শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার

শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন কর্তৃক প্রদত্ত বাৎসরিক পুরস্কার, যা বছরের সেরা চিত্রনাট্যের জন্য প্রদান করা হয়। ১৯৪৮ সাল থেকে এই চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়ে আসছে।

শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার
২০২২-এর বিজয়ী: মার্টিন মাকডনা
বিবরণচলচ্চিত্রের সেরা চিত্রনাট্য
অবস্থানমার্কিন যুক্তরাষ্ট্র
পুরস্কারদাতাহলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন
প্রথম পুরস্কৃত১৯৪৮
সর্বশেষ পুরস্কৃত২০২৩
বর্তমানে আধৃতমার্টিন মাকডনা
(দ্য বানশিস অব ইনিশেরিন (২০২২)
ওয়েবসাইটgoldenglobes.com

কোয়েন্টিন টারান্টিনো এই বিভাগে সর্বাধিক তিনবার পুরস্কৃত হন। এই বিভাগে সবচেয়ে সাম্প্রতিক পুরস্কার বিজয়ী মার্টিন মাকডনা দ্য বানশিস অব ইনিশেরিন (২০২২) চলচ্চিত্রের চিত্রনাট্যের জন্য এই পুরস্কার লাভ করেন।[]

নিচের তালিকায় প্রথমোক্ত শিরোনামসমূহ বিজয়ী নির্দেশ করে। বিজয়ী চিত্রনাট্যকারদের নাম গাঢ় বর্ণে দেওয়া আছে এবং যেগুলো গাঢ় নয় সেগুলো মনোনয়ন নির্দেশ করে। তালিকায় প্রদত্ত বছরসমূহ চলচ্চিত্র মুক্তির বছর হিসেবে বিবেচিত, পুরস্কারের আয়োজনের বছর নয়। পুরস্কারের আয়োজন সাধারণত পরের বছরে হয়ে থাকে।

বিজয়ী ও মনোনীতদের তালিকা

সম্পাদনা
 
জোসেফ এল. ম্যাংকাভিৎস অল অ্যাবাউট ইভ (১৯৫০)-এর জন্য পুরস্কৃত হন।
 
এরিখ সেগাল লাভ স্টোরি (১৯৭০)-এর জন্য পুরস্কৃত হন।
 
ফ্রান্সিস ফোর্ড কোপলা দ্য গডফাদার (১৯৭২)-এর জন্য পুরস্কৃত হন।
 
অলিভার স্টোন মিডনাইট এক্সপ্রেস (১৯৭৮) এবং বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই (১৯৮৯)-এর জন্য পুরস্কৃত হন।
 
উডি অ্যালেন দ্য পার্পল রোজ অব কায়রো (১৯৮৫) এবং মিডনাইট ইন প্যারিস (২০১১)-এর জন্য দুইবার পুরস্কৃত হন।
 
বেরনার্দো বেরতোলুচ্চি দ্য লাস্ট এম্পেরার (১৯৮৭)-এর জন্য পুরস্কৃত হন।
 
কোয়েন্টিন টারান্টিনো পাল্প ফিকশন (১৯৯৪), জ্যাঙ্গো আনচেইন্ড (২০১২) ও ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড (২০১৯)-এর জন্য তিনবার পুরস্কৃত হন।
 
অ্যালান বল আমেরিকান বিউটি (১৯৯৯)-এর জন্য পুরস্কৃত হন।
 
আলেকজান্ডার পেইন অ্যাবাউট স্মিট (২০০২) ও সাইডওয়েজ (২০০৪)-এর জন্য দুইবার পুরস্কৃত হন।
 
সোফিয়া কোপলা লস্ট ইন ট্রান্সলেশন (২০০৩)-এর জন্য পুরস্কৃত হন।
 
জোয়েল ও ইথান কোয়েন নো কান্ট্রি ফর ওল্ড মেন (২০০৭)-এর জন্য পুরস্কৃত হন।
 
জেসন রাইটম্যান আপ ইন দি এয়ার (২০০৯)-এর জন্য পুরস্কৃত হন।
 
অ্যারন সর্কিন দ্য সোশ্যাল নেটওয়ার্ক (২০১০), স্টিভ জবস (২০১৫) ও দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন (২০২০)-এর জন্য পুরস্কৃত হন।
 
স্পাইক জোন্স হার (২০১৩)-এর জন্য পুরস্কৃত হন।
 
আলেহান্দ্রো জি. ইনারিতু বার্ডম্যান (২০১৪)-এর জন্য পুরস্কৃত হন।
 
ড্যামিয়েন শ্যাজেল লা লা ল্যান্ড (২০১৬)-এর জন্য পুরস্কৃত হন।
 
মার্টিন মাকডনা থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিজুরি (২০১৭) ও দ্য বানশিস অব ইনিশেরিন (২০২২)-এর জন্য দুইবার পুরস্কৃত হন।
 
পিটার ফ্যারেলি গ্রিন বুক (২০১৮)-এর জন্য পুরস্কৃত হন।
 
কেনেথ ব্র্যানা বেলফাস্ট (২০২১)-এর জন্য পুরস্কৃত হন।

১৯৪৭-১৯৫৪

সম্পাদনা
বছর চলচ্চিত্র চিত্রনাট্যকার সূত্র
১৯৪৭ মিরাকল অন থার্টি ফোর্থ স্ট্রিট জর্জ সিটন []
১৯৪৮ দ্য সার্চ রিচার্ড শোয়েইজার []
১৯৪৯ ব্যাটলগ্রাউন্ড রবার্ট পিরোশ []
রোপ অব স্যান্ড ওয়াল্টার ডনিজার
১৯৫০ অল অ্যাবাউট ইভ জোসেফ এল. ম্যাংকাভিৎস []
দি আসফাল্ট জাঙ্গল বেন ম্যাডো ও জন হিউস্টন
সানসেট বুলেভার চার্লস ব্র্যাকেট, বিলি ওয়াইল্ডার ও ডি. এম. মার্শম্যান জুনিয়র
১৯৫১ ব্রাইট ভিক্টরি রবার্ট বাকনার []
১৯৫২ ফাইভ ফিঙ্গারস্‌ মাইকেল উইলসন []
দ্য থিফ ক্লেরেন্স গ্রিন ও রাসেল রুজ
হাই নুন কার্ল ফোরম্যান
১৯৫৩ লিলি হেলেন ডয়েচ []
১৯৫৪ সাবরিনা বিলি ওয়াইল্ডার, আর্নেস্ট লেহমান, ও স্যামুয়েল এ. টেলর []

১৯৬০-এর দশক

সম্পাদনা
বছর চলচ্চিত্র চিত্রনাট্যকার সূত্র
১৯৬৫ ডক্টর ঝিভাগো রবার্ট বোল্ট [১০]
আ প্যাচ অব ব্লু গাই গ্রিন
দি অ্যাগনি অ্যান্ড দি একস্ট্যাসি ফিলিপ ডিউন
দ্য কালেক্টর জন কনস্ট্যানলি মান
দ্য স্লেন্ডার থ্রেড স্টার্লিং সিলিফ্যান্ট
১৯৬৬ দ্য ম্যান ফর অল সিজনস্‌ রবার্ট বোল্ট [১১]
অ্যালফি বিল নাফটন
দ্য রাশিয়ান্স আর কামিং, দ্য রাশিয়ান্স আর কামিং উইলিয়াম রোজ
দ্য স্যান্ড পেবলস রবার্ট অ্যান্ডারসন
হুজ অ্যাফ্রেইড অব ভার্জিনিয়া উল্‌ফ? আর্নেস্ট লেহমান
১৯৬৭ ইন দ্য হিট অব দ্য নাইট স্টারলিং সিলিফ্যান্ট [১২]
বনি অ্যান্ড ক্লাইড রবার্ট বেনটনডেভিড নিউম্যান
দ্য ফক্স লুইস জন কারলিনো ও হাওয়ার্ড কচ
দ্য গ্র্যাজুয়েট বাক হেনরি ও ক্যাল্ডার উইলিংহাম
গেজ হুজ কামিং টু ডিনার উইলিয়াম রোজ
১৯৬৮ চার্লি স্টারলিং সিলিফ্যান্ট [১৩]
দ্য প্রডিউসার্স মেল ব্রুক্স
দ্য ফিক্সার ডাল্টন ট্রাম্বো
দ্য লায়ন ইন উইন্টার জেমস গোল্ডম্যান
রোজম্যারিস বেবি রোমান পোলান্‌স্কি
১৯৬৯ অ্যান অব দ্য থাউজেন্ড ডেজ ব্রিজেট বোল্যান্ড, জন হেল, ও রিচার্ড সকোলভ [১৪]
ইফ ইট্‌স টুয়েজডে, দিস মাস্ট বি বেলজিয়াম ডেভিড শ
জন অ্যান্ড ম্যারি জন মর্টিমার
বুচ ক্যাসিডি অ্যান্ড দ্য সানড্যান্স কিড উইলিয়াম গোল্ডম্যান
মিডনাইট কাউবয় ওয়াল্ডো সল্ট

১৯৭০-এর দশক

সম্পাদনা
বছর চলচ্চিত্র চিত্রনাট্যকার সূত্র
১৯৭০ লাভ স্টোরি এরিখ সেগাল [১৫]
১৯৭১ দ্য হসপিটাল প্যাডি চেফ্‌স্কি [১৬]
১৯৭২ দ্য গডফাদার ফ্রান্সিস ফোর্ড কোপলামারিও পুজো [১৭]
১৯৭৩ দি এক্সরসিস্ট উইলিয়াম পিটার ব্ল্যাটি [১৮]
১৯৭৪ চায়নাটাউন রবার্ট টাউন [১৯]
১৯৭৫ ওয়ান ফ্লু ওভার দ্য কুকুস নেস্ট বো গোল্ডম্যান ও লরেন্স হবেন [২০]
১৯৭৬ নেটওয়ার্ক প্যাডি চেফ্‌স্কি [২১]
অন দ্য প্রেসিডেন্ট্‌স মেন উইলিয়াম গোল্ডম্যান
ট্যাক্সি ড্রাইভার পল শ্রেডার
ভয়েজ অব দ্য ডেমড ডেভিড বাটলার ও স্টিভ শ্যাগান
ম্যারাথন ম্যান উইলিয়াম গোল্ডম্যান
রকি সিলভেস্টার স্ট্যালোন ††
১৯৭৭ দ্য গুডবাই গার্ল নিল সিমন [২২]
১৯৭৮ মিডনাইট এক্সপ্রেস অলিভার স্টোন [২৩]
১৯৭৯ ক্রেমার ভার্সার ক্রেমার রবার্ট বেনটন [২৪]

১৯৮০-এর দশক

সম্পাদনা
বছর চলচ্চিত্র চিত্রনাট্যকার সূত্র
১৯৮০ দ্য নাইনথ কনফিগারেশন উইলিয়াম পিটার ব্ল্যাটি [২৫]
অর্ডিনারি পিপল অলভিন সার্জেন্ট
দি এলিফ্যান্ট ম্যান এরিক বারগ্রেন ও ক্রিস্টোফার ডি ভোর
দ্য স্টান্ট ম্যান লরেন্স বি. মার্কাস
রেজিং বুল মার্ডিক মার্টিন ও পল শ্রেডার
১৯৮১ অন গোল্ডেন পন্ড আর্নেস্ট টমসন [২৬]
১৯৮২ গান্ধী জন ব্রিলি [২৭]
১৯৮৩ টার্মস অব এনডিয়ারমেন্ট জেমস এল. ব্রুক্স‌ [২৮]
১৯৮৪ আমাডেয়ুস পিটার শেফার [২৯]
১৯৮৫ দ্য পার্পল রোজ অব কায়রো উডি অ্যালেন [৩০]
১৯৮৬ দ্য মিশন রবার্ট বোল্ট [৩১]
১৯৮৭ দ্য লাস্ট এম্পেরার বেরনার্দো বেরতোলুচ্চি, মার্ক পেপলো, ও এঞ্জো উনগারি [৩২]
১৯৮৮ রানিং অন এম্পটি নাওমি ফোনার [৩৩]
১৯৮৯ বর্ন অন দ্য ফোর্থ অব জুলাই অলিভার স্টোন ও রন কোভিচ [৩৪]

১৯৯০-এর দশক

সম্পাদনা
বছর চলচ্চিত্র চিত্রনাট্যকার সূত্র
১৯৯০ ড্যান্সেস উইথ উল্‌ভস্‌ মাইকেল ব্লেক [৩৫]
১৯৯১ থেলমা অ্যান্ড লুইস ক্যালি খৌরি [৩৬]
১৯৯২ সেন্ট অব আ ওম্যান বো গোল্ডম্যান [৩৭]
১৯৯৩ শিন্ডলার্স লিস্ট স্টিভেন জেলিয়ান [৩৮]
১৯৯৪ পাল্প ফিকশন কোয়েন্টিন টারান্টিনো [৩৯]
কুইজ শো পল অ্যাটানাসিও
ফরেস্ট গাম্প এরিক রথ
ফোর ওয়েডিংস অ্যান্ড আ ফিউনারেল রিচার্ড কার্টিস
দ্য শশ্যাংক রিডেম্পশন ফ্র্যাঙ্ক ড্যারাবন্ট
১৯৯৫ সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি এমা টমসন [৪০]
১৯৯৬ দ্য পিপল ভার্সাস ল্যারি ফ্লিন্ট স্কট আলেকজান্ডারল্যারি কারাৎজেভ্‌স্কি [৪১]
১৯৯৭ গুড উইল হান্টিং ম্যাট ডেমনবেন অ্যাফ্লেক [৪২]
১৯৯৮ শেকসপিয়ার ইন লাভ মার্ক নরম্যানটম স্টপার্ড [৪৩]
১৯৯৯ আমেরিকান বিউটি অ্যালান বল [৪৪]

২০০০-এর দশক

সম্পাদনা
বছর চলচ্চিত্র চিত্রনাট্যকার সূত্র
২০০০ ট্রাফিক স্টিভেন গ্যাগান [৪৫]
২০০১ আ বিউটিফুল মাইন্ড আকিভা গোল্ডসম্যান [৪৬]
২০০২ অ্যাবাউট স্মিট আলেকজান্ডার পেইনজিম টেলর [৪৭]
২০০৩ লস্ট ইন ট্রান্সলেশন সোফিয়া কোপলা [৪৮]
২০০৪ সাইডওয়েজ আলেকজান্ডার পেইনজিম টেলর [৪৯]
২০০৫ ব্রোকব্যাক মাউন্টেন ল্যারি ম্যাকমার্ট্রিডায়ানা ওসানা [৫০]
২০০৬ দ্য কুইন পিটার মরগান [৫১]
দ্য ডিপার্টেড উইলিয়াম মোনাহান
নোটস অন আ স্ক্যান্ডাল প্যাট্রিক মারবার
বাবেল গিয়েরমো আরিয়াগা
লিটল চিলড্রেন টড ফিল্ড ও টম পেরোটা
২০০৭ নো কান্ট্রি ফর ওল্ড মেন জোয়েল ও ইথান কোয়েন [৫২]
অ্যাটোনমেন্ট ক্রিস্টোফার হ্যাম্পটন
চার্লি উইলসন্‌স ওয়ার অ্যারন সর্কিন
জুনো ডায়াবলো কডি
দ্য ডাইভিং বেল অ্যান্ড দ্য বাটারফ্লাই রোনাল্ড হারউড
২০০৮ স্লামডগ মিলিয়নিয়ার সিমন বোফয় [৫৩]
ডাউট জন প্যাট্রিক শ্যানলি
দ্য কিউরিয়াস কেস অব বেঞ্জামিন বাটন এরিক রথ
দ্য রিডার ডেভিড হেয়ার
ফ্রস্ট/নিক্সন পিটার মরগান
২০০৯ আপ ইন দি এয়ার জেসন রেইটম্যান ও শেলডন টার্নার [৫৪]
ইট্‌স কমপ্লিকেটেড ন্যান্সি মেয়ার্স
ইনগ্লোরিয়াস বাস্টার্ডস কোয়েন্টিন টারান্টিনো
ডিস্ট্রিক্ট ৯ নিল ব্লুমকাম্পটেরি ট্যাচেল
দ্য হার্ট লকার মার্ক বোল

২০১০-এর দশক

সম্পাদনা
বছর চলচ্চিত্র চিত্রনাট্যকার সূত্র
২০১০ দ্য সোশ্যাল নেটওয়ার্ক অ্যারন সর্কিন [৫৫]
১২৭ আওয়ারস সিমন বোফোয় ও ড্যানি বয়েল
ইনসেপশন ক্রিস্টোফার নোলান
দ্য কিডস আর অল রাইট লিসা চোলোডেঙ্কো ও স্টুয়ার্ট ব্লুমবার্গ
দ্য কিংস স্পিচ ডেভিড সেইডলার
২০১১ মিডনাইট ইন প্যারিস উডি অ্যালেন [৫৬]
দি আর্টিস্ট মিশেল আজানাভিস্যুস
দি আইডিস অব মার্চ জর্জ ক্লুনি, গ্র্যান্ট হেসলভ, ও বো উইলিমন
দ্য ডিসেন্ড্যান্ট্‌স আলেকজান্ডার পেইন, জিম র‍্যাশ ও ন্যাট ফ্যাক্সন
মানিবল স্টিভেন জেইলিয়ানঅ্যারন সর্কিন
২০১২ জ্যাঙ্গো আনচেইন্ড কোয়েন্টিন টারান্টিনো [৫৭]
আর্গো ক্রিস টেরিও
জিরো ডার্ক থার্টি মার্ক বোল
লিংকন টনি কুশনার
সিলভার লাইনিংস প্লেবুক ডেভিড ও. রাসেল
২০১৩ হার স্পাইক জোন্স [৫৮]
আমেরিকান হাসল এরিক ওয়ারেন সিঙ্গারডেভিড ও. রাসেল
টুয়েলভ ইয়ার্স আ স্লেইভ জন রিডলি
নেব্রাস্কা বব নেলসন
ফিলোমেনা স্টিভ কুগানজেফ পোপ
২০১৪ বার্ডম্যান আলেহান্দ্রো গোন্সালেস ইনারিতু, নিকোলাস জাকোবোন, আলেকসান্দার দিনেলারিস জুনিয়র, ও আরমান্দো বো [৫৯]
গন গার্ল জিলিয়ান ফ্লিন
দি ইমিটেশন গেম গ্রাহাম মুর
দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল ওয়েস অ্যান্ডারসন
বয়হুড রিচার্ড লিংকলেটার
২০১৫ স্টিভ জবস অ্যারন সর্কিন [৬০]
দ্য বিগ শর্ট অ্যাডাম ম্যাকি ও চার্লস র‍্যান্ডলফ
দ্য হেটফুল এইট কোয়েন্টিন টারান্টিনো
রুম এমা ডনোফ
স্পটলাইট টম ম্যাকার্থিজশ সিঙ্গার
২০১৬ লা লা ল্যান্ড‌ ড্যামিয়েন শ্যাজেল [৬১]
নকচার্নাল অ্যানিমেলস টম ফোর্ড
ম্যানচেস্টার বাই দ্য সি কেনেথ লোনারগান
মুনলাইট ব্যারি জেনকিন্স
হেল অর হাই ওয়াটার টেইলর শেরিডান
২০১৭ থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিজুরি মার্টিন মাকডনা [৬২]
দ্য পোস্ট লিজ হ্যানাজশ সিঙ্গার
দ্য শেপ অব ওয়াটার গিয়ের্মো দেল তোরোভ্যানেসা টেইলর
মলিস গেম অ্যারন সর্কিন
লেডি বার্ড গ্রেটা গারউইগ
২০১৮ গ্রিন বুক নিক ভালেলঙ্গা, ব্রায়ান হেইস কারি, ও পিটার ফ্যারেলি [৬৩]
ইফ বিয়েল স্ট্রিট কুড টক ব্যারি জেনকিন্স
দ্য ফেভারিট ডেবোরা ডেভিসটনি ম্যাকনামারা
ভাইস অ্যাডাম ম্যাকি
রোমা আলফোনসো কুয়ারোন
২০১৯ ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড কোয়েন্টিন টারান্টিনো [৬৪]
দি আইরিশম্যান স্টিভেন জাইলিয়ান
দ্য টু পোপস অ্যান্থনি ম্যাকার্টেন
প্যারাসাইট বং জুন-হোহান জিন ওন
ম্যারিজ স্টোরি নোয়া বাউমব্যাক

২০২০-এর দশক

সম্পাদনা
বছর চলচ্চিত্র চিত্রনাট্যকার সূত্র
২০২০ দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন অ্যারন সর্কিন [৬৫]
নোম্যাডল্যান্ড ক্লোই চাও
প্রমিসিং ইয়াং ওম্যান এমারেল্ড ফেনেল
দ্য ফাদার ফ্লোরিয়ান জেলারক্রিস্টোফার হ্যাম্পটন
ম্যাংক ডেভিড ফিঞ্চার
২০২১ বেলফাস্ট কেনেথ ব্র্যানা [৬৬]
ডোন্ট লুক আপ অ্যাডাম ম্যাকি
দ্য পাওয়ার অব দ্য ডগ জেন ক্যাম্পিয়ন
বিয়িং দ্য রিকার্ডোস অ্যারন সর্কিন
লিকোরিস পিৎজা পল টমাস অ্যান্ডারসন
২০২২ দ্য বানশিস অব ইনিশেরিন মার্টিন মাকডনা [৬৭]
উইমেন টকিং সারা পোলি
এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স ড্যানিয়েল গোয়ান ও ড্যানিয়েল শাইনার্ট
টার টড ফিল্ড
দ্য ফেবলম্যান্স স্টিভেন স্পিলবার্গটনি কুশনার

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "৮০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস জিতলেন যারা"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ১১ জানুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০২৩ 
  2. "Winners & Nominees 1948"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ৬ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  3. "Winners & Nominees 1949"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ৬ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  4. "Winners & Nominees 1950"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ১০ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  5. "Winners & Nominees 1951"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ৯ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  6. "Winners & Nominees 1952"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ১ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  7. "Winners & Nominees 1953"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ৯ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  8. "Winners & Nominees 1954"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ৯ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  9. "Winners & Nominees 1955"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ১০ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  10. "Winners & Nominees 1966"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  11. "Winners & Nominees 1967"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  12. "Winners & Nominees 1968"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  13. "Winners & Nominees 1969"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  14. "Winners & Nominees 1970"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  15. "Winners & Nominees 1971"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  16. "Winners & Nominees 1972"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  17. "Winners & Nominees 1973"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  18. "Winners & Nominees 1974"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২৪ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  19. "Winners & Nominees 1975"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  20. "Winners & Nominees 1976"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  21. "Winners & Nominees 1977"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  22. "Winners & Nominees 1978"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ৩ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  23. "Winners & Nominees 1979"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  24. "Winners & Nominees 1980"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  25. "Winners & Nominees 1981"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ১০ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  26. "Winners & Nominees 1982"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  27. "Winners & Nominees 1983"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  28. "Winners & Nominees 1984"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  29. "Winners & Nominees 1985"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  30. "Winners & Nominees 1986"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  31. "Winners & Nominees 1987"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  32. "Winners & Nominees 1988"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  33. "Winners & Nominees 1989"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  34. "Winners & Nominees 1990"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  35. "Winners & Nominees 1991"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  36. "Winners & Nominees 1992"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  37. "Winners & Nominees 1993"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  38. "Winners & Nominees 1994"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  39. "Winners & Nominees 1995"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  40. "Winners & Nominees 1996"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২৪ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  41. "Winners & Nominees 1997"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  42. "Winners & Nominees 1998"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  43. "Winners & Nominees 1999"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  44. "Winners & Nominees 2000"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  45. "Winners & Nominees 2001"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  46. "Winners & Nominees 2002"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  47. "Winners & Nominees 2003"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  48. "Winners & Nominees 2004"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  49. "Winners & Nominees 2005"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  50. "Winners & Nominees 2006"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  51. "Winners & Nominees 2007"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  52. "Winners & Nominees 2008"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  53. "Winners & Nominees 2009"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  54. "Winners & Nominees 2010"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  55. "Winners & Nominees 2011"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  56. "Winners & Nominees 20112"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  57. "Winners & Nominees 2013"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ১৫ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  58. "Winners & Nominees 2014"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ১৭ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  59. "Winners & Nominees 201"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ৭ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  60. "Winners & Nominees 2016"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২৩ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  61. "Winners & Nominees 2017"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ৮ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  62. "Winners & Nominees 2018"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ১০ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  63. "Winners & Nominees 2019"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ২০ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯ 
  64. "Winners & Nominees 2020"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ১০ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৯ 
  65. "Winners & Nominees 2021"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২১ 
  66. "Winners & Nominees 2022"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ১৩ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৩ 
  67. "Winners & Nominees 2023"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। ১৫ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা