১৯৭৫-এ বাংলাদেশ
১৯৭৫ সালের বাংলাদেশ সম্পর্কিত ঘটনাসমূহ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর ১৯৭৫ সালের প্রধান ঘটনা প্রবাহ
| |||||
শতাব্দী: | |||||
---|---|---|---|---|---|
দশক: | |||||
আরও দেখুন: | ১৯৭৫-এর অন্যান্য ঘটনা বছরের তালিকা অনুযায়ী বাংলাদেশ |
অবশ্যপালনীয়সম্পাদনা
- রাষ্ট্রপতি :
- মোহাম্মদউল্লাহ (২৫ জানুয়ারি পর্যন্ত)
- শেখ মুজিবুর রহমান (২৫ জানুয়ারি হইতে ১৫ আগস্ট)
- আবু সাদাত মোহাম্মদ সায়েম (৬ নভেম্বর হইতে)
- প্রধানমন্ত্রী
- শেখ মুজিবুর রহমান (২৫ জানুয়ারি পর্যন্ত)
- মুহাম্মদ মনসুর আলী (২৫ জানুয়ারি হইতে ১৫ আগস্ট)
- ১৫ আগস্ট হতে পদটি রহিত করা হয়।
- প্রধান বিচারপতি
- আবু সাদাত মোহাম্মদ সায়েম (৫ নভেম্বর পর্যন্ত)
- সৈয়দ এ. বি. মাহমুদ হোসেন (১৮ নভেম্বর হইতে)
ঘটনাপঞ্জীসম্পাদনা
জানুয়ারিসম্পাদনা
- ২৫ জানুয়ারি : সংবিধানের ৪র্থ সংশোধনীর মাধ্যমে সংসদীয় পদ্ধতি রদ ও রাষ্ট্রপতি প্রধান শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত।
ফেব্রুয়ারিসম্পাদনা
- ২৫ ফেব্রুয়ারি : শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল) একমাত্র বৈধ রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠা লাভ।
আগস্টসম্পাদনা
- ১৫ আগস্ট : শেখ মুজিবুর রহমান স্বপরিবারে গুপ্তহত্যার শিকার হন।
অক্টোবরসম্পাদনা
- ১৬ অক্টোবর : রহিমা বানুর গুটিবসন্ত সংক্রমনের তথ্য প্রকাশ। তথ্যমতে এটিই মানবদেহে প্রকৃতিগতভাবে সংক্রমিত ভারিওলা মেজর ভাইরাস দ্বারা বাহিত সর্বশেষ গুটিবসন্ত রুগী।
নভেম্বরসম্পাদনা
- ৩ নভেম্বর : জেল হত্যা দিবস, কারাগারে স্বাধীনতাযুদ্ধের চার নেতা গুপ্তহত্যার শিকার হন।
- ৭ নভেম্বর : মেজর জেনারেল জিয়াউর রহমান নিজেকে উপ সামরিক আইন প্রশাসক এবং প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সামরিক আইন প্রশাসক প্রধান হিসাবে ঘোষণা দেয়।
- ২৪ নভেম্বর : কর্নেল আবু তাহের গ্রেপ্তার।