
নিরীক্ষকসম্পাদনা
সুধী! আপনার অ্যাকাউন্টের সাথে "নিরীক্ষক" ব্যবহারকারী অধিকার যুক্ত করা হয়েছে, যা আপনাকে সুরক্ষিত পাতাসমূহে অন্য ব্যবহারকারীদের করা অপেক্ষমান সম্পাদনাসমূহ পর্যবেক্ষণ করার সুবিধা দিবে। পর্যালোচনার জন্য অপেক্ষায় থাকা অমীমাংসিত পরিবর্তনসহ পাতাসমূহ এখানে পাবেন এবং অমীমাংসিত পরিবর্তন সুরক্ষা চালু করা সমস্ত পাতাসমূহের স্বয়ংক্রিয় একটি তালিকা এখানে রয়েছে।
মনে রাখবেন এই অধিকারটি আপনার অবস্থার কোন পরিবর্তন ঘটাবে না বা আপনার নিবন্ধ সম্পাদনাতেও প্রভাব ফেলবে না। আপনি যদি এই ব্যবহারকারী অধিকারটি না চান তাহলে যেকোন সময় যেকোন প্রশাসককে আপনার অ্যাকাউন্ট থেকে অধিকারটি প্রত্যাহারের জন্য অনুরোধ করুন।
আরো দেখুন:
- উইকিপিডিয়া:নিরীক্ষক, পর্যবেক্ষণের নীতিমালা
- উইকিপিডিয়া:অমীমাংসিত পরিবর্তন, অমীমাংসিত পরিবর্তন-এর ব্যবহার
- উইকিপিডিয়া:সুরক্ষা নীতি, কোন পাতাগুলোতে প্রশাসকগণ অমীমাংসিত পরিবর্তন সেটিং প্রয়োগ করবেন এর নীতিমালা। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৪:৩৪, ১৫ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
আপনার মানোন্নয়নকৃত শুক্রাণু নিবন্ধটি গৃহীত হয়েছেসম্পাদনা
সুপ্রিয় Sajid Reza Karim,
উইকিমিডিয়া বাংলাদেশ আয়োজিত অমর একুশে নিবন্ধ মানোন্নয়ন প্রতিযোগিতা ২০২২-এ অংশ নিয়ে নিবন্ধ অনুবাদ করায় আপনাকে ধন্যবাদ। আপনি জেনে খুশি হবেন যে, আপনার মানোন্নয়নকৃত শুক্রাণু নিবন্ধটি পর্যালোচনার পর গৃহীত হয়েছে। প্রতিযোগিতা সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে আমার আলাপ পাতার মাধ্যমে যোগাযোগ করুন অথবা ইমেইল করতে পারেন info-bn wikimedia.org ঠিকানায়। আপনার সম্পাদনা শুভ হোক! — ইয়াহিয়া (আলাপ • অবদান) - ১৫:২৫, ১৭ ফেব্রুয়ারি ২০২২ (ইউটিসি)
অনুচ্ছেদ অনুবাদ নিয়ে আপনার অভিজ্ঞতা আমাদের জানান এবং সরঞ্জামটি উন্নত করে তুলতে সহায়তা করুনসম্পাদনা
সুপ্রিয় Sajid Reza Karim
আমি উজোমা অজুরুম্বা, উইকিমিডিয়া ফাউন্ডেশনের ল্যাঙ্গুয়েজ দলের সাথে কমিউনিটি রিলেশনস স্পেশালিস্ট হিসেবে কাজ করছি। আমাদের দল অনুচ্ছেদ অনুবাদ সরঞ্জাম উন্নতকরণ নিয়ে কাজ করছে। আমরা বাংলা উইকিপিডিয়ায় সাম্প্রতিক অবদানে এই সরঞ্জামের ব্যভার দেখেছি। আপনার মূল্যবান অবদানের ভিত্তিতে, আমরা অনুচ্ছেদ অনুবাদ সরঞ্জাম ব্যবহারের ক্ষেত্রে আপনার অভিজ্ঞতা নিয়ে আরো জানতে চাই। এর মাধ্যমে আমরা সরঞ্জামটি উন্নত করে তুলতে পারব।
আমার দল অত্যন্ত খুশি হবে যদি আপনি পৃথিবীর যেকোনো স্থানের সময় অনুযায়ী আগামী ১০ই মের মধ্যে এই জরিপটিতে অংশগ্রহণ করতে পারেন। এর মাধ্যমে আমরা সরঞ্জামটি উন্নত করব এবং আপনাকে আরো ভালোভাবে সহায়তা করতে পারব। গোপনীয়তার বিবৃতির লিঙ্ক
ধন্যবাদ, এবং আমরা আপনার অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
UOzurumba (WMF) (আলাপ) ২২:৫১, ২৫ এপ্রিল ২০২২ (ইউটিসি) উইকিমিডিয়া ফাউন্ডেশনের ল্যাঙ্গুয়েজ দলের পক্ষ থেকে, অনুবাদ করেছেন User: Ankan (WMF)
ঈদ মোবারকসম্পাদনা
ঈদ মোবারক Sajid Reza Karim ভাই! পবিত্র মাহে রমজানের সংযম সাধনা শেষে এলো খুশির ঈদ! এই অনাবিল আনন্দের দিনে আপনাকে জানাই পবিত্র ঈদুল ফিতরের মোবারকবাদ। সকল প্রতিবন্ধকতা পেরিয়ে এই ঈদ হয়ে উঠুক আপনার ও আপনার পরিবারের জন্য অফুরন্ত আনন্দের উৎস। শুভকামনা রইল। |
মোবারকবাদে: আঃ আজিজ ফাহাদ (আলাপ)