জনগণনা শহর
(সেন্সাস টাউন থেকে পুনর্নির্দেশিত)
জনগণনা শহর, আদমশুমারি শহর বা জনশুমারি শহর হচ্ছে ভারত ও অন্যান্য দেশে বিভিন্ন জনশুমারি দ্বারা চিহ্নিত একধরনের শহর। দেশভেদে এর সংজ্ঞা বিভিন্ন।
ভারত
সম্পাদনাভারতে জনগণনা শহর হচ্ছে এমন এক জনবসতি যা শহর হিসাবে আইনত চিহ্নিত বা শাসিত নয় কিন্তু এর জনসংখ্যা পৌর বৈশিষ্ট্য অর্জন করেছে।[১] এর বৈশিষ্ট্য নিম্নরূপ:
- জনসংখ্যা ৫,০০০ জনের বেশি
- অন্তত ৭৫% পুরুষ কর্মক্ষম অধিবাসী কৃষি ব্যতীত অন্যান্য খাতে নিয়োজিত
- সর্বনিম্ন জনঘনত্ব ৪০০ জন প্রতি বর্গকিমি[২][৩]
২০০১ সালে ভারতে ১,৩৬২টি জনগণনা শহর চিহ্নিত করা হয়েছিল, যা ২০১১ সালে বেড়ে ২,৮৯৪টি দাঁড়িয়েছিল।[৪] প্রধানের (২০১৩) মতে,[৫] এই জনগণনা শহরগুলো বিগত দশকের পৌর বৃদ্ধির ৩০ শতাংশকে বোঝাচ্ছে।[৫] প্রধান এটাও পর্যবেক্ষণ করেছেন যে পশ্চিমবঙ্গ ও কেরল রাজ্যে জনগণনা শহরের সংখ্যার বৃদ্ধি সবচেয়ে বেশি।
আয়ারল্যান্ড
সম্পাদনাআয়ারল্যান্ডে একটি সেন্সাস টাউন হল:
“ | পঞ্চাশ বা ততোধিক আবাসস্থলের সমষ্টি। এর কোনো আইনি সীমানা নেই। এখানে ৮০০ মিটারের মধ্যে রাস্তার দুপাশে ৩০টি বা রাস্তার একপাশে ২০টি স-বাসিন্দা বাড়ি থাকবে। | ” |
— - সেন্ট্রাল স্ট্যাটিস্টিকস অফিস |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Ramachhandran, M. (১৩ ফেব্রুয়ারি ২০১২)। "Rescuing cities from chaos"। The Hindu Business Line। ১৮ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১২।
- ↑ "Some terms and definitions" (পিডিএফ)। Census of India। ২১ এপ্রিল ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ মার্চ ২০১২।
- ↑ Jenkins, Cordelia; Anuja (২ অক্টো ২০১২)। "New 'census' towns showcase new India"। Mint। অক্টো ৪, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "Census of India 2011 – Provisional Population Totals - Urban Agglomerations and Cities" (পিডিএফ)। Census of India। ৩ এপ্রিল ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ ক খ Pradhan, Kanhu Charan (২০১৫-০৬-০৫)। "Unacknowledged Urbanisation"। Economic and Political Weekly। 48 (36)। ২ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১৬।