সের্জ নাব্রি

জার্মান ফুটবলার

সের্জ দাভিদ নাব্রি (ফরাসি উচ্চারণ: ​[sɛʁʒ ɲabʁi]; জন্ম: ১৪ জুলাই ১৯৯৫; সের্জ নাব্রি নামে সুপরিচিত) হলেন একজন জার্মান পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জার্মানির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ এবং জার্মানি জাতীয় ফুটবল দলের হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন ডান পাশের উইঙ্গার হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পাশের উইঙ্গার অথবা কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

সের্জ নাব্রি
২০১৯ সালে জার্মানির হয়ে নাব্রি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম সের্জ দাভিদ নাব্রি[]
জন্ম (1995-07-14) ১৪ জুলাই ১৯৯৫ (বয়স ২৯)[]
জন্ম স্থান স্টুটগার্ট, জার্মানি
উচ্চতা ১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি)[]
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
বায়ার্ন মিউনিখ
জার্সি নম্বর ২২
যুব পর্যায়
১৯৯৯–২০০০ টিএসভি ভেইসাখ
২০০০–২০০১ টিএসএফ দিৎসিঙেন
২০০১–২০০৩ জিএসভি হেমিঙেন
২০০৩–২০০৫ এসপিভিজিজি ফয়ারবাখ
২০০৫–২০০৬ স্টুটগার্টার কিকার্স
২০০৬–২০১১ ভিএফবি স্টুটগার্ট
২০১১–২০১২ আর্সেনাল
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১২–২০১৬ আর্সেনাল ১০ (১)
২০১৫–২০১৬ওয়েস্ট ব্রমউইচ (ধার) (০)
২০১৬–২০১৭ ভেয়ার্ডার ব্রেমেন ২৭ (১১)
২০১৭– বায়ার্ন মিউনিখ ৬১ (২২)
২০১৭–২০১৮১৮৯৯ হফেনহাইম (ধার) ২২ (১০)
২০১৭–২০১৮১৮৯৯ হফেনহাইম ২ (ধার) (০)
জাতীয় দল
২০১০–২০১১ জার্মানি অনূর্ধ্ব-১৬ (১)
২০১১–২০১২ জার্মানি অনূর্ধ্ব-১৭ ১২ (৩)
২০১৩ জার্মানি অনূর্ধ্ব-১৮ (৩)
২০১৩ জার্মানি অনূর্ধ্ব-১৯ (৩)
২০১৫–২০১৭ জার্মানি অনূর্ধ্ব-২১ ১৬ (৪)
২০১৬ জার্মানি অলিম্পিক (৬)
২০১৬– জার্মানি ১৩ (১৩)
অর্জন ও সম্মাননা
অলিম্পিক গেমস
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ২০১৬ দল
উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ
বিজয়ী ২০১৭ দল
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২:৩৭, ২৯ জুন ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:৩৭, ২৯ জুন ২০২০ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

১৯৯৯–২০০০ মৌসুমে, জার্মান ফুটবল ক্লাব টিএসভি ভেইসাখের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে নাব্রি ফুটবল জগতে প্রবেশ করেন; অতঃপর তিনি টিএসএফ দিৎসিঙেন, জিএসভি হেমিঙেন, এসপিভিজিজি ফয়ারবাখ, স্টুটগার্টার কিকার্স, ভিএফবি স্টুটগার্ট এবং আর্সেনালের মতো ক্লাবের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে নিজের খেলার বিকাশ করেছেন। ২০১২–১৩ মৌসুমে, আর্সেনালের এর হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন শুরু করেন, আর্সেনালের হয়ে তিনি ৫ মৌসুম অতিবাহিত করেছেন; এই ক্লাবের হয়ে তিনি ১০ ম্যাচে ১টি গোল করেছেন। মাঝে তিনি এক মৌসুমের জন্য ওয়েস্ট ব্রমউইচের হয়ে ধারে খেলেছেন। পরবর্তীতে তিনি ভেয়ার্ডার ব্রেমেন, ধারে ১৮৯৯ হফেনহাইম এবং ১৮৯৯ হফেনহাইম ২-এর হয়ে খেলেছেন। ২০১৭–১৮ মৌসুমে, তিনি ৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে ভেয়ার্ডার ব্রেমেন হতে জার্মান ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখে যোগদান করেছেন।

দলগতভাবে, ঘরোয়া ফুটবলে, নাব্রি এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছেন, যার সবগুলো বায়ার্ন মিউনিখের হয়ে জয়লাভ করেছেন। অন্যদিকে আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ১টি শিরোপা জয়লাভ করেছেন;যেটি হচ্ছে ২০১৭ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপ

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Barclays Premier League Squad Numbers 2013/14"। Premier League। ১৬ আগস্ট ২০১৩। ২১ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৩ 
  2. "Player Profile Serge Gnabry"। Premier League। ২২ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০১৬ 
  3. "Serge Gnabry"FC Bayern Munich (জার্মান ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা