শরাফপুর ইউনিয়ন

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার একটি ইউনিয়ন

শরাফপুর ইউনিয়ন বাংলাদেশের খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন[১]

শরাফপুর ইউনিয়ন
ইউনিয়ন
শরাফপুর ইউনিয়ন খুলনা বিভাগ-এ অবস্থিত
শরাফপুর ইউনিয়ন
শরাফপুর ইউনিয়ন
শরাফপুর ইউনিয়ন বাংলাদেশ-এ অবস্থিত
শরাফপুর ইউনিয়ন
শরাফপুর ইউনিয়ন
বাংলাদেশে শরাফপুর ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২২°৪২′১৩.০″ উত্তর ৮৯°২৬′১১.৮″ পূর্ব / ২২.৭০৩৬১১° উত্তর ৮৯.৪৩৬৬১১° পূর্ব / 22.703611; 89.436611 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলাখুলনা জেলা
উপজেলাডুমুরিয়া উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান ও আয়তন সম্পাদনা

শরাফপুর ইউনিয়ন খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার সর্বদক্ষিণে অবস্থিত। পূর্বে ভদ্রা নদী ও বটিয়াঘাটা উপজেলা, দক্ষিণে বটিয়াঘাটা উপজেলা, পশ্চিমে ঘ্যাঙ্রাইল নদী ও মাগুরখালী ইউনিয়ন, উত্তরে সাহস ও ভান্ডারপাড়া ইউনিয়ন অবস্থিত।

নদনদী সম্পাদনা

  • তেলিগঙ্গা-ঘেংরাইল: তেলিগঙ্গা নদী বা ঘেংরাইল নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ২৫ কিলোমিটার, গড় প্রস্থ ১৫৮ মিটার এবং প্রকৃতি সর্পিলাকার।
  • ভদ্রা নদী: ভদ্রা নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৪৩ কিলোমিটার, গড় প্রস্থ ৬০ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। নদী দুটি শরাফপুর ইউনিয়নের পূর্ব ও পশ্চিম পাশ দিয়ে প্রবাহিত হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান সম্পাদনা

  1. শরাফপুর টি.টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।
  2. বানিয়াখালী মাধ্যমিক বিদ্যালয়।
  3. মাওলানা ভাষানী মেমোরিয়াল (ডিগ্রি) কলেজ।
  4. শরাফপুর দাখিল মাদ্রাসা।
  5. সেনপাড়া দাখিল মাদ্রাসা।
  6. শরাফপুর আশরাফুল উলুম কওমী মাদ্রাসা।
  7. শরাফপুর দারুল উলুম মডেল মাদ্রাসা।
  8. ৩৬ নং শরাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  9. ICT Special Batch. Jahid sir

তথ্যসূত্র সম্পাদনা

  1. "ইউনিয়নের তালিকা - ডুমুরিয়া উপজেলা"। ১১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগ সম্পাদনা