নাজিব তারেক

বাংলাদেশী চিত্রশিল্পী, ছাপচিত্রী, এবং লেখক।
(ফারহানা আফরোজ থেকে পুনর্নির্দেশিত)

আবু নাজিব মোহাম্মদ তারেক, যিনি নাজিব তারেক হিসাবে পরিচিত, (জন্ম: সেপ্টেম্বর ৫, ১৯৭০) একজন বাংলাদেশি চিত্রশিল্পী, ছাপচিত্রী[১] এবং লেখক।[২] বাংলাদেশে শিল্পচর্চার ক্ষেত্রে তিনি সর্বপ্রথম অনলাইন গ্যালারির উদ্যোক্তা;[২][৩][৪] পাশাপাশি একবিংশ শতাব্দীর শিল্পীদের মধ্যে নিউ মিডিয়া চর্চার পথিকৃৎ হিসাবে বিভিন্ন ভার্চুয়াল শিল্পপ্রকল্প চর্চার সূচনা করেছেন তিনি।[৫] একক ও যৌথ মিলিয়ে তারেকের চিত্র প্রদর্শনীর সংখ্যা পঁচিশের আধিক।[৬] ১৯৯৮ সালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন অধিদপ্তর কর্তৃক তিনি ভূষিত হন।

নাজিব তারেক
একজন পুরুষের আবক্ষ প্রতিকৃতি
তারেক, ২০১৭ সালে
জন্ম
আবু নাজিব মোহাম্মদ তারেক

(1970-09-05) সেপ্টেম্বর ৫, ১৯৭০ (বয়স ৫৩)
জাতীয়তা
শিক্ষাস্নাতকোত্তর
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
পেশা
কর্মজীবন১৯৮৯–বর্তমান
শৈলীনিউ মিডিয়া
দাম্পত্য সঙ্গীফারহানা আফরোজ
সন্তান
পিতা-মাতা
  • তমিজউদ্দিন (পিতা)
  • নুজরাতুন নেসা (মাতা)
পুরস্কারনিচে দেখুন

প্রাথমিক ও শিক্ষাজীবন সম্পাদনা

আবু নাজিব মোহাম্মদ তারেক, ১৯৭০ সালের ৫ সেপ্টেম্বর বাংলাদেশের দিনাজপুরে জন্ম নেন। তার পিতা তমিজউদ্দিন এবং মাতা নুজরাতুন নেসা। সাত ভাই-বোনের মধ্যে তিনি পঞ্চম। পিতার পেশাজীবনের প্রভাবে তার ছেলেবেলা এবং শিক্ষাজীবনের প্রাথমিক সময় কাটে ঠাকুরগাঁও, রাজশাহী এবং দিনাজপুর জেলায়।[৭] তৎকালীন গ্রামের পাঠশালায় তার প্রাথমিক শিক্ষা জীবনের শুরু হয়। ১৯৮৬ সালে রাজশাহী কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক সম্পন্ন করার পর তিনি দিনাজপুর সরকারি কলেজে অধ্যায়ন করেছেন। ১৯৮৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ছাপচিত্র বিভাগ স্নাতক বর্ষে ভর্তি হন।[২] একই বিভাগ থেকে ১৯৯৪ সালে স্নাতক এবং ২০০০ সালে স্নাতকোত্তর সম্মন্ন করেন তিনি।[৮] ছাত্র থাকাকালীন সময়ে তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল সহ প্রভৃতি আন্দোলনে সক্রিয় ছিলেন।[৩]

কর্মজীবন সম্পাদনা

তারেক কর্মজীবনে ১৯৯৯ থেকে ২০০১ পর্যন্ত দৈনিক যুগান্তর এবং ২০০২ থেকে ২০০৪ পর্যন্ত দৈনিক জনকণ্ঠের প্রধান শিল্পী হিসেবে নিযুক্ত ছিলেন।[৮] ২০০১ থেকে ২০০৩ পর্যন্ত কাজ করেছেন একুশে টেলিভিশনে। পরবর্তীতে ২০০৪ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেডের ব্র্যান্ড মার্কেটিং কনসালটেন্ট হিসেবে নিয়োজিত ছিলেন।[১][৮] এছাড়াও, তিনি বাংলাদেশ চারুশিল্পী সংসদের একজন তথ্যপ্রযুক্তি সম্পাদক।[৬][৯]

শিল্পকর্ম সম্পাদনা

নাজিব মূলত একজন ছাপচিত্রী। তবে এছাড়াও তিনি তেলরঙ, জলরঙ, অ্যাক্রেলিক সহ বিভিন্ন প্রচলিত-অপ্রচলিত শিল্প মাধ্যমে চিত্র রচনা করলেও মূলত মিশ্রমাধ্যমেই অধিকাংশ কাজ করেছেন।[১০] প্রাথমিকভাবে প্রকৃতি, গঠন, প্রতিকৃতি তার চিত্রকর্মের বিষয় হয়ে ওঠে। তার প্রতিকৃতি অর্ধ-বাস্তবসম্মত এবং প্রায়শই পরাবাস্তব হিসেবে বিবেচিত হয়েছে। তার অধিকাংশ চিত্রকর্মে স্পন্দনশীল রঙ, এবং চলমান পশ্চাদপটের প্রাধান্য রয়েছে। প্রাথমিকভাবে তার চিত্রকর্মে ফিগারের বহুভঙ্গিম ভঙ্গুরতা লক্ষনীয় যা প্রায়শই ফবিস্ট শিল্পীদের শিল্পকর্মের স্মরণ করিয়ে থাকে।[১১] অনন্তের অনুসন্ধান এবং নারী বনাম নারী চিত্রকর্মের স্থান এবং অভিপ্রায় বিশ্লেষণ করলে প্রায়শই পল ক্লীর চিত্রকর্মের স্মরণ হয়ে থাকে।[১১] তারেক প্রায়শই চিত্র রচনায় আরবি বর্ণমালা এবং শব্দের ব্যবহার ঘটিয়েছেন।[১২] তারেক মূলত নির্দিষ্ট কোনো মতবাদের পরিবর্তে চিত্রকলার বিভিন্ন মতবাদসমূহের সংশ্লেষলের মাধ্যমে নিজস্ব শিল্পধারা তৈরির প্রচেষ্টা চালিয়েছেন। উদৃত বাক্যাংশে শিল্পী নাজিব তারেকের জীবনদর্শন সম্পর্কে যৌক্তিক উপলব্ধী পাওয়া যায়।

১৯৯৪ সালে তার দুইটি একক প্রদর্শনী আয়োজিত হয়।[৩] "জয় মানবতা" তার প্রথম একক প্রদর্শনী যা ১৯৯৪ সালের মে মাসে ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজ আয়োজিত হয়।[১৩] প্রদর্শনীর ৪২টি চিত্রকর্মের অধিকাংশের উপজীব্য বিষয় ছিল মানুষ। যেখানে মানবরূপের চিত্রায়ন ঘটেছে দূর্গা, যাযাবর, রাবণ, উল্লাস ইত্যাদি চরিত্রের অভিপ্রায়ে। বিবর্তনবাদে আস্থাশীল তারেকের কিছু চিত্রকর্মে মানবদেহের সঙ্গে অমাবনসাদৃশ মুখায়ব পাওয়া যায়, যার সাহায্যে তিনি মানুষের কুৎসিত চিত্র ফুটিয়ে তোলায় প্রয়াশ রেখেছেন।[১০] উদৃত বাক্যাংশে তারেকের শিল্পদর্শন সম্পর্কে উপলব্ধী পাওয়া যায়।

২০০৯ সালে ভারতের মুম্বইয়ে অংশগ্রহণ করেন দলীয় চিত্র প্রদর্শনীতে। তিনি বইয়ের প্রচ্ছদ অলঙ্করণ, সাহিত্য সাময়িকী সচিত্রকরণ, পোশাক নকশা[৬][১৪] প্রভৃতি শিল্পমাধ্যমে পরিচিতি লাভ করেন।[২] বাংলাদেশে প্রথাগত বইয়ের প্রচ্ছদ এবং সচিত্রকরণকে তিনি আধুনিক শিল্পমাধ্যমে পরিণত করার প্রয়াস চালিয়েছেন।[৩]

তিনি ১৯৮৭ সাল থেকে এযাবৎকাল পর্যন্ত দেশি–বিদেশি বহু একক ও দলীয়[১৫] প্রদর্শনীতে অংশ নিয়েছেন।[১] তিনি ‘জলরং’ নামে দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম একটি অনলাইন গ্যালারি প্রতিষ্ঠা করেন।[১][৮][৬] জুলাই ২০১৫ সালে তিনি চিত্র প্রদর্শনী এবং সামগ্রিক শিল্প চর্চার জন্য ঢাকার মোহাম্মদপুরে স্টুডিও ৬/৬ প্রতিষ্ঠা করেন।[৮][৬][১৬]

শিল্প আমাদের মানুষ করে তোলে সম্পাদনা

 
প্রকল্পের প্রচ্ছদ

অনলাইনভিত্তিক ভার্চুয়াল শিল্প প্রকল্প শিল্প আমাদের মানুষ করে তোলে বা আর্ট মেকস আস হিউম্যান শুরু হয় ২০১৫ সালের জুলাই মাসে সামাজিক মাধ্যম ইন্সটাগ্রামের মাধ্যমে।[১] পরবর্তীতে ২০১৬ সালের মাঝামাঝি ঢাকায় অবস্থিত স্টুডিও ৬/৬ গ্যালারিতে প্রকল্পটির একটি প্রদর্শনী আয়োজিত হয়।[১] এই চলমান প্রকল্পরের অংশ হিসেবে তারেক পুরোনো এবং নতুন অলংকরণের সমন্বয় রচনা করেছেন।[৪] প্রকল্পের অধীনে প্রায় সহস্রাধিক শিল্পকর্ম প্রকাশ করা হয় ইন্সটাগ্রাম, পিন্টারেস্ট, ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমগুলোয়।[১][৪]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

নাজিব বাংলাদেশী চিত্রশিল্পী ফারহানা আফরোজকে বিয়ে করেছেন। তাদের মেয়ে তাইয়ারা ফারহানা তারেক (জন্ম: ২২ নভেম্বর ১৯৯৪) একজন চিত্রশিল্পী[১৭][১৮][১৯] এবং শিল্প সমন্বয়কারী।[১] ছেলে ফারহান্দ আবু তামজিয়াদ। ২০১৭ সালের এপ্রিলে, ঢাকায় "নির্মাণ" শিরোনামে এই দম্পতির একটি যৌথ চিত্র প্রদর্শনী আয়োজিত হয়।[৮][২০]

উল্লেখযোগ্য প্রদর্শনী সম্পাদনা

একক প্রদর্শনী সম্পাদনা

বছর প্রদর্শনী স্থান টিকা
১৯৯৪, মে জয় মানবতা আলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা [১৩]
১৯৯৪, সেপ্টেম্বর ৯-১৫ জয় অব হিউমিনিটি যোজন, ঢাকা
২০০৩, জানুয়ারি হোয়াট ইজ আর্ট ওয়েবসিটি, ঢাকা
২০১০, আগস্ট ইকরা—অ্যা পেইন্টার'স স্যালুট টু রিডিং গ্যালারি ইমপ্রেশন, ঢাকা [১২]
২০১১, আগস্ট ইকরা অ্যান্ড আদার্স গ্যালারি ইমপ্রেশন, ঢাকা
২০১১, এপ্রিল স্টোরি অব স্টোরি টেলিং গ্যালারি ইমপ্রেশন, ঢাকা
২০১৬ আর্ট মেকস আস হিউম্যান স্টুডিও ৬/৬, ঢাকা [১][২১]
২৯ নভেম্বর-১৫ডিসম্বের ২০১৯ অ্যানিবডি ক্যান ডু ইট, প্লিজ ডু ইট... দ্বীপ গ্যালারি, ঢাকা বাংলা শিরোনাম: বিমূর্ততার গালগল্প[২২]

যৌথ প্রদর্শনী সম্পাদনা

বছর প্রদর্শনী স্থান সহশিল্পী টিকা
১৯৮৯ নাইন ইয়ং আর্টিস্ট জার্মান সাংস্কৃতিক কেন্দ্র, ঢাকা
১৯৯১ জয়নুল উৎসব '৯১ চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
বিজয়ের ২০ বছর চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
এক্সপ্র্রেশন '৯১ বাংলাদেশ জাতীয় যাদুঘর, ঢাকা
এক্সিভিশন অব ১০১ আর্টিস্ট চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
গ্রেটার দিনাজপুর আর্টিস্ট, এক্সপ্র্রেশন '৯১ লোকভবন, দিনাজপুর
প্রথম সমসাময়িক তরুণ শিল্পী প্রদর্শন '৯১ বাংলাদেশ জাতীয় যাদুঘর, ঢাকা
১৯৯২ জয়নুল উৎসব '৯২ চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
দ্বিতীয় সমসাময়িক তরুণ শিল্পী প্রদর্শন '৯২ বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা
অবসেশন গ্রুপ শো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
দশম জাতীয় শিল্পী প্রদর্শন '৯২ বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা
১৯৯৩ জয়নুল উৎসব '৯৩ চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়
গ্রেটার দিনাজপুর আর্টিস্ট, এক্সপ্র্রেশন '৯৩ দিনাজপুর উচ্চ বিদ্যালয়,দিনাজপুর
ন্যাশনাল মিনিয়েচার আর্ট এক্সিবিশন '৯৩ গ্যালারি টোন, ঢাকা
ষষ্ঠ এশিয়ন আর্ট বাইনাল বাংলাদেশ '৯৩ বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকা
২০১৬ ব্রেভ হার্ট গ্যালারি কসমস, ঢাকা [১৫][২৩][২৪]
মে ৬ - ১৫, ২০১৭ নির্মাণ স্টুডিও ৬/৬, ঢাকা ফারহানা আফরোজ [৮][২০]
মে ৬ - ১৮, ২০১৭ অবয়বি স্টুডিও ৬/৬, ঢাকা ফারহানা আফরোজ [২৫]

প্রচ্ছদ সম্পাদনা

  • ঘোরের লাটিম আর সুতার জ্যামিতি ঢাকা তলপেট (২০১০)[২৬]
  • কানাডার কাশিমপুরে খুনি নূর চৌধুরী (২০১৪, ফেব্রুয়ারি; সাইফুল্লাহ মাহমুদ দুলাল)[২৭]
  • কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা (২০১৪, ফেব্রুয়ারি; সাইফুল্লাহ মাহমুদ দুলাল)[২৭]
  • বক্ষপিঞ্জর বনাম ওষ্ঠ আর চোখবন্ধের কবিতা (ফেব্রুয়ারি ২০১৫; এন্টিভাইরাস প্রকাশনা)[২৮][২৯]
  • অয়ান্ড দোস আদার ঘোস্ট অব লাভ (মার্চ ২০১৬; এন্টিভাইরাস প্রকাশনা)[৩০]
  • ইশ্বরের সন্তানেরা (২৩ ফেব্রুয়ারি ২০১৭; কথা প্রকাশ)[৩১]

সাহিত্যকর্ম সম্পাদনা

তারেক পদ্য,[৩] প্রবন্ধ, আলোচনা প্রভৃতি লিখেছেন। বাংলা একাডেমির তরুণ লেখক প্রকল্পের অধীনে ১৯৯৬ সালে তার কবিতার চিত্রায়ন প্রসঙ্গে শিরোনামে চিত্রকলা ও সাহিত্য বিষয়ক বই প্রকাশিত হয়।[৭] এছাড়াও প্রকাশিত হয়েছে দুই খণ্ডের শিশুদের ছবি আঁকার বই।[৭][৬]

গ্রন্থতালিকা সম্পাদনা

পুরস্কার সম্পাদনা

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. মতিউর রহমান, সম্পাদক (১৬ মে ২০১৬)। "নাজিব তারেকের 'আর্ট মেকস আস হিউম্যান'"দৈনিক প্রথম আলো। ৫ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৭ 
  2. কবীর, জিনাত জান (২১ মে ২০১৬)। মাহমুদ আনোয়ার হোসেন, সম্পাদক। "শিল্পী নাজিব তারেক ও তার নতুন প্রদর্শনী"প্রতিদিনের সংবাদ। ২ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৭ 
  3. ইমরান, আল। মারুফ রায়হান, সম্পাদক। "শিল্পী নাজিব তারেকের স্টুডিওতে"। banglamati.net। ২ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৭ 
  4. Fayeka Zabeen Siddiqua (২৭ মে ২০১৬)। "A Digital Gypsy" (ইংরেজি ভাষায়)। দ্য ডেইলি স্টার। ২৮ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৭ 
  5. "ভার্চুয়াল প্রজেক্ট ও তার শরীর" (অনলাইন)। সাক্ষাত্কার গ্রহণ করেন দীপ্তি দত্ত। শব্দঘর। ১৩ অক্টোবর ২০১৬। ১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৭ 
  6. "নাজিব তারেক একজন চিত্রশিল্পী"মাছরাঙ্গা টিভি। ২৮ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৯ 
  7. ইংলিশ মিডিয়াম স্কুল যত বাড়বে সাম্প্রদায়িকতাও তত বাড়বে: নাজিব তারেক [The increase in English-medium schools, the increase in sectarianism: Najib Tareque] (সাক্ষাৎকার)। সাক্ষাত্কার গ্রহণ করেন Robiul Islam। Shompadak.com। ১৩ আগস্ট ২০১৭। ১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল|আর্কাইভের-ইউআরএল= এর |ইউআরএল= প্রয়োজন (সাহায্য) থেকে আর্কাইভ করা। 
  8. "Dual exhibition 'Nirman' by artist couple underway at Studio 6/6" [স্টুডিও ৬/৬-এ শিল্পী দম্পতির দ্বৈত প্রদর্শনী 'নির্মান']। ঢাকালাইভ (ইংরেজি ভাষায়)। ঢাকা: দি ইন্ডিপেন্ডেন্ট। ৮ মে ২০১৭। ২০১৯-০২-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৯ 
  9. মতিউর রহমান, সম্পাদক (২১ আগস্ট ২০১৬)। "বানভাসি মানুষের পাশে"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৭ 
  10. খুরশীদ আলম (৯ জুন ১৯৯৪)। "তরুণ শিল্পী নাজিব তারেক-এর একক চিত্র প্রদর্শনী" (মুদ্রণ)দৈনিক বাংলা 
  11. মইনুদ্দিন খালেদ (২ জুন ১৯৯১)। "মুখ: বর্ণিল অভিব্যক্তি" (মুদ্রণ)বাংলাবাজার পত্রিকা। পৃষ্ঠা ৫। 
  12. কেনান (২৯ আগস্ট ২০১০)। "Exhibition: The mesmeric enigma of calligraphy" [প্রদর্শনী] (ইংরেজি ভাষায়)। islamicartsmagazine.com। ২৮ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৭ 
  13. শেখর শশ্বত (জুন ৩, ১৯৯৪)। "নাজিব তারেকের প্রথম প্রদর্শনী" (মুদ্রণ)বাংলার বাণী 
  14. আফসার আহমেদ। "Light and shade" [লাইট অ্যান্ড শেড] (ইংরেজি ভাষায়)। দ্য ডেইলি স্টার। ১০ অক্টোবর ২০১৭ তারিখে মূল (ওয়েব) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৭ 
  15. ইন্ডিপেন্ডেন্ট অনলাইন ডেস্ক (১৮ আগস্ট ২০১৬)। "Group art exhibition begins at Gallery Cosmos Friday" (ইংরেজি ভাষায়)। দি ইন্ডিপেন্ডেন্ট। ১ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ৩০, ২০১৭ 
  16. সাংস্কৃতিক প্রতিবেদক (২২ মে ২০১৬)। "Najib opens up studio for exhibition" [নাজিব প্রদর্শনীর জন্য স্টুডিও খোলেন] (ইংরেজি ভাষায়)। নিউ এজ। ২২ মে ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৭ 
  17. "ক্যানভাসে স্বপ্ন আঁকিবুকি"দৈনিক ইত্তেফাক। ১৭ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  18. "আর্ট রেসিডেনশিয়াল এক্সচেঞ্জ প্রোগ্রাম"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৮ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২০ 
  19. রানা, বাবুল আখতার (১১ জানুয়ারি ২০২০)। "রাজবাড়িতে দেশি-বিদেশি শিল্পীর মিলনমেলা"বাংলাদেশ প্রতিদিন। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২০ 
  20. "ফারহানা-নাজিবের যৌথ চিত্র প্রদর্শনী"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১৭ এপ্রিল ২০১৭। ৫ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৭ 
  21. "Exhibition at Studio 6/6" (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১৬ মে ২০১৬। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  22. সমকাল প্রতিবেদক (১ ডিসেম্বর ২০১৯)। "নাজিব তারেকের একক চিত্রকর্ম প্রদর্শনী"। ঢাকা: দৈনিক সমকাল। ৬ জানুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০২০ 
  23. সংস্কৃতি ডেস্ক (আগস্ট ১৪, ২০১৫)। "Adding artistic solemnity to the National Mourning Day" (ইংরেজি ভাষায়)। দ্য ডেইলি অবজার্ভার। ১২ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৭ 
  24. স্টাফ রিপোর্টার (১৪ আগস্ট ২০১৫)। "গ্যালারি কসমসে বঙ্গবন্ধু আশ্রিত চিত্রকর্ম প্রদর্শনী 'ব্রেভ হার্ট'"দৈনিক জনকণ্ঠ। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  25. তানভির নাহিদ (১৯ মে ২০১৭)। "ক্যানভাসে নতুন ঠিকানা"। ঢাকা: দৈনিক সমকাল। ১ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৯ 
  26. ঘোরের লাটিম আর সুতার জয়ামিতি ঢাকা তলপেট। ঢাকা: এন্টিভাইরাস। ২০১০। আইএসবিএন 9789843314499। ২৮ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৯ 
  27. "বইমেলায় সাইফুল্লাহ মাহমুদ দুলালের ৫টি বই"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ৩১ জুলাই ২০২০ 
  28. Atindriyo Chakrabarty (২০১২)। And Those Other Ghosts Of Love (ইংরেজি ভাষায়)। Lulu.com। আইএসবিএন 9781471743016। ২৮ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৯ 
  29. তানভীর রাতুল (ফেব্রুয়ারি ২০১৫)। "বক্ষপিঞ্জর বনাম ওষ্ঠ আর চোখবন্ধের কবিতা"amazon.com (ইংরেজি ভাষায়)। এন্টিভাইরাস প্রকাশনা। ১ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৯ 
  30. আতিকন্দ্র চক্রবর্তী (৯ মার্চ ২০১৬)। "And those Other Ghost Of Love"amazon.com (ইংরেজি ভাষায়)। এন্টিভাইরাস প্রকাশনা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৯ 
  31. "বইমেলায় সাংবাদিকের বই"। poriborton। ২৩ ফেব্রুয়ারি ২০১৭। ২৮ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা