ইলামবাজার
ইলামবাজার ভারতের পূর্বপ্রান্তে অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূম জেলার একটি জনগণনা নগর৷ এটি ইলামবাজার সমষ্টি উন্নয়ন ব্লকের সদর৷
ইলামবাজার ইলামবাজার | |
---|---|
জনগণনা নগর | |
ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৩৮′ উত্তর ৮৭°৩২′ পূর্ব / ২৩.৬৩° উত্তর ৮৭.৫৩° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | পশ্চিমবঙ্গ |
জেলা | বীরভূম |
উচ্চতা | ৫৪ মিটার (১৭৭ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৭,১২৫ |
ভাষা | |
• দাপ্তরিক | বাংলা, ইংরাজী |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
পিন | ৭৩১২১৪ |
দূরভাষ কোড | +৯১ ৩৪৬৩ |
যানবাহন নিবন্ধন | WB (ডব্লু বি) |
লোকসভা কেন্দ্র | বোলপুর |
বিধানসভা কেন্দ্র | বোলপুর |
ওয়েবসাইট | birbhum |
অবস্থান ও ভুপ্রকৃতি
সম্পাদনাইলামবাজার অজয় নদীর বামতীরে অবস্থিত একটি জনগণনা নগর৷ শহরটি ১৫০ মিলিয়ন ডলার ব্যায়ে নির্মিত পানাগড়-মোরগ্রাম সড়কের ওপর অবস্থিত৷[১] শহরটির সাথে বোলপুর-শান্তিনিকেতন, সিউড়ি, কাটোয়া ও কীর্ণাহার সংযোগকারী সড়ক পথ রয়েছে৷
বীরভূম জেলার অধিকাংশ বনাঞ্চল ল্যাটেরাইট মৃত্তিকার ওপর অবস্থিত হলেও ইলামবাজার ব্লকে অবস্থিত ১৩.৯ বর্গকিলোমিটার বিস্তৃৃত চৌপাহাড়ী শালবনটি পলল মৃৃত্তিকার ওপর অবস্থিত৷[২]
জেলাটির অন্যান্য অঞ্চলের মতো ইলামবাজার ও তৎসংলগ্ন বনাঞ্চলটি খ্রিস্টীয় উনবিংশ শতকে প্রায় অবলুপ্ত হলেও বর্তমানে তার পুণরুদ্ধার সম্ভব হয়েছে৷ বনাঞ্চলে অবস্থিত ৩২ টি গ্রামের বাসিন্দা শালপাতার থালা তৈরী ও খাদ্যযোগ্য ছত্রাক উৎপাদনে পটু৷ পশ্চিমবঙ্গ বনদপ্তরের উদ্যোগে ১২ টি বনসংরক্ষণ কমিটি গড়ে তোলা হয়েছে, যারা ঐসকল গ্রামবাসীদের বনাঞ্চলের মূল্য ও তাদের জীবিকানির্বাহের বনের ভূমিকা সম্পর্কে বোঝান ও তাদের উৎসাহিত করেন৷[৩]ইলামবাজার ব্লকে এখন মোট 9টি গ্রাম পঞ্চায়েত আছে।
থানা
সম্পাদনাইলামবাজার থানাটির তত্ত্বাবধানে সমগ্র ইলামবাজার সমষ্টি উন্নয়ন ব্লকটির এক্তিয়ার রয়েছে৷[৪][৫]
জনতত্ত্ব
সম্পাদনা২০১১ ভারতীয় জনগণনা অনুসারে ইলামবাজারের জনসংখ্যা ৭১২৫ জন, যারমধ্যে ৩৬৩২ জন পুরুষ ও ৩৪৯৩ জন নারী৷ প্রতি হাজার পুরুষে নারী সংখ্যা ৯৬২ জন৷ ৬ বছর অনুর্দ্ধ ৪৪৩ জন শিশু যা যমগ্র জনসংখ্যার ৬.২২%৷ ৬ বছরোর্দ্ধদের মধ্যে ৮২.৬৭% তথা ৫২৪৬ জন সাক্ষর৷[৬]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "$210 m ADB loan for north-south corridor"। The Statesman, 28 May 2001। সংগ্রহের তারিখ ২০০৭-০৯-১৭। [অকার্যকর সংযোগ]
- ↑ Ghosh, Kanailal, Birbhumer Bon Udbhidjo O Banyapran, Paschim Banga, Birbhum Special Issue, February 2006, (বাংলা), p. 193, Information & Cultural Department, Government of West Bengal.
- ↑ "Collective effort to restore greenery"। The Statesman, 9 October 2002। সংগ্রহের তারিখ ২০০৭-০৯-১৭। [অকার্যকর সংযোগ] Illambazar Helpful Boy Arozkhadim From- Illambazar
- ↑ "District Statistical Handbook 2008, Birbhum" (পিডিএফ)। Table 2.1। Bureau of Applied Economics and Statistics, Government of West Bengal। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৮।
- ↑ "Birbhum Police"। Police Stations। West Bengal Police। ১২ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৮।
- ↑ "২০১১ Census – Primary Census Abstract Data Tables"। West Bengal – District-wise। Registrar General and Census Commissioner, India। সংগ্রহের তারিখ ১ ফেব্রুয়ারি ২০১৮।