২০২৩–২৪ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ

২০২৩-২৪ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ হল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দশম সংস্করণ আসর, বাংলাদেশের একটি লিস্ট এ ক্রিকেট প্রতিযোগিতা। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে ১২টি ক্লাব দল। ২০২৪ সালের ১১ই মার্চ টুর্নামেন্ট শুরু হয়।[] [] ২৮ এবং ২৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে প্লেয়ার সাইনিং অনুষ্ঠিত হয়।[]

২০২৩–২৪ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ
তারিখ১১ মার্চ ২০২৪[] – ১ মে ২০২৪
তত্ত্বাবধায়কবাংলাদেশ ক্রিকেট বোর্ড
ক্রিকেটের ধরনলিস্ট এ ক্রিকেট
প্রতিযোগিতার ধরনরাউন্ড রবিন
আয়োজক বাংলাদেশ
বিজয়ীআবাহনী লিমিটেড (৩য় শিরোপা)
অংশগ্রহণকারী দলসংখ্যা১২
খেলার সংখ্যা৮৪
প্রতিযোগিতার সেরা খেলোয়াড়সাইফ হাসান (শেখ জামাল ধানমণ্ডি ক্লাব)
সর্বাধিক রান সংগ্রহকারীমাহিদুল ইসলাম অঙ্কন (৬৪৭) (মোহামেডান স্পোর্টিং ক্লাব)
সর্বাধিক উইকেটধারীআবু হায়দার (৩১) (মোহামেডান স্পোর্টিং ক্লাব)

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড[] গাজী টায়ারস ক্রিকেট একাডেমি এবং পারটেক্স স্পোর্টিং ক্লাব ২০২২-২৩ ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ থেকে এই মৌসুমে উন্নীত হয়েছিল,[] অগ্রণী ব্যাংক ক্রিকেট দল এবং ঢাকা লিওপার্ডসকে প্রতিস্থাপন করে, যারা আগের টুর্নামেন্টের পরে নির্বাসিত হয়েছিল।

দলীয় সদস্য

সম্পাদনা
আবাহনী লিমিটেড ব্রাদার্স ইউনিয়ন সিটি ক্লাব গাজী গ্রুপ ক্রিকেটার্স গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি লিজেন্ডস অব রূপগঞ্জ
মোহামেডান স্পোর্টিং ক্লাব পারটেক্স স্পোর্টিং ক্লাব প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব শেখ জামাল ধানমন্ডি ক্লাব শাইনপুকুর ক্রিকেট ক্লাব

ভেন্যুসমূহ

সম্পাদনা
মিরপুর,
ঢাকা
ফতুল্লা,
নারায়ণগঞ্জ
সাভার,
ঢাকা
সাভার,
ঢাকা
শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম বিকেএসপি ৩ নং মাঠ বিকেএসপি ৪ নং মাঠ
ধারণক্ষমতা: ২৬,০০০ ধারণক্ষমতা: ১৮,৬০০ ধারণক্ষমতা: ধারণক্ষমতা:
ম্যাচ: ১১টি ম্যাচ: ২৫টি ম্যাচ: ৩০টি ম্যাচ: ১৮টি
 

দলসমূহ

সম্পাদনা

প্রতিযোগিতাটি রাউন্ড-রবিন বিন্যাসে খেলা হচ্ছে, তারপরে চ্যাম্পিয়নশিপের জন্য সেরা ছয় দলের মধ্যে প্লে-অফ এবং অবনমন নির্ধারণের জন্য সর্বনিম্ন তিনটি দলের মধ্যে। প্রতিযোগী দলগুলো নিম্নরূপ:

পয়েন্ট টেবিল

সম্পাদনা

লিগ পয়েন্ট টেবিল

সম্পাদনা
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট নে.রা.রে. যোগ্যতা অর্জন
আবাহনী লিমিটেড ১১ ১১ ২২ +২.৮৩২ সুপার লিগে উত্তীর্ণ
শাইনপুকুর ক্রিকেট ক্লাব ১১ ১৬ +০.৯৫৯
মোহামেডান স্পোর্টিং ক্লাব ১১ ১৬ +০.৮৭৭
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ১১ ১৬ +০.৫৪২
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ১১ ১৪ +০.৬৪৩
গাজী গ্রুপ ক্রিকেটার্স ১১ ১৪ +০.৪৭৩
লিজেন্ডস অব রূপগঞ্জ ১১ ১২ +০.১১৬
ব্রাদার্স ইউনিয়ন ১১ −১.৬২৭
পারটেক্স স্পোর্টিং ক্লাব ১১ −০.৯৬৮
১০ সিটি ক্লাব ১১ −০.৮৯৬ রেলিগেশন লিগ অগ্রসর
১১ রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব ১১ −১.০৬৪
১২ গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি ১১ −১.৭৩৩

  দলগুলো টুর্নামেন্টের সুপার লিগ পর্বে খেলার যোগ্যতা অর্জন করে।

  দলগুলি টুর্নামেন্টের রেলিগেশন লিগ প্লে-অফ পর্বের জন্য যোগ্যতা অর্জন করেছিল।

সুপার লিগ

সম্পাদনা
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট নে.রা.রে.
আবাহনী লিমিটেড (বিজয়ী) ১৬ ১৬ ৩২ +২.২৭১
মোহামেডান স্পোর্টিং ক্লাব ১৬ ১২ ২৪ +০.৭২৪
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ১৬ ১০ ২০ +০.৮৫৫
শাইনপুকুর ক্রিকেট ক্লাব ১৬ ১৮ +০.৪৪৭
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব ১৬ ১৮ +০.০৮৫
গাজী গ্রুপ ক্রিকেটার্স ১৬ ১৬ −০.১২৯

  বিজয়ী.

**লিগ পর্ব থেকে ফলাফল বহনকারী দলগুলো।
***যখন দুটি দল পয়েন্টে সমান হয়, তখন হেড-টু-হেড বিজয়ীকে টেবিলের উপরে রাখা হয়।

রেলিগেশন লিগ

সম্পাদনা
অব দল খেলা হা টাই ফহ পয়েন্ট নে.রা.রে.
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব +১.৭৫৩
গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি (অবনমন) −০.২৩৬ ২০২৪–২৫ ডিএফডিসিএলে অবনমিত
সিটি ক্লাব (অবনমন) −১.২৮০

**লিগ পর্ব থেকে ফলাফল বহনকারী দলগুলো।
***যখন দুটি দল পয়েন্টে সমান হয়, তখন হেড-টু-হেড বিজয়ীকে টেবিলের উপরে রাখা হয়।

চূড়ান্ত অবস্থান

সম্পাদনা
অবস্থান দল
আবাহনী লিমিটেড
মোহামেডান স্পোর্টিং ক্লাব
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব
শাইনপুকুর ক্রিকেট ক্লাব
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব
গাজী গ্রুপ ক্রিকেটার্স
লিজেন্ডস অব রূপগঞ্জ
ব্রাদার্স ইউনিয়ন
পারটেক্স স্পোর্টিং ক্লাব
১০ রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব
১১ গাজী টায়ার্স ক্রিকেট একাডেমি
১২ সিটি ক্লাব

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "১১ মার্চ শুরু ডিপিএল"। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২৪ 
  2. "ডিপিএল শুরু ১১ মার্চ, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ"। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২৪ 
  3. "১১ মার্চ শুরু হচ্ছে ডিপিএল"। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২৪ 
  4. "প্রথম দিনে দলবদলে সাত দল"Bangla Tribune। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২৪ 
  5. "ডিপিএলের শিরোপা আবাহনীর ঘরে"। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২৪ 
  6. "প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার লিগে গাজী টায়ার্স ও পারটেক্স"। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০২৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা

ক্রিকহিরোস ইএসপিএনক্রিকইনফো