পশ্চিমবঙ্গের মহকুমাগুলির তালিকা

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

মহকুমা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জেলা স্তরের নীচে এবং ব্লক বা তহসিল স্তরের উপরে একটি প্রশাসনিক ইউনিট। বর্তমানে পশ্চিমবঙ্গের ২৩টি জেলায় ৬৯টি মহকুমা রয়েছে। [] মহকুমা হল ব্লকগুলির একটি গ্রুপ এবং এটি মহকুমা কর্মকর্তা (এসডিও) দ্বারা শাসিত হয় যাকে সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) বলা হয়।

জেলা মহকুমা
আলিপুরদুয়ার আলিপুরদুয়ার মহকুমা
বাঁকুড়া বাঁকুড়া সদর মহকুমা
বিষ্ণুপুর মহকুমা
খাতড়া মহকুমা
বীরভূম বোলপুর মহকুমা
রামপুরহাট মহকুমা
সিউড়ি সদর মহকুমা
কোচবিহার কোচবিহার সদর মহকুমা
দিনহাটা মহকুমা
মাথাভাঙ্গা মহকুমা
মেখলিগঞ্জ মহকুমা
তুফানগঞ্জ মহকুমা
দক্ষিণ দিনাজপুর বালুরঘাট মহকুমা
গঙ্গারামপুর মহকুমা
দার্জিলিং দার্জিলিং সদর মহকুমা
কার্শিয়াং মহকুমা
মিরিক মহকুমা
শিলিগুড়ি মহকুমা
হুগলী আরামবাগ মহকুমা
চন্দননগর মহকুমা
চুঁচুড়া মহকুমা
শ্রীরামপুর মহকুমা
হাওড়া হাওড়া সদর মহকুমা
উলুবেড়িয়া মহকুমা
জলপাইগুড়ি জলপাইগুড়ি সদর মহকুমা
মালবাজার মহকুমা
ধূপগুড়ি মহকুমা
ঝাড়গ্রাম ঝাড়গ্রাম মহকুমা
কালিম্পং কালিম্পং মহকুমা
কলকাতা কলকাতা জেলায় কোনো মহকুমা নেই
মালদহ চাঁচল মহকুমা
মালদহ সদর মহকুমা
মুর্শিদাবাদ বহরমপুর সদর মহকুমা
ডোমকল মহকুমা
জঙ্গিপুর মহকুমা
কান্দি মহকুমা
লালবাগ মহকুমা
নদিয়া কল্যাণী মহকুমা
কৃষ্ণনগর সদর মহকুমা
রানাঘাট মহকুমা
তেহট্ট মহকুমা
উত্তর চব্বিশ পরগনা বনগাঁ মহকুমা
বারাসাত সদর মহকুমা
ব্যারাকপুর মহকুমা
বসিরহাট মহকুমা
বিধাননগর মহকুমা
পশ্চিম বর্ধমান আসানসোল সদর মহকুমা
দুর্গাপুর মহকুমা
পশ্চিম মেদিনীপুর ঘাটাল মহকুমা
খড়গপুর মহকুমা
মেদিনীপুর সদর মহকুমা
পূর্ব বর্ধমান বর্ধমান সদর (উত্তর) মহকুমা
বর্ধমান সদর (দক্ষিণ) মহকুমা
কালনা মহকুমা
কাটোয়া মহকুমা
পূর্ব মেদিনীপুর কোন্টাই মহকুমা
এগরা মহকুমা
হলদিয়া মহকুমা
তমলুক সদর মহকুমা
পুরুলিয়া ঝালদা মহকুমা
মানবাজার মহকুমা
পুরুলিয়া সদর মহকুমা
রঘুনাথপুর মহকুমা
দক্ষিণ চব্বিশ পরগনা আলিপুর সদর মহকুমা
বারুইপুর মহকুমা
ক্যানিং মহকুমা
ডায়মন্ড হারবার মহকুমা
কাকদ্বীপ মহকুমা
উত্তর দিনাজপুর ইসলামপুর মহকুমা
রায়গঞ্জ মহকুমা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Administrative Sub-Divisions of West Bengal State, India"www.brandbharat.com। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২১