বোলপুর মহকুমা
বোলপুর মহকুমা হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার একটি মহকুমা। বোলপুর মহকুমা ও বোলপুর-শ্রীনিকেতন, ইলামবাজার, লাভপুর ও নানুর সমষ্টি উন্নয়ন ব্লক চারটি নিয়ে এই মহকুমা গঠিত। এই চারটি ব্লকের অধীনে ৪০টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। মহকুমার সদর বোলপুরে অবস্থিত।
বোলপুর মহকুমা | |
---|---|
মহকুমা | |
স্থানাঙ্ক: ২৩°৪০′ উত্তর ৮৭°৪৩′ পূর্ব / ২৩.৬৭° উত্তর ৮৭.৭২° পূর্ব | |
দেশ | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | বীরভূম |
সদর | বোলপুর |
ভাষা | |
• সরকারি | বাংলা, ইংরেজি |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
আইএসও ৩১৬৬ কোড | ISO 3166-2:IN |
অঞ্চল
সম্পাদনাবোলপুর পুরসভা ছাড়াও বোলপুর-শ্রীনিকেতন, শ্রীনিকেতন, ইলামবাজার, লাভপুর ও নানুর সমষ্টি উন্নয়ন ব্লক চারটির অধীনে এই মহকুমার ৪০টি গ্রাম পঞ্চায়েত রয়েছে।[১]
ব্লক
সম্পাদনাবোলপুর-শ্রীনিকেতন ব্লক
সম্পাদনাবোলপুর-শ্রীনিকেতন সমষ্টি উন্নয়ন ব্লকটির গ্রামাঞ্চল ৯টি গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে গঠিত। যথা: বাহিরি-পাঁচশোয়া, রায়পুর-সুপুর, সরপালেহানা-আলবাঁধা, সিংঘি, কঙ্কালিতলা, রূপপুর, কসবা, সাত্তোর ও সিয়ান মুলুক।[১] ব্লকটি বোলপুর ও পানরুই থানার অধীনস্থ।[২] ব্লকের সদর শ্রীনিকেতন।[৩]
ইলামবাজার ব্লক
সম্পাদনাইলামবাজার সমষ্টি উন্নয়ন ব্লকটির গ্রামাঞ্চল ৯টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। যথা: বাতিকর, ঘুড়িশা, মঙ্গলদিহি, বেলাটি, ইলামবাজার, নানাসোল, ধরমপুর, জয়দেব-কেন্দুলি ও সিরশা।[১] ব্লকটি ইলামবাজার ও পানরুই থানার অধীনস্থ।[২] ব্লকের সদর ইলামবাজার[৩]
লাভপুর ব্লক
সম্পাদনালাভপুর সমষ্টি উন্নয়ন ব্লকটির গ্রামাঞ্চল ১১টি গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে গঠিত। যথা: বিপ্রটিকুরি, দ্বারকা, যমনা, লাভপুর-২, চৌহট্ট-মাহোদারি ১, হাতিয়া, কুরুন্নাহার, থিবা, চৌহট্ট-মহোদরি ২, ইন্দাস ও লাভপুর ১।[১] ব্লকটি লাভপুর ও নানুর থানার অধীনস্থ।[২] ব্লকের সদর লাভপুর।[৩]
নানুর ব্লক
সম্পাদনানানুর সমষ্টি উন্নয়ন ব্লকটির গ্রামাঞ্চল ১১টি গ্রাম পঞ্চায়েত এলাকা নিয়ে গঠিত। যথা: বড় সাওটা, দশকলগ্রাম-করেয়া ১, চণ্ডীদাস নানুর, দশকলগ্রাম-করেয়া ২, কীর্ণাহার ১, কীর্ণাহার ২, থুপসারা, উচকরণ, চরকলগ্রাম, জলুন্দি ও নওয়ানগর কাদ্দা।[১] ব্লকটি নানুর থানার অধীনস্থ।[২] ব্লকের সদর চণ্ডীদাস নানুর।[৩]
আইনসভা কেন্দ্রসমূহ
সম্পাদনাসীমানা পুনর্নির্ধারণ কমিশন কর্তৃক পশ্চিমবঙ্গের আইনসভা কেন্দ্রগুলির সীমানা পুনর্বিন্যাসের পর বোলপুর মহকুমার আইনসভা কেন্দ্রগুলির অবস্থান নিম্নরূপ হয়েছে:[৪]
- বোলপুর বিধানসভা কেন্দ্র - বোলপুর পুরসভা, ইলামবাজার ব্লক ও বোলপুর-শ্রীনিকেতন ব্লকের রায়পুর-সুপুর, রূপপুর ও সাত্তোর গ্রাম পঞ্চায়েত।
- নানুর বিধানসভা কেন্দ্র – বোলপুর-শ্রীনিকেতন ব্লকের অপর ছয়টি গ্রাম পঞ্চায়েত ও নানুর ব্লক।
- লাভপুর বিধানসভা কেন্দ্র – লাভপুর ব্লক।
তিনটি বিধানসভা কেন্দ্রই বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত।
পাদটীকা
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ "Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008"। West Bengal। National Informatics Centre, India। ২০০৮-০৩-১৯। ২০০৯-০২-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১২-১৬।
- ↑ ক খ গ ঘ "List of Districts/C.D.Blocks/ Police Stations with Code No., Number of G.Ps and Number of Mouzas"। Census of India, Directorate of Census Operations, West Bengal। সংগ্রহের তারিখ ২০০৮-১২-১৬।
- ↑ ক খ গ ঘ "Contact details of Block Development Officers"। Birbhum district। Panchayats and Rural Development Department, Government of West Bengal। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Press Note, Delimitation Commission" (PDF)। Assembly Constituencies in West Bengal। Delimitation Commission। পৃষ্ঠা 22, 25। সংগ্রহের তারিখ ২০০৯-০১-২৫।