মারিও পুজো

মার্কিন লেখক

মারিও জিয়ানলুইগি পুজো (ইংরেজি: Mario Gianluigi Puzo; জন্ম: ১৫ অক্টোবর, ১৯২০ - মৃত্যু: ২ জুলাই, ১৯৯৯) একজন ইতালীয়-আমেরিকান কথাসাহিত্যিক ও চিত্রনাট্যকার। আমেরিকার মাফিয়াদের নিয়ে রচিত গডফাদার (১৯৬৯) নামক উপন্যাসের জন্য তিনি বহুলভাবে সমাদৃত। তার গডফাদার উপন্যাস অবলম্বনে নির্মিত গডফাদার চলচ্চিত্রের জন্য তিনি ১৯৭২ ও ১৯৭৪ সালে সেরা চিত্রনাট্য বিভাগে একাডেমী পুরস্কার লাভ করেন।

মারিও পুজো
জন্মমারিও জিয়ানলুইগি পুজো
(১৯২০-১০-১৫)১৫ অক্টোবর ১৯২০
ম্যানহাটন, নিউ ইয়র্ক
মৃত্যু২ জুলাই ১৯৯৯(1999-07-02) (বয়স ৭৮)
ওয়েস্ট বে শোর, নিউ ইয়র্ক
ছদ্মনামমারিও ক্লিরি
পেশাঔপন্যাসিক, চিত্রনাট্যকার
জাতীয়তাআমেরিকান (ইতালীয়-আমেরিকান)
সময়কাল১৯৫৫–৯৯
ধরনঅপরাধ সাহিত্য
বিষয়মাফিয়া
উল্লেখযোগ্য রচনাবলিদ্য গডফাদার (১৯৬৯)
দাম্পত্যসঙ্গীএরিকা পুজো (১৯২১–৭৮)
সন্তানঅ্যান্থনি পুজো
জোসেফ পুজো
ডরোথি আঁতোয়ানেত পুজো
ভার্জিনিয়া এরিকা পুজো
ইউজিন পুজো

স্বাক্ষর
ওয়েবসাইট
http://mariopuzo.com/

জন্ম ও শৈশব

সম্পাদনা

কর্মজীবন

সম্পাদনা

পুজো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন বিমান বাহিনীতে যোগ দেন এবং জার্মানীতে কর্মরত ছিলেন। পরবর্তীকালে তিনি সাহিত্য সম্পাদক হিসেবে কাজ করেন একটি পত্রিকাতে।

সাহিত্যিক জীবন

সম্পাদনা

১৯৫০ সালে পুজোর প্রথম ছোটগল্প দি লাস্ট ক্রিস্টমাস আমেরিকান ভ্যানগার্ড পত্রিকায় প্রকাশিত হয়।

মৃত্যু

সম্পাদনা

তিনি ১৯৯৯ সালের ২ জুলাই তারিখে নিউ ইয়র্কের লং আইল্যান্ডের ওয়েস্ট বে এলাকার ম্যানর লেনে অবস্থিত নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

পুরস্কার ও সম্মাননা

সম্পাদনা

সাহিত্য কর্ম

সম্পাদনা

উপন্যাস

সম্পাদনা
  • দি ডার্ক এ্যারিনা - The Dark Arena (১৯৫৫)
  • দি ফরচুনেট পিলগ্রিম - The Fortunate Pilgrim (196 (১৯৬৫)
  • দি রানএওয়ে সামার আফ ডেভি শ - The Runaway Summer of Davie Shaw (১৯৬৬)
  • দি সিক্স গ্রেভ টু মিউনিখ - Six Graves to Munich (১৯৬৭) (মারিও ক্লিরি ছব্দনামে)
  • দি গডফাদার - The Godfather (১৯৬৯)
  • ফুলস্‌ ডাই - Fools Die (১৯৭৮)
  • দি সিসিলিয়ান - The Sicilian (১৯৮৪)
  • দি ফোর্থ কে - The Fourth K (১৯৯১)
  • দি লাস্ট ডন - The Last Don (১৯৯৬)
  • ওমেরট্রা - Omertà (২০০০)
  • দি ফ্যামিলি - The Family (২০০১) (দীর্ঘদিনের বান্ধবী ক্যারল গিনো কর্তৃক সমাপ্ত)

প্রবন্ধ

সম্পাদনা
  • টেস্ট ইউরসেল্ফ: আর ইউ হেডিং ফর এ নার্ভাস ব্রেকডাউন? - Test Yourself: Are You Heading for a Nervous Breakdown? (১৯৬৫) (মারিও ক্লিরি ছব্দনামে)
  • দি গডফাদার পেপার এন্ড আদার কনফেশনস্‌ - The Godfather Papers and Other Confessions (১৯৭২)
  • ইনসাইড লাস ভেগাস - Inside Las Vegas (১৯৭৭)

ছোট গল্প

সম্পাদনা
  • দি লাস্ট ক্রিস্টমাস - The Last Christmas (১৯৫০)
  • জন 'রেড' মার্সটন'স আইল্যান্ড অফ ডিলাইট - John 'Red' Marston's Island of Delight (১৯৬৪) (মারিও ক্লিরি ছব্দনামে)
  • বিগ মাইক'স্‌ এয়াইল্ড ইয়ং সিস্টার-ইন-ল - Big Mike's Wild Young Sister-in-law (১৯৬৪) (মারিও ক্লিরি ছব্দনামে)
  • দি সিক্স মিলিয়ন কিলার শার্কস্‌ দ্যাট টেরোরাইজ আওয়াআর সোরস্‌ - The Six Million Killer Sharks That Terrorize Our Shores (১৯৬৬) (মারিও ক্লিরি ছব্দনামে)
  • ট্রেপড গার্লস্‌ ইন দি রিভিরা'স্‌ ফ্রেস ক্যাসিনো - Trapped Girls in the Riviera's Flesh Casino (১৯৬৭) (মারিও ক্লিরি ছব্দনামে)
  • দি আনকিলেবল সিক্স - The Unkillable Six (১৯৬৭) (মারিও ক্লিরি ছব্দনামে)
  • গার্লস্‌ অফ প্লিজার পেন্টহাইস - Girls of Pleasure Penthouse (১৯৬৮) (মারিও ক্লিরি ছব্দনামে)
  • অর্ডার লুসি ফর টুনাইট - Order Lucy For Tonight (১৯৬৮) (মারিও ক্লিরি ছব্দনামে)
  • ১২ ব্যারাকস্‌ অফ ওয়াইল্ড ব্লোন্ডস্‌ - 12 Barracks of Wild Blondes (১৯৬৮) (মারিও ক্লিরি ছব্দনামে)
  • চার্লি রিচি'স্‌ এমাজিং এস্কেপ ফ্রম এ রুশিয়ান ডেথ ক্যাম্প - Charlie Reese's Amazing Escape from a Russian Death Camp (১৯৬৯) (মারিও ক্লিরি ছব্দনামে)

চিত্রনাট্য

সম্পাদনা
  • দি গডফাদার - The Godfather (১৯৭২)
  • দি গডফাদার পার্ট ২ - The Godfather Part II (১৯৭৪)
  • আর্থকোয়েক - Earthquake (১৯৭৪)
  • সুপারম্যান - Superman (১৯৭৮)
  • সুপারম্যান ২ - Superman II (১৯৮০)
  • দি গডফাদার পার্ট ৩ - The Godfather Part III (১৯৯০)
  • ক্রিস্টোফার কলম্বাস: দি ডিসকোভারী - Christopher Columbus: The Discovery (১৯৯২)
  • সুপারম্যান ২: দি রিচার্ড ডোনার কাট - Superman II: The Richard Donner Cut (২০০৬)
  • দি ফ্যামিলি কোরলিয়ন - The Family Corleone (অপ্রচারিত)

বহিঃসংযোগ

সম্পাদনা