পুরুলিয়া সদর মহকুমা
পুরুলিয়া সদর মহকুমা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলার অন্তর্গত একটি মহকুমা। ২০১৭ সালের ৩০ মার্চ তারিখে পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক কলকাতা গেজেটে প্রকাশিত বিজ্ঞপ্তির ভিত্তিতে সেই বছর ৭ এপ্রিল পুরুলিয়া জেলা চারটি মহকুমায় বিভক্ত হয়: পুরুলিয়া সদর, মানবাজার, ঝালদা ও রঘুনাথপুর।[১]
পুরুলিয়া সদর মহকুমা | |
---|---|
পশ্চিমবঙ্গের মহকুমা | |
পশ্চিমবঙ্গ ও ভারতের মানচিত্রে পুরুলিয়া সদরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°১১′ উত্তর ৮৬°১৩′ পূর্ব / ২৩.১৯° উত্তর ৮৬.২২° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | পুরুলিয়া |
সদর | পুরুলিয়া |
আয়তন | |
• মোট | ১,৪৭৪.৮১ বর্গকিমি (৫৬৯.৪৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৮,৭৮,৩৭৩ |
• জনঘনত্ব | ৬০০/বর্গকিমি (১,৫০০/বর্গমাইল) |
ভাষা | |
• সরকারি | বাংলা, ইংরেজি |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+০৫:৩০) |
আইএসও ৩১৬৬ কোড | আইএন-ডব্লিউবি |
যানবাহন নিবন্ধন | ডব্লিউবি |
ওয়েবসাইট | http://purulia.gov.in/ |
মহকুমাসমূহ
সম্পাদনাপুরুলিয়া জেলায় রয়েছে চারটি মহকুমা:[২][৩][৪]
মহকুমা | সদর | ক্ষেত্রফল কিমি২ |
জনসংখ্যা (২০১১) |
গ্রামীণ জনসংখ্যা % (২০১১) |
শহুরে জনসংখ্যা % (২০১১) |
---|---|---|---|---|---|
পুরুলিয়া সদর | পুরুলিয়া | ১,৪৭৪.৮১ | ৮,৭৮,৩৭৩ | ৮১.৪২ | ১৮.৫৮ |
মানবাজার | মানবাজার | ১,৭৬৬.৫৫ | ৬,৪০,৫৮৮ | ৯৬.৩২ | ৩.৬৮ |
ঝালদা | ঝালদা | ১,২৩৩.৯৭ | ৫,৭৩,৭৭১ | ৯১.০২ | ৮.৯৮ |
রঘুনাথপুর | রঘুনাথপুর | ১,৭৩৩.০১ | ৮,৩৮,১২৮ | ৮৩.৮০ | ১৬.২০ |
পুরুলিয়া জেলা | পুরুলিয়া | ৬২০৮.৩৪ | ২৯,৩০,৮৬০ | ৮৭.২৪ | ১২.৭৬ |
থানা
সম্পাদনাকারিগরি সমস্যার কারণে গ্রাফ এই মূহুর্তে অস্থায়ীভাবে অনুপলব্ধ রয়েছে। |
পুরুলিয়া সদর মহকুমার অন্তর্গত থানাগুলির বৈশিষ্ট্য ও এক্তিয়ারভুক্ত এলাকার বিবরণ নিচে দেওয়া হল:[২][৩][৫]
থানা | আয়তন কিমি২ |
আন্তঃ-রাজ্য সীমান্ত কিমি |
পৌরসভা | সমষ্টি উন্নয়ন ব্লক |
---|---|---|---|---|
আড়শা | ১৮৭.৫ | - | - | আড়শা |
হুড়া | ৩৮২.২১ | - | - | হুড়া |
পুরুলিয়া (টাউন) | ১৩.৯ | - | পুরুলিয়া | পুরুলিয়া ১, পুরুলিয়া ২ |
পুরুলিয়া (মফঃস্বল) | ৫৩৪.৪৭ | - | - | পুরুলিয়া ১, পুরুলিয়া ২ |
পুরুলিয়া সদর মহিলা | - | - | পুরুলিয়া, ঝালদা | পুরুলিয়া (মফঃস্বল), কোটশিলা, আরশা, ঝালদা, জয়পুর থানা এলাকা |
বলরামপুর | ২৯৯.৫ | ১২.৩৯ | - | বলরামপুর |
সমষ্টি উন্নয়ন ব্লক
সম্পাদনাপুরুলিয়া সদর মহকুমার অন্তর্গত সমষ্টি উন্নয়ন ব্লকগুলি হল:[২][৩][৪]
সমষ্টি উন্নয়ন ব্লক | সদর | আয়তন কিমি২ |
জনসংখ্যা (২০১১) |
তফসিলি জাতি % | তফসিলি উপজাতি % | সাক্ষরতার হার% |
জনগণনা নগরী |
---|---|---|---|---|---|---|---|
আড়শা | সিরকাবাদ | ৩৭৫.০৪ | ১৫৪,৭৩৬ | ১১.৮২ | ২১.৬৯ | ৫৪.৭৮ | |
বলরামপুর | বাঘাডিহ | ৩০০.৮৮ | ১৩৭.৯৫০ | ১১.৯১ | ৩১.৭১ | ৬০.৪০ | ১ |
হুড়া | হুড়া | ৩৮২.২১ | ১৪৩,৫৭৫ | ১৯.৫৬ | ২৫.৪৬ | ৬৮.৭৯ | |
পুরুলিয়া ১ | চাকদা, ডাকঘর: কোতলুই | ২৮১.৫০ | ১৫১,১৮৮ | ১৭.১৫ | ৮.৩৭ | ৭৮.৩৭ | ১ |
পুরুলিয়া ২ | বোঙ্গাবাড়ি, ডাকঘর: বিবেকানন্দনগর |
৩১০.১০ | ১৬৯,৪৮৮ | ২৭.১৬ | ৪.৮৫ | ৬৩.৩৯ | ২ |
গ্রাম পঞ্চায়েত
সম্পাদনাপুরুলিয়া সদর মহকুমার অন্তর্গত গ্রাম পঞ্চায়েতগুলি হল:[২][৬]
- আড়শা সমষ্টি উন্নয়ন ব্লক: আড়শা, চাটুহংস, হেঁসলা, পুয়াড়া, বেলডিহা, হেটগুগুই, মানকিয়াড়ি ও সিরকাবাদ।
- বলরামপুর সমষ্টি উন্নয়ন ব্লক: বলরামপুর, বেলা, গেঁড়ুয়া, তেঁতলো, বারাউরমা, দারদা ও ঘাটবেড়া–কেড়োয়া।
- হুড়া সমষ্টি উন্নয়ন ব্লক: চাতুমাদার, জাবাড়া, লাদুরকা, রাখেড়া–বিসপুরিয়া, দলদলি, কালাবনি, লখনপুর, হুড়া, কেশেরগড় ও মাগুরিয়া–লালপুর।
- পুরুলিয়া ১ সমষ্টি উন্নয়ন ব্লক: ভাণ্ডারপুয়ারা–চিপিদা, ডিমডিহা, লাগডা, দুরকু, মানারা, চাকালতোড়, গারাফুসরা ও সোনাইজুরি।
- পুরুলিয়া ২ সমষ্টি উন্নয়ন ব্লক: অগোয়া–নাড়া, ছাড়াডুমডুমি, হুটমুড়া, বেলমা, ঘোঙ্গা, পুন্ডরা, ভাঙ্গরা, গোলামারা ও রাঘবপুর।
শিক্ষাব্যবস্থা
সম্পাদনাপুরুলিয়া সদর মহকুমার উল্লেখযোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলি হল:
- সিধো কানো বিরসা বিশ্ববিদ্যালয় ২০১০ সালে পুরুলিয়া শহরে প্রতিষ্ঠিত হয়।[৭]
- পুরুলিয়া সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পুরুলিয়ার হাটুয়াড়া।হাটুয়াড়ায় অবস্থিত।[৮]
- জগন্নাথকিশোর কলেজ ১৯৪৮ সালে পুরুলিয়া শহরে প্রতিষ্ঠিত হয়।[৯]
- নিস্তারিণী উইমেন'স কলেজ ১৯৫৭ সালে পুরুলিয়া শহরে প্রতিষ্ঠিত হয়।[১০]
- আড়শা কলেজ ২০০৯ সালে আড়শায় প্রতিষ্ঠিত হয়।[১১]
- বলরামপুর জলেজ ১৯৮৫ সালে বলরামপুরের রঙ্গডিহে প্রতিষ্ঠিত হয়।[১২]
- মহাত্মা গান্ধী কলেজ ১৯৮১ সালে লালপুরের দলদলিতে প্রতিষ্ঠিত হয়।[১৩]
স্বাস্থ্য পরিষেবা
সম্পাদনাপুরুলিয়া সদর মহকুমার স্বাস্থ্য পরিষেবার চিত্রটি নিম্নরূপ:
হাসপাতাল: (নাম, অবস্থান, শয্যাসংখ্যা) [১৪]
- দেবেন মাহাতো হাসপাতাল (জেলা হাসপাতাল), পুরুলিয়া পৌরসভা, ৫০৬টি শয্যা
- পুরুলিয়া কারা হাসপাতাল, পুরুলিয়া পৌরসভা, ৩৩টি শয্যা
- পুরুলিয়া পুলিশ হাসপাতাল, পুরুলিয়া পৌরসভা, ২০টি শয্যা
- পুরুলিয়া মানসিক হাসপাতাল, পুরুলিয়া পৌরসভা, ২০০টি শয্যা
গ্রামীণ হাসপাতাল: (নাম, সমষ্টি উন্নয়ন ব্লক, অবস্থান, শয্যাসংখ্যা) [১৫]
- চাকালোতোড় গ্রামীণ হাসপাতাল, পুরুলিয়া ১ সমষ্টি উন্নয়ন ব্লক, চাকালতোড়, ৩০টি শয্যা
- কুশতোড় গ্রামীণ হাসপাতাল, পুরুলিয়া ২ সমষ্টি উন্নয়ন ব্লক, কুশতোড়, ৩০টি শয্যা
- হুড়া গ্রামীণ হাসপাতাল, হুড়া সমষ্টি উন্নয়ন ব্লক, হুড়া, ৩০টি শয্যা
- বাঁশগড় গ্রামীণ হাসপাতাল, বলরামপুর সমষ্টি উন্নয়ন ব্লক, রঙ্গডিহ, ৩০টি শয্যা
- সিরকাবাদ গ্রামীণ হাসপাতাল, আরশা সমষ্টি উন্নয়ন ব্লক, সিরকাবাদ, ৩০টি শয্যা
প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র: (সমষ্টি উন্নয়ন ব্লক-অনুযায়ী) (সমষ্টি উন্নয়ন ব্লক, অবস্থান, শয্যাসংখ্যা)[১৬]
- পুরুলিয়া ১ সমষ্টি উন্নয়ন ব্লক: পিচাসি (১০), বেলকুড়ি (১), লাগদা (৬)
- পুরুলিয়া ২ সমষ্টি উন্নয়ন ব্লক: হুটমুড়া (১০), চয়নপুর (৬)
- আড়শা সমষ্টি উন্নয়ন ব্লক: কাঁটাডিহ (৪), আড়শা (১০)
- বলরামপুর সমষ্টি উন্নয়ন ব্লক: কেরোয়া (১০), নেকরায় (৬), মালতী (৬)
- হুড়া সমষ্টি উন্নয়ন ব্লক: চাতুমাদার (৪), খৈরিপিহিরা (৪), লাডুরখা (১০)
নির্বাচনী কেন্দ্র
সম্পাদনাপুরুলিয়া জেলার লোকসভা ও বিধানসভা কেন্দ্রগুলির বিবরণ নিচে দেওয়া হল:
লোকসভা কেন্দ্র | বিধানসভা কেন্দ্র | সংরক্ষণ | সমষ্টি উন্নয়ন ব্লক এবং/অথবা গ্রাম পঞ্চায়েত |
---|---|---|---|
পুরুলিয়া | বলরামপুর | নেই | বলরামপুর সমষ্টি উন্নয়ন ব্লক; পুরুলিয়া ১ সমষ্টি উন্নয়ন ব্লকের চাকালতোড়, ডিমডিহা, দুরকু, গারাফুসরা, লাগডা ও সোনাইজুরি গ্রাম পঞ্চায়েত; আড়শা সমষ্টি উন্নয়ন ব্লকের চাতুহংস, হেঁসলা ও পুয়াড়া গ্রাম পঞ্চায়েত।[১৭] |
বাঘমুন্ডি | নেই | ঝালদা পৌরসভা; ঝালদা ১ ও বাঘমুন্ডি সমষ্টি উন্নয়ন ব্লক; আড়শা সমষ্টি উন্নয়ন ব্লকের হেটগুগুই ও সিরকাবাদ গ্রাম পঞ্চায়েত।[১৭] | |
জয়পুর | নেই | জয়পুর ও ঝালদা সমষ্টি উন্নয়ন ব্লক; আড়শা সমষ্টি উন্নয়ন ব্লকের আড়শা, বেলডিহ ও মানিকারি গ্রাম পঞ্চায়েত।[১৭] | |
পুরুলিয়া | নেই | পুরুলিয়া পৌরসভা; পুরুলিয়া ২ সমষ্টি উন্নয়ন ব্লক; পুরুলিয়া ১ সমষ্টি উন্নয়ন ব্লকের ভাণ্ডার পুরাচিপিডা ও মানারা গ্রাম পঞ্চায়েত।[১৭] | |
মানবাজার | তফসিলি উপজাতি | মানবাজার ১ ও [[পুঞ্চা সমষ্টি উন্নয়ন ব্লক|পুঞ্চা] সমষ্টি উন্নয়ন ব্লক; হুড়া সমষ্টি উন্নয়ন ব্লকের চাতুমাদার, দলদলি ও মানগুড়িয়া লালপুর গ্রাম পঞ্চায়েত।[১৭] | |
কাশীপুর | নেই | কাশীপুর সমষ্টি উন্নয়ন ব্লক; হুড়া সমষ্টি উন্নয়ন ব্লকের হুড়া, জাবাড়া, কালাবনি, কেশরগড়, লাধুরকা, লখনপুর ও রাখেরা বিশপুরী গ্রাম পঞ্চায়েত।[১৭] | |
পাড়া | তফসিলি জাতি | পাড়া ও রঘুনাথপুর ২ সমষ্টি উন্নয়ন ব্লক।[১৭] | |
বাঁকুড়া | রঘুনাথপুর | তফসিলি জাতি | রঘুনাথপুর পৌরসভা; রঘুনাথপুর ১, নেতুড়িয়া ও সাঁতুড়ি সমষ্টি উন্নয়ন ব্লক।[১৭] |
ঝাড়গ্রাম (তফসিলি উপজাতি) | বান্দোয়ান | তফসিলি উপজাতি | বান্দোয়ান, বরাবাজার ও মানবাজার ২ সমষ্টি উন্নয়ন ব্লক।[১৭] |
পাদটীকা
সম্পাদনা- ↑ "The Kolkata Gazette, 30 March 2017" (পিডিএফ)। Government of West Bengal। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০।
- ↑ ক খ গ ঘ "Purulia – the official website of Purlia district"। Administration। District administration। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০।
- ↑ ক খ গ "District Statistical Handbook 2014 Purulia"। Tables 2.1, 2.2। Department of Planning and Statistics, Government of West Bengal। ২১ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০।
- ↑ ক খ "CD block Wise Primary Census Abstract Data(PCA)"। 2011 census: West Bengal – District-wise CD blocks। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০।
- ↑ "Purulia District Police"। PDC। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০।
- ↑ "Directory of District, Subdivision, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal"। Purulia - Revised in March 2008। Panchayats and Rural Development Department, Government of West Bengal। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২০।
- ↑ "Sidho-Kano-Birsha University"। SKBU। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Purulia Government Medical College & Hospital"। PGMCH। ২৬ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০।
- ↑ "Jagannath Kishore College"। JKC। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০।
- ↑ "Nistarini Women's College"। NWC। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Arsha College"। College Admission। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০।
- ↑ "Balarampur College"। BC। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Mahatma Gandhi College"। MGC। ২৭ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০।
- ↑ "Health & Family Welfare Department" (পিডিএফ)। Health Statistics - Hospitals। Government of West Bengal। ১৪ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২০।
- ↑ "Health & Family Welfare Department" (পিডিএফ)। Health Statistics – Rural Hospitals। Government of West Bengal। ৮ অক্টোবর ২০২২ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২০।
- ↑ "Health & Family Welfare Department" (পিডিএফ)। Health Statistics – Primary Health Centres। Government of West Bengal। ২১ এপ্রিল ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জানুয়ারি ২০২০।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ঝ "Delimitation Commission Order No. 18 dated 15 February 2006" (পিডিএফ)। West Bengal। Election Commission of India। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০১৬।