আলফোনসো কুয়ারোন

মেক্সিকান চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, চিত্রগ্রাহক এবং চলচ্চিত্র সম্পাদক

আলফোনসো কুয়ারোন (স্পেনীয় ভাষায়: Alfonso Cuarón Orozco) হলেন একজন মেক্সিকান চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, চিত্রগ্রাহক এবং চলচ্চিত্র সম্পাদক। তার সর্বাধিক পরিচিত চলচ্চিত্রসমূহ হল ই তু মামা তামবিয়েন (২০০১), হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অব আজকাবান (২০০৪), চিলড্রেন অব মেন (২০০৬), গ্র্যাভিটি (২০১৩) এবং রোমা (২০১৮)। তিনি গ্র্যাভিটিরোমা চলচ্চিত্রের জন্য দুইবার শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে অস্কার লাভ করেন। তিনি প্রথম লাতিন আমেরিকান পরিচালক হিসেবে অস্কার জয় করেন।[]

আলফোনসো কুয়ারোন
২০১৩ সালের জুলাই মাসে কুয়ারোন
জন্ম
আলফোনসো কুয়ারোন ওরোস্কো

(1961-11-28) ২৮ নভেম্বর ১৯৬১ (বয়স ৬২)
কর্মজীবন১৯৮৩ – বর্তমান
দাম্পত্য সঙ্গীমারিয়ানা এলিহোন্ডো (বি. ১৯৮০; বিচ্ছেদ. ১৯৯৩)
আনালিসা বুগলিয়ানি (বি. ২০০১; বিচ্ছেদ. ২০০৮)
আত্মীয়কার্লোস কুয়ারোন (ভাই)
পুরস্কারপূর্ণ তালিকা

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

আলফোনসো কুয়ারোন ওরোস্কো ১৯৬১ সালের ২৮শে নভেম্বর মেক্সিকো সিটিতে জন্মগ্রহণ করেন। তার পিতা আলফ্রেদো কুয়ারোন একজন তেজস্ক্রিয় পদার্থবিদ, যিনি জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি এজেন্সিতে কর্মরত ছিলেন। তার দুই ভাই রয়েছে, কার্লোস একজন চলচ্চিত্র নির্মাতা এবং আলফ্রেদো সংরক্ষণ জীববিজ্ঞানী। কুয়ারোন ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি অব মেক্সিকো (ইউএনএএম)-এ দর্শন বিষয়ে এবং এই বিশ্ববিদ্যালয়ের সেন্ত্রো ইউনিভারসিতারিও দে এস্তুদিওস সিনেমাতোগ্রাফিকোস (সিইউইসি)-এ চলচ্চিত্র নির্মাণ বিষয়ে অধ্যয়ন করেন। সেখানে তিনি পরিচালক কার্লোস মারকোভিচ ও চিত্রগ্রাহক এমানুয়েল লুবেজকির সাথে পরিচিত হন এবং তাদের সাথে মিলে তিনি তার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ভেনজেন্স ইজ মাইন নির্মাণ করেন।

 
২০০৬ সালে কুয়ারোন

চলচ্চিত্রের তালিকা

সম্পাদনা

পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র

সম্পাদনা
বছর চলচ্চিত্রের শিরোনাম মূল শিরোনাম ভূমিকা টীকা
পরিচালক লেখক প্রযোজক সম্পাদক
১৯৯১ সোলো কন তু পারেজা Sólo con Tu Pareja হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পরিচালনায় অভিষেক
কার্লোস কুয়ারোনের সাথে সহ-লেখক
১৯৯৫ আ লিটল প্রিন্সেস A Little Princess হ্যাঁ না না না
১৯৯৮ গ্রেট এক্সপেক্টেশন্স Great Expectations হ্যাঁ না না না
২০০১ ই তু মামা তামবিয়েন Y Tu Mamá También হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কার্লোস কুয়ারোনের সাথে সহ-লেখক
২০০৪ হ্যারি পটার অ্যান্ড দ্য প্রিজনার অব আজকাবান Harry Potter and the Prisoner of Azkaban হ্যাঁ না না না
২০০৬ চিলড্রেন অব মেন Children of Men হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ টিমোথি জে. সেক্সটন, ডেভিড আরাটা,
মার্ক ফার্গুস ও হক অস্টবির সাথে সহ-লেখক
২০১৩ গ্র্যাভিটি Gravity হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ইয়োনাস কুয়ারোনের সাথে সহ-লেখক
২০১৮ রোমা Roma হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ চিত্রগ্রাহক হিসেবেও

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

সম্পাদনা
  • Who's He Anyway (১৯৮৩)
  • Vengeance Is Mine (১৯৮৩) সহ-পরিচালক
  • Cuarteto para el fin del tiempo (১৯৮৩)
  • Paris, je t'aime (২০০৬)
  • The Shock Doctrine (২০০৭)

প্রামাণ্য চিত্র

সম্পাদনা
  • The Possibility of Hope (২০০৬) স্বল্পদৈর্ঘ্য

টেলিভিশন

সম্পাদনা
  • Hora Marcada (১৯৮৬) (কয়েকটি পর্ব)
  • Fallen Angels (১৯৯৩) (দুটি পর্ব)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. পালভার, অ্যান্ড্রু (৩ মার্চ ২০১৪)। "Alfonso Cuarón wins best director Oscar"দ্য গার্ডিয়ান (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ ফেব্রুয়ারি ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা


টেমপ্লেট:আলফোনসো কুয়ারোন