ড্যানি বয়েল

ইংরেজ চলচ্চিত্রকার

ড্যানি বয়েল (জন্ম: ২০শে অক্টোবর, ১৯৫৬) একজন ইংরেজ চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। তিনি ট্রেইনস্পটিং, টুয়েন্টি এইট ডেইস লেইটার এবং সানশাইন এর মত চলচ্চিত্র নির্মাণ করে পরিচিতি অর্জন করেছেন। ২০০৮ সালে স্লামডগ মিলিয়নিয়ার চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ পরিচালক হিসেবে একাডেমি পুরস্কার লাভ করেন।[] এছাড়াও ২০১০ সালে 127 Hours চলচ্চিত্রের জন্য তিনি দুইটি বিভাগে একাডেমি পুরস্কারের জন্য মনোনীত হন।

ড্যানি বয়েল
২০১৯ সালে ড্যানি বয়েল
জন্ম
ড্যানি ফ্রান্সিস বয়েল

(1956-10-20) ২০ অক্টোবর ১৯৫৬ (বয়স ৬৭)
র‌্যাডক্লিফ, ল্যাঙ্কাশায়ার, ইংল্যান্ড
শিক্ষাথর্নলে সেলসিয়ান কলেজ
মাতৃশিক্ষায়তনইউনিভার্সিটি কলেজ অফ নর্থ ওয়েলস (বর্তমানে ব্যাঙ্গর ইউনিভার্সিটি)
পেশাচলচ্চিত্র পরিচালক, প্রযোজক
কর্মজীবন১৯৮০–বর্তমান
পরিচিতির কারণ
সঙ্গীগেইল স্টিভেনস (১৯৮৩–২০০৩)
সন্তান
ড্যানি বয়েল

চলচ্চিত্রসমূহ

সম্পাদনা
  • Shallow Grave (১৯৯৪)
  • Trainspotting (১৯৯৬)
  • A Life Less Ordinary (১৯৯৭)
  • The Beach (২০০০)
  • 28 Days Later (২০০২)
  • Millions (২০০৪)
  • সানশাইন (২০০৭)
  • স্লামডগ মিলিয়নার (২০০৮)
  • Alien Love Triangle (২০০৮)
  • 127 Hours (২০১০)
  • Trance (২০১৩)[]
  • Steve Jobs (২০১৫)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "From fleapit to the red carpet"
  2. "Danny Boyle climbs on mountaineer epic 127 Hours"

বহিঃসংযোগ

সম্পাদনা