ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে
‘ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে’ ২০০৬ সালে প্রকাশিত বাংলা চলচ্চিত্র সঙ্গীত। প্রণয়ধর্মী এই সঙ্গীত বা গানটি ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত এস এ হক অলিক পরিচালিত চলচ্চিত্র হৃদয়ের কথা চলচ্চিত্রে ব্যবহার করা হয়েছে।[১][২] হাবিব ওয়াহিদ সুর-সংগীতে এই গানে কণ্ঠ দেন হাবিব ওয়াহিদ ও কোরাস/বৃন্দগানে কন্ঠ দেন নাজমুন মুনিরা ন্যান্সি। চলচ্চিত্রে এই গানের চিত্রায়ণে অভিনয় ও ঠোট মিলিয়েছেন রিয়াজ, এটি ছিল ন্যান্সির প্রথম রেকর্ডকৃত গান, গানটির শেষাংশে বৃন্দগানে কন্ঠ দানের মাধ্যমে ন্যান্সির কন্ঠশিল্পী হিসেবে সঙ্গীতজগতে আত্মপ্রকাশ ঘটে।[৩][৪][৫]
"ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে" | ||
---|---|---|
![]() | ||
হৃদয়ের কথা অ্যালবাম থেকে | ||
হাবিব ওয়াহিদ ও নাজমুন মুনিরা ন্যান্সি কর্তৃক সঙ্গীত | ||
ভাষা | বাংলা | |
মুক্তিপ্রাপ্ত | অডিওঃ ১৯৯৭ ভিডিওঃ ২১ মে, ২০১৮ | |
বিন্যাস | অডিও ক্যাসেট, ভিডিও স্ট্রিমিং | |
রেকর্ডকৃত | ২০০৬ | |
ধারা | চলচ্চিত্র সঙ্গীত | |
দৈর্ঘ্য | ০৪:৫৫ | |
লেবেল | অনুপম রেকর্ডিং মিডিয়া (২০১৮-বর্তমান) | |
গান লেখক | জুয়েল মাহমুদ | |
সুরকার | হাবিব ওয়াহিদ | |
প্রযোজক | হাবিব ওয়াহিদ | |
সঙ্গীত ভিডিও | ||
ইউটিউবে "ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে" |
পটভূমি সম্পাদনা
ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে গানটি সিনেমার গল্পের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। গানের কথা লিখেছেন জুয়েল মাহমুদ। সুর ও কম্পোজিশনে অনেক কাটাছেঁড়া, নতুন শব্দ সংযোজনা তুলে ধরার জন্য হয়ে কাজ করেছেন সংশ্লিষ্ট প্রত্যেকে।[১][৬]
সঙ্গীত প্রযোজনা সম্পাদনা
জুয়েল মাহমুদ এর কথা এই গানের সুরারোপ করেন হাবিব ওয়াহিদ।
মুক্তি ও জনসংস্কৃতিতে প্রভাব সম্পাদনা
চলচ্চিত্রটি পেক্ষাগৃহে মুক্তির পূর্বেই এর গানের অডিও অ্যালবাম বাজারে রিলিজ করা হয়। ছবিতে হাবিবের কণ্ঠে গাওয়া এই গানটি অভাবনীয় জনপ্রিয়তা লাভ করে।[৭] বাংলাদেশ বেতারের চলচ্চিত্র সংগীতানুষ্ঠানে এই গান নিয়মিত প্রচার করা হয়। চলচ্চিত্র মুক্তির বার বছর পর অনুপম রেকর্ডিং মিডিয়ার ব্যানারে গানটির ভিডিও ২১ মে, ২০১৮ তারিখে ইউটিউবে অবমুক্ত করা হয়।[৮]
পুনরুৎপাদন সম্পাদনা
গানটি জনপ্রিয়তার পাওয়ার পর লেজার ভিশন এর ব্যানারে হাবিব ওয়াহিদ পুনরায় একক সংস্করণ তৈরী করেন।[৯]
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ ক খ "গল্পে গল্পে প্রেমের গান"। সমকাল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২০।
- ↑ "The Daily Star Web Edition Vol. 5 Num 819"। archive.thedailystar.net। ২১ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২০।
- ↑ "প্রথম পারিশ্রমিক পেয়েছিলাম দুই হাজার টাকা : ন্যানসি"। jagonews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২০।
- ↑ "আমার গানের অন্তর বাহির"। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২০।
- ↑ "খোঁজখবর :: দৈনিক ইত্তেফাক"। archive.ittefaq.com.bd (Bengali ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২০।
- ↑ "যোগ্য সম্মানটুকু পাইনি -সেলিম আহমেদ"। DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২০।
- ↑ "The Daily Star Web Edition Vol. 5 Num 989"। archive.thedailystar.net। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২০।
- ↑ "Bhalobasbo Basbo Re ভালোবাসবো বাসবো রে বন্ধু Riaz & Purnima Hridoyer Kotha"। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২০।
- ↑ "Hridoyer Kotha by Various Artists"। Apple Music (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০২০।