দৈনিক বাংলা

বাংলাদেশী জাতীয় দৈনিক সংবাদপত্র

দৈনিক বাংলা বাংলাদেশের একটি ঐতিহাসিক বাংলা ভাষার দৈনিক পত্রিকা। এ নামে বাংলাদেশের ঢাকার শহরে একটি মোড় রয়েছে। ১৯৬৪ থেকে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পর্যন্ত দৈনিক বাংলার নাম ছিল দৈনিক পাকিস্তান[] বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় মালিকানাধীন এ পত্রিকাটি ১৯৯৭ সালে বন্ধ করে দেয়। এই নামে ২০২২ সাল থেকে ঢাকা থেকে নতুন একটি পত্রিকা প্রকাশ শুরু হয়। কবি শামসুর রাহমান ১৯৮৭ সাল পর্যন্ত দৈনিক বাংলার সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

দৈনিক বাংলা
ইতিহাসের সাথে ভবিষ্যতের পথে
১৯৭৫ সালের ১৬ই আগস্ট প্রকাশিত দৈনিক বাংলা
ধরনদৈনিক সংবাদপত্র
ফরম্যাটব্রডশিট
মালিকবাংলাদেশ সরকার
ভাষাবাংলা
প্রতিষ্ঠাকাল৬ নভেম্বর, ১৯৬৪
ওয়েবসাইটদৈনিক বাংলা

ইতিহাস

সম্পাদনা

স্বাধীন ও সাহসী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে বাংলাদেশের সংবাদপত্রের ইতিহাসে একটি সম্মানিত নাম দৈনিক বাংলা। ঐতিহাসিক বাংলা দৈনিক যেটি বাংলাদেশকে মুক্তিযুদ্ধে সহায়তা করেছিল এবং আধুনিক সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, এখন প্রখ্যাত সাংবাদিক তোয়াব খানের নেতৃত্বে ফিরে এসেছে , যিনি ৭০ এবং ৯০ এর দশকের প্রথম দিকে দৈনিকটির সম্পাদক ছিলেন। দৈনিকটি ৬ নভেম্বর, ১৯৬৪ তারিখে দৈনিক পাকিস্তান হিসাবে যাত্রা শুরু করে এবং গল্প বলার, বিষয়বস্তু, মুদ্রণ এবং মেকআপের উদ্ভাবনী পদ্ধতির কারণে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। পাকিস্তানের কাছ থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই নাম পরিবর্তন করে রাখা হয় দৈনিক বাংলা। সংবাদপত্রটি যুদ্ধাপরাধীদের বিষয়ে প্রতিবেদন প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেগুলো বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে প্রমাণ হিসেবে ব্যবহৃত হয়। এমনই প্রভাব পড়ে যে ঢাকার একটি গুরুত্বপূর্ণ সড়কের মোড় পত্রিকার নামে নামকরণ করা হয় (দৈনিক বাংলার মোড়)। ১৯৭৫ সালে দৈনিক বাংলা জাতীয়করণ করা হয়। পত্রিকাটি ১৯৯৭ সালে বন্ধ হয়ে যায়।

একই নামে ভিন্ন পত্রিকা

সম্পাদনা

২৫ বছর পর, দৈনিক বাংলা ৪ সেপ্টেম্বর, ২০২২ থেকে আবারও তার কার্যক্রম পুনরায় শুরু করেছে - নজরুল ইসলাম মজুমদার এবং চৌধুরী নাফিজ শরাফতের নেতৃত্বে সম্পাদকীয় প্যানেলের অধীনে। তোয়াব খানের মৃত্যুর পর  ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে আছেন চৌধুরী জাফরউল্লাহ শারাফাত।  দৈনিক বাংলার একটি ওয়েবসাইটও চালু করা হয়েছে যেখানে দর্শকরা প্রতিদিনের সর্বশেষ তথ্য পাবেন।

উত্তরাধিকার

সম্পাদনা

ঢাকার শহরে দৈনিক বাংলা নামে একটি গুরুত্বপূর্ণ মোড় দৈনিক বাংলা পত্রিকার নামকরণের সাথে মিল রেখে করা হয়েছে। [][]

 
১৯৭৫ সালের ১৭ই আগস্ট প্রকাশিত দৈনিক বাংলা

নিয়মিত আয়োজন

সম্পাদনা

দৈনিক বাংলার নিয়মিত আয়োজনে রয়েছে-

  • খবর
  • বাণিজ্য
  • মতদ্বিমত
  • বিনোদন
  • খেলা
  • স্বাস্থ্য
  • তথ্যপ্রযুক্তি
  • প্রবাস জীবন
  • শিক্ষা-চাকরি
  • ফিচার
  • বিদেশ
  • কর্পোরেট নিউজ
  • দেশ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "দৈনিক বাংলার পূর্ব নাম" 
  2. "Police detain BNP activists from protest march for Khaleda"bdnews24.com। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৮ 
  3. "Hundreds of BNP men stage demo in Dhaka"The Daily Star (ইংরেজি ভাষায়)। ৯ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১১ মার্চ ২০১৮ 

৪.দৈনিক বাংলা: ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার সমন্বয় নতুন যুগের প্রত্যাশা

৫. দৈনিক বাংলা ও নিউজবাংলার কার্যালয় উদ্বোধন