বোলপুর লোকসভা কেন্দ্র

পশ্চিমবঙ্গের একটি লোকসভা কেন্দ্র

বোলপুর লোকসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গ রাজ্যের ৪২ টি লোকসভা কেন্দ্রের একটি এবং ১৯৬২ সালের লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এটি তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত এবং মোট সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। এটি বীরভূম জেলা প্রতিনিধিত্ব করে এবং বোলপুর শহরে লোকসভা কেন্দ্রের সদর দফতর। লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকার সরকারি ভাষা হল বাংলা ও ইংরেজি।

বোলপুর লোকসভা কেন্দ্র
লোকসভা নির্বাচনী এলাকা
নির্বাচনী এলাকার বিবরণ
দেশভারত
অঞ্চলপূর্ব ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
বিধানসভা নির্বাচনী এলাকাকেতুগ্রাম
মঙ্গলকোট
আউশগ্রাম (এসসি)
বোলপুর
নানুর (এসসি)
লাভপুর
ময়ূরেশ্বর
প্রতিষ্ঠিত১৯৬৭-বর্তমান
মোট নির্বাচক১৫,৩৮,৪২৯[]
সংসদ সদস্য
১৮তম লোকসভা
শায়িত্ব
অসিত কুমার মাল
দলটিএমসি
নির্বাচিত বছর২০১৯

বোলপুর লোকসভা কেন্দ্রটি বীরভূম জেলা অংশ জুড়ে বিস্তৃত।

পশ্চিমবঙ্গে সংসদীয় নির্বাচনী এলাকা - ১. কোচবিহার, ২.আলিপুরদুয়ার্স, ৩. জলপাইগুড়ি, ৪. দার্জিলিং, ৫. রায়গঞ্জ, ৬. বালুরঘাট, ৭. মালদহ উত্তর, ৮. মালদহ দক্ষিণ, ৯. জাঙ্গিপুর, ১০. বহরমপুর, ১১. মুর্শিদাবাদ, ১২. কৃষ্ণনগর, ১৩. রানাঘাট, ১৪. বনগাঁ, ১৫. ব্যারাকপুর, ১৬. দম দম, ১৭. বারাসত, ১৮. বসিরহাট, ১৮. জয়নগর, ২০. মথুরাপুর, ১২. ডায়মন্ড হারবার, ২২. যাদবপুর, ২৩. কলকাতা দক্ষিণ, ২৪. কলকাতা উত্তর, ২৫. হাওড়া, ২৬. উলুবেড়িয়া, ২৭. শ্রীরামপুর, ২৮. হুগলি, ২৯. আরামবাগ, ৩০. তমলুক, ৩১, কাঁথি, ৩২.ঘাটাল, ৩৩. ঝাড়গ্রাম, ৩৪. মেদিনীপুর, ৩৫. পুরুলিয়া, ৩৬. বাঁকুড়া, ৩৭. বিষ্ণুপুর, ৩৮. বর্ধমান পূর্ব, ৩৯. বর্ধমান দুর্গাপুর, ৪০. আসানসোল, ৪১. বোলপুর, ৪২. বীরভূম

বিধানসভা কেন্দ্র গুলি

সম্পাদনা

লোকসভা কেন্দ্রটি ৭ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। এগুলি হল- কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম (এসসি), বোলপুর, নানুর (এসসি), লাভপুরময়ূরেশ্বর

মঙ্গলকোট বিধানসভা কেন্দ্র়়

সম্পাদনা

এই বিধানসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এটি পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত। বিধানসভা কেন্দ্রটির মূল কার্যালয় মঙ্গলকোটে অবস্থিত। এই কেন্দ্রটি তফসিলি জাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয়।

কেতুগ্রাম বিধানসভা কেন্দ্র

সম্পাদনা

এই বিধানসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এটি বীরভূম জেলার অন্তর্গত। বিধানসভা কেন্দ্রটির মূল কার্যালয় কেতুগ্রাম শহরে অবস্থিত। এই কেন্দ্রটি তফসিলি জাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয়।

আউশগ্রাম বিধানসভা কেন্দ্র

সম্পাদনা

এই বিধানসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এটি বীরভূম জেলার অন্তর্গত। বিধানসভা কেন্দ্রটির মূল কার্যালয় আউশগ্রামে অবস্থিত। এই কেন্দ্রটি তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত।

বোলপুর বিধানসভা কেন্দ্র

সম্পাদনা

এই বিধানসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এটি বীরভূম জেলার অন্তর্গত। বিধানসভা কেন্দ্রটির মূল কার্যালয় বোলপুর শহরে অবস্থিত। এই কেন্দ্রটি তফসিলী উপজাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয়।

নানুর বিধানসভা কেন্দ্র

সম্পাদনা

এই বিধানসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এটি বীরভূম জেলার অন্তর্গত। বিধানসভা কেন্দ্রটির মূল কার্যালয় নানুরে অবস্থিত। এই কেন্দ্রটি তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত।

লাভপুর বিধানসভা কেন্দ্র

সম্পাদনা

এই বিধানসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এটি বীরভূম জেলার অন্তর্গত। বিধানসভা কেন্দ্রটির মূল কার্যালয় লাবপুরে অবস্থিত। এই কেন্দ্রটি তফসিলি জাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয়।

ময়ূরেশ্বর বিধানসভা কেন্দ্র

সম্পাদনা

এই বিধানসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গের ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের একটি এবং এটি বীরভূম জেলার অন্তর্গত। বিধানসভা কেন্দ্রটির মূল কার্যালয় ময়ূরেশ্বরে অবস্থিত। এই কেন্দ্রটি তফসিলী উপজাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয়।

বোলপুর লোকসভা কেন্দ্র বিজয়ী বর্তমান ও প্রাক্তন এমপিদের তালিকা

সম্পাদনা

নিচের সারণীটি শুরু থেকে শেষ নির্বাচন পর্যন্ত এই সংসদীয় আসনের সকল বিজয়ী ও প্রাক্তন সংসদ সদস্যের নাম উপস্থাপন করে। এটি প্রতিটি এমপি দ্বারা প্রাপ্ত ভোটের সংখ্যা এবং তারা যে রাজনৈতিক দলের সাথে যুক্ত তাও দেখায়। আসনটির বর্তমান সংসদ সদস্য হলেন তৃণমূল কংগ্রেস-এর শ্রী অসিত কুমার মাল।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Parliamentary Constituency Wise Turnout for General Elections 2019"West Bengal। Election Commission of India। ৮ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা