প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব একটি বাংলাদেশি ক্রিকেট দল যারা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লিস্ট এ এবং ঢাকা প্রিমিয়ার ডিভিশন টোয়েন্টি ২০ ক্রিকেট লিগে টুয়েন্টি২০ ম্যাচ খেলে থাকে। দলটি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটে লিগের ২০১৪-১৫ মৌসুমের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল।[১]
কর্মীবৃন্দ | |
---|---|
মালিক | প্রাইম ব্যাংক লিমিটেড |
ইতিহাস | |
শিরোপার সংখ্যা | ১ |
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ জয় | ১ |
ঢাকা প্রিমিয়ার ডিভিশন টুয়েন্টি-২০ ক্রিকেট লিগ জয় | ০ |
লিস্ট এ রেকর্ড
সম্পাদনা- ২০১৩-১৪: ১৫ ম্যাচে ৭ জয়, পঞ্চম।
- ২০১৪-১৫: ১৬ ম্যাচে ১৩ জয়, চ্যাম্পিয়ন।
- ২০১৫-১৬: ১৬ ম্যাচে ৭ জয়, ষষ্ঠ।
- ২০১৬-১৭: ১৬ ম্যাচে ১০ জয়, চতুর্থ।
- ২০১৭-১৮: ১১ ম্যাচে ৫ জয়, নবম।
টুয়েন্টি ২০ রেকর্ড
সম্পাদনা- ২০১৮-১৯ : ৩ ম্যাচে ২ জয়, সেমিফাইনালিস্ট।[২]
২০২১ মৌসুম
সম্পাদনাঅব | দল | খেলা | জ | হা | ফহ | পয়েন্ট | নে.রা.রে. | অগ্রসর |
---|---|---|---|---|---|---|---|---|
১ | প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব | ১১ | ৯ | ২ | ০ | ১৮ | +০.৯৪৩ | সুপার লীগ পর্যায়ে অগ্রসর। |
২ | প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব | ১১ | ৭ | ২ | ২ | ১৬ | +০.৭৬২ | |
৩ | আবাহনী লিমিটেড | ১১ | ৮ | ৩ | ০ | ১৬ | +০.৫৭৩ | |
৪ | গাজী গ্রুপ ক্রিকেটার্স | ১১ | ৭ | ৪ | ০ | ১৪ | +০.১৭৬ | |
৫ | মোহামেডান স্পোর্টিং ক্লাব | ১১ | ৬ | ৪ | ১ | ১৩ | +০.০৭৭ | |
৬ | শেখ জামাল ধানমন্ডি | ১১ | ৬ | ৪ | ১ | ১৩ | +০.০৩০ | |
৭ | ব্রাদার্স ইউনিয়ন | ১১ | ৪ | ৪ | ৩ | ১১ | +০.০৩০ | |
৮ | শাইনপুকুর ক্রিকেট ক্লাব | ১১ | ৪ | ৬ | ১ | ৯ | −০.০৭২ | |
৯ | খেলাঘর সমিতি | ১১ | ৪ | ৭ | ০ | ৮ | −০.৩৬৭ | |
১০ | লিজেন্ডস অব রূপগঞ্জ | ১১ | ৩ | ৭ | ১ | ৭ | −০.৬৮৪ | অবনমন-পর্বে অগ্রসর। |
১১ | ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব | ১১ | ২ | ৭ | ২ | ৬ | −০.৩০২ | |
১২ | পারটেক্স স্পোর্টিং ক্লাব | ১১ | ০ | ১০ | ১ | ১ | −১.৫০৭ |
উৎস: ক্রিকইনফো
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Soumya Sarkar leads Prime Bank to title win"। Cricinfo। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৫।
- ↑ "Prime Bank, Sk Jamal, Shinepukur into semis"। Dhaka Tribune। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৯।