ডেভিড ফিঞ্চার

মার্কিন চলচ্চিত্র পরিচালক

ডেভিড অ্যান্ড্রু লিও ফিঞ্চার[][] (ইংরেজি: David Andrew Leo Fincher; জন্ম ২৮শে আগস্ট, ১৯৬২) হলেন একজন মার্কিন চলচ্চিত্র, টেলিভিশন ও মিউজিক ভিডিও পরিচালক ও প্রযোজক। তিনি দ্য কিউরিয়াস কেইস অফ বেঞ্জামিন বাটন (২০০৮) ও দ্য সোশ্যাল নেটওয়ার্ক (২০১০) চলচ্চিত্রের জন্য দুইবার শ্রেষ্ঠ পরিচালনার জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং দ্য সোশ্যাল নেটওয়ার্ক ছবির জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালনার জন্য গোল্ডেন গ্লোব পুরস্কারবাফটা পুরস্কার লাভ করেন।

ডেভিড ফিঞ্চার
David Fincher
২০১১ সালে ফিঞ্চার
জন্ম
ডেভিড অ্যান্ড্রু লিও ফিঞ্চার

(1962-08-28) ২৮ আগস্ট ১৯৬২ (বয়স ৬১)
পেশাচলচ্চিত্র, টেলিভিশন ও মিউজিক ভিডিও পরিচালক ও প্রযোজক
কর্মজীবন১৯৮৪–বর্তমান
দাম্পত্য সঙ্গীদোনিয়া ফিওরেন্তিনা (বি. ১৯৯০; বিচ্ছেদ. ১৯৯৫)
সিন চ্যাফিন (বি. ১৯৯৬)
সন্তান

তিনি মনস্তাত্ত্বিক থ্রিলারধর্মী সেভেন (১৯৯৫), দ্য গেম (১৯৯৭), ফাইট ক্লাব (১৯৯৯) এবং গন গার্ল (২০১৪) চলচ্চিত্রের জন্য বিখ্যাত। এছাড়া তিনি রহস্যধর্মী থ্রিলার চলচ্চিত্র জোডিয়াক (২০০৭), দ্য গার্ল উইথ দ্য ড্রাগন ট্যাটু (২০১১) এবং টেলিভিশন ধারাবাহিক হাউজ অব কার্ডস (২০১৩-) এবং মাইন্ডহান্টার (২০১৭-) পরিচালনা করেন।

তার জোডিয়াকদ্য সোশ্যাল নেটওয়ার্ক চলচ্চিত্র দুটি বিবিসির ২১শ শতাব্দীর ১০০ সেরা চলচ্চিত্রের তালিকায় অন্তর্ভুক্ত হয়।[]

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

ফিঞ্চার ১৯৬২ সালের ২৮শে আগস্ট কলোরাডোর ডেনভারে জন্মগ্রহণ করেন।[] তার মাতা ক্লের মে (জন্মনাম বোয়েচার) সাউথ ডাকোটার একটি মাদকাসক্ত নিরাময় প্রোগ্রামের মানসিক স্বাস্থ্য বিষয়ক সেবিকা, এবং তার পিতা হাওয়ার্ড কেলি "জ্যাক" ফিঞ্চার একজন লেখক, যিনি লাইফ সাময়িকীর প্রতিবেদক ও ব্যুরো প্রধান ছিলেন।[][] হাওয়ার্ড ২০০৩ সালের এপ্রিলে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।[][] যখন তার দুই বছর বয়স, তার পরিবার ক্যালিফোর্নিয়ার সান আন্সেলমোতে চলে যায়। সেখানে চলচ্চিত্র নির্মাতা জর্জ লুকাস তাদের প্রতিবেশী ছিল। তার থেকে অনুপ্রাণিত হয়ে ফিঞ্চার ছেলেবেলা থেকেই চলচ্চিত্র নির্মাণে আগ্রহ প্রকাশ করেন।[] ফিঞ্চারের কিশোর বয়সে তারা অরেগনের অ্যাশল্যান্ডে চলে যান এবং সেখানে তিনি অ্যাশল্যান্ড হাই স্কুলে পড়াশুনা করেন। হাই স্কুলে তিনি মঞ্চনাটক পরিচালনা করতেন এবং স্কুলের পরে সেট ও লাইটিংয়ের নকশা করতেন। তিনি সেকেন্ড রান মুভি থিয়েটারে প্রজেকশনিস্ট ছিলেন এবং অরেগনের মেডফোর্ডের স্থানীয় টেলিভিশন সংবাদ স্টেশন "কবি"র ব্যবস্থাপনা সহকারী ছিলেন, পাশাপাশি রান্না করা ও থালা পরিষ্কার করার কাজ করতেন।[][] বুচ ক্যাসিডি অ্যান্ড দ্য সানড্যান্স কিড (১৯৬৯) দেখে অনুপ্রাণিত হয়ে ফিঞ্চার আট বছর বয়সেই ৮মিমি ক্যামেরা দিয়ে চলচ্চিত্র নির্মাণ শুরু করেন।[][]

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

ফিঞ্চার ১৯৯০ সালে মডেল ও চিত্রগ্রাহক দোনিয়া ফিওরেন্তিনোকে (জন্ম ১৯৬৭) বিয়ে করেন।[] ১৯৯৫ সালে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে। তাকে এক কন্যা ফেলিক্স ইমোজেন ফিঞ্চার ১৯৯৪ সালে জন্মগ্রহণ করে।[১০] ফিঞ্চার পরবর্তীতে ১৯৯৬ সালে প্রযোজক সিন চ্যাফিনকে বিয়ে করেন।[১১]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "The Membership > Obituaries: Howard Kely "Jack" Fincher" (পিডিএফ) (ইংরেজি ভাষায়)। 9 (2)। Wolfensberger: Newsletter of the Wolfensberger Family Association। মে ২০০৩। পৃষ্ঠা 3। নভেম্বর ১৮, ২০১৬ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৮He is survived by ... and David Andrew Leo Fincher. David Fincher is a Hollywood motion picture director... 
  2. Davies, Gareth A (ডিসেম্বর ২৩, ২০০৮)। "Forrest Griffin to show his police brutality"দ্য ডেইলি টেলিগ্রাফ (ইংরেজি ভাষায়)। London। সেপ্টেম্বর ১১, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৮...David Leo Fincher, the American film director and music video director... 
  3. "The 21st Century's 100 greatest films" (ইংরেজি ভাষায়)। বিবিসি নিউজ। আগস্ট ২৩, ২০১৬। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৮ 
  4. "David Fincher: Director (1962–)" (ইংরেজি ভাষায়)। Biography.com (FYI / A&E Networks)। সেপ্টেম্বর ১৬, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৮ 
  5. Hochman, David (সেপ্টেম্বর ১৯, ১৯৯৭)। "David Fincher gets back in 'The Game'"এন্টারটেইনমেন্ট উয়িকলি (ইংরেজি ভাষায়)। এপ্রিল ২১, ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৮ 
  6. Rebello, Stephen (সেপ্টেম্বর ১৬, ২০১৪)। "Playboy Interview: David Fincher"প্লেবয় (ইংরেজি ভাষায়)। ২৯ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৮ 
  7. Swallow, James (২০০৩)। "Dark and Light"। Dark Eye: The Films of David Fincher (ইংরেজি ভাষায়)। Reynolds & Hearn। পৃষ্ঠা 11। আইএসবিএন 1-903111-52-8 
  8. "David Fincher: A Life in Pictures" (ইংরেজি ভাষায়)। বাফটা। সেপ্টেম্বর ১৯, ২০১৪। ১৩ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৮ 
  9. Walker, Tim (৮ অক্টোবর ২০১০)। "David Fincher: All the best connections"দি ইন্ডিপেন্ডেন্ট (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৮ 
  10. Mottram, James (১৮ ডিসেম্বর ২০১১)। "The anti-social network: Why David Fincher is the perfect man for 'The Girl With The Dragon Tattoo'"দি ইন্ডিপেন্ডেন্ট (ইংরেজি ভাষায়)। ১৩ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৮ 
  11. Pierce, Nev (২৭ সেপ্টেম্বর ২০১৪)। "David Fincher on Gone Girl: 'Bad things happen in this movie…'"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0261-3077। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা