ঝালদা

পুরুলিয়া জেলার শহর, পশ্চিমবঙ্গ

ঝালদা হল ভারত-এর পশ্চিমবঙ্গ রাজ্যের একটি শহর ও পৌরসভা। এই শহরটি পুরুলিয়া জেলাতে অবস্থিত। শহরটি পশ্চিমবঙ্গঝাড়খণ্ড সীমান্তের খুব কাছে অবস্থিত। ঝালদা শহরটি ঝালদা মহকুমার সদর দপ্তর।

ঝালদ
শহর
ঝালদের স্কাইলাইন
ঝালদ পশ্চিমবঙ্গ-এ অবস্থিত
ঝালদ
ঝালদ
স্থানাঙ্ক: ২৩°১৩′ উত্তর ৮৫°৫৮′ পূর্ব / ২৩.২২° উত্তর ৮৫.৯৭° পূর্ব / 23.22; 85.97
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
জেলাপুরুলিয়া জেলা
সরকার
 • শাসকপৌরসভা
আয়তন
 • মোট৩.৯ বর্গকিমি (১.৫ বর্গমাইল)
উচ্চতা২৯৩ মিটার (৯৬১ ফুট)
জনসংখ্যা (২০১১)
 • মোট১৯,৫৪৪
ভাষা
 • দপ্তরিক ভাষাবাংলা
মুরুগুমা বাঁধ,ঝালদা

ঝালদা শহরটি ২৩.২২ উত্তর ও ৮৫.৯৭ পূর্বে অবস্থিত। সমুদ্র সমতল থেকে ঝালদা শহরটির উচ্চতা ২৯৩ মিটার। এই শহরটি ছোটনাগপুর মালভূমির পূর্ব অংশে অবস্থিত।এই অংশের পাহাড়গুলি হল শিকার, বানসা, কোপলা ও শিলফোর।[]

জনসংখ্যা

সম্পাদনা

২০১১ সালের জনগননায় ঝালদা শহরটির মোট জনসংখ্যা ১৯,৫৪৪ জন। এর মধ্যে ৫২ % পুরুষ ও ৪৮% মহিলা। এখানে শিক্ষার হার ৬৪% জাতীয় হার ৫৯% এর বেশি। ৬ বছরের কম বয়স্ক শিশুর সংখ্যা মোট জনসংখ্যার ১৪%।

শিক্ষাপ্রতিষ্ঠান

সম্পাদনা

এই শহরে চারটি উচ্চবিদ্যালয় রয়েছে ও একটি মহাবিদ্যালয় আছে। এই গুলি হল-

  • ঝালদা হাই স্কুল
  • ঝালদা গার্লস্ স্কুল
  • হিন্দি হাই স্কুল
  • ঝালদা কলেজ
  • jhalda satyabhama vidyapith

পর্যটন

সম্পাদনা
  • শীলফোড় পাহাড় কালীমন্দির
  • মায়া সরোবর

কাসরাবন

পরিবহন

সম্পাদনা

ঝালদা রেলওয়ে স্টেশন এর মাধ্যমে এই শহরের রেল যোগাযোগ সম্পন্ন হয়। এছাড়া শহরটি সড়ক পথে পুরুলিয়া, মুরি, রাঁচী প্রভৃতি শহরের সঙ্গে যুক্ত।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Falling Rain Genomavis, Inc - Jhalda"। সংগ্রহের তারিখ ০৫-১০-২০১৬  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] 2 টেমপ্লেট:অকার্যকর 2সংযোগ