মহাশক্তি

হিন্দুধর্মে ঐশ্বরিক স্ত্রৈণ উর্জ্জা এবং শক্তির ব্যক্তিত্ব

হিন্দু শাক্তধর্মে মহাশক্তি (সংস্কৃত: महाशक्ति) জগত সৃষ্টির আদি কারণ এবং জগতের প্রধান শক্তি। হিন্দুধর্মে তাকে দিব্য জননীর স্থান প্রদান করা হয়।

মহাশক্তি,পার্বতী
Durga closeup Maddox Square 2010 Arnab Dutta.JPG
অস্ত্রত্রিশূল, শঙ্খ,
চক্র, ধনুর্বাণ, পদ্ম ইত্যাদি।
বাহনসিংহ
সঙ্গীশিব

শাক্তধর্মে মহাশক্তিকেই সর্বোচ্চ ঈশ্বর মনে করেন দেবতা শিবের প্রকৃতি হলেন পার্বতী তিনিই দেবী মহাশক্তি।[১]

শাক্ত বিশ্বাস অনুযায়ী, মহাশক্তি কেবলমাত্র সৃষ্টির কারণই নন, তিনি জগতের সকল পরিবর্তনেরও মূল কারণ। মহাশক্তির আদি ও অন্ত নেই। এই সর্বাপেক্ষে গুরুত্বপূর্ণ রূপটি হল কুণ্ডলিনী শক্তি, সাধারণত পুরান অনুসারে দেবী পার্বতী।

আরও পড়ুনসম্পাদনা

পাদটীকাসম্পাদনা

  1. Tiwari, Path of Practice, p. 55

বহিঃসংযোগসম্পাদনা