১৯৭৩-এ বাংলাদেশ
ঘটনা প্রবাহ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর ১৯৭৩ সালের প্রধান ঘটনা প্রবাহ
| |||||
শতাব্দী: | |||||
---|---|---|---|---|---|
দশক: | |||||
আরও দেখুন: | ১৯৭৩-এর অন্যান্য ঘটনা বছরের তালিকা অনুযায়ী বাংলাদেশ |
অবশ্যপালনীয়
সম্পাদনা- রাষ্ট্রপতি : আবু সাঈদ চৌধুরী (২৪ ডিসেম্বর পর্যন্ত) মোহাম্মদউল্লাহ (২৪ ডিসেম্বর হইতে)
- প্রধানমন্ত্রী : শেখ মুজিবুর রহমান
- প্রধান বিচারপতি : আবু সাদাত মোহাম্মদ সায়েম
ঘটনাপঞ্জী
সম্পাদনাজানুয়ারি
সম্পাদনা- ৭ জানুয়ারি : পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর রাজনৈতিক সংগঠন শান্তিবাহিনী প্রতিষ্ঠার ঘোষণা দেয়া হয়।[১]
ফেব্রুয়ারি
সম্পাদনা- ২৭ ফেব্রুয়ারি : বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন সংস্থাটি প্রতিষ্ঠিত হয়[২]।
মার্চ
সম্পাদনা- ৭ মার্চ : প্রথম বাংলাদেশের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগ সংখ্যা গরিষ্ঠতা অর্জন করে[৩]
এপ্রিল
সম্পাদনা- ৫ এপ্রিল : রাষ্ট্রপতির আদেশ নং ৩২- বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদ আদেশ ১৯৭৩ বলে ১৯৭৩ সালের ৫ই এপ্রিল বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদ এর জন্ম হয় [৪]।
জুলাই
সম্পাদনা- ২৬ জুলাই : বাংলাদেশ জাতীয় ফুটবল দল প্রথম আনুষ্ঠানিক খেলায় থাইল্যান্ডের মুখোমুখি হয়। খেলাটি ২–২ সমতায় শেষ হয়।
সেপ্টেম্বর
সম্পাদনা- ৬ সেপ্টেম্বর : বাংলাদেশের জোট-নিরপেক্ষ আন্দোলন (ন্যাম) এ যোগদান।
নভেম্বর
সম্পাদনা- ৭ নভেম্বর : দ্বিতীয় বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসাবে কমোডর মোশাররফ হুসেইন খান দায়িত্ব গ্রহণ করেন।
ডিসেম্বর
সম্পাদনা- ১৫ ডিসেম্বর : বাংলাদেশ গেজেট কর্তৃক বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ-এ পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়।
- ২৪ ডিসেম্বর : বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী ১৯৭৩ সালের ২৪ ডিসেম্বর পদত্যাগ করেন। তৎকালীন গণপরিষদের স্পীকার জনাব মোহাম্মদউল্লাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের তৃতীয় রাষ্ট্রপতি নির্বাচিত হন।
কিছু অজানা দিনের ঘটনা
সম্পাদনা- জাতীয় গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ বিজ্ঞান একাডেমি (ইংরেজি: Bangladesh Academy of Science) বলে পরিচিত প্রতিষ্ঠানটি ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত একটি জাতীয়-বেসরকারি প্রতিষ্ঠান।
- ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্টেন্টস অব বাংলাদেশ প্রতিষ্ঠানটি ১৯৭৩ সালে পাশকৃত বাংলাদেশ চার্টার্ড একাউন্ট্যান্টস অধ্যাদেশ (১৯৭৩-এ রাষ্ট্রপতির দ্বিতীয় অধ্যাদেশ) অনুযায়ী প্রতিষ্ঠিত হয়[৫]।
- “পূর্ব পাকিস্তান ধান গবেষণা ইনস্টিটিউট” হতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এ নতুন নাম-করণ করা হয়।
- ভবিষ্যত বিমান বাহিনী নেতৃত্ব নিশ্চিত করার জন্যে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমী প্রতিষ্ঠিত হয়[৬]।
- বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফুটবলের আঞ্চলিক সংস্থা এএফসি এর সদস্যপদ লাভ করে।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "শান্তি বাহিনী"। বাংলা পিডিয়া। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৭।
- ↑ "বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন"। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৭।
- ↑ Nohlen, D, Grotz, F & Hartmann, C (২০০১) Elections in Asia: A data handbook, Volume I (ইংরেজি ভাষায়), p535 ISBN 019924958
- ↑ "বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল"। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৭।
- ↑ "ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্টেন্টস অব বাংলাদেশ"। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৭।
- ↑ "বাংলাদেশ বিমান বাহিনী একাডেমী"। ২৪ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৭।