেট্টিমি সুজাতা ১৭:৩৩, ১৯ জুন ২০২১ (ইউটিসি)
মিমি (২০২১ এর হিন্দি চলচ্চিত্র)
সম্পাদনাআপনার তৈরি মিমি (২০২১ এর হিন্দি চলচ্চিত্র) নিবন্ধটিকে মিমি (২০২১-এর হিন্দি চলচ্চিত্র) শিরোনামে স্থানান্তর করা হয়েছে। অনুগ্রহ করে পরবর্তী সকল সম্পাদনা মিমি (২০২১-এর হিন্দি চলচ্চিত্র) পাতায় করুন। হীরক রাজা ০২:৩১, ১ আগস্ট ২০২১ (ইউটিসি)
আজাকি হালনাগাদ ১৫ আগস্ট ২০২১
সম্পাদনাউইকিমিডিয়া ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ড নির্বাচন ২০২১-এ ভোট দিতে ভুলবেন না
সম্পাদনাসুপ্রিয় RakibHossain,
আপনাকে এই বার্তা প্রেরণ করা হয়েছে কারণ আপনি ২০২১-এর উইকিমিডিয়া ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ড নির্বাচনে ভোটদানের উপযুক্ত। নির্বাচনটি ১৮ই আগস্ট, ২০২১ তারিখে শুরু হয়েছে এবং এটি ৩১শে আগস্ট, ২০২১ পর্যন্ত চলবে। উইকিমিডিয়া ফাউন্ডেশন বাংলা উইকিপিডিয়া টির মত প্রকল্প পরিচালনা করে এবং ফাউন্ডেশন একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়। ট্রাস্টি বোর্ড উইকিমিডিয়া ফাউন্ডেশনের সিদ্ধান্তগ্ৰহণকারী সংস্থা। ট্রাস্টি বোর্ড সম্পর্কে আরও জানুন।
এই বছর সম্প্রদায়ের ভোটদানের মাধ্যমে চারটি আসন নির্বাচিত করতে হবে। বিশ্বজুড়ে ১৯ জন প্রার্থী এই আসনগুলিতে প্রতিদ্বন্দিতা করেছেন। ২০২১ সালের ট্রাস্টি বোর্ড নির্বাচনের প্রার্থীদের সম্পর্কে আরও জানুন।
সম্প্রদায়গুলোর প্রায় ৭০,০০০ সদস্যকে ভোট দিতে বলা হয়েছে এবং এর মধ্যে আপনিও রয়েছেন! ভোট দান ৩১ আগস্ট ২৩:৫৯ ইউটিসি পর্যন্ত চলবে তাই বাংলা উইকিপিডিয়া এর সিকিউরপোল-এ যান ও আপনার ভোটাধিকার প্রয়োগ করুন।
আপনি যদি ইতিমধ্যে ভোট দিয়ে থাকেন তাহলে এই বার্তা টি উপেক্ষা করুন এবং ভোট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। একজন ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করলেও একবারই ভোট দিতে পারবে।
নির্বাচন সম্পর্কে আরও জানুন। MediaWiki message delivery (আলাপ) ০৬:২৩, ২৮ আগস্ট ২০২১ (ইউটিসি)
উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১
সম্পাদনাপ্রিয় RakibHossain,
আশা করি কোভিড-১৯ বৈশ্বিক মহামারী পরিস্থিতিতেও ভাল আছেন। চলতি বছরের গত ১লা সেপ্টেম্বর থেকে উইকিপিডিয়ায় লিঙ্গ-ব্যবধান হ্রাস এবং দক্ষিণ এশীয় নারীদের সম্পর্কে জীবনী তৈরি করার উদ্দেশ্যে বাংলা উইকিপিডিয়াতে শুরু হয়েছে উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ নিবন্ধ প্রতিযোগিতা, যা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
আপনাকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই প্রতিযোগিতা অভিজ্ঞ, অনভিজ্ঞ ও নতুন ব্যবহারকারী সকলের জন্যই উন্মুক্ত। অংশগ্রহণকারীদের জন্য স্থানীয় ও বৈশ্বিক বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা রয়েছে। বিস্তারিত জানতে পারবেন এখানে।
প্রতিযোগিতায় আপনাকে স্বাগত....
শুভেচ্ছান্তে,
উইকি লাভস উইমেন দক্ষিণ এশিয়া ২০২১ আয়োজক দল ০৮:৫৪, ৫ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি)
সুপ্রিয় RakibHossain,
বাংলা উইকিপিডিয়াতে সনাতন বা হিন্দুধর্ম বিষয়ক নিবন্ধসমূহের মানোন্নয়ন করার উদ্দেশ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রথমবারের মতো শরৎকালীন অনলাইন এডিটাথনের আয়োজন করা হয়েছে। এর প্রধান উদ্দেশ্য হিন্দুধর্ম সম্পর্কিত গুরুত্বপূর্ণ নিবন্ধসমূহ তৈরি ও মানোন্নয়ন এবং একই সাথে ইংরেজি নিবন্ধ থেকে নিবন্ধ অনুবাদ ও ইতোমধ্যে অনূদিত নিবন্ধের যান্ত্রিকতা দূর করার মাধ্যমে বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করা।
এডিটাথনে আপনার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ কাম্য। এডিটাথন সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আয়োজনের মূল পাতা দেখুন। আপনার সম্পাদনা শুভ হোক। রবিন সাহা ১৯:১২, ৪ অক্টোবর ২০২৩ (ইউটিসি)
বাংলা উইকিসম্মেলন ২০২৪: বৃত্তির আবেদন নেওয়া শুরু হয়েছে
সম্পাদনাপ্রিয় সুধী,
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের উদ্দেশ্য উইকিমিডিয়ানদের ব্যক্তিগতভাবে একত্রিত করার মধ্য দিয়ে তাদের মতামত শেয়ার, বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনার মাধ্যমে সর্বোত্তম অনুশীলন এবং অন্যান্য তথ্য বিনিময় করার জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম প্রদান করা। সম্মেলনে অংশ নিতে আগ্রহী বাংলাদেশ এবং ভারতে অবস্থানরত বাংলাভাষী অংশগ্রহণকারীদের জন্য বৃত্তির ব্যবস্থা রয়েছে। এই বৃত্তির অধীনে ভ্রমণ ভাতা ও সম্মেলনে থাকা খাওয়ার ব্যবস্থা করা হবে। সম্মেলনে অংশ নিতে আগ্রহী প্রত্যেককেই বৃত্তির জন্য আবেদন করতে হবে এবং আবেদন সফল হওয়া অংশগ্রহণকারীগণ সম্মেলনে অংশ নিতে পারবেন।
নিম্নলিখিত শর্তাবলী পূরণ করা সাপেক্ষে একজন উইকিমিডিয়ান বৃত্তির জন্য আবেদন করতে পারবেন,
- উইকিমিডিয়া ব্যবহারকারী অ্যাকাউন্ট ৩১ ডিসেম্বর ২০২৩ বা এর আগে তৈরিকৃত হতে হবে।
- উক্ত অ্যাকাউন্টের অধীনে কমপক্ষে ১০০ বৈশ্বিক অবদান থাকতে হবে।
বৃত্তির জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। জমা পড়া আবেদনগুলো বৃত্তি নির্ধারণী উপদল কর্তৃক যাচাই-বাছাইয়ের পরে বৃত্তিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হবে।
বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://w.wiki/AWeV
বৃত্তির আবেদন গ্রহণ ৩১ জুলাই, ২০২৪ পর্যন্ত চলবে। বৃত্তি সম্পর্কিত কোন জিজ্ঞাসা থাকলে আলাপ পাতায় করুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
বৃত্তি নির্ধারণী উপদলের পক্ষে, —শাকিল (আলাপ · অবদান) ০৯:৫২, ১২ জুলাই ২০২৪ (ইউটিসি)
বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!
সম্পাদনাপ্রিয় সুধী,
আনন্দের সাথে জানাচ্ছি যে, উইকিমিডিয়া বাংলাদেশ বাংলা উইকিমিডিয়া সম্প্রদায়ের বহুল প্রতিক্ষিত বাংলা উইকিসম্মেলন ২০২৪ আয়োজন করতে যাচ্ছে। এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।
সম্মেলনের জন্য সেশন জমাদানের আবেদন গ্রহণ শুরু হয়েছে!
আবেদন গ্রহণ শেষ হবে ৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়)।
আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন:
আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।
আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:
- প্রেজেন্টেশন
- প্যানেল আলোচনা
- সংক্ষিপ্ত অধিবেশন
- কর্মশালা
- পোস্টার অধিবেশন
- হ্যাকাথন
- আড্ডা
- সাংস্কৃতিক অনুষ্ঠান
বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা
অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ২০:০২, ১৫ জুলাই ২০২৪ (ইউটিসি)
বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদান আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে
সম্পাদনাপ্রিয় সবাই,
আশা করি নিরাপদ ও সুস্থ আছেন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি ও ইন্টারনেট শাটডাউন বিবেচনায় ৩ আগস্ট শনিবার অনুষ্ঠান বিন্যাস উপদলের সাপ্তাহিক বৈঠকে বাংলা উইকিসম্মেলন ২০২৪-এর জন্য সেশন জমাদানের আবেদনের সময়সীমা আগামী ১৫ আগস্ট ২০২৪, রাত ১১:৫৯ (ইউটিসি সময়) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে! এই সম্মেলনটি আগামী ১৮-১৯ অক্টোবর ঢাকার অদূরে গাজীপুরে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনের প্রতিপাদ্য হলো: জ্ঞান । বৈচিত্র্য । সহযোগিতা। এই প্রতিপাদ্যগুলো সম্মেলনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে প্রতিফলিত করে।
আপনার আবেদন জমা দিতে এখানে ক্লিক করুন
আপনার জমা দেওয়া আবেদন অনুষ্ঠান বিন্যাস উপদল কর্তৃক কয়েকটি ধাপে যাচাই-বাছাই করা হবে। এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং যাদের সেশন গৃহীত হবে তাদেরকে ইমেইলের মাধ্যমে জানানো হবে।
আপনারা নিম্নলিখিত বিষয়গুলোর উপর সেশন জমা দিতে পারেন:
- প্রেজেন্টেশন
- প্যানেল আলোচনা
- সংক্ষিপ্ত অধিবেশন
- কর্মশালা
- পোস্টার অধিবেশন
- হ্যাকাথন
- আড্ডা
- সাংস্কৃতিক অনুষ্ঠান
বিভিন্ন সেশন বিন্যাস সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে দেখুন: এই পাতা
অনুষ্ঠানের বিন্যাস সম্পর্কে কোন প্রশ্ন থাকলে, আলাপ পাতায় বার্তা রাখুন অথবা bnwikiconference@wikimedia.org.bd ঠিকানায় ইমেইল করুন।
বিশেষ দ্রষ্টব্য: অসম্পূর্ণ এবং অপ্রাসঙ্গিক (উইকির সাথে একেবারেই সম্পর্ক নেই) সেশনের আবেদন বাতিল বলে গণ্য হবে।
অনুষ্ঠান বিন্যাস উপদলের পক্ষে, জনি, ১৬:০৫, ৪ আগস্ট ২০২৪ (ইউটিসি)