ব্যবহারকারী আলাপ:Ashiq Shawon/ইতিহাসের খেরোখাতায় ২০১৭

সাম্প্রতিক মন্তব্য: NahidSultan কর্তৃক এইমাত্র "আপনার জন্য একটি পদক!" অনুচ্ছেদে

শুভ নববর্ষ, Ashiq Shawon! সম্পাদনা

-- Iqsrb722 (আলাপ) ০৪:২৫, ১ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আইপি কে অসীম সময়ের জন্য বাধাদান সম্পাদনা

আশিক ভাই, আপনি বিশেষ:বাধাদান/185.163.30.196 আইপিকে অসীম সময়ের জন্য বাধা প্রদান করেছিলেন যা পরিবর্তন করে ১ দিনে এনেছি। অনুগ্রহ করে খেয়াল করুন এ আইপি থেকে অবজেকশন করার মতো সম্পাদনা মাত্র ১টি। এক্ষেত্রে তা ডিলিট করে বার্তা দিলেই সবচেয়ে কার্যকরী হতো। এক্ষেত্রে আসলে বাধাদানই প্রযোজ্য না। আইপির ক্ষেত্রে প্রথম ধ্বংসাত্মক সম্পাদনাতেই তা যতো গুরুতরই হোক না কেনো অসীম মেয়াদে ব্লক করা খুবই অনুচিত। অনুগ্রহ করে আইপি অ্যাকাউন্টের ক্ষেত্রে নমনীয় হোন। আমার ধারণা প্রশাসকদের লিস্টেও এ নিয়ে একটি আলোচনা হয়েছিলো যেখানে আইপির ক্ষেত্রে অসীম বাধাদান না করার অনুরোধ করা হয়েছিলো। — তানভির০৮:৫৬, ৩১ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ভাই, ধ্বংসাত্মক সম্পাদন বা আক্রমণাত্মক - যা-ই বলি না-কেন - এ ধরণের আচরণ, বিশেষতঃ কোন দেশ-জাতি-মানুষকে নিয়ে করার আমি ঘোর বিরোধী; এ কারণেই এই পর্যায়ের বাঁধা দান। কোন দেশ বা জাতিকে রেপিস্ট বলার অধিকার কারো নেই - সে যে-ই হোক। আলোচনার কথা মাথায় ছিলো - তারপরও আমি এই ক্ষেত্রে এই ব্যবহারকারীকে বিন্দুমাত্র ছাড় দেয়ার পক্ষে ছিলাম না বলেই অসীম সময়ের জন্য বাঁধা দিয়েছিলাম। - ধন্যবাদান্তেঃ Ashiq Shawon (আলাপ) ১৫:২৮, ৩১ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
আশিক ভাই, আপনি ব্যক্তিগত আবেগের কথা বলছেন যা আমার ক্ষেত্রেও সমান। তার কাজকে আপনার মতোই আমি রাগ ও হতাশ হই, কিন্তু উইকিপিডিয়াতে আমাদের ব্যক্তিগত আবেগকে প্রশ্রয় দেওয়ার সুযোগ নেই, বিশেষ করে আপনার ও আমার রোল (প্রশাসক হিসেবে) থেকে। আমাদের নীতিমালা ও নির্দেশাবলী সম্মান করে ও মেনে চলতে হবে, আমরা এভাবে চললে নতুনরা কী শিখবে? নতুন প্রশাসকরা কী শিখবে? সুতরাং আমাদের ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছার উর্দ্ধে গিয়ে ধৈর্যশীল হওয়ার বিকল্প নেই। তাই একটু ধৈর্যশীল হোন, নাহলে আমাদের-ই সমস্যা। — তানভির২০:০৪, ৩১ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

কোন দেশ বা জাতিকে রেপিস্ট বলা!! কোন জায়গায় উনি এসব বলেছেন? প্রমাণ দেখানো হোক। অ্যাডমিন হওয়া মানে একজন সম্মানিত ব্যাক্তির বিরুদ্ধে নিজের ইচ্ছে মত যাচ্ছেতাই বলে বেড়ানো নয়। একজন ব্যক্তির প্রতি ন্যুনতম সম্মান প্রদর্শণ করতে ব্যর্থ হন যিনি, তিনি কি করে কোনো জাতি বা দেশের কথা ভাবেন??? ধন্যবাদ (অরণ্যে রোদন)


আপনার তৈরি বয়রার যুদ্ধ নিবন্ধটি গৃহীত হয়েছে সম্পাদনা

সুপ্রিয় Ashiq Shawon,
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত নিবন্ধ লেখার প্রতিযোগিতায় অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার তৈরি বয়রার যুদ্ধ নিবন্ধটি পর্যালোচনার পর   গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! - ফেরদৌস •, শুক্রবার ২৩:২১, ১০ ফেব্রুয়ারি ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আপনাকে অসংখ্য ধন্যবাদ। -

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭ সম্পাদনা

সুপ্রিয় Ashiq Shawon,
উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭-এ অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে, আপনার জমা দেয়া এক/একাধিক নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আয়োজক কমিটি প্রতিযোগিতা শেষ হওয়ার পর অংশগ্রহণকারীদের গৃহীত হওয়া নিবন্ধগুলোর সংখ্যা অনুসারে পুরস্কার ডাকযোগে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে, সে লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। প্রতিযোগিতা শেষ হওয়ার পর ফর্মে সরবরাহ করা আপনার ইমেইল ঠিকানা অনুসারে আপনার সাথে যোগাযোগ করা হবে। যদি আপনি ইতিমধ্যেই ফর্মটি পূরণ করে থাকেন তাহলে দয়া করে দ্বিতীয়বার করবেন না (করলে আমাদের কাজ অনেক বৃদ্ধি পাবে)। ধন্যবাদ।

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭ আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
শনিবার ১৮:৫৪, ১১ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

উইকিমিডিয়ার ভবিষ্যৎ নির্ধারণী প্রক্রিয়ায় আপনার মন্তব্য প্রয়োজন :) সম্পাদনা

সুপ্রিয় Ashiq Shawon,
আগামী ১৫ বছরে আমাদের লক্ষ্য কী হওয়া উচিত, আমরা নিজেদের কোথায় দেখতে চাই এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী হতে পারে - এই প্রশ্নগুলোর উত্তর নির্ণয় করতে উইকিপিডিয়া/উইকিমিডিয়ার সাথে জড়িত সবার (পাঠক, সম্পাদক, স্বেচ্ছাসেবক ও অন্যান্য অবদানকারী) সার্বিক মতামত প্রয়োজন। দয়া করে কৌশল নির্ধারণী আলোচনায় আপনার মত প্রকাশ করুন। উইকিপিডিয়া বা উইকিমিডিয়ার বাংলা প্রকল্পগুলোর ব্যাপারে আপনার যেকোন মতামতকে আমরা স্বাগত জানাই। ধন্যবাদ।

কৌশল নির্ধারণী আলোচনার সমন্বয়কদের পক্ষে,
নাহিদ (আলাপ), তানভির (আলাপ) ও জয়ন্ত (আলাপ)
বুধবার ১৮:১২, ২২ মার্চ ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

মতামত দিন সম্পাদনা

সুপ্রিয় আশিক ভাই? কেমন আছেন? অনেক দিন আপনার সাড়া শব্দ পাচ্ছি না। এখানে আপনার মতামত প্রত্যাশা করছি। ফেরদৌস১৫:০০, ১৬ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ভালো আছি, ভাই। আচ্ছা, অবশ্যই দিচ্ছি। ধন্যবাদান্তেঃ Ashiq Shawon (আলাপ) ১৭:১৩, ১৬ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

একটি প্রশ্ন সম্পাদনা

হ্যালো আশিক কেমন আছেন? এটা কি হলো?

কোনটি? - Ashiq Shawon (আলাপ) ১৭:২১, ২ জুন ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আপনার জন্য একটি পদক! সম্পাদনা

  দলগত কাজের পদক
সুপ্রিয় Ashiq Shawon,

উইকিপিডিয়া নিবন্ধ প্রতিযোগিতা ২০১৭-এ অংশগ্রহণের জন্য আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রতিযোগিতায় অংশ নিয়ে নতুন নিবন্ধ তৈরি করে বাংলা উইকিপিডিয়াকে সমৃ্দ্ধকরণে আপনার নিরলস অবদানের জন্য আপনাকে এই পদক দেয়া হলো। আশাকরি, বাংলা উইকিপিডিয়ায় আপনার যাত্রা অব্যাহত থাকবে। -নাহিদ সুলতান (আলাপ) শুক্রবার ১০:২৬, ২৯ মার্চ ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

পেজ ডিলিসন সম্পাদনা

ভাই বেশ কিছু দিন আগে আমি "ইসলামী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ" নামে উইকিপিডিয়ায় একটা পেজ ওপেন করেছিলাম, আর আপনি সেটা ৫নং ধারার আওতায় ডিলিট করে দিয়েছিলেন, কোন প্রকার নোটিশ ছাড়াই, এর আগেও উক্ত পেজটি খোলার চেষ্টা করেছিলাম সেবারও ডিলিট করা হয়েছিলো ১৬ নং ধরায়, পরে যে এডমিন ডিলিট করেছিলো তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেছিলেন তথ্যসুত্র নাই এজন্য ডিলিট করা হয়েছে, কিন্তু পরের বার সে দোষে দুষ্ট ছিলো না পেজটি, ৫ নং ধারার আওতায় যদি ইসলামী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ নামক নন-প্রোফিটেবল কালচারাল সংগঠনের পেজটি ডিলিট করা হয় তাহলে অনুরুপ যে সকল সংগঠনের পেজ সমুহ আছে সেগুলো কেন ডিলিট করা হবে না??

ধন্যবাদ আশিকুর রহমান আতিক (আলাপ) ০৯:৩২, ২৮ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

পূর্বে অপসারিত নিবন্ধ যদি উল্লেখযোগ্যতার মানদন্ড পূর্ণ না-করে তাহলে তা পুনরায় অপসারিত হয়। তথ্যসূত্র বা অন্যন্য সূত্র কেবলমাত্র উক্ত প্রতিষ্ঠানকে নিয়ে থাকা বাঞ্চনীয়। কোন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক সামাজিক সংগঠনের বৈশ্বয়িক বা দেশজ ক্ষেত্রে অবদানের দ্বারা এর উল্লেখযোগ্যতা নির্ণয় করা হয়। আশা করি বুঝাতে পেরেছি। Ashiq Shawon (আলাপ) ১৫:৩৪, ২৮ এপ্রিল ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ইদ মোবারক সম্পাদনা

 
এই ইদ আপনার এবং আপনার পরিবারের সদস্যবৃন্দের জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। ইদ মোবারক :) -মেরাজ (আলাপ) ০৮:৫৬, ২৬ জুন ২০১৭ (ইউটিসি) উত্তর দিন

ভয়ানক ধোঁকাবাজি?? (!!!) সম্পাদনা

জনাব আশিকুর রহমান শাওন, আপনি বাংলা উইকিতে একজন প্রশাসক হিসাবে অবদান রাখার চেষ্টা করছেন দেশ ও ভাষার প্রতি দায়বদ্ধতা থেকে, তা আপনার প্রোফাইলে জানতে পেরে ভালো লাগলো।

আমি কিছুদিন পূর্বে আমাদের ইলেকট্রনিক্স এর জন্য একটি পরীক্ষামূলক পাতা তৈরি করেছিলাম এবং তা নিয়ে কিছু পরীক্ষানিরীক্ষা চালাচ্ছিলাম। বলাই বাহুল্য আমি উইকিপেডিয়াতে নতুন(কিন্তু ইন্টারনেটের জগতে নতুন নই)। এর বিভিন্ন অপশন ও অন্যান্য বিষয়াদি আগ্রহদ্দীপক। কিন্তু আজকে ঢুকে দেখলাম আপনি ২৩ তারিখে এই পরীক্ষামূলক পাতাটি অপসারন করেছেন এবং সাথে মন্তব্য যোগ করেছেন -

১৭:৪২, ২৩ জুন ২০১৭ Ashiq Shawon (আলোচনা | অবদান) কর্তৃক ব্যবহারকারী:Syed.raiyan/খেলাঘর পাতাটি অপসারিত হয়েছে (স৩: ভয়ানক ধোঁকাবাজি:

এক্ষণে আমার প্রশ্ন আপনার প্রতি-

  1. এই ওয়েব সাইট কে কেন আপনার ধোঁকাবাজি বলে প্রতীয়মান হলো?
  2. "ভয়ানক" শব্দটি এই ধোঁকাবাজি শব্দটির সাথে যুক্ত করে বোঝাতে চাচ্ছেন যে এর সাথে সংশ্লিষ্ট সবাই চরম ভাবে ধোঁকাবাজি করছেন কিন্তু আপনার পক্ষে এমন চিন্তা করবার কোন কারণ খুঁজে পাচ্ছি না।
  3. উইকিপেডিয়ার ডেফিনেশন অনুযায়ী "পরীক্ষামূলক পাতা: এমন পাতা যেটি উইকিপিডিয়া সম্পাদনা বা এর কোন ক্রিয়াপ্রণালী পরখ করার উদ্দেশ্যে তৈরী করা হয়েছে। উইকিপিডিয়ার খেলাঘর পাতার কোন উপপাতা যদি কেউ পরীক্ষার উদ্দেশ্যে তৈরী করে তা এই ধারা অনুযায়ী অপসারণযোগ্য তবে খেলাঘর পাতাটি নিজে এর অন্তর্গত নয়। - এরপরেও এটি কেন সরালেন তা বোধগম্য হচ্ছে না।

প্রসঙ্গত উল্লেখ্য এই ওয়েব সাইট টি

  • কোন বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, লাভজনক প্রতিষ্ঠান ও নয়
  • এর সাথে যুক্ত যারা আছেন তারা যথেষ্ট প্রচার বিমুখ

এসকল কারনে এই সাইট টিকে নিয়ে কোন সংবাদ হয়ত আপনাদের চোখে পড়েনি। তবে আপনি যদি হাল আমলের :(উৎস খুঁজুন: "আমাদের ইলেকট্রনিক্স" – সংবাদ · বই · স্কলার · মুক্ত চিত্র) সমূহের দিকে নজর দেন তাহলে হয়ত বুঝতে পারবেন যে এই সাইটটি মোটেও "ভয়ংকর ধোঁকাবাজি বা কোন রকম ধোকাবাজি'র (Hoax)" সাথে জড়িত নয়। তেমন কোন লেখাও এই সাইটে দেখেছি বলে মনে পড়ছে না। যদি আপনার তেমন কোন লেখা দৃষ্টিগোচর হয় তাহলে জানাবেন।

আপনার এই মন্তব্য যারপরনাই আমাদের বাংলাদেশী ইঞ্জিনিয়ার কম্যুনিটি ও এ পেশায় যারা আছেন তাঁদের কাছে অত্যন্ত অপমানজনক।

সকল বিষয় বিবেচনা করে আমার খেলাঘর পাতাটি পুনর্বহাল করবার অনুরোধ রাখছি।

সৈয়দ রাইয়ান (আলাপ) ১৪:০৪, ২৬ জুন ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

প্রিয় সুধী, খেলাঘর কি জিনিস সেটা জানার জন্য পড়ুন, আপনার তৈরি খেলাঘর এই নীতিমালা অনুযায়ী মুছে ফেলা হয়েছে। উইকিপিডিয়া কি নয় তা জানার জন্য পড়ুন, উইকিপিডিয়া:উইকিপিডিয়া কী নয়; বিশেষকরে এই প্যারাটি পড়ুন। আর উইকিপিডিয়ানদের মধ্যকার আচার ব্যবহার জানার জন্য পড়ুন, উইকিপিডিয়া:ভদ্রতাউইকিপিডিয়া:কোনো ব্যক্তিগত আক্রমণ নয়। আরোও কিছু জানার থাকলে আলাপ পাতায় যোগাযোগ করুন। ধন্যবাদ। -মেরাজ (আলাপ) ১৮:৫৬, ২৬ জুন ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ঈদ বানান কি এটা নতুন? ঈদ বানান যেটা লিখছো সেটা সংশোধন কর। তোমরা ভুল কেন লিখ বুঝি না। দ্রুত ঠিক কর। কাজী মুহাম্মদ হোসাইনুর রশীদ (আলাপ) ১২:২৬, ৪ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

মহাদেবপুর উপজেলার কিছু তালিকা অপসারণ সম্পাদনা

প্রিয় Ashiq Shawon,

আপনি মহাদেবপুর উপজেলার সম্পাদনা পরিষ্কার করতে গিয়ে কিছু তালিকা মুছে দিয়েছেন যেগুলোতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেয়া ছিল। আমি এখন আমার সম্পাদনার কাজ শেষ করতে পারি নাই তাই বিষয়ভিত্তিক শিরোনাম যুক্ত করে তাঁর সাথে তালিকা যুক্ত করে রেখেছিলাম, যাতে আমার সম্পাদনার কাজে সুবিধা হয়। কিন্তু আপনি সব কিছুই মুছে দিয়েছেন। — Sabbire.p (আলাপঅবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।

এধরনের তালিকা মূল নিবন্ধে না তৈরি করে খেলাঘরএ করে সেখানে সম্পাদনা করুন। মূল নিবন্ধে এধরনের তালিকা যুক্ত করার কোনো অবকাশ নেই। - ধন্যবাদ।
ধন্যবাদ আমাকে অবগত করার জন্য, এ ধরণের কোন প্রকার নির্দেশনার জ্ঞান আমার ছিলনা।--Sabbire.p (আলাপ) ১৭:৩৮, ১৮ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
স্বাগতম। Ashiq Shawon (আলাপ) ০৪:৫১, ১৯ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

এক জিনিস দুইবার যোগ হয়ে যাচ্ছে না তো? সম্পাদনা

এটিসহ আরো। আমার তো মনে হচ্ছে এক জিনিস দুইবার যোগ হয়ে যাচ্ছে। [অমুক] জেলার শিক্ষা প্রতিষ্ঠান (সাধারণ general) যদি যোগ করতেই হয়, তাহলে নির্দিষ্ট (specfic) ধরনের বিষয়শ্রেণী [অমুক] জেলার বিদ্যালয় যোগ করার কি দরকার। আবার যদি নির্দিষ্ট করে বিষয়শ্রেণী থাকে, তবে সাধারণটি যোগ করার অর্থ পাই না। [অমুক] জেলার শিক্ষা প্রতিষ্ঠান এমন একটা বিষয়শ্রেণী যেখানে আপনি সবকিছু ঢুকাতে পারবেন। সবকিছু মিলিয়ে যদি আমরা একটা খিচুড়ি বিষয়শ্রেণী চাই, তাহলে কষ্ট করে বাছাই করা [অমুক] জেলার বিদ্যালয়/কলেজ রাখার অর্থ দেখি না। আমি কি বুঝাতে চাচ্ছি তা নিশ্চয়ই বুঝেছেন। আমার মতে [অমুক] জেলার শিক্ষা প্রতিষ্ঠান বিষয়শ্রেণীতে শুধু অন্য বিষয়শ্রেণী ([অমুক] জেলার বিদ্যালয়/কলেজ/মাদ্রাসা) থাকা উচিত, কোন নিবন্ধ নয়। --আফতাব (আলাপ) ১৬:৩০, ১৭ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ আফতাব, আমি নিজেও কনফিউশনে ছিলাম। তোমার কথাই সঠিক। মূল হলো শিক্ষা প্রতিষ্ঠান; এর অধীনে থাকবে বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা প্রভৃতি। - ধন্যবাদান্তেঃ Ashiq Shawon (আলাপ) ১৬:৪০, ১৭ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আহা কল্যাণম সম্পাদনা

@আশিক শাওন ভাই, আপনি যেহেতু উইকিপিডিয়ার একজন প্রশাসক সেহেতু আমাকে ছবি আপলোড করার অনুমতি দিন অথবা আপনি আহা কল্যাণম (চলচ্চিত্র) পাতায় এর ইংরেজি সংস্করণ থেকে ছবি লাগিয়ে দিন। এস তুষার (আলাপ) ০৯:০৩, ২৭ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ভাইরে, উইপিডিয়ায় কোন ধরণের সম্পাদনার জন্য কোনো পূর্ব-অনুমতির প্রয়োজন নেই। আপনি নিজেই এটি করতে পারবেন। - Ashiq Shawon (আলাপ) ০৯:০৭, ২৭ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
বিশেষ: আপলোড এ গেলাম , কিন্তু আমাকে বলা হচ্ছে অনুমতিপ্রাপ্ত ব্যবহারকারী বা প্রশাসক আপলোড করতে পারবেন। এস তুষার (আলাপ) ০৯:১০, ২৭ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
ঐ পোস্টারটি নন-ফ্রি। - Ashiq Shawon (আলাপ) ০৯:১৫, ২৭ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
কোনোভাবে আপলোড করা যাবেনা? এস তুষার (আলাপ) ০৯:১৭, ২৭ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
যাবে। আপনি নিজেই নতুন একটি ছবি যোগ করতে পারবেন - তবে অবশ্যই ফ্রি হতে হবে। এই ছবিটি ইংরেজি উইকিতে লোড করা বলে এখানে আসছে না। - Ashiq Shawon (আলাপ) ০৯:২০, ২৭ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
ঠিক আছে, আমি উইকিমিডিয়া কমন্সে ফিল্মটির একটি পোস্টার আপলোড করছি। এস তুষার (আলাপ) ০৯:২২, ২৭ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
@আশিক শাওন ভাই, দেখুন পাতাটিতে আমি ছবি লাগিয়েছি। এস তুষার (আলাপ) ০৯:২৭, ২৭ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
গুড; খুব ভালো কাজ হয়েছে। দারুন হয়েছে। ধন্যবাদ। Ashiq Shawon (আলাপ) ০১:৪৩, ২৮ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
যদিও আমার আপলোড করা ছবিটি উইকিমিডিয়া কমন্স থেকে মুছে ফেলা হয়েছে, এখনকার ছবিটি সাফি ভাই আপলোড করেছেন। এস তুষার (আলাপ) ০৮:১৭, ২৮ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
তুষার ভাই, ঐ ছবিটি কমন্সে আপ্লোড করা যাবে না, কারণ ঐ ছবির কপিরাইট অন্য কারো। এই ধরনের ছবি উইকিপিডিয়াতেই আপ্লোড করতে হবে উপযুক্ত লাইসেন্স ব্যবহার করে। সাফি বার্তা ০৮:৫৬, ২৮ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

শায়খ মাওলানা ফখর উদ্দীন রহ সম্পাদনা

শায়খ মাওলানা ফখর উদ্দীন (রহ) পাতাটি কেনো অপসারন করা হয়েছে?????? তথ্য সব দিয়েছিতো Md Emad Uddin (আলাপ) ০৯:৫৯, ২৯ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আপনি আগে খেলাঘরে পরীক্ষা-নিরীক্ষা করুন। সমজাতীয় নিবন্ধ দেখুন। - Ashiq Shawon (আলাপ) ১০:০২, ২৯ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন


আপনি এই পাতাটি টিক করে দিতে পারবেন????

কোন পাতাটি? নিবন্ধের নাম বলুন। - Ashiq Shawon (আলাপ) ১৪:৩৫, ১৮ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

মাসিক তরজুমান পাতাটি কেন অপসারণ? সম্পাদনা

জনাব আশিক শাওন আপনি বারবার আমার সম্পাদনা মুছে দিচ্ছেন। বুঝলাম না? কি সমস্যা? দয়া করে দ্রুত এর কারণ বলুন। কাজী মুহাম্মদ হোসাইনুর রশীদ (আলাপ) ১২:২৪, ৪ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ মুছে দেয়ার সময় উল্লেখ করা হয়েছে এর ক্রুটি; নিবন্ধটি অনুল্লেখযোগ্য। এছাড়াও কোনো তথ্যসূত্র ছিলো না এবং নিবন্ধকার এর সাথে সরাসরি যুক্ত বা গুণমুগ্ধ সমর্থক। উইকিপিডিয়া কোন প্রচারণার স্থল বা পরীক্ষাক্ষেত্র নয়। নিরপেক্ষতা বজায় রাখতে হয় এখানে। আপনাকে ধন্যবাদ। Ashiq Shawon (আলাপ) ১২:২৯, ৪ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
কেন নিবন্ধটি অনুল্লেখযোগ্য নই? দয়া করে এর কারণ দ্রুত বলুন জনাব আশিক শাওন। - কাজী মুহাম্মদ হোসাইনুর রশীদ (আলাপ) ৮:৫৮, ১৬ অক্টোবর ২০১৭ (ইউটিসি)
অনুল্লেখযোগ্য মানে হলো উল্লেখযোগ্যতা-তে দেয়া শর্ত পূরণ করছে না। এটা বিশ্বকোষ; কোনো এলাকা বা ধর্মের ওয়েবসাইট নয়; কাজেই ধর্ম পরিচয় বড় নয় এখানে। তিনি জাতীয় পর্যায়ে বা জাতীয় জীবনে সরাসরি কি কি অবদান রেখেছেন তার কোনো উল্লেখ ছিলো না নিবন্ধটিতে। এবং, অধিকন্তু, নিবন্ধটি কোন একজন গুণমুগ্ধ সমর্থ কর্তৃক লিখিত, যা উইকিপিডিয়ার নিরপেক্ষতার নিয়মানুসরণ করেনি। - Ashiq Shawon (আলাপ) ১৫:২৫, ১৬ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধন অপসারণ সম্পাদনা

শাহ সূফী নেছারুদ্দীন আহমদ র. এর নিবন্ধনটি অপসারণ না করলে কি হতো না? এমনতো নয় যে কেউ এটা সম্পর্কে আপনার কাছে নালিশ করেছে। দুঃখিত মনীষিদের জীবনীর উপর অবদান রাখতে পারলাম না Bashary Masum (আলাপ) ০৫:২৬, ৬ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

তালিকা নিবন্ধ সম্পাদনা

বিভিন্ন বিষয়ে তালিকা শিরোনামে যেসব নিবন্ধ করছেন সেসবের ক্ষেত্রে অনেক তথ্যই ধীরে ধীরে সংযুক্ত হচ্ছে। কিছু ক্ষেত্রে দেওয়া হয়নি বা এরকম কমন কিছু টার্ম ও ব্যবহার করা আছে দেখলাম। এরকম সেনসিটিভ তালিকা নিবন্ধ এর ক্ষেত্রে খেলাঘর বা ইউজার পাতার উপপাতা করে সম্পূর্ন করে নিয়ে প্রকাশ করা হলে বিষয় টা ভালো হতো। বেয়াদবি হলে ক্ষমা করবেন। --নাহিদ হোসেন (আলাপ) ০৩:০৪, ১১ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আমি আসলে বুঝতে পারিনি ঠিক কি বিষযে কথাটি বললেন; সম্ভবতঃ পদক বা পুরস্কার বিজয়ীদের তালিকা সম্পর্কিত নিবন্ধ সম্পর্কে বলেছেন। যদি তাই হয়, তাহলে বলবো - ওগুলো আমি শেষ করার জন্যই এভাবে করেছি। একটি টেকনিক্যাল সমস্যার কারণে শেষ করতে পারছিনা / করা হচ্ছে না কাজটি। বেয়াদবির কিছু নেই। সমস্যা এবং সেগুলো নিয়ে আলোচনা না-করলে উইকি এগুবে কিভাবে? - ধন্যবাদান্তেঃ Ashiq Shawon (আলাপ) ১৪:১৪, ১১ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
সমস্যার কারণে শেষ করতে না পারল / করা না হলে পাতাটি খেলাঘরে করার ব্যাপারে ভাবছিলাম। এতে করে নতুন ভিজিটর যারা তারা হঠাৎ করে ‍তথ্য বিভ্রান্তিতে পড়বে। --নাহিদ হোসেন (আলাপ) ১৭:০৯, ১৩ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
সেক্ষেত্রে উপযুক্ত ট্যাগিং দেবেন। - Ashiq Shawon (আলাপ) ১৮:১৪, ১৩ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

Bhubaneswar Heritage Edit-a-thon starts with great enthusiasm সম্পাদনা

 

Hello,
Thanks for signing up as a participant of Bhubaneswar Heritage Edit-a-thon (2017). The edit-a-thon has started with great enthusiasm and will continue till 10 November 2017. Please create/expand articles, or create/improve Wikidata items. You can see some suggestions here. Please report you contribution here.

If you are an experienced Wikimedian, and want to lead this initiative, become an ambassador and help to make the event a bigger success.

Thanks and all the best. -- Titodutta using MediaWiki message delivery (আলাপ) ১৮:০৫, ১৪ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

You are getting this message because you have joined as a participant/ambassador. You can subscribe/unsubscribe here.

অপসারণ সম্পাদনা

ভাইজান আমার নিবন্ধ কেন অপসারণ করলেন? Wikibddd (আলাপ) ১৯:৪৯, ২১ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

উল্লেখযোগ্য নয়। ভক্তের / নিজের সম্পর্কিত নিবন্ধ। - Ashiq Shawon (আলাপ) ২০:০৬, ২১ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধটি ফিরিয়ে দিন........প্লিজ সম্পাদনা

আমি তো তথ্যসূত্রও সঠিকভাবে দিয়েছি। দয়া করে নিবন্ধটি ফিরিয়ে দিন........প্লিজ। Wikibddd (আলাপ) ১৯:৫৪, ২১ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

কোন নিবন্ধটি? - Ashiq Shawon (আলাপ) ২০:০০, ২১ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

অনুসরণ সম্পাদনা

আশিক ভাই, নিবন্ধের নামকরণের ক্ষেত্রে কেন হুবহু ইংরেজি উইকিকে অনুসরণ করতে হবে? মনে প্রশ্ন উদয়ের কারণ শিবতীর্থ মঠFerdous (আলাপ) ০১:৪৭, ২৩ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

সাধারণভাবে এটাইতো মানি আমরা; একই জাতীয় হলে কমা দিয়ে স্থানের নামও জুড়ে দেয়া হয়। যেমনঃ শ্রীপুর উপজেলা নিবন্ধ। - Ashiq Shawon (আলাপ) ০৭:১৪, ২৩ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ধন্যবাদ জ্ঞাপন সম্পাদনা

আমার অনূদিত রাব্বি শেরগিল নিবন্ধটিতে তথ্যসূত্র অনুচ্ছেদটি যোগ করে দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। কিভাবে তথ্য সূত্র যোগ করতে হয় তাও জানতে পারলাম আপনার কাছ থেকে।--Rezwan islam27 (আলাপ) ২০:৫১, ৩১ অক্টোবর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

উইকিপিডিয়ায় স্বাগতম। আশা করি এখন থেকে নিয়মিত অবদান রাখবেন এখানে। - ধন্যবাদান্তেঃ Ashiq Shawon (আলাপ) ০৮:২৬, ১ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

মীমাংসা সম্পাদনা

@আশিক ভাই, যৌনসঙ্গম পাতাটিতে আমার করা বানান সংশোধন বিষয়ক সম্পাদনাটি মীমাংসিত হচ্ছেনা কেন? আপনি মীমাংসা করে দিন। প্রতিভা মনির (আলাপ) ০৬:০৪, ৩ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

করা হয়েছে। - Ashiq Shawon (আলাপ) ০৭:০৩, ৩ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

জালাল উদ্দিন আল কাদেরী নিবন্ধটি কি কারণে অপসারণ করা হলো? সম্পাদনা

কি জন্যে এই নিবন্ধটি অপসারণ করা হলো? তার বিস্তারিত কারণ আমাকে বলুন। কাজী মুহাম্মদ হোসাইনুর রশীদ (আলাপ) ১১:১৩, ৪ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

উল্লেখযোগ্যতা অস্পষ্ট, ইতিপূর্বে অপসারিত, তথ্যসূত্রহীন বা গুরুত্বপূর্ণ তথ্যসূত্রহীন, ভক্ত বা গুনমুগ্ধের লিখা, বৈশ্বয়িক অবদান নেই - এসকল কারণে। আপনাকে আগেও বলেছি সাহাবী এবং নবী-রাসুলদের নিয়ে লিখুন; এলাকার স্থানীয় আলেমগণ বিশ্বকোষে স্থান পাবার মতো নন। - Ashiq Shawon (আলাপ) ১২:০১, ৪ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
জনাব আশিক ভাই আপনার কথামত তাহলে উইকিপিডিয়াতে যত স্থানীয় আলেমের তথ্য আছে তা মুছে ফেলা হোক। যেমন - তেতুল শফী( আহমদ শফী)।কি একমত? উত্তর দিন। কাজী মুহাম্মদ হোসাইনুর রশীদ (আলাপ) ৮:২৪, ১০ নভেম্বর ২০১৭ (ইউটিসি)
আপনি উইকিপিডিয়াতে কাউকে তেতুল শফি নামে সম্বোধন করতে পারেন না; এখানে ব্যক্তি-বিদ্বেষকে গ্রহণ করা হয় না। এবং, এই নামে সম্বোধন করা থেকেই আপনার নিরপেক্ষতা সম্পর্কে স্বচ্ছ ধারনা পাওয়া যায়। উইকিতে নিরপেক্ষতা একটি গুরুত্বপূর্ণ মাপকাঠি। এখানে অবদান রাখতে চাইলে আগে নিরপেক্ষ হন - সকলের অবদান এবং ধর্ম-রাজনীতি-জাতি-বর্ণের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন। - Ashiq Shawon (আলাপ) ১৪:৪৩, ১৮ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
জনাব শাওন, আমিতো এত কথা বলি নি। আমিতো বললাম আপনি আমার কথার সাথে একমত কিনা? আরেকটা কথা, উত্তর দিতে এতদিন লাগে কেন? পারলে তাড়াতাড়ি উত্তর দেওয়ার জন্য আহবান করছি। কাজী মুহাম্মদ হোসাইনুর রশীদ (আলাপ) ১১:১৩, ৪ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
প্রথম কথা - উইকিপিডিয়ায় আপনি তেতুল শফি বলতে পারেন না কাউকে। দ্বিতীয় কথা - বলার পর তা অস্বীকার করার কোনো উপায় নেই উইকিপিডিয়ায় - প্রমাণ থেকে যায় এখানে। তৃতীয় কথা - আমি ব্যাখ্যা করেই বুঝিয়ে দিয়েছি যে, নিরপেক্ষতা ছাড়া অবদান রাখা সম্ভব নয়। এবং, আগেও বলেছি, বৈশ্বয়িকভাবে উল্লেখযোগ্য হতে হবে। চতুর্থ কথা - প্রচুর কাজ করার অবসরে আমরা উইকিতে সময় দেই - কাজেই কখনও কখনও দেরি হয়। আর, আপনার এই মন্তব্যটি আপনি পুরোনো মন্তব্যের শেষে করাতে খেয়াল করিনি; সেজন্য দুঃখিত। নতুন মন্তব্য করার সময় নতুনভাবে বিষয় যোগ করুন। এবং, পঞ্চম ও শেষ কথা - শিষ্ঠাচার বজায় রাখার কথা উইকি নীতিমালার অংশ। কাউকে আপনি এখানে কিছু করার জন্য আদেশ বা নির্দেশ দিতে পারেন না। শিষ্ঠাচার মেনে চলুন উইকিপিডিয়ায় অবদান রাখার ক্ষেত্রে।
আরেকটি বিষয়, মন্তব্যের শেষে চারটি টিল্ডা দেবেন - কপি করে পুরান মন্তব্য থেকে সময় ও তারিখ এনে তা পেস্ট করবেন না। - ধন্যবাদান্তেঃ Ashiq Shawon (আলাপ) ০৫:৫৮, ১৯ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
আচ্ছেই তোয়ার কথা মাইননি, ভালা থাইক্কু, ধন্যবাদ। কাজী মুহাম্মদ হোসাইনুর রশীদ (আলাপ) ৬:০৯, ১৯ নভেম্বর ২০১৭ (ইউটিসি)

পায়ুসঙ্গম সম্পাদনা

@শাওন ভাই, পায়ুসঙ্গম পাতাটিতে আমার সম্পাদনাগুলো মীমাংসিত করে দিন। প্রতিভা মনির (আলাপ) ০৭:৩৬, ৫ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

করে দেয়া হয়েছে। - Ashiq Shawon (আলাপ) ০৭:৪০, ৫ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

অপসারণ সম্পাদনা

জনাব আশিক ভাই, আপনার কথা মততো তাহলে উইকিপিডিয়াততে যত স্থানীয় আলেমের উইকি আছে সেগুলো মুছে ফেলা হোক। কি একমত? উত্তর দিন। কাজী মুহাম্মদ হোসাইনুর রশীদ (আলাপ) ০২:১৮, ১০ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

বৈশ্বয়িক দৃষ্টিকোণ থেকে কোনভাবে উল্লেখযোগ্য না-হলে তাদের নিবন্ধ অবশ্যই অপসারণ করা হবে। - Ashiq Shawon (আলাপ) ১৪:৪৩, ১৮ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

জিয়াউর রহমান সম্পাদনা

@শাওন ভাই, জিয়াউর রহমান পাতাটিতে আমার করা সম্পাদনাগুলো মীমাংসিত করে দিন। প্রতিভা মনির (আলাপ) ০৭:৩৭, ৬ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

মেরাজ করে দিয়েছে। - Ashiq Shawon (আলাপ) ০৬:৫৪, ৭ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ভির দ্যা রোবট বয় সম্পাদনা

@শাওন ভাই, ভির দ্যা রোবট বয় এর ইংরেজি সংস্করণ (ViR: The Robot Boy) পাতাটিতে লাগিয়ে দিন। প্রতিভা মনির (আলাপ) ০৬:২৩, ৭ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

করা হয়েছে। - Ashiq Shawon (আলাপ) ০৬:৫২, ৭ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

যৌনসঙ্গম সম্পাদনা

@শাওন ভাই, যৌনসঙ্গম পাতাটিতে আমি নতুন ছবি (ওম্যান অন টপ বিষয়ক) যুক্ত করেছি, আপনি পাতাটি মীমাংসিত করে দিন। প্রতিভা মনির (আলাপ) ০৭:৩২, ৮ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

মীমাংসা করা হয়েছে। - Ashiq Shawon (আলাপ) ০৭:৫৯, ৮ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ববি (চলচ্চিত্র) সম্পাদনা

শাওন ভাই, ববি (১৯৭৩ চলচ্চিত্র) পাতাটিতে আন্তঃভাষা সংযোগ করে দিন, আমার আইপি ঠিকানা ইংরেজি উইকিতে ব্লক বিধায় পারছিনা। প্রতিভা মনির (আলাপ) ০৫:০৭, ৯ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ইতিমধ্যেই করা হয়ে গিয়েছে! - Ashiq Shawon (আলাপ) ০৫:৪৩, ৯ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
জ্বী। প্রতিভা মনির (আলাপ) ০৫:৫৪, ৯ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

যৌনসঙ্গম সম্পাদনা

@শাওন ভাই, যৌনসঙ্গম পাতাটিতে আমি কিছু রেফারেন্স যোগ করেছি, আমার সম্পাদনাটি মীমাংসিত করে দিন। প্রতিভা মনির (আলাপ) ০৯:০৯, ৯ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

প্রানিজ যৌনাচার সম্পাদনা

@শাওন ভাই, প্রাণিজ যৌনাচার পাতাটিতে আন্তঃভাষা সংযোগ দিয়ে দিন, পাতাটির ইংরেজি ভার্সন। আমার আইপি ঠিকানা ইংরেজি উইকিতে ব্লক বিধায় আমি করতে পারছিনা। প্রতিভা মনির (আলাপ) ০৯:৫৪, ৯ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

যৌনসঙ্গম সম্পাদনা

@শাওন ভাই, যৌনসঙ্গম পাতায় আমি বড় লেখা (রেফারেন্সসহ) দিয়েছি, আপনি সম্পাদনা মীমাংসিত করে দিন। প্রতিভা মনির (আলাপ) ১১:১৯, ৯ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

করা হয়েছে। - Ashiq Shawon (আলাপ) ১৩:৩৯, ৯ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনা শেষ সম্পাদনা

@শাওন ভাই, যৌনসঙ্গম পাতাটিতে আমার সম্পাদনা আপাততঃ শেষ, মীমাংসিত করে দিন। প্রতিভা মনির (আলাপ) ১৪:০৪, ৯ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আমার বালসী সম্পূর্ণ করার পূর্বেই অপসারিত কেন? সম্পাদনা

বালসী এর ইংরেজি পেজ রয়েছে। আমি সেটি বাংলায় করছিলাম বিষয়বস্তু যোগ করে। সুদীপ্ত ভুঁই (আলাপ) ০৬:৪৭, ১০ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ইংরেজি উইকির অধিনে বাংলা উইকি পরিচালিত হয় না - কাজেই সেখানে থাকলেই বাংলায়ও থাকতে হবে এমনটি নয়। গ্রাম সম্পর্কিত নিবন্ধের উল্লেখযোগ্যতা না-থাকলে সরাসরি অপসারণের বিষয়ে ইতিপূূূর্বেই সিদ্ধান্ত নেয়া হয়েছে। অনুরোধের ফলে ফিরিয়ে দেয়া হলো তবে উল্লেখযোগ্যতা প্রমানিত না-হলে সরাসরি অপসারিত হবে। - Ashiq Shawon (আলাপ) ০৭:০৩, ১০ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ টি ফিরিয়ে দিন। সম্পাদনা

বালসী নিবন্ধ টি ফিরিয়ে দিন। সুদীপ্ত ভুঁই (আলাপ) ০৬:৪৯, ১০ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

দেয়া হয়েছে। - Ashiq Shawon (আলাপ) ০৭:০৪, ১০ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

নারীদের যোনি-নিতম্বের অন্তর্বাস সম্পাদনা

@শাওন ভাই, নারীদের যোনি-নিতম্ব এর অন্তর্বাস এটা কি একটা অসভ্য নাম, আমার মনে হয় এই পুনর্নির্দেশ পাতাটি মুছে ফেলা প্রয়োজন। প্রতিভা মনির (আলাপ) ১০:৪২, ১০ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

টেমপ্লেট:আমেরিকা মহাদেশে সমকামীদের অধিকার সম্পাদনা

@শাওন ভাই, টেমপ্লেট:আমেরিকা মহাদেশে সমকামীদের অধিকার পাতাটিতে সমস্যা হচ্ছে, আমি < ! -- এর মাধ্যমে অনেক লেখা লুকানোর চেষ্টা করছি, কিন্তু সব এলোমেলো হয়ে গেছে, আমি শুধু প্রথম ছকটি রাখতে চাই, আপনি দেখুন তো। প্রতিভা মনির (আলাপ) ১৩:৩৯, ১১ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

@শাওন ভাই, এখন ঠিক আছে, সাহায্য লাগবেনা। শুধু ঐটিতে আন্তঃভাষা সংযোগটা করে দিন, কারণ ইংরেজি উইকিতে আমার আইপি ঠিকানা ব্লক। প্রতিভা মনির (আলাপ) ১৪:০৮, ১১ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
শাওন ভাই, এখন সমকামী অধিকার পাতাটিতে উক্ত টেমপ্লেটটির তথ্যসূত্র ভেতরে দেখাচ্ছে কেন? যেখানে পাতাটির ইংরেজি সংস্করণ এ বাইরে দেখাচ্ছে, একটু দেখুন না অনুগ্রহ করে, আর টেমপ্লেটটির আন্তঃভাষা সংযোগ দিয়ে দিন, দেখুন টেমপ্লেটটির ইংরেজি সংস্করণ, আর আমার ইংরেজি উইকিতে নাহিদ ভাই আইপি এ্যাড্রেস ব্লক করে রেখেছেন, এই বাংলা উইকিতেও ব্লক ছিলো তবে আফতাব ভাই সেটা খুলে দিয়েছিলেন। প্রতিভা মনির (আলাপ) ১৫:৫৩, ১১ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
গ্লোবাল এডমিন ছাড়া আইপি ছাড়া যাবে না; নাহিদকে বলতে হবে। টেমপ্লেট ঠিক করে দেবোনে। - Ashiq Shawon (আলাপ) ১৭:৪৬, ১১ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

কামাল হাসান সম্পাদনা

@শাওন ভাই, কামাল হাসান পাতাটিতে আন্তঃউইকি সংযোগ করে দিন, পাতাটির ইংরেজি সংস্করণ দেখুনপ্রতিভা মনির (আলাপ) ১০:১৯, ১৩ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

করা আছে। - Ashiq Shawon (আলাপ) ১০:২৪, ১৩ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
@শাওন ভাই, হ্যাঁ করা আছে তবে পুনর্নির্দেশিত পাতাতে (কামাল হাসান (অভিনেতা)তে, আমি পাতাটি স্থানান্তর করার কারণে এখন বর্তমান নিবন্ধে আন্তঃভাষা দেখাচ্ছেনা। প্রতিভা মনির (আলাপ) ১০:২৮, ১৩ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
ও, আচ্ছা; ঠিক করা হলো। - Ashiq Shawon (আলাপ) ১০:৩৪, ১৩ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধ অপসারণ প্রসঙ্গে সম্পাদনা

আপনি আমার তৈরিকৃত নিবন্ধগুলি অপসারণ করেছেন নির্ভরযোগ্য তথ্যসূত্র না দেওয়ার কারণে।কিন্তু আপনি হয়তো জানেন না যে উইকিপিডিয়ায় তথ্যসূত্র ছাড়া অনেক ছোট ও বড় নিবন্ধ রয়েছে, যা এখনো অপসারণ হয় নি।অথচ আপনি আমারগুলা অপসারণ করে দিলেন তথ্যসূত্র না দেওয়ায়।তাই বলবো আগে তথ্যসূত্র বিহিন এরকম আরও নিবন্ধ গুলা দেখুন,এরপর অপসারণ করেন।Ripon ১১:০৪, ১৩ নভেম্বর ২০১৭ (ইউটিসি)

তথ্যসূত্রহীন ছাড়াও একধিক ত্রুুুটি ছিলো। অতি সংক্ষিপ্ত, নিবন্ধ যাচাই করার মতো লিখা নেই। উইকিপিডিয়ায় সবাই সহযাত্রী; অমুক করলে আমিও করবো - এমন মানসিকতা ঠিক নয়। আপনি শুদ্ধ করে করুন - যেন অন্যরা আপনাকে অনুসরণ করে। আপনার নিবন্ধে আমি নিজেও একাধিক সম্পাদনা করেছি উইকি মানে আনার জন্য। - Ashiq Shawon (আলাপ) ১১:২২, ১৩ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

পুনর্নির্দেশ পাতা সম্পাদনা

@শাওন ভাই, নারীদের নিম্নাঙ্গের অন্তর্বাস পাতাটি অপসারণ করা উচিত বলে আমি মনে করে, কারণ নামটি অসভ্য। প্রতিভা মনির (আলাপ) ০৬:৫৫, ১৪ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ঐটি আপনার নিজেরই তৈরি করা ছিলো। অপসারণ করা হলো। - Ashiq Shawon (আলাপ) ০৭:০০, ১৪ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
@শাওন ভাই, জী সকপাপেট হিসেবে আমি নিজেই ঐ অসভ্য নামটি তৈরি করেছিলাম। প্রতিভা মনির (আলাপ) ০৭:০৭, ১৪ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ইসরায়েলী রন্ধনশৈলী সম্পাদনা

@শাওন ভাই, ইসরায়েলী রন্ধনশৈলী অপসারণ করতে হবে কারণ একই রকম আরেকটি পাতা ইজরায়েলী রন্ধনশৈলী নামে ফেরদোস ভাই বানাচ্ছেন। প্রতিভা মনির (আলাপ) ১৩:২৯, ১৪ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

সুপ্রিয় প্রতিভা মনির আপনি আমার করা নিবন্ধটি তৈরীর সংগে সংগে পূঃনির্দেশ করেছেন। সম্ভবত সম্পাদনা দ্বন্দ হয়েছিলো বলে একই সংগে দুটি নিবন্ধ তৈরী হয়ে গেছে। আমি আপনার সিদ্ধান্তের প্রতি সম্মান রেখেই আপনার করা পূণঃনির্দেশিত নিবন্ধ সম্প্রসারণ করছি। আশা করছি দুটি নিবন্ধের কোনটিই অপসারণের প্রয়োজন হবে না। ভালো থাকবেন। আপনার গঠনমূলক সম্পাদণা অব্যহত থাকুক। ধন্যবাদ। ফেরদৌস১৩:৪০, ১৪ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
@ফেরদৌস ভাই, আমি ইসরায়েলের বিরুদ্ধে না, আর উচ্চারণটা বাংলাতে ইজরায়েল নয় ইসরায়েল হবে, আমি নাম পাল্টিয়েছিলাম শুধু। প্রতিভা মনির (আলাপ) ১৩:৪৩, ১৪ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ফ্রান্সে সমকামীদের অধিকার সম্পাদনা

@শাওন ভাই, ফ্রান্সে সমকামীদের অধিকার পাতায় নাসরিন আপার একটি সম্পাদনা অমীমাংসিত হয়ে আছে, ওটি মীমাংসিত করে দিন। প্রতিভা মনির (আলাপ) ০৯:৪৯, ১৫ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

৩৭৭ ধারা সম্পাদনা

@শাওন ভাই, ৩৭৭ ধারা পাতাটিতে আন্তঃউইকি সংযোগ দিয়ে দিন, পাতাটির ইংরেজি সংস্করণ দেখুনপ্রতিভা মনির (আলাপ) ১২:১১, ১৫ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

বিশেষ মাই পেজ অপসারণ প্রসঙ্গে সম্পাদনা

টেমপ্লেট:Ping:AshiqShawonআপনি আমার খেলাঘর ও ব্যবহারকারী নতুন নিবন্ধ শুরুকরণ পাতাদ্বয় গতকাল অপসারণ করেছেন।দয়া করে পাতাদ্বয় পুনরায় উক্ত পাতাদ্বয়ে এনে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি।কারণ আমি উক্ত পাতাদ্বয় আমার বিশেষ মাই পেজে রেখেছিলাম,কিন্তু আমি তো পাতাদ্বয় প্রধান পাতায় রাখিনি।তাই অনুগ্রহ করে পাতাদ্বয় পুনরায় এনে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি।আশা করি কাজটা করে দিবেন।Ripon ০৯:৫০, ১৭ নভেম্বর ২০১৭ (ইউটিসি) Ripon ০৯:৫০, ১৭ নভেম্বর ২০১৭ (ইউটিসি)
আপনি ধোকাবাজি এবং চালাকি করে এমনটি করেছেন বলে প্রতীয়মান হয়; কারণ নিবন্ধধগুলি আপনি লেখার পর অন্য ছোট ছোট নিবন্ধ লিখেছেন ও উইকিতে যোগ করেছে, কিন্তু এগুলো দেননি। এই নিবন্ধগুলি উইকির সাথে সামঞ্জস্যপূর্ণ নয় ও প্রচারণ বিধায় মুছে দেয়া হয়েছে। আপনার অবগতির জন্য জানাই, উইকিতে ব্যবহারকারী নামও মুছে দেয়া হয় নীতিমালার সাথে সাংঘর্ষিক হলে। উইকি কারো প্রচারণা মাধ্যম নয়। এটি জ্ঞান প্রসারের জন্য ব্যবহার করার কথা; বিজ্ঞাপনের জন্য নয়। - Ashiq Shawon (আলাপ) ১০:০৪, ১৭ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আমার সম্পাদনা কেন অপসারণ হলো? সম্পাদনা

আশিক সাহেব আপনি কে? আপনি আমার তথ্যটি কেন অপসারণ করলেন? উত্তর দিন এনাম (আলাপ) ০২:৪৫, ১৮ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

আমার সম্পাদনা কেন মুছে ফেলা হয়েছে? সম্পাদনা

আশিক সাহেব আপনি কে? আপনি আমার উইকিটা মুছলেন কেন? উত্তর দিন। এনাম (আলাপ) ০২:৪৭, ১৮ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

কোন উইকি? বিস্তারিত লিখুন। - Ashiq Shawon (আলাপ) ০৩:০৮, ১৮ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
বলের লম্বাংশের উপপাদ্যটি। এনাম (আলাপ) ০৩:২৩, ১৮ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
পরীক্ষামূলক পাতা ছিলো; ছোট নিবন্ধ ছিলো। খেলাঘরে পরীক্ষা-নিরীক্ষা করুন। - Ashiq Shawon (আলাপ) ১১:২৩, ১৮ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
ধন্যবাদ। এনাম (আলাপ) ০৬:২৩, ১৯ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
আচ্ছা, আশিক সাহেব, আমি কিভাবে ইহা তৈরি করতে পারি? জানালে কৃতার্থ হই। এনাম (আলাপ) ০৯:৩৩, ১৯ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
আপনার আলাপ পাতায় লিংক পাবেন; এনামুল হক/খেলাঘর - এটায় ক্লিক করলেই হবে। আপনি যেকোন সমরূপ নিবন্ধ আগ দেখুন; যেমনঃ উইকিতে জীবনী যোগ করতে চাইলে আগে কয়েকটি জীবনী নিবন্ধ দেখুন - তারপর ঐভাবে লিখুন। পুরাতন এবং অভিজ্ঞ উইকিপিডিয়ানরা সর্বদা আপনাকে সহায়তা করবে। - ধন্যবাদান্তেঃ Ashiq Shawon (আলাপ) ১৭:২২, ১৯ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধে চিত্র যোগ প্রসঙ্গে সম্পাদনা

টেমপ্লেট:Ping:Ashiq Shawonআমি আপনার থেকে জানতে চাই কিভাবে কোনো উইকি নিবন্ধে ্ে চিত্র / ছবি যোগ করব। Ripon ১৪:৩৭, ১৮ নভেম্বর ২০১৭ (ইউটিসি)
কমন্সে ছবি লোড করে নিবন্ধে সেটির লিংক যোগ করুন। - Ashiq Shawon (আলাপ) ১৪:৫১, ১৮ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

মিউটেশন পাতার ব্যাপারে সম্পাদনা

মিউটেশন শব্দটি পরিব্যক্তি অর্থে ব্যবহৃত হয়, বিবর্তন অর্থে না। দয়া করে দেখবেন একটু। ধন্যবাদ। S Shamima Nasrin (আলাপ) ০৯:৫৯, ২২ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ঠিক কি করতে হবে, বুঝতে পারিনি। - Ashiq Shawon (আলাপ) ১৫:২৫, ২২ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
মিউটেশ শব্দটি সার্চ দিলে সেটা বিবর্তন পৃষ্ঠায় নিয়ে যাচ্ছে। অথচ এটা পরিব্যক্তি পৃষ্ঠায় রি-ডাইরেক্ট হওয়া দরকার। S Shamima Nasrin (আলাপ) ১৮:০৭, ২২ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
ঠিক করা হয়েছে। ধন্যবাদ। - Ashiq Shawon (আলাপ) ১৮:১৯, ২২ নভেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

নিশ্চিতকরন পক্ষপাত প্রসঙ্গে সম্পাদনা

ওটা confirmation bias এর বাংলা অনুবাদ এবং দর্শন প্রকল্পের অনুবাদ লিখনসমূহের একটি যা ইংলিশটির আদলে করা হবে। লিখনটি ফিরিয়ে আনা হোক। অন্যান্য লিখনগুলোও অনুবাদ করা হবে।Mussharraf Hossen Shoikot (আলাপ) ১০:৩৬, ৩ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

একাধিক ত্রুটিযুক্ত নিবন্ধ ছিলো; তথ্যসূত্রহীন, ছোট, নিবন্ধ যাচাই করার মতো লেখা নেই - এতোগুলো সমস্যা থাকার পরও একই সাথে বেশ কয়েকটি নিবন্ধ তৈরি করেছেন। প্রতিটি নিবন্ধ নূন্যতম আকার ও মানে এনে তারপর নতুন নিবন্ধ শুরু করবেন। বাংলা উইকিপিডিয়া ইংরেজী উইকিপিডিয়ার কোনো প্রকল্প নয় - কাজেই সেখানে থাকলেই ১-২ লাইন লিখে রেখে দেয়ার কোনো সুযোগ নেই বাংলা উইকিপিডিয়ায়। অনুরোধের কারনে ফিরিয়ে আনা হলো - কিন্তু নূন্যতম মান ও আকার না-থাকলে পুনরায় অপসারণ করার বিষয়টি প্রশাসকগণ বিবেচনায় নেবেন। - Ashiq Shawon (আলাপ) ১০:৪৮, ৩ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

Bhubaneswar Heritage Edit-a-thon Update সম্পাদনা

Hello,
Thanks for signing up as a participant of Bhubaneswar Heritage Edit-a-thon (2017). The edit-a-thon has ended on 20th November 2017, 25 Wikipedians from more than 15 languages have created around 180 articles during this edit-a-thon. Make sure you have reported your contribution on this page. Once you're done with it, Please put a  Y mark next to your username in the list by 10th December 2017. We will announce the winners of this edit-a-thon after this process.-- Sailesh Patnaik using MediaWiki message delivery (আলাপ) ১৭:৩০, ৪ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি) You are getting this message because you have joined as a participant/ambassador. You can subscribe/unsubscribe here.উত্তর দিন

আলাউদ্দিন সিদ্দিকী পাতাটি কেন অপসারণ? সম্পাদনা

আলাউদ্দিন সিদ্দিকী পাতাটি কেন অপসারণ করা হল? এর কারণ জানাবেন কী?

একাধিক ত্রুটি - ইন-লাইন তথ্যসূত্র নেই; উল্লেখযোগ্যতা স্পষ্ট নয়; বিশ্বকোষীয় জীবনী নয়; সমর্থক কর্তৃক লিখিত বলে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গী নেই; ক্রস চেক করার তথ্য নেই; পরীক্ষামূলক পাতা। - Ashiq Shawon (আলাপ) ০৬:২১, ৮ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

তো কিভাবে লিখব? জানাবেন কী? কাজী মুহাম্মদ হোসাইনুর রশীদ (আলাপ) ৩:০৬, ৮ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)

উইকিতে অনেক নবী - সাহাবাদের জীবনী আছে - সেগুলো দেখুন। - Ashiq Shawon (আলাপ) ১১:২৮, ৮ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

এটা কোন ধরনের উত্তর? বললাম এক, দিলেন আরেক! কাজী মুহাম্মদ হোসাইনুর রশীদ (আলাপ) ৩:১৬, ৯ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)

তো? - Ashiq Shawon (আলাপ) ০৯:২০, ৯ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ব্যবহারকারী:Yahia.barie/ইউসুফ পাতা প্রসঙ্গে সম্পাদনা

ভাই, ব্যবহারকারী:Yahia.barie/ইউসুফ এবং ইউসুফ পাতা দুইটি আমাকে খানিকটা দ্বিধায় ফেলে দিচ্ছে। আমার বোঝার ভুল ও হতে পারে। আপনার সাহায্য চাচ্ছি।-মাহ্‌ফুজ (আলাপ) ০৯:০০, ৯ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

ঐ পাতাটি অন্য একজন ব্যবহারকারীর পাতা; তিনি অভিজ্ঞ ও পরীক্ষীত ব্যবহারকারী। পাতাটি আমি টহল দিয়ে প্রযোজনীয় স্থিতাবস্থায় রেখেছি - ওভাবেই থাকুক। - Ashiq Shawon (আলাপ) ০৯:০৪, ৯ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন
বুঝতে পেরেছি, আসলে বিষয়শ্রেণী যুক্ত না থাকলে সমস্যা ছিল না। ভাল থাকবেন, আপনার সময় নেবার জন্যে দুঃখিত।-মাহ্‌ফুজ (আলাপ) ১০:০৮, ৯ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

নিবন্ধের নাম পরিবর্তন বিষয়ে সম্পাদনা

আমি কিভাবে নিবন্ধের নাম পরিবর্তন করবো? জানালে ভালো হয়।

নিবন্ধের নাম পরিবর্তন করা যাবে না; কেবল সেটিকে নতুন কোনো নামে স্থানান্তর করা যাবে। নিবন্ধের উপরের দিকে আরও লিখিত একটি ট্যাব আছে - সেটিতে স্থানান্তর অপশন আছে; সেখানে ক্লিক করলে আপনাকে নতুন একটি পৃষ্ঠায় নিয়ে যাবে স্থানান্তর করার জন্য। - Ashiq Shawon (আলাপ) ০৯:৩২, ৯ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

যৌনসঙ্গম পাতা সম্পাদনা

আশিক শাওন ভাইয়া, যৌনসঙ্গম পাতাটিতে আমার করা সম্পাদনা মীমাংসিত করে দিন। Meghboti Rajkonna (আলাপ) ১২:৩৫, ১৬ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

করা হয়েছে। - Ashiq Shawon (আলাপ) ০৩:৪০, ২৩ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

Quick edit request সম্পাদনা

Hi Ashiq, sorry for writing in English, but I don't know Bengali. Since you're the only non-automated editor of the খুবানি article, could you update the image caption after this edit of mine? Thanks! Graham87 (আলাপ) ০২:৩২, ১৮ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

Done. Thanks. - Ashiq Shawon (আলাপ) ০৩:৩৯, ২৩ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

টেকহাবস সম্পাদনা

টেকহাবস নিবন্ধটি প্রকাশ করার অনুরোধ রইল। এটা কোনো ব্যবসায়িক উদ্দেশ্য হাসিলের জন্য ছিল না। এটা মানুষকে অবগত করার জন্য ছিল।

বিজ্ঞাপন, তথ্যসূত্রহীন, উল্লেখযোগ্যতা অনির্দেশিত, প্রচারণা, ভক্তের লিখিত - উত্যাদি একাধিক কারনে অপসারিত। উইকিপিডিয়া কোন পন্যের প্রচারণার স্থল নয়। - Ashiq Shawon (আলাপ) ০৯:০৪, ২১ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

সম্পাদনা বাতিল প্রসঙ্গে সম্পাদনা

"টেমপ্লেট:বাংলাদেশের প্রশাসনিক অঞ্চল" এ আমার হালনাগাদকৃত সম্পাদনাটি বাতিল করে পূর্বাবস্থায় ফেরত নেওয়া হয়েছে। এর উপযুক্ত কারণটি কি জানতে পারি?--সাজিদ রেজা করিম ০৩:০৭, ২৩ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

টেমপ্লেটে বৃহদাকৃতির মানচিত্র ব্যবহারের কারনে নিবন্ধে তা ব্যবহার করলে নিবন্ধের দৃশ্যমানতায় সমস্যা হচ্ছিল, একাধিক লাইন তৈরি হচ্ছিল। টেমপ্লেটে চিত্র বা মানচিত্র অপেক্ষা তালিকাটিই মূল। - Ashiq Shawon (আলাপ) ০৩:২৪, ২৩ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

যৌনসঙ্গম সম্পাদনা

@শাওন ভাই, যৌনসঙ্গম পাতাটিতে আমার করা সম্পাদনাগুলো মীমাংসিত করে দিন। Femin Biyadob (আলাপ) ০৪:২৩, ২৫ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)উত্তর দিন

WAM Address Collection সম্পাদনা

Congratulations! You have more than 4 accepted articles in Wikipedia Asian Month! Please submit your postal mailing address via Google form or email me about that on erick@asianmonth.wiki before the end of Janauary, 2018. The Wikimedia Asian Month team only has access to this form, and we will only share your address with local affiliates to send postcards. All personal data will be destroyed immediately after postcards are sent. Please contact your local organizers if you have any question. We apologize for the delay in sending this form to you, this year we will make sure that you will receive your postcard from WAM. If you've not received a postcard from last year's WAM, Please let us know. All ambassadors will receive an electronic certificate from the team. Be sure to fill out your email if you are enlisted Ambassadors list.

Best, Erick Guan (talk)

"Ashiq Shawon/ইতিহাসের খেরোখাতায় ২০১৭"-এর ব্যবহারকারী পাতায় ফিরুন।