উয়েফা ইউরো ২০২০ গ্রুপ এফ

(UEFA Euro 2020 Group F থেকে পুনর্নির্দেশিত)

উয়েফা ইউরো ২০২০-এর গ্রুপ এফ-এর সকল ম্যাচ ২০২১ সালের ১৫ হতে ২৩শে জুন তারিখ পর্যন্ত হাঙ্গেরির বুদাপেস্টের পুশকাশ এরিনা এবং জার্মানির মিউনিখের আলিয়ানৎস আরেনায় অনুষ্ঠিত হয়েছে।[১] এই গ্রুপে এই আসরের অন্যতম আয়োজক হাঙ্গেরি, এই প্রতিযোগিতার পূর্ববর্তী আসরের চ্যাম্পিয়ন পর্তুগাল, ২০১৮ ফিফা বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স এবং এই আসরের অন্যতম আয়োজক ও এই প্রতিযোগিতার অন্যতম সফল দল জার্মানি একে অপরের মুখোমুখি হয়েছে।[২] দুই আয়োজক দেশ হাঙ্গেরি এবং জার্মানির মধ্যকার ম্যাচটি জার্মানির আলিয়ানৎস আরেনায় অনুষ্ঠিত হয়েছে।

যদিও এই আসরের বিন্যাসের ফলে সম্ভাব্য তিনটি দল নকআউট পর্বে উত্তীর্ণ হতে পারবে, তবে পর্তুগাল (উয়েফা ইউরো ২০১৬ এবং ২০১৮–১৯ উয়েফা নেশনস লিগ চ্যাম্পিয়ন), ফ্রান্স (২০১৮ ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন এবং উয়েফা ইউরো ২০১৬ রানার-আপ) এবং জার্মানি (২০১৪ ফিফা বিশ্বকাপ এবং ২০১৭ ফিফা কনফেডারেশনস কাপ চ্যাম্পিয়ন) এই গ্রুপে অবস্থান করায় গ্রুপটিকে "গ্রুপ অব ডেথ" হিসেবে অভিহিত করা হয়।[৩][৪]

দল সম্পাদনা

অব দল পাত্র পদ্ধতি তারিখ অংশগ্রহণ সর্বশেষ সেরা সাফল্য বাছাইপর্বে
অবস্থান
[টীকা ১]
র‍্যাঙ্কিংয়ে অবস্থান
(মে ২০২১ অনুযায়ী)
এফ১   হাঙ্গেরি (আয়োজক) প্লে-অফ পথ এ চ্যাম্পিয়ন ১২ নভেম্বর ২০২০ ৪র্থ ২০১৬ তৃতীয় স্থান (১৯৬৪) ৩১ ৩৭
এফ২   পর্তুগাল গ্রুপ বি রানার-আপ ১৭ নভেম্বর ২০১৯ ৮ম ২০১৬ চ্যাম্পিয়ন (২০১৬) ১৩
এফ৩   ফ্রান্স গ্রুপ এইচ চ্যাম্পিয়ন ১৪ নভেম্বর ২০১৯ ১০ম ২০১৬ চ্যাম্পিয়ন (১৯৮৪, ২০০০)
এফ৪   জার্মানি[টীকা ২] (আয়োজক) গ্রুপ সি চ্যাম্পিয়ন ১৬ নভেম্বর ২০১৯ ১৩তম ২০১৬ চ্যাম্পিয়ন (১৯৭২, ১৯৮০, ১৯৯৬) ১২

টীকা

  1. এই অবস্থানগুলো ২০১৯ সালের নভেম্বর মাস অনুযায়ী, কেননা নভেম্বর মাসে ইউরোপীয় বাছাইপর্বের সামগ্রিক অবস্থান চূড়ান্ত ড্রয়ের জন্য পাত্র নির্ধারণ করতে ব্যবহৃত হয়েছিল।
  2. ১৯৭২ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত জার্মানি পশ্চিম জার্মানি হিসেবে প্রতিযোগিতা করেছে।

পয়েন্ট টেবিল সম্পাদনা

অব দল ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
  ফ্রান্স +১ নকআউট পর্বে উত্তীর্ণ
  জার্মানি (H) +১ [ক]
  পর্তুগাল +১ [ক]
  হাঙ্গেরি (H) −৩
উৎস: উয়েফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: গ্রুপ পর্বের টাইব্রেকার
(H) স্বাগতিক।
টীকা:
  1. হেড-টু-হেড ফলাফল: পর্তুগাল ২–৪ জার্মানি।

১৬ দলের পর্বে,[৫]

ম্যাচ সম্পাদনা

নিম্নে তালিকাভুক্ত ম্যাচগুলোর সময় মধ্য ইউরোপীয় গ্রীষ্মকালীন সময় অনুযায়ী উল্লেখ করা হয়েছে (ইউটিসি+২)। বাকুতে অনুষ্ঠিত ম্যাচের জন্য স্থানীয় সময় (এমএসকে, ইউটিসি+৩) উল্লেখ করা হয়েছে।

হাঙ্গেরি বনাম পর্তুগাল সম্পাদনা

হাঙ্গেরি  ০–৩  পর্তুগাল
প্রতিবেদন
 
 
 
 
 
 
 
 
 
 
হাঙ্গেরি[৭]
 
 
 
 
 
 
 
 
 
 
পর্তুগাল[৭]
গো পেতের গুলাচি
সে.ব্যা. ২১ এন্দ্রে বোতকা
সে.ব্যা. উইলি ওরবান   ৮৬'
সে.ব্যা. অতিলা সলই
ডি.মি. আদাম নগি   ৮৮'
রা.মি. ১৪ গের্গো লোভরেনচিচ
সে.মি. ১৫ লাসলো ক্লেইনহেইসলের   ৭৮'
সে.মি. ১৩ অন্দ্রাশ শাফের   ৬৫'
লে.মি. অতিলা ফিয়োলা   ৮৮'
সে.ফ. আদাম সলই (অধি:)
সে.ফ. ২০ রোলান্দ শালাই   ৭৭'
বদলি খেলোয়াড়:
লুইক নেগো   ৮০'   ৬৫'
২৪ সাবোলচ শোন   ৭৭'
১৮ দাভিদ শিগের   ৭৮'
১৯ কেভিন ভারগা   ৮৮'
১৭ রোলান্দ ভারগা   ৮৮'
ম্যানেজার:
  মার্কো রসসি
গো রুই পাত্রিসিও
রা.ব্যা. নেলসন সেমেদো
সে.ব্যা. রুবেন দিয়াস   ৩৮'
সে.ব্যা. পেপে
লে.ব্যা. রাফায়েল গেরেইরো
সে.মি. ১৩ দানিলো পেরেইরা
সে.মি. ১৪ উইলিয়াম কারভালিয়ো   ৮১'
সে.মি. ১১ ব্রুনো ফের্নান্দেস   ৮৯'
রা.ফ. ক্রিস্তিয়ানো রোনালদো (অধি:)
সে.ফ. ২১ দিয়োগো জোতা   ৮১'
লে.ফ. ১০ বের্নার্দো সিলভা   ৭১'
বদলি খেলোয়াড়:
১৫ রাফা সিলভা   ৭১'
১৬ রেনাতো সানচেস   ৮১'
আন্দ্রে সিলভা   ৮১'
জোয়াও মৌতিনিয়ো   ৮৯'
ম্যানেজার:
  ফের্নান্দো মানুয়েল সান্তোস

ম্যান অব দ্য ম্যাচ:
ক্রিস্তিয়ানো রোনালদো (পর্তুগাল)[৮]

সহকারী রেফারি:[৭]
বাহাত্তিন দুরান (তুরস্ক)
তারিক ওনগুন (তুরস্ক)
চতুর্থ রেফারি:
জান্দ্রো শ্যারার (সুইজারল্যান্ড)
সংরক্ষিত সহকারী রেফারি:
স্তেফান দে আলমেইদা (সুইজারল্যান্ড)
ভিডিও সহকারী রেফারি:
মাসসিমিলিয়ানো ইররাতি (ইতালি)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
পাওলো ভালেরি (ইতালি)
ফিলিপ্পো মেলি (ইতালি)
পাভেল গিল (পোল্যান্ড)

ফ্রান্স বনাম জার্মানি সম্পাদনা

ফ্রান্স  ১–০  জার্মানি
প্রতিবেদন
 
 
 
 
 
 
 
 
 
ফ্রান্স[১০]
 
 
 
 
 
 
 
 
 
 
জার্মানি[১০]
গো উগো লরিস (অধি:)
রা.ব্যা. বঁজামাঁ পাভার
সে.ব্যা. রাফায়েল ভারান
সে.ব্যা. প্রেসনেল কিম্পেম্বে
লে.ব্যা. ২১ লুকাস এরনঁদেজ
ডি.মি. ১৩ এনগোলো কঁতে
সে.মি. ১৪ আদ্রিয়েঁ রাবিও   ৯০+৪'
সে.মি. পল পগবা
অ্যা.মি. অঁতোয়ান গ্রিয়েজমান
সে.ফ. ১৯ করিম বেনজেমা   ৮৯'
সে.ফ. ১০ কিলিয়ান এমবাপে
বদলি খেলোয়াড়:
১২ করেন্তিনো তোলিসো   ৮৯'
১১ উসমান দেম্বেলে   ৯০+৪'
ম্যানেজার:
  দিদিয়ে দেশঁ
গো মানুয়েল নয়ার (অধি:)
সে.ব্যা. মাটিয়াস গিন্টার   ৮৮'
সে.ব্যা. মাটস হুমেলস
সে.ব্যা. আন্টোনিও রুডিগার
রা.মি. ইয়োজুয়া কিমিশ   ৭'
সে.মি. ২১ ইলকায় গুন্দোয়ান
সে.মি. টনি ক্রুস
লে.মি. ২০ রবিন গোসেন্স   ৮৮'
রা.উ. কাই হাভের্ৎস   ৭৪'
লে.উ. ২৫ থমাস মুলার
সে.ফ. ১০ সের্জ নাব্রি   ৭৪'
বদলি খেলোয়াড়:
১১ টিমো ভেয়ার্নার   ৭৪'
১৯ লিরয় জানে   ৭৪'
কেভিন ভোলান্ট   ৮৮'
২৩ এমরে জান   ৮৮'
ম্যানেজার:
  ইওয়াখিম ল্যোভ

ম্যান অব দ্য ম্যাচ:
পল পগবা (ফ্রান্স)[৮]

সহকারী রেফারি:[১০]
হুয়ান কার্লোস ইয়ুস্তে হিমেনেস (স্পেন)
রোবের্তো আলনসো ফের্নান্দেস (স্পেন)
চতুর্থ রেফারি:
স্রদান ইয়োভানোভিচ (সার্বিয়া)
সংরক্ষিত সহকারী রেফারি:
উরোশ স্তোয়কোভিচ (সার্বিয়া)
ভিডিও সহকারী রেফারি:
হুয়ান মার্তিনেস মুনুয়েরা (স্পেন)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
হোসে মারিয়া সানচেস মার্তিনেস (স্পেন)
ইনিয়িগো প্রিয়েতো লোপেস দে সেরাইন (স্পেন)
আলেহান্দ্রো এর্নান্দেস এর্নান্দেস (স্পেন)

হাঙ্গেরি বনাম ফ্রান্স সম্পাদনা

হাঙ্গেরি  ১–১  ফ্রান্স
প্রতিবেদন
 
 
 
 
 
 
 
 
 
 
হাঙ্গেরি[১২]
 
 
 
 
 
 
 
 
 
ফ্রান্স[১২]
গো পেতের গুলাচি
সে.ব্যা. ২১ এন্দ্রে বোতকা   ৫২'
সে.ব্যা. উইলি ওরবান
সে.ব্যা. অতিলা সলই
ডি.মি. আদাম নগি
রা.মি. লুইক নেগো
সে.মি. ১৫ লাসলো ক্লেইনহেইসলের   ৮৪'
সে.মি. ১৩ অন্দ্রাশ শাফের   ৭৫'
লে.মি. অতিলা ফিয়োলা
সে.ফ. আদাম সলই (অধি:)   ২৬'
সে.ফ. ২০ রোলান্দ শালাই
বদলি খেলোয়াড়:
২৩ নেমানিয়া নিকোলিচ   ২৬'
১০ তমাস চেরি   ৭৫'
১৪ গের্গো লোভরেনচিচ   ৮৪'
ম্যানেজার:
  মার্কো রসসি
গো উগো লরিস (অধি:)
রা.ব্যা. বঁজামাঁ পাভার   ১০'
সে.ব্যা. রাফায়েল ভারান
সে.ব্যা. প্রেসনেল কিম্পেম্বে
লে.ব্যা. ১৮ লুকাস দিনিয়ে
ডি.মি. ১৩ এনগোলো কঁতে
সে.মি. পল পগবা   ৭৬'
সে.মি. ১৪ আদ্রিয়েঁ রাবিও   ৫৭'
অ্যা.মি. অঁতোয়ান গ্রিয়েজমান
সে.ফ. ১৯ করিম বেনজেমা   ৭৬'
সে.ফ. ১০ কিলিয়ান এমবাপে
বদলি খেলোয়াড়:
১১ উসমান দেম্বেলে   ৫৭'   ৮৭'
১২ করেন্তিনো তোলিসো   ৭৬'
অলিভিয়ে জিরু   ৭৬'
থমাস লেমার   ৮৭'
ম্যানেজার:
  দিদিয়ে দেশঁ

ম্যান অব দ্য ম্যাচ:
লাসলো ক্লেইনহেইসলের (হাঙ্গেরি)[৮]

সহকারী রেফারি:[১২]
স্টুয়ার্ট বার্ট (ইংল্যান্ড)
সিমন বেনেট (ইংল্যান্ড)
চতুর্থ রেফারি:
বার্তোশ ফ্রানকোভস্কি (পোল্যান্ড)
সংরক্ষিত সহকারী রেফারি:
মারৎসিন বোনিয়েক (পোল্যান্ড)
ভিডিও সহকারী রেফারি:
ক্রিস কাভানাগ (ইংল্যান্ড)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
কেভিন ব্লম (নেদারল্যান্ডস)
লি বেটস (ইংল্যান্ড)
পল ভান বোকেল (নেদারল্যান্ডস)

পর্তুগাল বনাম জার্মানি সম্পাদনা

পর্তুগাল  ২–৪  জার্মানি
প্রতিবেদন
 
 
 
 
 
 
 
 
 
 
পর্তুগাল[১৪]
 
 
 
 
 
 
 
 
 
 
জার্মানি[১৪]
গো রুই পাত্রিসিও
রা.ব্যা. নেলসন সেমেদো
সে.ব্যা. রুবেন দিয়াস
সে.ব্যা. পেপে
লে.ব্যা. রাফায়েল গেরেইরো
সে.মি. ১৪ উইলিয়াম কারভালিয়ো   ৫৮'
সে.মি. ১৩ দানিলো পেরেইরা
রা.উ. ১০ বের্নার্দো সিলভা   ৪৬'
অ্যা.মি. ১১ ব্রুনো ফের্নান্দেস   ৬৪'
লে.উ. ২১ দিয়োগো জোতা   ৮৩'
সে.ফ. ক্রিস্তিয়ানো রোনালদো (অধি:)
বদলি খেলোয়াড়:
১৬ রেনাতো সানচেস   ৪৬'
১৫ রাফা সিলভা   ৫৮'
জোয়াও মৌতিনিয়ো   ৬৪'
আন্দ্রে সিলভা   ৮৩'
ম্যানেজার:
  ফের্নান্দো মানুয়েল সান্তোস
গো মানুয়েল নয়ার (অধি:)
সে.ব্যা. মাটিয়াস গিন্টার   ৭৭'
সে.ব্যা. মাটস হুমেলস   ৬২'
সে.ব্যা. আন্টোনিও রুডিগার
রা.মি. ইয়োজুয়া কিমিশ
সে.মি. ২১ ইলকায় গুন্দোয়ান   ৭৩'
সে.মি. টনি ক্রুস
লে.মি. ২০ রবিন গোসেন্স   ৬২'
রা.উ. কাই হাভের্ৎস   ৬৬'   ৭৩'
লে.উ. ২৫ থমাস মুলার
সে.ফ. ১০ সের্জ নাব্রি   ৮৭'
বদলি খেলোয়াড়:
মার্সেল হালস্টেনবার্গ   ৬২'
২৩ এমরে জান   ৬২'
১৮ লেয়ন গোরেৎস্কা   ৭৩'
১৫ নিকলাস জুলে   ৭৩'
১৯ লিরয় জানে   ৮৭'
ম্যানেজার:
  ইওয়াখিম ল্যোভ

ম্যান অব দ্য ম্যাচ:
রবিন গোসেন্স (জার্মানি)[৮]

সহকারী রেফারি:[১৪]
গ্যারি বেসউইক (ইংল্যান্ড)
অ্যাডাম নান (ইংল্যান্ড)
চতুর্থ রেফারি:
স্রদান ইয়োভানোভিচ (সার্বিয়া)
সংরক্ষিত সহকারী রেফারি:
উরোশ স্তোয়কোভিচ (সার্বিয়া)
ভিডিও সহকারী রেফারি:
স্টুয়ার্ট অ্যাটওয়েল (ইংল্যান্ড)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
হুয়ান মার্তিনেস মুনুয়েরা (স্পেন)
ইনিয়িগো প্রিয়েতো লোপেস দে সেরাইন (স্পেন)
আলেহান্দ্রো এর্নান্দেস এর্নান্দেস (স্পেন)

পর্তুগাল বনাম ফ্রান্স সম্পাদনা

পর্তুগাল  ২–২  ফ্রান্স
প্রতিবেদন
 
 
 
 
 
 
 
 
 
 
পর্তুগাল[১৬]
 
 
 
 
 
 
 
 
 
ফ্রান্স[১৬]
গো রুই পাত্রিসিও
রা.ব্যা. নেলসন সেমেদো   ৭৯'
সে.ব্যা. রুবেন দিয়াস
সে.ব্যা. পেপে
লে.ব্যা. রাফায়েল গেরেইরো
সে.মি. জোয়াও মৌতিনিয়ো   ৭২'
সে.মি. ১৩ দানিলো পেরেইরা   ৪৬'
সে.মি. ১৬ রেনাতো সানচেস   ৮৮'
রা.ফ. ১০ বের্নার্দো সিলভা   ৭২'
সে.ফ. ক্রিস্তিয়ানো রোনালদো (অধি:)
লে.ফ. ২১ দিয়োগো জোতা
বদলি খেলোয়াড়:
২৬ জোয়ানো পালিনিয়া   ৪৬'
১১ ব্রুনো ফের্নান্দেস   ৭২'
১৮ রুবেন নেভেস   ৭২'
২০ জোয়াও কানসেলো   ৭৯'
২৪ সের্জিও অলিভেইরা   ৮৮'
ম্যানেজার:
  ফের্নান্দো মানুয়েল সান্তোস
গো উগো লরিস (অধি:)   ২৭'
রা.ব্যা. ২৫ জুল কুন্দে
সে.ব্যা. রাফায়েল ভারান
সে.ব্যা. প্রেসনেল কিম্পেম্বে   ৮৩'
লে.ব্যা. ২১ লুকাস এরনঁদেজ   ৩৬'   ৪৬'
সে.মি. পল পগবা
সে.মি. ১৩ এনগোলো কঁতে
রা.উ. ১২ করেন্তিনো তোলিসো   ৬৬'
অ্যা.মি. অঁতোয়ান গ্রিয়েজমান   ৪০'   ৮৭'
লে.উ. ১০ কিলিয়ান এমবাপে
সে.ফ. ১৯ করিম বেনজেমা
বদলি খেলোয়াড়:
১৮ লুকাস দিনিয়ে   ৪৬'   ৫২'
১৪ আদ্রিয়েঁ রাবিও   ৫২'
২০ কিংসলে কোমঁ   ৬৬'
১৭ মুসা সিসোকো   ৮৭'
ম্যানেজার:
  দিদিয়ে দেশঁ

ম্যান অব দ্য ম্যাচ:
করিম বেনজেমা (ফ্রান্স)[৮]

সহকারী রেফারি:[১৬]
পাউ সেব্রিয়ান দেভিস (স্পেন)
রোবের্তো দিয়াস পেরেস দেল পালোমার (স্পেন)
চতুর্থ রেফারি:
ওভিদিউ হাতেগান (রোমানিয়া)
সংরক্ষিত সহকারী রেফারি:
সেবাস্তিয়ান গেয়র্গে (রোমানিয়া)
ভিডিও সহকারী রেফারি:
আলেহান্দ্রো এর্নান্দেস এর্নান্দেস (স্পেন)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
হোসে মারিয়া সানচেস মার্তিনেস (স্পেন)
ইনিয়িগো প্রিয়েতো লোপেস দে সেরাইন (স্পেন)
হুয়ান মার্তিনেস মুনুয়েরা (স্পেন)

জার্মানি বনাম হাঙ্গেরি সম্পাদনা

জার্মানি  ২–২  হাঙ্গেরি
প্রতিবেদন
 
 
 
 
 
 
 
 
 
 
জার্মানি[১৮]
 
 
 
 
 
 
 
 
 
 
হাঙ্গেরি[১৮]
গো মানুয়েল নয়ার (অধি:)
সে.ব্যা. মাটিয়াস গিন্টার   ৮২'
সে.ব্যা. মাটস হুমেলস
সে.ব্যা. আন্টোনিও রুডিগার
রা.মি. ইয়োজুয়া কিমিশ
সে.মি. ২১ ইলকায় গুন্দোয়ান   ২৯'   ৫৮'
সে.মি. টনি ক্রুস
লে.মি. ২০ রবিন গোসেন্স   ৮২'
অ্যা.মি. কাই হাভের্ৎস   ৬৭'
অ্যা.মি. ১৯ লিরয় জানে   ৬১'
সে.ফ. ১০ সের্জ নাব্রি   ৬৭'
বদলি খেলোয়াড়:
১৮ লেয়ন গোরেৎস্কা   ৫৮'
১১ টিমো ভেয়ার্নার   ৬৭'
২৫ থমাস মুলার   ৬৭'
১৪ জামাল মুসিয়ালা   ৮২'
কেভিন ভোলান্ট   ৮২'
ম্যানেজার:
  ইওয়াখিম ল্যোভ
গো পেতের গুলাচি
সে.ব্যা. ২১ এন্দ্রে বোতকা   ২৮'
সে.ব্যা. উইলি ওরবান
সে.ব্যা. অতিলা সলই
রা.উ.ব্যা. লুইক নেগো
লে.উ.ব্যা. অতিলা ফিয়োলা   ৬৬'   ৮৮'
সে.মি. ১৫ লাসলো ক্লেইনহেইসলের   ৮৮'
সে.মি. আদাম নগি
সে.মি. ১৩ অন্দ্রাশ শাফের
সে.ফ. আদাম সলই (অধি:)   ৬৪'   ৮২'
সে.ফ. ২০ রোলান্দ শালাই   ৭৫'
বদলি খেলোয়াড়:
২৪ সাবোলচ শোন   ৭৫'
১৯ কেভিন ভারগা   ৮২'
২৩ নেমানিয়া নিকোলিচ   ৮৮'
১৪ গের্গো লোভরেনচিচ   ৮৮'
ম্যানেজার:
  মার্কো রসসি

ম্যান অব দ্য ম্যাচ:
ইয়োজুয়া কিমিশ (জার্মানি)[৮]

সহকারী রেফারি:[১৮]
ইগত দেমেশকো (রাশিয়া)
মাকসিম গাভ্রিলিন (রাশিয়া)
চতুর্থ রেফারি:
ডানি মাক্কেলি (নেদারল্যান্ডস)
সংরক্ষিত সহকারী রেফারি:
হেসেল স্টেগস্ট্রা (নেদারল্যান্ডস)
ভিডিও সহকারী রেফারি:
মাসসিমিলিয়ানো ইররাতি (ইতালি)
সহকারী ভিডিও সহকারী রেফারি:
মার্কো দি বেল্লো (ইতালি)
ফিলিপ্পো মেলি (ইতালি)
পাওলো ভালেরি (ইতালি)

শাস্তিমূলক পয়েন্ট সম্পাদনা

গ্রুপ পর্বের খেলা শেষে যদি সামগ্রিক তথ্য ও হেড-টু-হেড ম্যাচের তথ্যের নিয়ম ব্যবহার করার পরও যদি একাধিক দল একই সমতায় থাকে (এবং যদি পেনাল্টি শুট-আউট টাইব্রেকার হিসেবে প্রযোজ্য না হয়), তবে সুশৃঙ্খলভাবে খেলার মাধ্যমে অর্জিত পয়েন্টের উপর ভিত্তি করে দলীয় অবস্থান নির্ধারণ করা হবে। গ্রুপ ম্যাচে প্রাপ্ত হলুদ ও লাল কার্ডের উপর ভিত্তি করে এই পয়েন্ট নির্ণয় করা হবে, যা নিম্নে উল্লেখ করা হয়েছে:[৫]

  • হলুদ কার্ড = ১ পয়েন্ট
  • দুইটি হলুদ কার্ডের ফলে লাল কার্ড = ৩ পয়েন্ট
  • সরাসরি লাল কার্ড = ৩ পয়েন্ট
  • একটি হলুদ কার্ডের পর সরাসরি লাল কার্ড = ৪ পয়েন্ট

উপর্যুক্ত নিয়মের মধ্যে এক ম্যাচে কেবল একজন খেলোয়াড়ের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছিল।

দল ১ম ম্যাচ ২য় ম্যাচ ৩য় ম্যাচ পয়েন্ট
                                   
  পর্তুগাল −১
  ফ্রান্স −৫
  জার্মানি −৫
  হাঙ্গেরি −৬

তথ্যসূত্র সম্পাদনা

  1. "UEFA Euro 2020: 2021 match schedule" [উয়েফা ইউরো ২০২০: ২০২১-এর ম্যাচের সময়সূচী] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। মে ২০২১। ৭ মে ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ মে ২০২১ 
  2. "UEFA Euro 2020 Group F: Hungary, Portugal, France, Germany" [উয়েফা ইউরো ২০২০ গ্রুপ এফ: হাঙ্গেরি, পর্তুগাল, ফ্রান্স, জার্মানি]। UEFA.com। ২০২১-০১-২৮। সংগ্রহের তারিখ ২০২১-০৬-১১ 
  3. "The Euro 2020 'Group of Death'" [ইউরো ২০২০ 'গ্রুপ অব ডেথ']। Talksport। ১ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০২০ 
  4. "Euro 2020 draw: England drawn against Croatia, Wales in group with Italy" [ইউরো ২০২০ ড্র: ইংল্যান্ড ক্রোয়েশিয়ার সাথে, ওয়েলস ইতালির গ্রুপে ড্র হয়েছে]। BBC Sport। ৩০ নভেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০২১ 
  5. "Regulations of the UEFA European Football Championship 2018–20" [উয়েফা ইউরোপীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০১৮–২০-এর নিয়ম]। UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ৯ মার্চ ২০১৮। ১১ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০২১ 
  6. "Full Time Summary – Hungary v Portugal" [ম্যাচের সারাংশ – হাঙ্গেরি বনাম পর্তুগাল] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ১৫ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২১ 
  7. "Tactical Line-ups – Hungary v Portugal" [ম্যাচের লাইন-আপ – হাঙ্গেরি বনাম পর্তুগাল] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ১৫ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২১ 
  8. "Every EURO 2020 Star of the Match" [উয়েফা ইউরো ২০২০-এর সকল ম্যাচের সেরা খেলোয়াড়]। UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ১১ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২১ 
  9. "Full Time Summary – France v Germany" [ম্যাচের সারাংশ – ফ্রান্স বনাম জার্মানি] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ১৫ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২১ 
  10. "Tactical Line-ups – France v Germany" [ম্যাচের লাইন-আপ – ফ্রান্স বনাম জার্মানি] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ১৫ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০২১ 
  11. "Full Time Summary – Hungary v France" [ম্যাচের সারাংশ – হাঙ্গেরি বনাম ফ্রান্স] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ১৯ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২১ 
  12. "Tactical Line-ups – Hungary v France" [ম্যাচের লাইন-আপ – হাঙ্গেরি বনাম ফ্রান্স] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ১৯ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২১ 
  13. "Full Time Summary – Portugal v Germany" [ম্যাচের সারাংশ – পর্তুগাল বনাম জার্মানি] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ১৯ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২১ 
  14. "Tactical Line-ups – Portugal v Germany" [ম্যাচের লাইন-আপ – পর্তুগাল বনাম জার্মানি] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ১৯ জুন ২০২১। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০২১ 
  15. "Full Time Summary – Portugal v France" [ম্যাচের সারাংশ – পর্তুগাল বনাম ফ্রান্স] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ২৩ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২১ 
  16. "Tactical Line-ups – Portugal v France" [ম্যাচের লাইন-আপ – পর্তুগাল বনাম ফ্রান্স] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ২৩ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২১ 
  17. "Full Time Summary – Germany v Hungary" [ম্যাচের সারাংশ – জার্মানি বনাম হাঙ্গেরি] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ২৩ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২১ 
  18. "Tactical Line-ups – Germany v Hungary" [ম্যাচের লাইন-আপ – জার্মানি বনাম হাঙ্গেরি] (পিডিএফ)UEFA.com। ইউনিয়ন অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ২৩ জুন ২০২১। সংগ্রহের তারিখ ২৩ জুন ২০২১ 

বহিঃসংযোগ সম্পাদনা