রেজিং বুল
রেজিং বুল (ইংরেজি: Raging Bull) হল ১৯৮০ সালের মার্কিন জীবনীমূলক সাদাকালো ক্রীড়াধর্মী নাট্য চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন মার্টিন স্কোরসেজি এবং প্রযোজনা করেছেন রবার্ট শার্টফ ও আরউইন উইঙ্কলার। মুষ্টিযোদ্ধা জেক লামোত্তার স্মৃতিকথা রেজিং বুল: মাই স্টোরি অবলম্বনে ছবিটির চিত্রনাট্য রচনা করেছেন পল শ্রেডার ও মার্ডিক মার্টিন। এতে লামোত্তার ভূমিকায় অভিনয় করেছেন রবার্ট ডি নিরো। লামোত্তার ভাই জোই চরিত্রে অভিনয় করেন জো পেশি ও তার স্ত্রী ভিকি চরিত্রে অভিনয় করেন ক্যাথি মোরিয়ার্টি। অন্যান্য পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন নিকোলাস কোলাসান্তো, টেরেসা সালডানা, ও ফ্রাঙ্ক ভিনসেন্ট।
রেজিং বুল | |
---|---|
Raging Bull | |
পরিচালক | মার্টিন স্কোরসেজি |
প্রযোজক |
|
চিত্রনাট্যকার |
|
উৎস | জেক লামোত্তা কর্তৃক রেজিং বুল: মাই স্টোরি |
শ্রেষ্ঠাংশে | রবার্ট ডি নিরো |
চিত্রগ্রাহক | মাইকেল চ্যাপম্যান |
সম্পাদক | থেলমা স্কুনমেকার |
পরিবেশক | ইউনাইটেড আর্টিস্ট্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১২৯ মিনিট[১] |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $১৮ মিলিয়ন[২] |
আয় | $২৩.৪ মিলিয়ন (উত্তর আমেরিকা)[২] |
রেজিং বুল চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয় ১৯৮০ সালের ১৪ই নভেম্বর এবং ১৯৮০ সালের ১৯শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। ১৮ মিলিয়ন মার্কিন ডলার নির্মাণব্যয়ের বিপরীতে চলচ্চিত্রটি মাত্র ২৩.৪ মিলিয়ন মার্কিন ডলার আয় করেন। মুক্তির পর চলচ্চিত্রটি মিশ্র প্রতিক্রিয়া লাভ করেন, তবে ডি নিরোর অভিনয় ও চলচ্চিত্র সম্পাদনা প্রশংসিত হয়। মিশ্র প্রতিক্রিতা সত্ত্বেও চলচ্চিত্রটি ৫৩তম একাডেমি পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র ও শ্রেষ্ঠ পরিচালনাসহ আটটি বিভাগে মনোনয়ন লাভ করে এবং শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ চলচ্চিত্র সম্পাদনা বিভাগে পুরস্কার লাভ করে।
কুশীলব
সম্পাদনা- রবার্ট ডি নিরো - জেক লামোত্তা
- জো পেশি - জোই লামোত্তা, জেকের ভাই।
- ক্যাথি মোরিয়ার্টি - ভিকি লামোত্তা, জেকের স্ত্রী।
- নিকোলাস কোলাসান্তো - টমি কোমো
- টেরেসা সালডানা - লেনোরা লামোত্তা, জোই'র স্ত্রী।
- ফ্রাঙ্ক ভিনসেন্ট - সালভি ব্যাটস
- জনি বার্নস - সুগার রে রবিনসন
- মার্টিন স্কোরসেজি - বার্বিজন (শুধু কণ্ঠ)
মূল্যায়ন
সম্পাদনাবক্স অফিস
সম্পাদনা১৮ মিলিয়ন মার্কিন ডলারের বিপরীতে চলচ্চিত্রটি মাত্র ২৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করে। চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহের ভাড়া থেকে মাত্র ১০.১ মিলিয়ন মার্কিন ডলার উপার্জন করতে সমর্থ হয়।[৩] বক্স অফিস মোজো অনুসারে চলচ্চিত্রটি দেশের অভ্যন্তরের প্রেক্ষাগৃহ থেকে ২৩,৩৮৩,৯৮৭ মার্কিন ডলার আয় করে।[৪]
পুরস্কার ও স্বীকৃতি
সম্পাদনা- বিজয়ী: শ্রেষ্ঠ অভিনেতা - রবার্ট ডি নিরো
- বিজয়ী: শ্রেষ্ঠ চিত্রসম্পাদনা - থেলমা শুনমেকার
- মনোনীত: শ্রেষ্ঠ চলচ্চিত্র - রেজিং বুল
- মনোনীত: শ্রেষ্ঠ পরিচালনা - মার্টিন স্কোরসেজি
- মনোনীত: শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা - জো পেশি
- মনোনীত: শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী - ক্যাথি মোরিয়ার্টি
- মনোনীত: শ্রেষ্ঠ চিত্রগ্রহণ - মাইকেল চ্যাপম্যান
- মনোনীত: শ্রেষ্ঠ শব্দগ্রহণ - ডোনাল্ড ও. মিচেল, বিল নিকোলসন, ডেভিড জে. কিম্বল ও লে লাৎসারোউইৎজ
- বিজয়ী: সেরা অভিনেতা - রবার্ট ডি নিরো
- মনোনীত: সেরা নাট্য চলচ্চিত্র - রেজিং বুল
- মনোনীত: সেরা চলচ্চিত্র পরিচালক - মার্টিন স্কোরসেজি
- মনোনীত: সেরা পার্শ্ব অভিনেতা - জো পেশি
- মনোনীত: সেরা পার্শ্ব অভিনেত্রী - ক্যাথি মোরিয়ার্টি
- মনোনীত: বর্ষসেরা নবীন তারকা - অভিনেত্রী - ক্যাথি মোরিয়ার্টি
- মনোনীত: সেরা চিত্রনাট্য - পল শ্রেডার ও মার্ডিক মার্টিন
- বিজয়ী: শ্রেষ্ঠ চিত্রসম্পাদনা - থেলমা শুনমেকার
- বিজয়ী: শ্রেষ্ঠ নবাগত অভিনেতা - জো পেশি
- মনোনীত: শ্রেষ্ঠ অভিনেতা - রবার্ট ডি নিরো
- মনোনীত: শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী - ক্যাথি মোরিয়ার্টি
- আমেরিকান ফিল্ম ইনস্টিটিউটের স্বীকৃতি
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "RAGING BULL" (ইংরেজি ভাষায়)। ব্রিটিশ বোর্ড অব ফিল্ম ক্লাসিফিকেশন। ২১ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ ক খ "Raging Bull (1980) - Financial Information"। দ্য নাম্বারস। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ স্পাই (নভেম্বর ১৯৮৮)। The Unstoppables (ইংরেজি ভাষায়)। New York: Sussex Publishers, LLC। পৃষ্ঠা ৯০। আইএসএসএন 0890-1759।
- ↑ "Raging Bull"। বক্স অফিস মোজো (ইংরেজি ভাষায়)। ফেব্রুয়ারি ২৮, ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০০৮।
- ↑ "The 53rd Academy Awards - 1981"। অস্কার (ইংরেজি ভাষায়)। একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "AFI's 100 Years...100 Movies"। এএফআই। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "AFI's 100 Years...100 Thrills"। এএফআই। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "AFI's 100 Years...100 Movies - 10th Anniversary Edition"। এএফআই। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট। ৭ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "AFI: 10 Top 10"। এএফআই। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- অলমুভিতে রেজিং বুল (ইংরেজি)
- আমেরিকান ফিল্ম ইন্সটিটিউট ক্যাটালগে রেজিং বুল
- ইন্টারনেট মুভি ডেটাবেজে রেজিং বুল (ইংরেজি)
- টিসিএম চলচ্চিত্র ডেটাবেজে রেজিং বুল
- বক্স অফিস মোজোতে রেজিং বুল (ইংরেজি)
- মেটাক্রিটিকে রেজিং বুল (ইংরেজি)
- রটেন টম্যাটোসে রেজিং বুল (ইংরেজি)