প্রানিজ যৌনাচার বিভিন্ন প্রাণীতে বিভিন্নভাবে পরিলক্ষিত হয়। প্রানীদের মধ্যে এমনি যৌনতা বা বাচ্চা জন্মদানের উদ্দেশ্যে সংঘটিত যৌনতা দুটোই দেখা যায়। প্রানীদের মধ্যে বহুগামিতা, একগামিতা, সমকামিতা এবং নিস্কামিতাও দেখা গেছে। কোনো কোনো প্রাণী যৌনতার ক্ষেত্রে প্রথাও মেনে চলে, এসকল প্রথার মধ্যে রক্ষণশীল এবং উদারবাদী প্রথাও আছে। প্রাণীরাও যৌনতার জন্য মারামারি করে এবং তাদেরও যৌনতা সবসময় নতুন জাতি তৈরি করতে হয়না।[১][২]

এক নারী হরিণের সঙ্গে সহবাস করার বাসনায় দুটি পুরুষ হরিণের লড়াই
সেইজ গ্রাউস পাখিদের সমকাম

আগে ভাবা হত যে শুধু মানুষেরাই হস্তমৈথুন বা স্বমেহন করে কিন্তু পরে গবেষণায় প্রমাণিত হয়েছে যে, বিভিন্ন প্রাণীদের মধ্যেও অনুরূপ প্রবণতা দেখা যায়।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. Kent, Michael (২০০০)। Advanced biologyOxford University Press। পৃষ্ঠা 250–253। আইএসবিএন 978-0-19-914195-1 
  2. Thorpe, Showick; Thorpe, Edgar (২০০৯)। General Studies ManualPearson Education India। পৃষ্ঠা 17। আইএসবিএন 9788131721339 
  3. Wickler, Wolfgang; Lorenz; Konrad; Kacher, Hermann (১৯৭৪)। "The sexual code : the social behaviour of animals and me"। 

বহিঃসংযোগ সম্পাদনা