কালি মন্দির
প্রাচীন কালি মন্দির।
কালি মন্দির বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত একটি প্রাচীন স্থাপনা। এটি মূলত বগুড়া জেলার কাহালু উপজেলায় অবস্থিত একটি প্রাচীন মন্দির। এটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর তালিকাভুক্ত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা[১]
কালি মন্দির | |
---|---|
![]() | |
ধর্ম | |
অন্তর্ভুক্তি | হিন্দুধর্ম |
জেলা | বগুড়া জেলা |
অবস্থান | |
অবস্থান | কাহালু উপজেলা |
দেশ | বাংলাদেশ |
বিবরণসম্পাদনা
কালি মন্দিরটি একটি প্রাচীন চতুর্ভুজাকৃতির মন্দির। এর অভ্যন্তরে একটি একটি কক্ষ রয়েছে। মন্দিরটি দোচালা আকৃতির। ভিতরে প্রবেশের জন্য একটি প্রবেশদ্বার রয়েছে। মন্দিরের দেয়ালে উপরে চিত্র লক্ষ্য করা যায়। রক্ষণাবেক্ষণের অভাবে আকর্ষনীয় মন্দিরটির গায়ে এখন বিপর্যয়ের চিহ্ন দেখা যায়।[তথ্যসূত্র প্রয়োজন]
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ "প্রত্নস্হলের তালিকা"। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর। http://www.archaeology.gov.bd/। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৬।
|প্রকাশক=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
উইকিমিডিয়া কমন্সে কালি মন্দির সংক্রান্ত মিডিয়া রয়েছে।