সোনাডাঙ্গা থানা বাংলাদেশের খুলনা জেলার অন্তর্গত একটি উপজেলা।

সোনাডাঙ্গা
উপজেলা
সোনাডাঙ্গা বাংলাদেশ-এ অবস্থিত
সোনাডাঙ্গা
সোনাডাঙ্গা
অবস্থান
স্থানাঙ্ক: ২২°৪৯′ উত্তর ৮৯°৩৩′ পূর্ব / ২২.৮১৭° উত্তর ৮৯.৫৫০° পূর্ব / 22.817; 89.550
দেশ Bangladesh
বিভাগখুলনা বিভাগ
জেলাখুলনা জেলা
আয়তন
 • মোট৮.৪২ বর্গকিমি (৩.২৫ বর্গমাইল)
জনসংখ্যা (১৯৯১)
 • মোট১,২৮,৩৩০
 • জনঘনত্ব১৫,২৪১/বর্গকিমি (৩৯,৪৭০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটসোনাডাঙ্গা থানার অফিসিয়াল মানচিত্র

সোনাডাঙ্গা উপজেলা উন্নত চিকিৎসার জন্য বিখ্যাত খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (KMCH) ও গাজী মেডিকেল কলেজ রয়েছে। এছাড়া সোনাডাঙ্গা হেলথ কেয়ার রয়েছে।

সোনাডাঙ্গা থানার অন্তরগত আলিয়া মাদ্রাসা সমূহ :

  • দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা
  • তালিমুল মিল্লাত রহমতিয়া ফাযিল মাদ্রাসা
  • আল-ফারুক সোসাইটি দাখিল মাদ্রাসা
  • মোহাম্মাদ নগর দাখিল মাদ্রাসা
  • মোহাম্মাদ নগর মহিলা ফাযিল ডিগ্রী মাদ্রাসা

অভ্যন্তরীণ ওয়ার্ড সমূহ ১৬,১৭,১৮,১৯,২৪,২৫,২৬ গুরুত্বপূর্ণ এলাকা: সোনাডাঙ্গা প্রথম আবাসিক সোনাডাঙ্গা দ্বিতীয় আবাসিক সোনাডাঙ্গা তৃতীয় আবাসিক হাফিজনগর করিমনগর হাসানবাগ ডাক্তারপাড়া বয়রা ক্রস রোড ময়লাপোতা নিউমার্কেট কেডিএ এপ্রোচ রোড মজিদ স্মরণী এম এ বারী রোড ঈদগাহ খুলনা মেডিকেল কলেজ সি এন্ড বি কলোনী আনিসনগর রায়েরমহল পুজাখোলা আদর্শপল্লী সবুজবাগ আল আমিন মহল্লা সিদ্দীকিয়া মহল্লা দারুস সালাম মহল্লা বানরগাতী খোরশেদনগর আরামবাগ বসুপাড়া পল্লীমঙ্গল হাজী ইসমাঈল রোড সোনার বাংলা গলি