নাজমুল ইসলাম
বাংলাদেশী ক্রিকেটার
মোহাম্মদ নাজমুল ইসলাম (জন্ম: ২১শে মার্চ ১৯৯১) হচ্ছেন একজন বাংলাদেশি প্রথম-শ্রেণী লিস্ট এ, টুয়েন্টি২০ ক্রিকেটার, যিনি ২০০৯–১০ সাল হতে বাংলাদেশের ঘরোয়া দলে ক্রিকেট খেলছেন। তিনি সাধারণত নাজমুল ইসলাম নামে অধিক পরিচিত এবং কখনও কখনও তার ডাক নাম অপু দ্বারা তাকে ডাকা হয়। নাজমুল হচ্ছেন একজন বাম-হাতি ব্যাটসম্যান এবং বাম-হাত অর্থোডক্স স্পিন বোলার। তিনি জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) ঢাকা বিভাগের হয়ে খেলেন। তিনি বাংলাদেশ এ এবং বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলেন। বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল), তিনি পূর্ব ও দক্ষিণ উভয়ের অঞ্চলের হয়ে খেলেছেন।[১]
ব্যক্তিগত তথ্য | |
---|---|
পূর্ণ নাম | মোহাম্মদ নাজমুল ইসলাম |
জন্ম | ঢাকা, বাংলাদেশ | ২১ মার্চ ১৯৯১
ব্যাটিংয়ের ধরন | বাম-হাতি |
বোলিংয়ের ধরন | বাম-হাত অর্থোডক্স স্পিন |
ভূমিকা | স্পিন বোলার |
ঘরোয়া দলের তথ্য | |
বছর | দল |
২০০৯–বর্তমান | ঢাকা বিভাগ |
২০১০–১১ | চট্টগ্রাম বিভাগ |
২০১১–১২ | বাংলাদেশ এ |
২০১২–১৩ | বরিশাল বার্নার্স |
২০১৩ | বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ |
২০১৩–১৪ | দক্ষিণ অঞ্চল |
২০১৪–বর্তমান | পূর্ব অঞ্চল |
২০১৫ | সিলেট সুপার স্টার্স |
উৎস: ক্রিকেটআর্কাইভ, ২৫ জুলাই ২০১৬ |
২০১৮ সালের ফেব্রুয়ারিতে, শ্রীলঙ্কার বিরুদ্ধে টুয়েন্টি২০ সিরিজের জন্য তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়।[২] তিনি ১৫ ফেব্রুয়ারি ২০১৫ সলে, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের হয়ে টুয়েন্টি২০তে অভিষেক করেন।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Nazmul Islam"। CricketArchive। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৬।
- ↑ "Mahmudullah pips Tamim to captaincy for first SL T20"। ESPN Cricinfo। ১৩ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "1st T20I (N), Sri Lanka Tour of Bangladesh at Dhaka, Feb 15 2018"। ESPN Cricinfo। ১৫ ফেব্রুয়ারি ২০১৮। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে নাজমুল ইসলাম সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- ইএসপিএনক্রিকইনফোতে নাজমুল ইসলাম (ইংরেজি)
১৯৯০-এর দশকে জন্মগ্রহণকারী বাংলাদেশী ক্রিকেটারের জীবনী বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |