আসানসোল সদর মহকুমা

পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার একটি মহকুমা

আসানসোল সদর মহকুমা পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার একটি মহকুমা। এই মহকুমা আসানসোল পৌরসংস্থা ও চারটি সমষ্টি উন্নয়ন ব্লক (বরাবনি, জামুরিয়া, রানিগঞ্জ ও সালানপুর) নিয়ে গঠিত। উক্ত চারটি ব্লকের অধীনে ৩৫টি গ্রাম পঞ্চায়েত ও ১৮টি সেন্সাস টাউন রয়েছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই মহকুমার অন্তর্গত চুরুলিয়ায় জন্মগ্রহণ করেন।

আসানসোল সদর মহকুমা
{{{official_name}}} স্কাইলাইন
স্থানাঙ্ক: ২৩°৪১′ উত্তর ৮৬°৫৯′ পূর্ব / ২৩.৬৮° উত্তর ৮৬.৯৮° পূর্ব / 23.68; 86.98
পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল সদর মহকুমা

আসানসোল পৌরসংস্থা ছাড়া আসানসোল সদর মহকুমার বরাবনি, জামুরিয়া, রানিগঞ্জ ও সালানপুর ব্লক চারটির অধীনে ৩৫টি গ্রাম পঞ্চায়েত ও ১৮টি সেন্সাস টাউন রয়েছে।[] এই ১৮টি সেন্সাস টাউন হল পানগাছিয়া (খ), ভানোয়ারা, পরশিয়া, কেন্দা, কুনুস্তারা, বাঁশড়া, চেলাদ, রতিবাটী, চাপুই, জেমারি (জে. কে. নগর টাউনশিপ), আমকুলা, মুরগাথুল, রঘুনাথচক, বল্লভপুর, বেলেবাথান, চিত্তরঞ্জন, হিন্দুস্তান কেবলস টাউনজেমারি[]

বরাবনি ব্লক

সম্পাদনা

বরাবনি ব্লকের গ্রামীণ এলাকা আটটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল বরাবনি, ইটাপাড়া, নুনি, পানুরিয়া, দোমোহানি, জামগ্রাম, পানগাছিয়া ও পুঁচড়া।[] এই ব্লকের শহরাঞ্চল পানগাছিয়া (খ)ভানোয়ারা সেন্সাস টাউন দুটি নিয়ে গঠিত।[] ব্লকটি বরাবনি ও আসানসোল (উত্তর) থানার অধীনস্থ।[] ব্লকের সদর দোমোহানি বাজার।[]

জামুরিয়া ব্লক

সম্পাদনা

জামুরিয়া ব্লকের গ্রামীণ এলাকা দশটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল বাহাদুরপুর, দোবরানা, মদনতোড়, তপসি, চিনচুরিয়া, হিজলগাড়া, পরশিয়া, চুরুলিয়া, কেন্দা ও শ্যামলা।[] এই ব্লকের শহরাঞ্চল পরশিয়া, কেন্দাকুনুস্তারা সেন্সাস টাউন তিনটি নিয়ে গঠিত।[] ব্লকটি জামুরিয়া ও পাণ্ডবেশ্বর থানার অধীনস্থ।[] ব্লকের সদর বাহাদুরপুর।[]

রানিগঞ্জ ব্লক

সম্পাদনা

রানিগঞ্জ ব্লকের গ্রামীণ এলাকা ছয়টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল আমড়াসোতা, এগরা, রতিবাটী, বল্লভপুর, জেমারি ও তিরাট।[] এই ব্লকের শহরাঞ্চল বাঁশড়া, চেলাদ, রতিবাটী, চাপুই, জেমারি (জে. কে. নগর টাউনশিপ), আমকুলা, মুরগাথুল, রঘুনাথচক, বল্লভপুরবেলেবাথান সেন্সাস টাউন দশটি নিয়ে গঠিত।[] ব্লকটি রানিগঞ্জ থানার অধীনস্থ।[] ব্লকের সদর সিয়ারশোল রাজবাড়ি।[]

সালানপুর ব্লক

সম্পাদনা

সালানপুর ব্লকের গ্রামীণ এলাকা ১১টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল আছড়া, দেন্দুয়া, ফুলবেরিয়া বোলকুন্দা, আল্লাদি, এথোরা, রূপনারায়ণপুর, বাসুদেবপুর জেমারি, জিতপুর-উত্তররামপুর, সালানপুর, কাল্যা ও সামদি।[] এই ব্লকের শহরাঞ্চল চিত্তরঞ্জন, হিন্দুস্তান কেবলস টাউনজেমারি সেন্সাস টাউন তিনটি নিয়ে গঠিত।[] ব্লকটি চিত্তরঞ্জন ও সালানপুর থানার অধীনস্থ।[] ব্লকের সদর রূপনারায়ণপুর বাজার।[]

বিধানসভা কেন্দ্র

সম্পাদনা

সীমানা নির্ধারণ কমিশনের সুপারিশ ক্রমে পশ্চিমবঙ্গের পরিবর্তিত বিধানসভা কেন্দ্র বিন্যাসে:[]

  • আসানসোল পৌরসংস্থা এলাকা দুটি বিধানসভা কেন্দ্রে বিভক্ত। এই পৌরসংস্থার ১-৮, ১০-১৭, ১৯, ২৩-৩৩ ওয়ার্ডগুলি নিয়ে আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র গঠিত।
  • আসানসোল পৌরসংস্থার ৯, ১৮, ২০, ৩৪-৫০ নং ওয়ার্ডগুলি এবং রানিগঞ্জ ব্লকের আমড়াসোতা, এগরা, বল্লভপুর, জেমারি ও তিরাট গ্রাম পঞ্চায়েত নিয়ে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র গঠিত।
  • রানিগঞ্জ ব্লকের অবশিষ্ট গ্রাম পঞ্চায়েতগুলি, জামুরিয়া পুরসভা এলাকা ও জামুরিয়া ব্লক নিয়ে জামুরিয়া বিধানসভা কেন্দ্র গঠিত।
  • রানিগঞ্জ পুরসভা এলাকা নিয়ে রানিগঞ্জ বিধানসভা কেন্দ্র গঠিত।
  • কুলটি পুরসভা এলাকা নিয়ে কুলটি বিধানসভা কেন্দ্র গঠিত।
  • বরাবনি ও সালানপুর ব্লকদুটি নিয়ে বরাবনি বিধানসভা কেন্দ্র গঠিত।

পাদটীকা

সম্পাদনা
  1. "Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008"West Bengal। National Informatics Centre, India। ২০০৮-০৩-১৯। ২০০৯-০২-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১২-১৭ 
  2. "District Wise List of Statutory Towns( Municipal Corporation,Municipality,Notified Area and Cantonment Board) , Census Towns and Outgrowths, West Bengal, 2001"। Census of India, Directorate of Census Operations, West Bengal। সংগ্রহের তারিখ ২০০৮-১২-১৭ 
  3. "List of Districts/C.D.Blocks/ Police Stations with Code No., Number of G.Ps and Number of Mouzas"। Census of India, Directorate of Census Operations, West Bengal। সংগ্রহের তারিখ ২০০৮-১২-১৭ 
  4. "Contact details of Block Development Officers"Bardhaman district। Panchayats and Rural Development Department, Government of West Bengal। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "Press Note, Delimitation Commission" (PDF)Assembly Constituencies in West Bengal। Delimitation Commission। পৃষ্ঠা 21–22,25। সংগ্রহের তারিখ ২০০৯-০১-২৪ 

টেমপ্লেট:Bardhaman District