গিয়ের্মো দেল তোরো

মেক্সিকীয় চলচ্চিত্র পরিচালক

গিয়ের্মো দেল তোরো গোমেজ (Guillermo del Toro Gómez (স্পেনীয় উচ্চারণ: [ɡiˈʝeɾmo ðel ˈtoɾo]; জন্ম ৯ই অক্টোবর, ১৯৬৪) হলেন একজন মেক্সিকান চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজক ও ঔপন্যাসিক। চলচ্চিত্র নির্মাণ কর্মজীবনে দেল তোরো স্পেনীয় ভাষার ডার্ক ফ্যান্ট্যাসি, যেমন গথিক ভীতিপ্রদ চলচ্চিত্র দ্য ডেভিল্‌স ব্যাকবোন (২০০১) ও প্যান্‌স ল্যাবিরিন্থ (২০০৬) এবং মূলধারার মার্কিন মারপিঠধর্মী চলচ্চিত্র, যেমন ভ্যাম্পায়ার সুপারহিরো চলচ্চিত্র ব্লেড টু (২০০২), অতিপ্রাকৃত সুপারহিরো চলচ্চিত্র হেলবয় (২০০৪) ও এর অনুবর্তী পর্ব হেলবয় টু: দ্য গোল্ডেন আর্মি (২০০৮) এবং বিজ্ঞান কল্পকাহিনী চলচ্চিত্র প্যাসিফিক রিম (২০১৩) নির্মাণ করেন।

গিয়ের্মো দেল তোরো
Guillermo del Toro
২০১৫ সালে সান দিয়েগো কমিক-কনে দেল তোরো
জন্ম
গিয়ের্মো দেল তোরো গোমেজ[১]

(1964-10-09) অক্টোবর ৯, ১৯৬৪ (বয়স ৫৯)
গুদালাজারা, জালিস্কো, মেক্সিকো
পেশাচলচ্চিত্র পরিচালক, , চিত্রনাট্যকার, প্রযোজক ও ঔপন্যাসিক
কর্মজীবন১৯৮৫–বর্তমান
দাম্পত্য সঙ্গীলরেঞ্জা নিউটন (বি. ১৯৮৬; বিবাহবিচ্ছেদ ২০১৭)
সন্তান
পুরস্কারপূর্ণ তালিকা
স্বাক্ষর

তার ২০১৭ সালের দ্য শেপ অব ওয়াটার চলচ্চিত্রটি ৭৪তম ভেনিস চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লায়ন এবং শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য একাডেমি পুরস্কার লাভ করে। এছাড়া তিনি এই চলচ্চিত্র পরিচালনার জন্য একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব, বাফটা, ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কারডিরেক্টরস গিল্ড অব আমেরিকা পুরস্কার লাভ করেন।

দেল তোরোর কাজের প্রধান বৈশিষ্ট হল রূপকথা ও ভীতিপ্রদ গল্পের সমন্বয়, পাশাপাশি দৃশ্য ও কাব্যিক সৌন্দর্য।[২] দানবের প্রতি তার আজীবন মোহ রয়েছে, তিনি একে বৃহৎ শক্তির প্রতীক বলে মনে করেন।[৩] তিনি এবং তার সমসাময়িক দুই মেক্সিকান চলচ্চিত্র নির্মাতা আলফোনসো কুয়ারোনআলেহান্দ্রো গোন্সালেস ইনারিতু ঘনিষ্ঠ বন্ধু, তারা তিনজন একত্রে "চলচ্চিত্রের তিন বন্ধু" নামে পরিচিত।[৪]

প্রারম্ভিক জীবন সম্পাদনা

দেল তোরো ১৯৬৪ সালের ৯ই অক্টোবর মেক্সিকোর জেলিস্কোর গুদালাজারায় এক ক্যাথলিক পরিবারে জন্মগ্রহণ করেন।[৫] দেল তোরো গুদালাজারার গুদালাজারা বিশ্ববিদ্যালয়ের তদন্ত ও চিত্রগ্রহণ বিষয়ে পড়াশুনা করেন।[৬]

যখন দেল তোরোর আট বছর বয়স, তখন তিনি তার পিটার সুপার ৮ ক্যামেরা দিয়ে চলচ্চিত্র নির্মাণ করতেন। সেসময় তিনি প্ল্যানেট অব দ্য অ্যাপস ফ্যাঞ্চাইজির খেলনা ও অন্যান্য বিষয়াদি নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতেন। তার একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বিষয়বস্তু ছিল একটি "সিরিয়াল কিলার আলু" বিশ্ব শাসনের আকাঙ্ক্ষা নিয়ে দেল তোরোর মাতা ও ভাইকে খুন করে এবং বাইরে বের হওয়ার সাথে সাথেই গাড়ি চাপা পড়ে মারা যায়।[৭] দেল তোরো তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পূর্বে প্রায় ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন, যার মধ্যে দোনা লুপেজিওমেত্রিয়া দুটি পাওয়া যায়।[৮]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

দেল তোরো লরেঞ্জা নিউটনকে বিয়ে করেন। নিউটন মেক্সিকান গায়ক গুদালুপে পিনেদার বোন। দেল তোরো ও নিউটন গুদালাজারার ইনস্তিতিউতো দে সিয়েন্সিয়াসে পড়াকালীন প্রেমের সম্পর্কে জড়ান। তাদের দুই কন্যা রয়েছে, তারা হলেন মারিসা ও মারিয়ানা। দেল তোরো ও নিউটন ২০১৭ সালের শুরুর দিকে আলাদা হয়ে যান এবং একই বছরের সেপ্টেম্বর মাসে তাদের বিবাহবিচ্ছেদ হয়।

টরন্টো ও ক্যালিফোর্নিয়ার আগোরা হিলসে দেল তোরোর বাড়ি রয়েছে, এবং প্রতি ছয় মাস অন্তর অন্তর তিনি তার পরিবারের সাথে সাক্ষাৎ করতে গুদালাজারায় যান।[৯]

চলচ্চিত্রের তালিকা সম্পাদনা

পুরস্কার ও মনোনয়ন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Guillermo del Toro cumple 48 años en espera de El Hobbit"Informador (ইংরেজি ভাষায়)। অক্টোবর ৮, ২০১২। ডিসেম্বর ২, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৮ 
  2. Gorber, Jason (জানুয়ারি ১৫, ২০১৩)। "Gorber's Epic Guillermo del Toro Interview, Part 2: On Producing and Building a Canon of Work"twitchfilm (ইংরেজি ভাষায়)। জানুয়ারি ১৮, ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৮ 
  3. Guillermo del Toro (সেপ্টেম্বর ২২, ২০১০)। "Monsters Are Living, Breathing Metaphors" (ইংরেজি ভাষায়)। Big Think। সেপ্টেম্বর ১, ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৮ 
  4. Thompson, Anne (সেপ্টেম্বর ২৪, ২০০৬)। "Three amigos change face of Mexican film"দ্য হলিউড রিপোর্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৮ 
  5. Applebaum, Stephen (১৬ আগস্ট ২০০৮)। "Like his blue-collar demon hero Hellboy, Guillermo del Toro has a few issues with authority" (ইংরেজি ভাষায়)। Edinburgh: দ্য স্কট্‌সম্যান। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৮ 
  6. "Guillermo del Toro Biography" (ইংরেজি ভাষায়)। ইয়াহু! মুভিজ। ১৯ জানুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৮ 
  7. "I am Guillermo del Toro, director, writer, producer. AMA." (ইংরেজি ভাষায়)। রেডিট। ১১ জুলাই ২০১৪। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৮ 
  8. Campbell, Christopher (৭ জুলাই ২০১৩)। "Short Starts: Guillermo del Toro's Geometria Has Fun With Irony and Math"filmschoolrejects (ইংরেজি ভাষায়)। ১০ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০১৮ 
  9. "Going to Mexico? Director Guillermo del Toro has some recommendations" (ইংরেজি ভাষায়)। টরন্টো স্টার। ১০ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০১৮ 

বহিঃসংযোগ সম্পাদনা

টেমপ্লেট:গিয়ের্মো দেল তোরো