গুটুদিয়া ইউনিয়ন

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার একটি ইউনিয়ন

গুটুদিয়া ইউনিয়ন বাংলাদেশের খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন[১]

গুটুদিয়া ইউনিয়ন
ইউনিয়ন
গুটুদিয়া ইউনিয়ন খুলনা বিভাগ-এ অবস্থিত
গুটুদিয়া ইউনিয়ন
গুটুদিয়া ইউনিয়ন
গুটুদিয়া ইউনিয়ন বাংলাদেশ-এ অবস্থিত
গুটুদিয়া ইউনিয়ন
গুটুদিয়া ইউনিয়ন
বাংলাদেশে গুটুদিয়া ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৪৮′২.৯″ উত্তর ৮৯°২৬′২৮.৭″ পূর্ব / ২২.৮০০৮০৬° উত্তর ৮৯.৪৪১৩০৬° পূর্ব / 22.800806; 89.441306 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাখুলনা জেলা
উপজেলাডুমুরিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান ও আয়তন সম্পাদনা

এই ইউনিয়নের আয়তন ৫৭.১৩ বর্গ কিঃ মিঃ। ২৩ টি গ্রাম এবং ১৮ টি মৌজা নিয়ে এই ইউনিয়ন গঠিত।

নদনদী সম্পাদনা

গুটুদিয়া ইউনিয়নের মধ্য দিয়ে সন্ধ্যা নদীর শাখা প্রবাহিত হয়ে শালতা নদীতে মিলিত হয়েছে। এই নদীর নাম এলাকায় কচা নদী নামে পরিচিত। এ কচা নদী দিয়ে গুটুদিয়া হতে সাতলার দিকে একটি নদী প্রবাহিত হয়েছে যা স্থানীয় ভাবে শালতা খাল নামে পরিচিত। একচা নদী দিয়ে ভারানির খাল ইন্দের হাটের সাথে মিলিত হয়েছে। বিলের ভিতর থেকে এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াতের জন্য কয়েকটি খাল রয়েছে। যার নাম সন্যাসির খাল, ভোজনের খাল, সেনের খাল, জামবাড়ীর খাল, ভাবকের খাল, পতকের খাল, দাসের হাওলার খাল, বিশ্বাসের খাল, ভীম মন্ডলের খাল ও পূর্ব হারতা সীমানার খাল।

শিক্ষাপ্রতিষ্ঠান সম্পাদনা

প্রাথমিক বিদ্যালয়
  • পাহাড়পুর প্রাথমিক বিদ্যালয়।
  • লতা নবারুন প্রাথমিক বিদ্যালয়।
  • লতা খামারবাটি প্রাথমিক বিদ্যালয়।
  • উত্তর বিলপাবলা প্রাথমিক বিদ্যালয়।
  • লাইন বিলপাবলা প্রাথমিক বিদ্যালয়।
  • পশ্চিম বিলপাবলা প্রাথমিক বিদ্যালয়।
  • শিবপুর বাদুরগাছা প্রাথমিক বিদ্যালয়।
  • পূর্ব বিলপাবলা প্রাথমিক বিদ্যালয়।
  • কুলটি প্রাথমিক বিদ্যালয়।
  • পঞ্চু প্রাথমিক বিদ্যালয়।
  • জিলেরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়।
  • গুটুদিয়া প্রাথমিক বিদ্যালয়।
  • গুটুদিয়া পশ্চিম পাড়া প্রাথমিক বিদ্যালয়।
  • কোমলপুর প্রাথমিক বিদ্যালয়।
  • পূর্ব জিলেরডাঙ্গা সীমাস্মৃতি প্রাথমিক বিদ্যালয়।
  • খড়িয়া প্রাথমিক বিদ্যালয়
  • কুলটি দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয়।
মাধ্যমিক বিদ্যালয়ঃ
  • লতা নবারুন মাধ্যমিক বিদ্যালয়।
  • লতা খামারবাটি মাধ্যমিক বিদ্যালয়।
  • গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয়।
  • পূর্ব জিলেরডাঙ্গা সীমাস্মৃতি মাধ্যমিক বিদ্যালয়।
  • কুলটি মাধ্যমিক বিদ্যালয়।
মাদ্রাসাঃ
  • পূর্ব জিলেরডাঙ্গা আশরাফুল উলুম মাদ্রাসা।
  • গুটুদিয়া নূরানিয়া মাদ্রাসা।
  • ফলইমারী শামছুর রহমান মাদ্রাসা
  • চকমথুরাবাদ আরাফাত জামে মসজিদ।
কলেজ
  • শহিদ স্মৃতি মহিলা মহাবিদ্যালয়।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ইউনিয়নের তালিকা - ডুমুরিয়া উপজেলা"। ১১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৯