বিষ্ণুপুর মহকুমা

পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি মহকুমা

বিষ্ণুপুর মহকুমা ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার একটি মহকুমা। এই মহকুমাটি বিষ্ণুপুর পুরসভা, সোনামুখিপৌরসভা ও ছ’টি সমষ্টি উন্নয়ন ব্লক (ইন্দাস, জয়পুর, পাত্রসায়র, কোতুলপুর, সোনামুখি ও বিষ্ণুপুর) নিয়ে গঠিত। ছ’টি ব্লকে মোট ৫৬টি গ্রাম পঞ্চায়েত রয়েছে। মহকুমার সদর বিষ্ণুপুর।

বিষ্ণুপুর মহকুমা
বিষ্ণুপুর মহকুমা
স্থানাঙ্ক: ২৩°০৫′ উত্তর ৮৭°১৯′ পূর্ব / ২৩.০৮° উত্তর ৮৭.৩২° পূর্ব / 23.08; 87.32

বিষ্ণুপুরপৌরসভাসোনামুখিপৌরসভা ছাড়া এই মহকুমার ছ’টি সমষ্টি উন্নয়ন ব্লকে (ইন্দাস, জয়পুর, পাত্রসায়র, কোতুলপুর, সোনামুখি ও বিষ্ণুপুর) ৫৬টি গ্রাম পঞ্চায়েত রয়েছে।[]

 

ইন্দাস

সম্পাদনা

ইন্দাস ব্লকটির গ্রামীণ এলাকা দশটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: আকুই-১, দিঘলগ্রাম, কারিসুন্দা, সাহসপুর, আকুই-২, ইন্দাস-১, মঙ্গলপুর, আমরুল, ইন্দাস-২ ও রোল।[] ব্লকটি ইন্দাস থানার অধীনস্থ[] ব্লকের সদর ইন্দাস[]

জয়পুর

সম্পাদনা

জয়পুর ব্লকের গ্রামীণ এলাকা ন’টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: গেলিয়া, কুচিয়াকোল, শালদা, হেতিয়া, ময়নাপুর, শ্যামনগর, জগন্নাথপুর, রাউতখণ্ড ও উত্তরবাড়।[] ব্লকটি জয়পুর থানার অধীনস্থ। [] ব্লকের সদর জয়পুর।[]

পাত্রসায়র

সম্পাদনা

পাত্রসায়র ব্লকের গ্রামীণ এলাকা দশটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: বলসি-১, বেলাত-রসুলপুর, জামকুড়ি, পাত্রসায়র, বলসি-২, বিউর-বেতুর, কুশদ্বীপ, বীরসিংহ, হামিরপুর ও নারায়ণপুর[] ব্লকটি পাত্রসায়র থানার অধীনস্থ। [] ব্লকের সদর পাত্রসায়র।[]

কোতুলপুর

সম্পাদনা

কোতুলপুর ব্লকের গ্রামীণ এলাকা আটটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: দেশড়া-কোয়ালপাড়া, কোতুলপুর, লেগো, মির্জাপুর, গোপীনাথপুর, লাউগ্রাম, মদনমোহনপুর ও শিহর।[] ব্লকটি কোতুলপুর থানার অধীনস্থ। [] ব্লকের সদর কোতুলপুর।[]

সোনামুখী

সম্পাদনা

সোনামুখী ব্লকের গ্রামীণ এলাকা আটটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: কুচদিহি, দিহিপাড়া, পাঞ্চাল, রাধামোহনপুর, ধানসিমলা, হামিরহাটি, পিয়ারবেরা, ধুলাই, মানিকবাজার ও পূর্বনবাসন।[] ব্লকটি সোনামুখি থানার অধীনস্থ। [] ব্লকের সদর সোনামুখি।[]

বিষ্ণুপুর

সম্পাদনা

বিষ্ণুপুর ব্লকের গ্রামীণ এলাকা আটটি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। এগুলি হল: অযোধ্যা, ভাড়া, মোরার, বাঁকাদহ, দ্বারিকা-গোঁসাইপাড়া, রাধানগর, বেলসুলিয়া, লায়েকবাঁধ ও উলিয়ারা।[] ব্লকটি বিষ্ণুপুর থানার অধীনস্থ। [] ব্লকের সদর বিষ্ণুপুর।[]

বিধানসভা কেন্দ্র

সম্পাদনা

সীমানা পুনর্নির্ধারণ কমিশনের নির্দেশ অনুযায়ী পুনর্নির্ধারিত সীমানায় এই মহকুমার বিধানসভা কেন্দ্রগুলির অবস্থান নিম্নরূপ:[]

  • বিষ্ণুপুরপৌরসভা ও বিষ্ণুপুর ব্লক নিয়ে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র গঠিত।
  • সোনামুখি পুরসভা, সোনামুখি ব্লক ও পাত্রসায়র ব্লকের বেতুল-রসুলপুর, বীরসিংহ, হামিরপুর, নারায়ণপুর ও পাত্রসায়র নিয়ে সোনামুখি বিধানসভা কেন্দ্র গঠিত।
  • পাত্রসায়রের অবশিষ্ট পাঁচটি গ্রাম পঞ্চায়েত, ইন্দাস ব্লক এবং কোতুলপুর ব্লকের লাউগ্রাম ও মদনমোহনপুর গ্রাম পঞ্চায়েত নিয়ে ইন্দাস বিধানসভা কেন্দ্র গঠিত।
  • কোতুলপুর ব্লকের অবশিষ্ট ছ’টি গ্রাম পঞ্চায়েত ও জয়পুর ব্লক নিয়ে কোতুলপুর বিধানসভা কেন্দ্র গঠিত।
  • সোনামুখি, কোতুলপুর ও ইন্দাস বিধানসভা কেন্দ্রগুলি তফসিলি জাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত।
  • চারটি বিধানসভা কেন্দ্রই কেন্দ্রগুলি তফসিলি জাতি প্রার্থীদের জন্য সংরক্ষিত বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত।

পাদটীকা

সম্পাদনা
  1. "Directory of District, Sub division, Panchayat Samiti/ Block and Gram Panchayats in West Bengal, March 2008"West Bengal। National Informatics Centre, India। ২০০৮-০৩-১৯। ২০০৯-০২-২৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১২-১৬ 
  2. "List of Districts/C.D.Blocks/ Police Stations with Code No., Number of G.Ps and Number of Mouzas"। Census of India, Directorate of Census Operations, West Bengal। সংগ্রহের তারিখ ২০০৮-১২-১৬ 
  3. "Contact details of Block Development Officers"Bankura district। Panchayats and Rural Development Department, Government of West Bengal। সংগ্রহের তারিখ ২০০৮-১২-২৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  4. "Press Note, Delimitation Commission" (PDF)Assembly Constituencies in West Bengal। Delimitation Commission। পৃষ্ঠা p.20,25। সংগ্রহের তারিখ ২০০৯-০১-২২