চৌধুরী জাফরউল্লাহ শারাফাত
চৌধুরী জাফরউল্লাহ শারাফাত (জন্ম ১০ মে ১৯৬৬ ) একজন বাংলাদেশি ধারাভাষ্যকার। সতন্ত্র বচনভঙ্গি ও ধারাভাষ্যের জন্য তিনি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একজন ধারাভাষ্যকার হিসেবে পরিচিতি লাভ করেছেন।[১]
চৌধুরী জাফরউল্লাহ শারাফাত | |
---|---|
জন্ম | ১০ মে |
জাতীয়তা | বাংলাদেশি |
মাতৃশিক্ষায়তন | জগন্নাথ বিশ্ববিদ্যালয় |
পেশা | ধারাভাষ্যকার |
কর্মজীবন | ১৯৮০ – বর্তমান |
প্রারম্ভিক জীবন সম্পাদনা
চৌধুরী জাফরউল্লাহ শারাফাত ১০ মে জন্মগ্রহণ করেন।[২] তার পিতার নাম শারাফাত হোসেন চৌধরী।[৩] তারা তিন ভাই ও তিন বোন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়'র রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
কর্মজীবন সম্পাদনা
শারাফাত নবম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় ১৯৮০ সালে বাংলাদেশ টেলিভিশনে ধারাভাষ্যকার হিসেবে অডিশন দেন এবং নির্বাচিত হন।[৪] পরবর্তীতে বাংলাদেশ বেতারেও নির্বাচিত হন। প্রেসিডেন্ট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রোমানিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যকার ম্যাচের ধারাভাষ্য প্রদানের মধ্য দিয়ে ধারাভাষ্যকার হিসেবে তিনি তার যাত্রা শুরু করেন।[৪] অস্ট্রেলীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার রিচি বেনোর ধারাভাষ্যে প্রভাবিত হয়ে তিনি এ পেশায় আসেন।[৪] ২০১৭ সালে বাংলাদেশে নতুন ধারাভাষ্যকার অনুসন্ধানের উদ্দ্যেশে আয়োজিত ‘কমেন্টেটর হান্ট’ প্রতিযোগিতার তিনি একজন উদ্যোক্তা ও প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেন।[৫]
ধারাভাষ্য ছাড়াও তিনি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের একজন স্বতন্ত্র পরিচালক, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টি সদস্য, ইউনিক গ্রুপের পরিচালকসহ বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন।[৬] শারাফাত বেশ কিছু বিজ্ঞাপনচিত্র, উপস্থাপনা ও ‘অ্যাওয়ার্ড নাইট’ নামে একটি নাটকে অভিনয় করেছেন।[৭]
গ্রন্থ সম্পাদনা
শারাফাতের তিনটি বই প্রকাশিত হয়েছে। বইসমূহ হল:
ব্যক্তিগত জীবন সম্পাদনা
শারাফাত ব্যক্তিগত জীবনে সৈয়দা গুলশান আরার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।[৩] এই দম্পতির যমজ সন্তান রয়েছে।
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "An encounter with Chowdhury Jafarullah Sharafat"। এনটিভি। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৯।
- ↑ "'ধারাভাষ্যকার না হলে সাকিব আল হাসান হতাম'"। প্রিয়.কম। ২৫ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৯।
- ↑ ক খ "আমি সারাবিশ্বে একমাত্র ধারাভাষ্যকার, টানা ৯টি বিশ্বকাপের ধারাভাষ্য দিয়েছি: চৌধুরী জাফরউল্লাহ শারাফাত"। প্রিয়.কম। ২৫ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৯।
- ↑ ক খ গ "যেভাবে ধারাভাষ্য জগতে আসলেন জাফরউল্লাহ শারাফাত"। সময়টিভি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৯।
- ↑ "শুরু হচ্ছে ধারাভাষ্যকার অন্বেষণ প্রতিযোগিতা"। জনকন্ঠ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৯।
- ↑ "চৌধুরী জাফরউল্লাহ শারাফাত"। premierbankltd.com। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৯।
- ↑ প্রতিবেদক, গ্লিটজ। "ধারাভাষ্য থেকে অভিনয়ে অভিষেক!"। বিডিনিউজ টোয়েন্টিফোর। ২৫ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৯।
- ↑ "চৌধুরী জাফরউল্লাহ শারাফাত বলছি"। বাংলানিউজ২৪.কম। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৯।
- ↑ "বইমেলায় জাফরউল্লাহ শারাফাতের 'নাম্বার ওয়ান সাকিব আল-হাসান'"। বাংলাদেশ টুডে। ২৩ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৯।
- ↑ "আনটোল্ড স্টোরি নিয়ে চৌধুরী জাফরুল্লাহ সারাফাত"। প্রিয়.কম। ২৫ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ মার্চ ২০১৯।