হাড়মাসড়া

পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার তালডাংরা সমষ্টি উন্নয়ন ব্লকের একটি গ্রাম

হাড়মাসড়া পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার অন্তর্গত তালড্যাংড়া পঞ্চায়েত সমিতির অন্তঃপাতী একটি গ্রাম পঞ্চায়েত[]

হাড়মাসড়া
হাড়মাসড়া
স্থানাঙ্ক: ২৩°০০′ উত্তর ৮৭°০০′ পূর্ব / ২৩.০° উত্তর ৮৭.০° পূর্ব / 23.0; 87.0

হাড়মাসড়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ গ্রামগুলি হল কাদামারা, সুলগি, কিয়াশোল, মারাশোল, হাড়মাসড়া, কেশেতারা, ভীমারা, চুনালি, দোলবাগিচা, জারকাপাকসারা, করনজাবেদিয়া, বাঘডোবা, ঘাগর, পাথরকুড়া, তিলাবানি, কুলদিহা, চাক্কুলদিহা, শুশুনিয়া, মহিষাকানালি, বালিবাঁধ, নবগ্রাম, মাইবান্ধি, খিচকা, রামপুর কোলসুলি ও জামুয়া।[]

হাড়মাসড়ার কাছে শিলাই নদীতে কয়েকটি ছোটো অথচ নয়নাভিরাম জলপ্রপাত রয়েছে।[]

অতীতে বাঁকুড়া জেলা ছিল জৈনধর্মের একটি কেন্দ্র। জেলায় একাধিক জৈন ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। প্রাচীন জৈন কেন্দ্রের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে হাড়মাসড়া, সোনাতাপাল, বহুলাড়া, ধারাপাট ও পরেশনাথ (অম্বিকানগরের কাছে) গ্রামে। এই সব প্রাচীন মন্দিরের জৈন দেবতারা আজকাল হিন্দু দেবতা রূপে পূজিত হন।[]

চিত্রকক্ষ

সম্পাদনা

পাদটীকা

সম্পাদনা
  1. "Village Panchayats of Taldangra, Bankura, West Bengal"Reports of National Panchayat Directory। Ministry of Panchayati Raj, Government of India। সংগ্রহের তারিখ ২০০৯-০৯-১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. O’Malley, L.S.S., ICS, Bankura, Bengal District Gazetteers, pp.1-20,1995 reprint, Government of West Bengal
  3. "Temples and Legends of Bengal"Bankura। Hindu Books। সংগ্রহের তারিখ ২০০৯-০৭-১২ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]