সের্গেই কারাসেভ

রাশিয়ান ফুটবল রেফারি

সের্গেই জেনাদিয়েভিচ কারাসেভ (রুশ: Сергей Геннадьевич Карасёв; জন্ম: ১২ জুন ১৯৭৯) হলেন একজন রুশ আন্তর্জাতিক ফুটবল রেফারি

সের্গেই কারাসেভ
২০১৮ সালে কারাসেভ
জন্ম (1979-06-12) ১২ জুন ১৯৭৯ (বয়স ৪৪)
মস্কো, রাশিয়ান এসএফএসআর, সোভিয়েত ইউনিয়ন
ঘরোয়া
বছর লীগ দায়িত্ব
রুশ প্রিমিয়ার লিগ রেফারি
আন্তর্জাতিক
বছর লীগ দায়িত্ব
২০১০–বর্তমান ফিফা তালিকাভুক্ত রেফারি

রেফারি সম্পাদনা

কারাসেভ ২০১০ সালে ফিফার রেফারি হিসেবে নিযুক্ত হয়েছে।[১] তিনি ২০১৪ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বে রেফারির দায়িত্ব পালন করেছিলেন;[২] স্কটল্যান্ড এবং মেসিডোনিয়ার মধ্যকার গ্রুপ এ-এর ম্যাচ পরিচালনার মধ্য দিয়ে তিনি রেফারি হিসেবে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক করেছেন। উয়েফা ইউরো ২০২০-এ তিনি ইতালি বনাম সুইজারল্যান্ডের ম্যাচসহ সর্বমোট তিনটি ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছিলেন। বিষেশত, প্রথম রুশ রেফারি হিসেবে ২০০৮ সাল থেকে তিনি বিশ্বকাপ অথবা উয়েফা ইউরোর প্লে-অফ ম্যাচগুলোর রেফারি হিসেবে নিযুক্ত রয়েছেন।[৩]

ব্যক্তিগত জীবন সম্পাদনা

কারাসেভ বিবাহিত এবং তার দুটি সন্তান রয়েছে। তার শখ হচ্ছে মেটাল কনসার্টে যাওয়া। আরআইএ নভোস্তিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে তার প্রিয় মেটাল ব্যান্ড হলো স্ল্যায়ার[৪]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Member Associations"origin1904-p.cxm.fifa.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৬ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Sergei Karasev football referee stats - WorldReferee.com"worldreferee.com। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৬ 
  3. "Лучший русский на Евро – Карасев! Когда-то он убегал от злых мужиков в КФК и думал уйти в банк, а теперь в плей-офф на полном стадионе"Sports.ru। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৬ 
  4. Калинин, Артем। "Карасев: все думают, что судья лежит на диване и ждет смс с назначением на матч"Спорт РИА Новости (রুশ ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৬