ডুমুরিয়া উপজেলা
ডুমুরিয়া উপজেলা বাংলাদেশের খুলনা জেলার একটি প্রশাসনিক এলাকা।
ডুমুরিয়া | |
---|---|
উপজেলা | |
![]() | |
বাংলাদেশে ডুমুরিয়া উপজেলার অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৪৮′১৩″ উত্তর ৮৯°২৫′১৮″ পূর্ব / ২২.৮০৩৬১° উত্তর ৮৯.৪২১৬৭° পূর্বস্থানাঙ্ক: ২২°৪৮′১৩″ উত্তর ৮৯°২৫′১৮″ পূর্ব / ২২.৮০৩৬১° উত্তর ৮৯.৪২১৬৭° পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | খুলনা জেলা |
সরকার | |
আয়তন | |
• মোট | ৪৫৪.২৩ বর্গকিমি (১৭৫.৩৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[১] | |
• মোট | ৩,০৫,৬৭৫ |
• জনঘনত্ব | ৬৭০/বর্গকিমি (১,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৫.৬৬% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৪০ ৪৭ ৩০ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান ও আয়তনসম্পাদনা
বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভাগীয় শহর খুলনা। এই জেলার ৯টি উপজেলার মধ্যে সর্ববৃহৎ উপজেলা ডুমুরিয়া। নদীমাতৃক ডুমুরিয়া উপজেলার আয়তন ৪৫৪.২৩ বর্গকিলোমিটার। অবস্থান: ২২°৩৯´ থেকে ২২°৫৬´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°১৫´ থেকে ৮৯°৩২´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে মনিরামপুর উপজেলা, অভয়নগর উপজেলা এবং ফুলতলা উপজেলা, দক্ষিণে বটিয়াঘাটা উপজেলা ও পাইকগাছা উপজেলা, পূর্বে খানজাহান আলী, খালিশপুর এবং সোনাডাঙ্গা থানা ও বটিয়াঘাটা উপজেলা, পশ্চিমে তালা উপজেলা, অভয়নগর উপজেলা, মনিরামপুর উপজেলা ও কেশবপুর উপজেলা। জলাশয় প্রধান নদী: শিবসা নদী ও সিংড়াইল। প্রধান বিল: বিল ডাকাতিয়া। প্রশাসন থানা গঠিত হয় ২৫ মার্চ ১৯১৮ এবং থানাকে উপজেলায় রূপান্তর করা হয় ১৯৮৩ সালে।
প্রশাসনিক এলাকাসম্পাদনা
এই উপজেলার ইউনিয়নসমূহ হছে -
ইতিহাসসম্পাদনা
ডুমুরিয়ার ইতিহাস প্রাচীনতম। ধারণা করা হয় এ অঞ্চলটি পুন্ড্র এর অপভ্রংশ। পুন্ড্র সময়কালে এ অঞ্চলে বাগাদি ও বাছাড় নামে প্রধান দুটো জাতি বসবাস করতো। ঐতিহাসিক সতীশ চন্দ্র মিত্রের মতে দশম শতকে এ অঞ্চল মূলত ভারত রাজার অধীনে ছিল। মধ্যযুগে আলাউদ্দিন শাহ এবং হযরত শেখ আফজাল এর মাধ্যমে পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি এ অঞ্চলে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়।
জনসংখ্যার উপাত্তসম্পাদনা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা ৩,০৫,৬৭৫।
অর্থনীতিসম্পাদনা
চিংড়ি চাষ জীবিকার প্রধান উৎস। গলদা, বাগদা, হরিণা চিংড়ি চাষ হয় ঘেরে। আর ঘেরের আইলে চাষ হয় শীতকালীন সবজী, টমেটো, আলু, মটর, শীম, কুমড়ো, লাউ, শষা, করোলা, পটল ইত্যাদি। ইরি মৌসুমে প্রচুর ধান উৎপাদিত হয়। কৃষি নির্ভর অর্থনীতি ছাড়াও এখানে কুটির শিল্প বিদ্যমান। কুমোরেরা মাটির হাড়ি পাতিল, ফুলের টব তৈরি করে। জেলেরা মাছ ধরে আর জাল বুনে।
নদ-নদীসম্পাদনা
ডুমুরিয়া উপজেলায় রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক নদী। এখানকার নদীগুলো হচ্ছে
- শিবসা নদী
- তেলিগঙ্গা-ঘেংরাইল নদী
- ঘনরাজ নদী।[২][৩],
- ভদ্রা নদী
- শালতা নদী
প্রশাসনিক অঞ্চলসম্পাদনা
খুলনা জেলাধীন ইউনিয়ন পরিষদসমূহের তালিকা
ক্রঃনং | উপজেলার নাম | ইউনিয়নের নাম |
1. | রূপসা | আইচগাতী |
2. | শ্রীফলতলা | |
3. | নৈহাটি | |
4. | টিএসবি | |
5. | ঘাটভোগ | |
6. | তেরখাদা | তেরখাদ |
7. | ছাগলাদহ | |
8. | বারাসাত | |
9. | সাচিয়াগত | |
10. | মধুপুর | |
11. | আজগড়া | |
12. | দিঘলিয়া | দিঘলিয়া |
13. | সেনহাটি | |
14. | গাজীরহাট | |
15. | বারাকপুর | |
16. | আড়ংঘাটা | |
17. | যোগীপোল | |
18. | ফুলতলা | ফুলতলা |
19. | দামোদর | |
20. | আটরা গিলাতলা | |
21. | জামিরা | |
22. | ডুমুরিয়া | ডুমুরিয়া |
23. | মাগুরাঘোনা | |
24. | ভান্ডারপাড়া | |
25. | সাহস | |
26. | রুদাঘরা | |
27. | গুটুদিয়া | |
28. | শোভনা | |
29. | খর্ণিয়া | |
30. | আটলিয়া | |
31. | ধামালিয়া | |
32. | মাগুরখালী | |
33. | রঘুনাথপুর | |
34. | রংপুর | |
35. | শরাফপুর | |
36. | বটিয়াঘাটা | বটিয়াঘাটা |
37. | আমিরপুর | |
38. | গঙ্গারামপুর | |
39. | সুরখালী | |
40. | ভান্ডারকোট | |
41. | বলিয়াডাঙ্গা | |
42. | জলমা | |
43. | দাকোপ | দাকোপ |
44. | বাজুয়া | |
45. | কামারখোলা | |
46. | তিলডাঙ্গা | |
47. | সুতারখালী | |
48. | লাউডোব | |
49. | পানখালী | |
50. | বানিশান্তা | |
51. | কৈলাশগঞ্জ | |
52. | পাইকগাছা | হরিঢালী |
53. | গড়ইখালী | |
54. | কপিলমুনি | |
55. | লতা | |
56. | দেলুটি | |
57. | লস্কর | |
58. | গদাইপুর | |
59. | রাড়ুলী | |
60. | চাঁদখালী | |
61. | সোলাদানা | |
62. | কয়রা | কয়রা |
63. | মহারাজপুর | |
64. | মহেশ্বরীপুর | |
65. | উত্তর বেদকাশী | |
66. | দক্ষিণ বেদকাশী | |
67. | আমাদি | |
68. | বাগালী |
বিশিষ্ট ব্যক্তিবর্গসম্পাদনা
- বিষ্ণু চট্টোপাধ্যায়, ব্রিটিশ বিরোধী সংগ্রামী নেতা।
- বিপ্লবী চারু চন্দ্র বসু (ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে শহীদ)
- মাওলানা আহমদ আলী(স্বাধীনতা সংগ্রামী ও প্রখ্যাত সাংবাদিক)
- কমরেড আব্দুল মজিদ মাষ্টার, প্রখ্যাত কৃষক নেতা।
- লে.কর্ণেল(অব.) এইচ.এম.আব্দুল গাফফার,বীর উত্তম। সাবেক মন্ত্রী।
- নারায়ন চন্দ্র চন্দ,সংসদ সদস্য ও প্রাক্তন মন্ত্রী।
- কমরেড কামাখ্যা প্রসাদ রায় চৌধুরী
- ড.আয়নুন নিশাত, বিশিষ্ট পানি বিশেষজ্ঞ।
- অধ্যাপক কে আলী, ঐতিহাসিক।
- প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ (অধ্যাপক,আইন বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়)
- অধ্যাপক আব্দুল গনি মোল্যাহ (পরিচালক,বাংলাদেশ পঙ্গু হাসপাতাল)
দর্শনীয় স্থানসম্পাদনা
- ধামালিয়া জমিদার বাড়ি।
- চুকনগর বদ্ধভুমি
- আরশনগর শেখ শাহ আফজাল মসজিদ।
- ডাকাতিয়ার বিল (বাংলাদেশের দ্বিতীয় ব্হত্তম)
চিত্রশালাসম্পাদনা
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে ডুমুরিয়া"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারী ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ড. অশোক বিশ্বাস, বাংলাদেশের নদীকোষ, গতিধারা, ঢাকা, ফেব্রুয়ারি ২০১১, পৃষ্ঠা ৩৮৯, আইএসবিএন ৯৭৮-৯৮৪-৮৯৪৫-১৭-৯।
- ↑ মানিক মোহাম্মদ রাজ্জাক (ফেব্রুয়ারি ২০১৫)। বাংলাদেশের নদনদী: বর্তমান গতিপ্রকৃতি। ঢাকা: কথাপ্রকাশ। পৃষ্ঠা ৬০৯। আইএসবিএন 984-70120-0436-4।
বহিঃসংযোগসম্পাদনা
উইকিভ্রমণে ডুমুরিয়া উপজেলা সম্পর্কিত ভ্রমণ নির্দেশিকা রয়েছে। |
উইকিমিডিয়া কমন্সে ডুমুরিয়া উপজেলা সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- বাংলাপিডিয়ায় ডুমুরিয়া উপজেলা
- ডুমুরিয়া উপজেলা - জাতীয় তথ্য বাতায়ন।