অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব
একটি বাংলাদেশি ক্রিকেট দল
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব একটি বাংলাদেশি ক্রিকেট দল যারা ঢাকা প্রিমিয়ার লিগের ২০১৭-১৮ মৌসুমে অংশ নিয়েছিল।[১][২]
কর্মীবৃন্দ | |
---|---|
অধিনায়ক | মার্শাল আইয়ুব |
মালিক | অগ্রণী ব্যাংক |
দলের তথ্য | |
শহর | ঢাকা |
প্রতিষ্ঠা | ১৯৭২ |
ইতিহাস | |
শিরোপার সংখ্যা | ০ |
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ জয় | ০ |
ঢাকা প্রিমিয়ার ডিভিশন টোয়েন্টি ২০ ক্রিকেট লিগ জয় | ০ |
ইতিহাস
সম্পাদনাক্লাবটি অগ্রণী ব্যাংকের মালিকানাধীন। এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে পুরোনো ক্রিকেট ক্লাবের মধ্যে অন্যতম। দেশ স্বাধীনের পর আয়োজিত প্রথম ঘরোয়া ক্রিকেট লিগে অংশ নিয়েছিল দলটি।[৩] ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ লিস্ট এ মর্যাদা পাবার পর প্রথমবারের মত তারা অংশ নেয় ২০১৭-১৮ মৌসুমে। তারা ২০১৬-১৭ মৌসুমের ঢাকা প্রথম বিভাগ লিগের গ্রুপ এ তে প্রথম স্থান অধিকারের মাধ্যমে ঢাকা প্রিমিয়ার লিগের ২০১৭-১৮ মৌসুমের আসরে অংশ নিতে পেরেছিল। কিন্তু, তারা টুর্নামেন্টে ১২ দলের মাঝে ১১ তম স্থান অধিকার করে এবং টুর্নামেন্ট থেকে অবনমিত হয়ে যায়।[৪]
লিস্ট এ রেকর্ড
সম্পাদনা- ২০১৭-১৮ : ১৩ ম্যাচে ৫ জয়, একাদশ স্থান, রেলিগেটেড।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "DPL fixtures announced"। দ্য ডেইলি স্টার (Bangladesh)। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "100 players picked in the DPL 2018 players' draft"। Cric Tracker। সংগ্রহের তারিখ ৪ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Other Matches played by Agrani Bank"। CricketArchive। ১৯ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Brothers Union seal final-ball win to stay afloat in the DPL"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৮।