তুর্কি ফুটবল ফেডারেশন

তুর্কি ফুটবল এর প্রশাসনিক সংস্থা

তুর্কি ফুটবল ফেডারেশন (তুর্কি: Türkiye Futbol Federasyonu, ইংরেজি: Turkish Football Federation; এছাড়াও সংক্ষেপে টিএফএফ নামে পরিচিত) হচ্ছে তুরস্কের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯২৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার বছরেই ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৩৯ বছর পর ১৯৬২ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা উয়েফার সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অবস্থিত।

তুর্কি ফুটবল ফেডারেশন
উয়েফা
প্রতিষ্ঠিত১৯২৩; ১০১ বছর আগে (1923)[]
সদর দপ্তরইস্তাম্বুল, তুরস্ক
ফিফা অধিভুক্তি১৯২৩[][]
উয়েফা অধিভুক্তি১৯৬২[]
সভাপতিতুরস্ক নিহাত ওজদেমির
সহ-সভাপতিতুরস্ক সের্ভেত ইয়ারদিমচি
ওয়েবসাইটwww.tff.org

এই সংস্থাটি তুরস্কের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২১ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে সুপার লীগ, তুর্কি কাপ এবং তুর্কি সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে তুর্কি ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন নিহাত ওজদেমির এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন কাদির কারদাস।

তুর্কি ফুটবল লীগ পদ্ধতি

সম্পাদনা

তুর্কি ফুটবল লীগ পদ্ধতিটি আট স্তরে বিভক্ত, যা শীর্ষ স্তর সুপার লীগ হতে স্থানীয় শৌখিন বিভাগ পর্যন্ত বিস্তৃত।

সভাপতি

সম্পাদনা
১৮ আগস্ট ২০১৯ পর্যন্ত হালনাগাদকৃত।[]
  • ইউসুফ জিয়া অনিস (১৯২২–১৯২৬)
  • মুভাফফাক মেনেমেন্সিয়লু (১৯২৬–১৯৩১)
  • হামদি এমিন কাপ (১৯৩১–১৯৩৭)
  • সেদাত রাজা ইসতেক (১৯৩৭–১৯৩৮)
  • দানিয়াল আকবাল (১৯৩৮–১৯৪৩)
  • জিয়া আতেস (১৯৪৩)
  • শাদী কারসান (১৯৪৩–১৯৪৮)
  • ভিলদান আসির সাভাসির (১৯৪৮–১৯৪৯)
  • উলভি জিয়া ইয়েনাল (১৯৪৯–১৯৫২)
  • মেহমাত আরকান (১৯৫২)
  • মুমতাজ তারহান (১৯৫২)
  • অরহান সেরেফ আপাক (১৯৫২–১৯৫৪)
  • উলভি জিয়া ইয়েনাল (১৯৫৪)
  • হাসান পোলাত (১৯৫৪–১৯৫৭)
  • অরহান সেরেফ আপাক (১৯৫৭–১৯৫৮)
  • সাফা ইয়ালচুক (১৯৫৮–১৯৫৯)
  • ফাইক গোকায় (১৯৫৯–১৯৬০)
  • মুহতেরেম অজিউত (১৯৬০–১৯৬১)
  • বেকির সিলাহচিলার (১৯৬১)
  • অরহান সেরেফ আপাক (১৯৬১–১৯৬৪)
  • মুহতেরেম অজিউত (১৯৬৪–১৯৬৫)
  • অরহান সেরেফ আপাক (১৯৬৫–১৯৭০)
  • হাসান পোলাত (১৯৭০–১৯৭৬)
  • ফুরুজান তেকিল (১৯৭৬–১৯৭৭)
  • সাবাহাত্তিন এরমান (১৯৭৭)
  • ইব্রাহিম ইসচেকে (১৯৭৭–১৯৭৮)
  • সাহির গুরকান (১৯৭৮)
  • গুঙ্গোর সায়ারি (১৯৭৮–১৯৭৯)
  • চেমাল সালতিক (১৯৭৯–১৯৮০)
  • ইব্রাহিম ইসচেকে (১৯৮০)
  • মাজহার জরলু (১৯৮০)
  • দোয়ান আন্দেচ (১৯৮০)
  • ইল্মাজ তোকাতলি (১৯৮০–১৯৮৪)
  • এ. কেমাল উলুসু (১৯৮৪–১৯৮৫)
  • এরদোয়ান উনভার (১৯৮৫–১৯৮৬)
  • এরদেনায় অফলাজ (১৯৮৬)
  • আলী উরাস (১৯৮৬–১৯৮৭)
  • হালিম কোরবালি (১৯৮৭–১৯৮৯)
  • সেনেস এরজিক (১৯৮৯–১৯৯৭)
  • অজকান অলকায় (১৯৯৭)
  • আব্দুল্লাহ কিগলি (১৯৯৭)
  • হালুক উলুসয় (১৯৯৭–২০০৪)
  • লেভেন্ত বিচাকচি (২০০৪–২০০৬)
  • হালুক উলুসয় (২০০৬–২০০৮)
  • হাসান দোয়ান (১৫ ফেব্রুয়ারি ২০০৮–৫ জুলাই ২০০৮)
  • মাহমুত অজগেনার (১৯ আগস্ট ২০০৮–২৯. জুন ২০১১)
  • মেহমাত আলী আয়দিনলার (২৯ জুন ২০১১–৩১ জানুয়ারি ২০১২)
  • ইলদিরিম দেমিরোরেন (২৭ ফেব্রুয়ারি ২০১২–১ মার্চ ২০১৯)
  • হুসনু গুরেলি (১ মার্চ ২০১৯–১ জুন ২০১৯) (অন্তর্বর্তীকালীন)
  • নিহাত ওজদেমির (১ জুন ২০১৯–)

কর্মকর্তা

সম্পাদনা
৭ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থান নাম
সভাপতি নিহাত ওজদেমির
সহ-সভাপতি সের্ভেত ইয়ারদিমচি
সাধারণ সম্পাদক কাদির কারদাস
কোষাধ্যক্ষ
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক হাকান ইয়াসার
প্রযুক্তিগত পরিচালক তোলুনায় কাফকাস
ফুটসাল সমন্বয়কারী তিমুচিন কালেন্দার
জাতীয় দলের কোচ (পুরুষ) সেনোল গুনেস
জাতীয় দলের কোচ (নারী) নেকলা কিরাগাসি
রেফারি সমন্বয়কারী জেকেরিয়া আল্প

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৬ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২০ 
  2. "TFF » İş Ortakları" (তুর্কি ভাষায়)। Turkish Football Federation। ২ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২০ 
  3. "TFF Başkanlarının Dönemleri ve Yönetim Kurulları" [Periods of TFF Presidents and Board of Directors] (তুর্কি ভাষায়)। Turkish Football Federation। ১৮ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা