রোলান্দ শালাই

হাঙ্গেরীয় ফুটবল খেলোয়াড়

রোলান্দ শালাই (হাঙ্গেরীয়: Roland Sallai; জন্ম: ২২ মে ১৯৯৭) হলেন একজন হাঙ্গেরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জার্মান ক্লাব ফ্রাইবুর্গ এবং হাঙ্গেরি জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

রোলান্দ শালাই
২০২০ সালে হাঙ্গেরির হয়ে শালাই
ব্যক্তিগত তথ্য
জন্ম (1997-05-22) ২২ মে ১৯৯৭ (বয়স ২৭)
জন্ম স্থান বুদাপেস্ট, হাঙ্গেরি
উচ্চতা ১.৮৩ মিটার (৬ ফুট ০ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ফ্রাইবুর্গ
জার্সি নম্বর ২২
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:৫২, ১৫ জুন ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১১ সালে, শালাই হাঙ্গেরি অনূর্ধ্ব-১৫ দলের হয়ে হাঙ্গেরির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত হাঙ্গেরির বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৬ সালে হাঙ্গেরির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; হাঙ্গেরির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪৭ ম্যাচে ১২টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

রোলান্দ শালাই ১৯৯৭ সালের ২২শে মে তারিখে হাঙ্গেরির বুদাপেস্টে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

সম্পাদনা

শালাই হাঙ্গেরি অনূর্ধ্ব-১৮, হাঙ্গেরি অনূর্ধ্ব-১৯, হাঙ্গেরি অনূর্ধ্ব-২০ এবং হাঙ্গেরি অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে হাঙ্গেরির প্রতিনিধিত্ব করেছেন। ২০১১ সালের ১৮ই অক্টোবর তারিখে তিনি হাঙ্গেরি অনূর্ধ্ব-১৫ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। হাঙ্গেরির বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ২ বছরে ১৬ ম্যাচে অংশগ্রহণ করে ৩টি গোল করেছেন।

২০১৬ সালের ২০শে মে তারিখে, ১৮ বছর, ১১ মাস ও ২৮ দিন বয়সে, উভয় পায়ে ফুটবল খেলায় পারদর্শী শালাই কোত দিভোয়ারের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে হাঙ্গেরির হয়ে অভিষেক করেছেন।[১] উক্ত ম্যাচের ৭৮তম মিনিটে মধ্যমাঠের খেলোয়াড় আদাম সালাইয়ের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[২] ম্যাচে তিনি ১৪ নম্বর জার্সি পরিধান করে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৩] ম্যাচটি কোত দিভোয়ার ০–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৪] হাঙ্গেরির হয়ে অভিষেকের বছরে শালাই সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ২ বছর, ৩ মাস ও ২২ দিন পর, হাঙ্গেরির জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন;[৫] ২০১৮ সালের ১১ই সেপ্টেম্বর তারিখে, গ্রিসের বিরুদ্ধে ম্যাচের ১৫তম মিনিটে বার্নাবাশ বেশের অ্যাসিস্ট হতে হাঙ্গেরির হয়ে ম্যাচের প্রথম গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[৬][৭]

পরিসংখ্যান

সম্পাদনা

আন্তর্জাতিক

সম্পাদনা
১৫ জুন ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
হাঙ্গেরি ২০১৬
২০১৭
২০১৮
২০১৯
২০২০
২০২১ ১০
২০২২
২০২৩
২০২৪
সর্বমোট ৪৭ ১২

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা