১২ ফেব্রুয়ারি

তারিখ
(১২ই ফেব্রুয়ারি থেকে পুনর্নির্দেশিত)
১০
১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭
১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪
২৫ ২৬ ২৭ ২৮ ২৯

১২ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৪৩তম দিন। বছর শেষ হতে আরো ৩২২ (অধিবর্ষে ৩২৩) দিন বাকি রয়েছে।

ঘটনাবলি

সম্পাদনা
  • ১১৩০ - পোপ দ্বিতীয় ইনোসেন্ট নির্বাচিত হন।
  • ১৪২৯ - হেরিংসের যুদ্ধে ইংরেজদের কাছে ফরাসিরা পরাজয়বরণ করে।
  • ১৫০২ - ভাস্কো দা গামা পর্তুগালের লিসবন থেকে ভারতের দিকে তার দ্বিতীয় নৌ যাত্রা শুরু করেন।
  • ১৫৫৪ - নয়দিন ধরে ইংল্যান্ডের সিংহাসন দাবির এক বছর পর লেডি জেন গ্রেকে রাজদ্রোহিতার অভিযোগে শিরশ্ছেদ করা হয়।
  • ১৬৩৫ - দারাশিকোহ কান্দাহারের বিরুদ্ধে তৃতীয় অভিযান চালান।
  • ১৭০০ - গ্রেট নর্দান ওয়ার শুরু হয়।
  • ১৭৩৩ - ওগলেথর্প জর্জিয়া প্রতিষ্ঠা করেন।
  • ১৭৮২ - মাদ্রাজে ব্রিটিশ ও ফ্রান্স বাহিনীর যুদ্ধ।
  • ১৮১৮ - চিলি স্পেন থেকে স্বাধীনতা পায়।
  • ১৮৩২ - ইকুয়েডর কর্তৃক গালাপাগোস দ্বীপপুঞ্জ একীভূত।
  • ১৮৫৫ - মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত।
  • ১৮৭৭ - প্রথম টেলিফোনে সংবাদ প্রদান শুরু হয়।
  • ১৮৭৮ - ব্রিটিশ আবহাওয়া দফতর সর্বপ্রথম সাপ্তাহিক আবহাওয়া প্রতিবেদন ইস্যু করে।
  • ১৮৮৯ - লন্ডন কান্ট্রি কাউন্সিল গঠিত হয়।
  • ১৯১২ - চীনের সম্রাট পুইয়ের পদত্যাগ।
  • ১৯১২ - মাঞ্চু রাজতন্ত্র উৎখাতের পর চীন প্রজাতন্ত্রে পরিণত হয়।
  • ১৯২১ - জর্জিয়ায় বলশেভিকদের বিদ্রোহ।
  • ১৯৪৫ - ইয়াল্টা সম্মেলন শেষ হয় এবং সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও ব্রিটেন জাপানের বিরুদ্ধে যুদ্ধে যোগদানে একমত হয়।
  • ১৯৬১ - শুক্র গ্রহের দিকে সোভিয়েত ইউনিয়ন কর্তৃক ভেনেরা ১ উৎক্ষেপণ।
  • ১৯৭০ - কায়রোতে ধাতব কারখানায় ইসরাইলি বিমান হামলা। ৭০ জন বেসামরিক মিসরীয় নিহত।
  • ১৯৭২ - বাংলাদেশকে স্বীকৃতি দেয় ইতালি
  • ১৯৭৩ - উত্তর ভিয়েতনাম প্রথম মার্কিন যুদ্ধবন্দি দলকে মুক্তি প্রদান করে।
  • ১৯৮১ - কক্সবাজারে সামুদ্রিক ঝড়ে ২০ জনের প্রাণহানি ঘটে।
  • ১৯৯৩ - কপিল দেবের টেস্ট ক্রিকেটে ৪ শ’ ইউকেট ও ৫ হাজার রান সংগ্রহের রেকর্ড।
  • ১৯৯৬ - প্যালেস্টাইন অথারিটির রাষ্ট্রপতি পদে শপথ নেন ইয়াসির আরাফাত।
  • ১৯৯৭ - বাংলাদেশ-ভারত পানি চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ১৯৯৮ - বিমান দুর্ঘটনায় সুদানের প্রথম ভাইস প্রেসিডেন্ট লে. জে. আল বুজায়ের ও তথ্যমন্ত্রী ইব্রাহিম নিহত।
  • ১৯৯৯ - অভিশংসনের অভিযোগ থেকে মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটনের অব্যাহিত।

মৃত্যু

সম্পাদনা

ছুটি ও অন্যান্য

সম্পাদনা
  • আন্তর্জাতিক ডারউইন দিবস
  • জাতীয় উৎপাদনশীলতা দিবস (ভারত)
  • ভেনেজুয়েলা: যুব দিবস
  • মায়ানমার: ইউনিয়ন দিবস

বহিঃসংযোগ

সম্পাদনা