মার্শাল আইয়ুব

বাংলাদেশী ক্রিকেটার

মার্শাল আইয়ুব (জন্ম: ৫ ডিসেম্বর, ১৯৮৮) ঢাকায় জন্মগ্রহণকারী বাংলাদেশী ক্রিকেটার। একজন অল-রাউন্ডার হিসেবে তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে খেলছেন। ৯ অক্টোবর, ২০১৩ তারিখে নিউজিল্যান্ড ক্রিকেট দলের বিরুদ্ধে অনুষ্ঠিত ১ম টেস্টে ৬৯তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক ঘটে মার্শালের।[]

মার্শাল আইয়ুব
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
মার্শাল আইয়ুব
জন্ম (1988-12-05) ৫ ডিসেম্বর ১৯৮৮ (বয়স ৩৬)
ঢাকা, বাংলাদেশ
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি লেগ ব্রেক
ভূমিকাঅল-রাউন্ডার
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৫-২০০৬বরিশাল বিভাগ
২০০৬-২০১১ঢাকা বিভাগ
২০১০চিটাগং সাইক্লোন্স
২০১১-বর্তমানঢাকা মেট্রেপলিস
২০১২খুলনা রয়েল বেঙ্গলস
২০১৩-বর্তমানচিটাগং কিংস
এফসি অভিষেক৪ ডিসেম্বর ২০০৫ বরিশাল বনাম খুলনা
এলএ অভিষেক৩ ডিসেম্বর ২০০৫ বরিশাল বনাম খুলনা
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি এলএ টি২০
ম্যাচ সংখ্যা ৬১ ২৬
রানের সংখ্যা ৩,৩৯১ ৫৯৭ ৩৪
ব্যাটিং গড় ৩৭.৬৭ ২৮.৪২ ১১.৩৩
১০০/৫০ ৭/১৬ ০/৩ ০/০
সর্বোচ্চ রান ২৮৯ ৬৫* ২০
বল করেছে ২,১৯২ ৪৯৮ ২৪
উইকেট ৩৫ ১৫
বোলিং গড় ৩৪.৬০ ২৭.৮৬ ৫.০০
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট n/a n/a
সেরা বোলিং ৬/৯০ ২/২৭ ৪/২০
ক্যাচ/স্ট্যাম্পিং ৩৯/– ১১/– ২/–
উৎস: CricketArchive, ১২ অক্টোবর ২০১৩

ডানহাতি ব্যাটসম্যান ও ডানহাতি লেগ স্পিনার হিসেবে তার মাঠে অবস্থান। ঘরোয়া ক্রিকেটে বর্তমানে তিনি চিটাগং কিংসের পক্ষে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলছেন।

খেলোয়াড়ী জীবন

সম্পাদনা

২০০৫-০৬ মৌসুমে বরিশাল বিভাগীয় ক্রিকেট দলের মাধ্যমে খেলোয়াড়ী জীবন শুরু করেন। ডিসেম্বর, ২০০৫ সালে লিস্ট এ ক্রিকেটে খেলায় খুলনা বিভাগের বিপক্ষে অভিষেক ঘটে তার।[] একই বছরে ও একই দলের বিরুদ্ধে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষিক্ত হন তিনি।[] ২০০৬-০৭ মৌসুমে ঢাকা বিভাগীয় ক্রিকেট দলে চলে যান। এরপর ২০১১ সালে ঢাকা মেট্রোপোলিসে যোগ দেন।

এছাড়াও, বাংলাদেশ এ দলসহ চিটাগং সাইক্লোন্স, খুলনা রয়্যাল বেঙ্গলস দলে খেলেছেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. মার্শাল আইয়ুবের টেস্ট অভিষেক, ইএসপিএন, সংগ্রহ: ১২ অক্টোবর, ২০১৩ইং
  2. "Khulna Division v Barisal Division, 3 December 2005"। CricketArchive। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৩ 
  3. "Khulna Division v Barisal Division, 4–7 December 2005"। CricketArchive। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০১৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা