খাতড়া মহকুমা

পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি মহকুমা

খাতড়া মহকুমা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি মহকুমা। এই মহকুমা ইন্দপুর, খাতড়া, হীড়বাঁধ, রাইপুর, সারেঙ্গা, রানিবাঁধ, সিমলাপাল ও তালডাংরা নামে আটটি সমষ্টি উন্নয়ন ব্লক নিয়ে গঠিত। এই আটটি ব্লকের অধীনে মোট ৫৯টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। মহকুমার সদর খাতড়া

খাতড়া মহকুমা
মহকুমা
স্থানাঙ্ক: ২২°৫৯′ উত্তর ৮৬°৫১′ পূর্ব / ২২.৯৮° উত্তর ৮৬.৮৫° পূর্ব / 22.98; 86.85
দেশ ভারত
রাজ্যপশ্চিমবঙ্গ
Districtবাঁকুড়া
সদর দপ্তরখাতড়া
আয়তন
 • মোট২,০৪৭.৪৯ বর্গকিমি (৭৯০.৫৪ বর্গমাইল)
জনসংখ্যা (2011)
 • মোট১০,৪৫,৫৯১
 • জনঘনত্ব৫১০/বর্গকিমি (১,৩০০/বর্গমাইল)
Languages
 • Officialবাংলা, English
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)
আইএসও ৩১৬৬ কোডআইএন-ডব্লিউবি
যানবাহন নিবন্ধনডব্লিউবি

খাতড়া মহকুমার অধীনস্থ আটটি সমষ্টি উন্নয়ন ব্লকের নাম ইন্দপুর, খাতড়া, হীড়বাঁধ, রাইপুর, সারেঙ্গা, রানিবাঁধ, সিমলাপাল ও তালডাংরা। এই আটটি ব্লকের অধীনে মোট ৫৯টি গ্রাম পঞ্চায়েত রয়েছে।[]

 

ইন্দপুর ব্লক

সম্পাদনা

ইন্দপুর ব্লকের গ্রামীণ এলাকা সাতটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল ব্রাহ্মণডিহা, গৌরবাজার, ইন্দপুর, ভেদুয়াসোল, ব্রজরাজপুর, হাটগ্রাম ও রঘুনাথপুর।[] ব্লকটি ইন্দপুর থানার অধীনস্থ।[] ব্লকের সদর ইঁদপুর[]

খাতড়া ব্লক

সম্পাদনা

খাতড়া ব্লকের গ্রামীণ এলাকা সাতটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল বৈদ্যনাথপুর, ধানাড়া, খাতড়া গ্রাম-১, সুপুর, দহলা, গোড়াবাড়ি ও খাতড়া গ্রাম-২।[] ব্লকটি খাতড়া থানার অধীনস্থ।[] ব্লকের সদর খাতড়া। এখানে একটি অতিরিক্ত সমষ্টি প্রাণী স্বাস্থ্য কেন্দ্র আছে বড়মেটিয়ালা গ্রামে। []

হীড়বাঁধ ব্লক

সম্পাদনা

হীড়বাঁধ ব্লকের গ্রামীণ এলাকা পাঁচটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল বহড়ামুড়ি, হীড়বাঁধ, মশিয়াড়া, গোপালপুর ও মলিয়ান।[] ব্লকটি খাতড়া থানার অধীনস্থ।[] ব্লকের সদর হীড়বাঁধ[]

রাইপুর ব্লক

সম্পাদনা

রাইপুর ব্লকের গ্রামীণ এলাকা দশটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল ধানাড়া, ফুলকুসুমা, মোটগোদা, সোনাগাড়া, ঢেকো, মেলেরা, রাইপুর, দুন্দার, মণ্ডলকুলি ও শ্যামসুন্দরপুর।[] ব্লকটি রাইপুর থানার অধীনস্থ।[] ব্লকের সদর রাইপুর[]

সারেঙ্গা ব্লক

সম্পাদনা

সারেঙ্গা ব্লকের গ্রামীণ এলাকা ছয়টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল বিক্রমপুর, গড়গড়্যা, নেতুরপুর, চিলতোড়, গোয়ালবাড়ি ও সারেঙ্গা।[] ব্লকটি সারেঙ্গা থানার অধীনস্থ।[] ব্লকের সদর সারেঙ্গা[]

রানিবাঁধ ব্লক

সম্পাদনা

রানিবাঁধ ব্লকের গ্রামীণ এলাকা আটটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল অম্বিকানগর, হলুদকানালি, রাজাকাটা, রাউতোড়া, বারিকুল, পুদ্দি, রানিবাঁধ ও রুদ্র।[] ব্লকটি রানিবাঁধ থানার অধীনস্থ।[] ব্লকের সদর রানিবাঁধ[]

সিমলাপাল ব্লক

সম্পাদনা

সিমলাপাল ব্লকের গ্রামীণ এলাকা সাতটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল বিক্রমপুর, লক্ষ্মীসাগর, মণ্ডলগ্ৰাম, সিমলাপাল, দুবরাজপুর, মাচাতোড়া ও পার্শ্বলা।[] ব্লকটি সিমলাপাল থানার অধীনস্থ।[] ব্লকের সদর সিমলাপাল[]

তালডাংরা ব্লক

সম্পাদনা

তালডাংরা ব্লকের গ্রামীণ এলাকা নয়টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল আমডাঙা, হাড়মাসড়া, শালতোড়া, বিবড়দা, খালগ্রাম, সাতমৌলী, ফুলমতী, পাঁচমুড়া ও তালডাংরা।[] ব্লকটি তালডাংরা থানার অধীনস্থ।উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগে অবৈধ প্যারামিটার ব্লকের সদর তালডাংরা[]

বিধানসভা কেন্দ্র

সম্পাদনা

সীমানা নির্ধারণ কমিশনের সুপারিশ ক্রমে পশ্চিমবঙ্গের পরিবর্তিত বিধানসভা কেন্দ্র বিন্যাসে:[] *রানিবাঁধ, হীড়বাঁধ ও খাতড়া ব্লকগুলি নিয়ে রানিবাঁধ বিধানসভা কেন্দ্র গঠিত।

  • রাইপুর ও সারেঙ্গা ব্লক দুটি নিয়ে রাইপুর বিধানসভা কেন্দ্র গঠিত।
  • ইন্দপুর ব্লকের ভেদুয়াসোল, ব্রাহ্মণডিহা, হাটগ্রাম, ইন্দপুর ও রঘুনাথপুর ছাতনা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।
  • ইন্দপুর ব্লকের অপর দুটি গ্রাম পঞ্চায়েত, সিমলাপাল ব্লক ও তালডাংরা ব্লকের বিবড়দা, ফুলমতী, হাড়মাসড়া, খালগ্রাম, পাঁচমুড়া ও তালডাংরা গ্রাম পঞ্চায়েতগুলি নিয়ে তালডাংরা বিধানসভা কেন্দ্র গঠিত।
  • তালডাংরা ব্লকের অবশিষ্ট গ্রাম পঞ্চায়েতগুলি বাঁকুড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008"West Bengal। National Informatics Centre, India। ২০০৮-০৩-১৯। ২০০৯-০২-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১২-১৬ 
  2. "List of Districts/C.D.Blocks/ Police Stations with Code No., Number of G.Ps and Number of Mouzas"। Census of India, Directorate of Census Operations, West Bengal। সংগ্রহের তারিখ ২০০৮-১২-১৬ 
  3. "Contact details of Block Development Officers"Bankura district। Panchayats and Rural Development Department, Government of West Bengal। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "Press Note, Delimitation Commission" (PDF)Assembly Constituencies in West Bengal। Delimitation Commission। পৃষ্ঠা 20,25। সংগ্রহের তারিখ ২০০৯-০১-২২