২৯ জানুয়ারি

তারিখ
(জানুয়ারি ২৯ থেকে পুনর্নির্দেশিত)
১০ ১১ ১২ ১৩
১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০
২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭
২৮ ২৯ ৩০ ৩১  

২৯ জানুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ২৯তম দিন। বছর শেষ হতে আরো ৩৩৬ (অধিবর্ষে ৩৩৭) দিন বাকি রয়েছে।

ঘটনাবলী

সম্পাদনা
  • ১৫২৮ – মোঘল সম্রাট বাবরের চান্দেরি দুর্গ দখল।
  • ১৫৯৫ - শেকসপিয়ারের ‘রোমিও ও জুলিয়েট’ প্রথম মঞ্চস্থ হয় বলে ধারণা করা হয়।
  • ১৬১৩ - গ্যালিলিও প্রথম নেপচুন গ্রহ অবলোকন করেন।
  • ১৬৭৬ - দ্বিতীয় ফিওদর রাশিয়ার জার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
  • ১৭৮০ - জেমস আগাস্টাস হিকির সম্পাদনায় প্রথম ভারতীয় ইংরেজি সাপ্তাহিক ‘বেঙ্গল গেজেট’ আত্মপ্রকাশ করে।
  • ১৮২০ – সম্রাট চতুর্থ জর্জের ইংল্যান্ডের সিংহাসনে আরোহণ।
  • ১৮৪৫ - এডগার পো-র ‘র‌্যাভেন’ প্রথম প্রকাশিত হয়।
  • ১৮৪৮ - সিসিলিতে নতুন সংবিধান গৃহীত হয়।
  • ১৮৬১ - ক্যানসাস আমেরিকার অঙ্গরাজ্য হিসেবে চিহ্নিত হয়।
  • ১৯১৬ - প্যারিসে প্রথম জার্মানরা জেপেলিন থেকে বোমাবর্ষণ করে।
  • ১৯১৯ - ব্রিটিশ ভারতে ‘সন্ত্রাসমূলক বৈপ্লবিক অপরাধ আইন’ নামে দমননীতি চালু হয়।
  • ১৯২১ – হোসেন বিন আলী শরীফ মক্কার পুত্র বাদশাহ প্রথম ফয়সলকে ইংরেজরা ইরাকের বাদশাহ হিসেবে মনোনীত করে।
  • ১৯৩৮ - রামকৃষ্ণ মিশনের শাখা কেন্দ্র হিসাবে কলকাতায় রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচার প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৭৯ – চীনের উপ-প্রধানমন্ত্রী দেন জিয়াও পিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জিমি কার্টার একটি চুক্তি স্বাক্ষর করেন এবং এই যুক্তির মাধ্যমে চীনের প্রতি যুক্তরাষ্ট্রের কয়েক দশকের বৈরিতার অবসান ঘটে।
  • ১৯৮৯ - হাঙ্গেরি দক্ষিণ কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।
  • ১৯৯২ – ভারত-ইসরাইল কূটনৈতিক সম্পর্ক স্থাপন।
  • ১৯৯৬ - ভেনিসের লা ফেনিস অপেরা হাউস আগুনে পুড়ে যায়।
  • ১৯৯৬ -  ঢাকার বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশত কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায়।
  • ২০০১ - ইন্দোনেশিয়ায় হাজার হাজার ছাত্র বিক্ষোভ করে প্রেসিডেন্ট আবদুর রহমান ওয়াহিদের পদত্যাগের দাবিতে।
  • ২০১৫ - মালয়েশিয়া দাপ্তরিকভাবে মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট ৩৭০ নিখোঁজকে দুর্ঘটনা হিসাবে ঘোষণা করে এর সকল যাত্রী এবং ক্রুকে মৃত হিসাবে ঘোষণা করে।

মৃত্যু

সম্পাদনা

ছুটি ও অন্যান্য

সম্পাদনা

জাতীয় ফার্ক্তা দিবস

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ʿALĪ B. ABĪ ṬĀLEB"www.iranicaonline.org। ২০১১-০৪-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১১-০১ 
  2. Gleave, Robert M. (২০০৮-১২-০১)। "ʿAlī b. Abī Ṭālib"Encyclopaedia of Islam, THREE (ইংরেজি ভাষায়)। Brill। 

বহিঃসংযোগ

সম্পাদনা