হুসাইন আহমদ মাদানির উপর লিখিত গ্রন্থপঞ্জি
উইকিপিডিয়া গ্রন্থপঞ্জি
"হুসাইন আহমদ মাদানির উপর লিখিত গ্রন্থপঞ্জি" নামের এই তালিকায় উনবিংশ-বিংশ শতাব্দীর ভারতীয় ইসলামি পণ্ডিত, স্বাধীনতা সংগ্রামী, রাজনীতিবিদ ও দার্শনিক হুসাইন আহমদ মাদানির জীবন ও কর্মের উপর রচিত প্রধান কাজ[ক] সমূহ এপিএ শৈলীতে অন্তর্ভুক্ত করা হবে। ১৯৫৩ সালে মাদানি ২ খণ্ডে তার পূর্ণাঙ্গ আত্মজীবনী নকশে হায়াত রচনা করেছিলেন। তার মৃত্যুর পর ১৯৫৮ সালে রোজনামা আল জমিয়ত তার জীবন ও কর্ম নিয়ে শায়খুল ইসলাম সংখ্যা বের করেছিল।
বিশ্বকোষ
সম্পাদনা- এস্পোসিতো, জন এল. (২০০৩)। (হুসাইন আহমদ মাদানি) । দ্য অক্সফোর্ড ডিকশনারি অব ইসলাম (ইংরেজি ভাষায়)। অক্সফোর্ড, ইংল্যান্ড: অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস। আইএসবিএন 978-0-19-512559-7। ডিওআই:10.1093/oi/authority.20110803100124571।
- গরগুন, হিলাল (২০০৩)। MEDENÎ, Hüseyin Ahmed। টিডিবি এনসাক্লোপিডিয়া অব ইসলাম (তুর্কি ভাষায়)। ২৮। ইস্তাম্বুল, তুরস্ক: ইসলামি গবেষণা কেন্দ্র, ধর্ম বিষয়ক অধিদপ্তর। পৃষ্ঠা ২৯৫–২৯৬। আইএসবিএন 9789753894142।
- সম্পাদনা পরিষদ (জুন ১৯৮২)। সংক্ষিপ্ত ইসলামি বিশ্বকোষ। ২। শেরে বাংলা নগর, ঢাকা: ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। পৃষ্ঠা ৫১১। আইএসবিএন 954-06-022-7।
জীবনীগ্রন্থ
সম্পাদনা- আজমি, আবুল হাসান (১৯৯৯)। ইহ দি শায়খুল ইসলাম হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানি। দেওবন্দ: মাকতাবায়ে সাওতুল কুরআন। এলসিসিএন 2002296221। ওসিএলসি 51086386।
- আসির আদ্রাভি, নিজামুদ্দিন (১৯৮৭)। মাআসিরে শায়খুল ইসলাম (উর্দু ভাষায়)। দেওবন্দ, উত্তরপ্রদেশ, ভারত: দারুল মুআল্লিফীন। এলসিসিএন 89903155। ওসিএলসি 20799587।
- আল হুসাইনি, কাজী মুহাম্মদ জাহিদ (১৯৯৮)। চেরাগে মুহাম্মদ (সা.)। খান, মুহিউদ্দীন কর্তৃক অনূদিত। বাংলাবাজার, ঢাকা: মদীনা পাবলিকেশন্স। আইএসবিএন 9847009900143।
- ইসলাহি, নাজমুদ্দিন (১৯৫২–১৯৬৪)। মাকতুবাতে শায়খুল ইসলাম (উর্দু ভাষায়)। ৪ খণ্ড। দেওবন্দ: মাকতাবায়ে দ্বীনিয়া। ওসিএলসি 20069582।
- ইসলাহি, নাজমুদ্দিন (১৯৮৮)। সীরাতে শায়খুল ইসলাম (উর্দু ভাষায়)। ২ খণ্ড। দেওবন্দ: মাকতাবায়ে দ্বীনিয়া। এলসিসিএন 89903418। ওসিএলসি 21149167।
- উসমানি, মোমেন খান (২০১৩)। দু আজিম ইনসান। লাহোর, পাকিস্তান: মাকতাবায়ে হাবিবিয়া রশিদিয়া। এলসিসিএন 2013359629। ওসিএলসি 870433078।
- খান, বিলাল হুসাইন (২০১৫)। হায়াতে মাদানি রহ.। আকাবির সিরিজ ১। ইসলামি টাওয়ার, বাংলাবাজার, ঢাকা: আল আযহার লাইব্রেরি।
- খান, মুহিউদ্দীন; ছফিউল্লাহ, মুহাম্মদ (১৯৯৬)। হায়াতে মাওলানা হুসাইন আহমদ মাদানি (৩য় সংস্করণ)। ঢাকা: আশরাফিয়া লাইব্রেরি। ওসিএলসি 31368322।
- গোয়েল, ডি. আর. (২০০৪)। মাওলানা হুসাইন আহমদ মাদানি: এ বায়োগ্রাফিকেল স্টাডি (ইংরেজি ভাষায়)। কলকাতার মৌলানা আবুল কালাম আজাদ ইনস্টিটিউট অফ এশিয়ান স্টাডিজের জন্য রচিত। নতুন দিল্লি: অনামিকা পাবলিশার্স। আইএসবিএন 978-81-7975-088-9।
- তালিমি বোর্ড (২০১৭)। দ্যা লাইফ এন্ড মিশন অব শায়খুল ইসলাম মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানি রহমাতুল্লাহি আলাইহি (পিডিএফ)। দক্ষিণ আফ্রিকা: জমিয়তে উলামা। আইএসবিএন 978-0-6399008-3-4।
- দেওবন্দি, আফজাল ইলাহি (১৯৬৭)। শায়খুল ইসলাম হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানি (উর্দু ভাষায়)। দেওবন্দ: মাকতাবায়ে নোমানিয়া। ওসিএলসি 5172025।
- দেওবন্দি, মুহাম্মদ মিয়া (১৯৭৬)। আসীরানে মাল্টা (উর্দু ভাষায়)। দিল্লি: আল জমিয়ত বুক ডিপো। আইএসবিএন 978-9378314353। ওসিএলসি 20256861।
- দেওবন্দি, মুহাম্মদ মিয়া (১৯৯৯)। হায়াতে শায়খুল ইসলাম। লাহোর: জমিয়ত পাবলিকেশন। এলসিসিএন 00282179। ওসিএলসি 46732370।
- নদভী, আবুল হাসান আলী; আল হুসাইনি, কাজী মুহাম্মদ জাহিদ (২০১৬)। শায়খুল ইসলাম হুসাইন আহমদ মাদানি : জীবন ও কর্ম। কাদির, হাসানুল কর্তৃক অনূদিত। যাত্রাবাড়ি, ঢাকা: মাকতাবাতুল হেরা। আইএসবিএন 978-984-91571-4-4।
- পান্ডোর, বায়েজিদ (২০০৭)। বায়োগ্রাফি অব শায়খুল ইসলাম হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানি। করাচী; আজাদভিল, দক্ষিণ আফ্রিকা: জম জম পাবলিশার্স; মাদ্রাসা আরাবিয়া ইসলামিয়া। আইএসবিএন 978-969-9145-07-0। ওসিএলসি 539566444।
- ফরিদুল ওয়াহিদী, মাওলানা (১৯৯২)। শায়খুল ইসলাম মাওলানা হুসাইন আহমদ মাদানি : এক সাভানি বা তারিখি মুতালা (উর্দু ভাষায়)। নয়া দিল্লি: কওমি কিতাব ঘর। এলসিসিএন 92903430। ওসিএলসি 29236286।
- বারাবাংকুভি, আবুল হাসান (১৯৬৪)। মালফুজাতে শায়খুল ইসলাম (উর্দু ভাষায়)। দেওবন্দ: মাকতাবায়ে ইলম ওয়া আদব। ওসিএলসি 19935472।
- বারাবাংকুভি, আবুল হাসান (১৯৭৫)। হায়াতে শায়খুল ইসলাম হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানি কে হায়রাতে আঙ্গিজ ওয়াকিয়াত (উর্দু ভাষায়)। দেওবন্দ: মাকতাবায়ে দ্বীনিয়া। এলসিসিএন 75907970। ওসিএলসি 34926255।
- বুখারী, আবদুল ওয়াহেদ (১৯৭২)। শায়খুল ইসলাম হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানি: এক শেখছিয়াত এক মুতালা (উর্দু ভাষায়)। গুজরাত: মাকতাবায়ে জাফর। এলসিসিএন 72930536। ওসিএলসি 20078220।
- মাদানি, হুসাইন আহমদ (১৯৫৩)। নকশে হায়াত (উর্দু ভাষায়)। করাচী: দারুল ইশাআত। এলসিসিএন 74930518। ওসিএলসি 644599813।
- মুতাসিম বিল্লাহ, কাজী (২০১৫)। বৈচিত্রের মাঝে ঐক্যের সুর-২য় খণ্ড। ঢাকা, বাংলাদেশ: মাকতাবাতুস সফা।
- মেটকাল্ফ, বারবারা ডি. (২০০৯)। হুসাইন আহমদ মাদানি : দ্যা জিহাদ ফর ইসলাম এন্ড ইন্ডিয়াস ফ্রিডম (ইংরেজি ভাষায়)। অক্সফোর্ড, ইংল্যান্ড: ওয়ানওয়ার্ল্ড পাবলিকেশন্স। আইএসবিএন 978-1-85168-579-0।
- রহমান, মাহমুদাতুর (২০১৯)। ছোটদের হুসাইন আহমদ মাদানি (র.)। শরীফ, কায়েস কর্তৃক অনূদিত। ময়মনসিংহ, বাংলাদেশ: দারুল হিলাল। আইএসবিএন 9789843470867। ওএল 31874915M।
- রশিদুল ওয়াহিদী, ডক্টর (১৯৮৮)। শায়খুল ইসলাম মাদানি : হায়াত ওয়া কারনামে। দিল্লি, ভারত: আল জমিয়ত বুক ডিপো।
- শাহজাহানপুরী, আবু সালমান (১৯৮৭)। শায়খুল ইসলাম হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানি: এক ছিয়াছি মুতালা। করাচী: মজলিশে ইয়াদগারে শায়খুল ইসলাম। ওসিএলসি 20992019।
- শাহজাহানপুরী, আবু সালমান (২০০২–২০১১)। হযরত শায়খুল ইসলাম মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানি কি ছিয়াছি ডায়েরি (উর্দু ভাষায়)। ৮ খণ্ড। করাচী: মজলিস ইয়াদগার শায়খুল ইসলাম পাকিস্তান। ওসিএলসি 784094311।
- সাবরি, আনোয়ার (১৯৬২)। সাভানিয়ে শায়খুল ইসলাম হযরত হুসাইন আহমদ মাদানি (উর্দু ভাষায়)। দেওবন্দ: সাবরি বুক ডিপো। ওসিএলসি 30827360।
- সাবির, মুহাম্মদ সুলাইমান; আহমদ, গুফরান; হাশিমী, খাভার, সম্পাদকগণ (১৯৯৩)। শায়খুল ইসলাম হুসাইন আহমদ মাদানি স্মারক গ্রন্থ (উর্দু ভাষায়)। দিল্লি, ভারত: ফয়জান বুক সাপ্লায়ার। এলসিসিএন 98901626। ওসিএলসি 1122934569।
- হক্কানি, আবদুল কাইয়ুম (২০০৪)। সাভানিহ শায়খুল ইসলাম হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানি। নওশাহর: আল কাসিম একাডেমি, জমা আবু হুরায়রা। এলসিসিএন 2005332812। ওসিএলসি 70629106।
অভিসন্দর্ভ
সম্পাদনা- তালাত সুলতানা, খান (২০১৪)। রুল অব হুসাইন আহমদ মাদানি ইন ন্যাশনাল মুভমেন্ট (গবেষণাপত্র) (ইংরেজি ভাষায়)। পিএইচডি অভিসন্দর্ভ। ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্র: ড. বাবাসাহেব আম্বেদকর মারাঠওয়াদা বিশ্ববিদ্যালয়।
- মালিক, রিজওয়ান (১৯৯৫)। মাওলানা হুসাইন আহমদ মাদানি এন্ড জমিয়ত উলামায়ে হিন্দ, ১৯২০—১৯৫৭: স্ট্যাটাস অব ইসলাম এন্ড মুসলিম ইন ইন্ডিয়া (গবেষণাপত্র)। পিএইচডি অভিসন্দর্ভ। দক্ষিণ এশিয়ান স্টাডিজ বিভাগ, টরন্টো বিশ্ববিদ্যালয়। আইএসবিএন 0612026736।
- মুশতাক আহমদ, ডক্টর (২০০০)। শায়খুল ইসলাম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানি রহ. (পিডিএফ) (গবেষণাপত্র)। পিএইচডি অভিসন্দর্ভ। ঢাকা, বাংলাদেশ: ঢাকা বিশ্ববিদ্যালয়; ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। আইএসবিএন 9840606085।
- সায়েদা, লুবনা শিরিন (২০১৪)। স্বাধীনতা আন্দোলনে মাওলানা হুসাইন আহমদ মাদানির বিশেষ উল্লেখ সহ জমিয়ত উলামায়ে হিন্দের একটি গবেষণা (১৯১৯ — ১৯৪৭) (গবেষণাপত্র) (ইংরেজি ভাষায়)। পিএইচডি অভিসন্দর্ভ। ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্র: ড. বাবাসাহেব আম্বেদকর মারাঠওয়াদা বিশ্ববিদ্যালয়।
সাময়িকী
সম্পাদনা- উসমান, মুহাম্মদ, সম্পাদক (ফেব্রুয়ারি ১৯৫৮)। "শায়খুল ইসলাম সংখ্যা"। রোজনামা আল জমিয়ত।
পত্রিকা নিবন্ধ
সম্পাদনা- অতিথি কলাম (৬ অক্টোবর ২০২০)। "জয়ন্তী সংখ্যা : মাওলানা হুসাইন আহমদ মাদানির মতো পণ্ডিতরা আজ কেন গুরুত্বপূর্ণ?"। শাকসি সমাচার (হিন্দি ভাষায়)। Archived from the original on ২৮ জানুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২১।
- আবদুর রাজ্জাক, মাওলানা। "সৈয়দ হুসাইন আহমদ মাদানি রহ."। ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন অনলাইন লাইব্রেরি।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- আহমদ, মাহফুজ (২৩ মার্চ ২০১৮)। "আল্লামা হুসাইন আহমদ মাদানি রহ. এর সফল কথা"। দৈনিক আমাদের সময়। ১১ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- আহমেদ, খালেদ (২২ জানুয়ারি ২০১১)। "বহুত্ববাদ নিয়ে মাদানি-ইকবাল বিতর্ক"। দ্যা এক্সপ্রেস ট্রিবিউন (ইংরেজি ভাষায়)।
- ইসলাম ডেস্ক (১৩ জুন ২০১৬)। "ত্রিশ রোজায় পুরো কুরআন মুখস্থ করেন শায়খুল ইসলাম মাদানি রহ."। বাংলানিউজ২৪.কম।
- কাসেমি, এম. বুরহানউদ্দিন (২৪ জানুয়ারি ২০০৮)। "মওলানা মাদানিকে ভারতরত্ন পদকে ভূষিত করা উচিৎ" (ইংরেজি ভাষায়)। এশিয়ান ট্রিবিউন। Archived from the original on ৩ ডিসেম্বর ২০১৯।
- কিদওয়া, রশিদ (২১ সেপ্টেম্বর ২০১৮)। "আমরা কেন আজ মাওলানা মাদানির মতো আলেমদের মিস করছি?"। অবজারভার রিসার্চ ফাউন্ডেশন (ইংরেজি ভাষায়)।
- খসরু, আতাউর রহমান (৫ ডিসেম্বর ২০১৯)। "হুসাইন আহমদ মাদানি (রহ.)-এর জীবন ও সংগ্রাম"। কালের কন্ঠ।
- রবিউল হক, মুহাম্মদ (১৬ আগস্ট ২০২০)। "ভারতের স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত নেতা মাওলানা হুসাইন আহমদ মাদানি"। যুগান্তর।
সাময়িকী নিবন্ধ
সম্পাদনা- কাসেমি, নওয়াব হাসান (ফেব্রুয়ারি ২০১৩)। "حضرت شیخ الاسلام کی تصانیف تجزیہ و تعارف" [হযরত শায়খুল ইসলামের লেখার পরিচিতি ও বিশ্লেষণ]। মাসিক দারুল উলুম। দারুল উলুম দেওবন্দ। ৯৭ (২)।
- রাশেদ, শাহিদ; আহমদ, ড. হুমায়রা (২০১৯)। "জাতীয়তাবাদ সম্পর্কিত বক্তৃতা: দুই মুসলিম বুদ্ধিজীবী, মাওলানা হুসাইন আহমদ মাদানি এবং আল্লামা মুহাম্মদ ইকবালের রাজনৈতিক মতাদর্শ"। জার্নাল অফ ইসলামিক টথ এন্ড সিভিলাইজেশ্যান (ইংরেজি ভাষায়)। ৯ (২): ১২৭—১৪৭। আইএসএসএন 2520-0313। ডিওআই:10.32350/jitc.92.07। ১৮ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২১।
- Rohan, Rajesh। "Nationalist Muslim Opposition to the Partition of India: Madani, Azad, and Khan"। The Internationalist: Undergraduate Journal of Foreign Affairs (ইংরেজি ভাষায়)। 7। ডিওআই:10.17615/87TM-E235।
অন্যান্য অভিসন্দর্ভ
সম্পাদনা- আনসারি, শফিকুল ইসলাম (২০১৮)। ডেভেলপমেন্ট অব এরাবিক প্রোস ইন ইন্ডিয়া ফ্রম ১৯৪৭ টু ২০০০ (গবেষণাপত্র)। ভারত: গুয়াহাটি বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ১৬০–১৬২। hdl:10603/257668।
- খাতুন, আয়েশা (২০১৭)। স্বাধীনতার পর হাদিস সাহিত্যে ভারতের অবদান (গবেষণাপত্র)। পিএইচডি অভিসন্দর্ভ। ভারত: সুন্নি ধর্মতত্ত্ব বিভাগ, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ১৬৭–১৬৮। hdl:10603/54426।
- জ্যাকসন, উইলিয়াম (২০১৩)। এ সাবকন্টিনেন্টস সুন্নি স্কিজম: দ্য দেওবন্দি-বেরলভি রাইবলরি এন্ড দ্যা ক্রিয়েশন অফ মর্ডান সাউথ এশিয়া (গবেষণাপত্র)। পিএইচডি অভিসন্দর্ভ। সিরাকিউজ বিশ্ববিদ্যালয়, নিউইয়র্ক। পৃষ্ঠা ২১২—২৪৫।
- নিসার, রাফিয়া (২০১০)। বিংশ শতাব্দীর গোড়ার দিকে ভারতে জাতীয়তাবাদ (গবেষণাপত্র) (ইংরেজি ভাষায়)। পিএইচডি অভিসন্দর্ভ। ইসলামিক স্টাডিজ বিভাগ, কাশ্মীর বিশ্ববিদ্যালয়।
- পারভেজ, শাহিদ (১৯৯৯)। দ্য দেওবন্দ মুভমেন্ট টিল ১৯২০ দ্য আইডোলোজিক্যাল এন্ড ইনস্টিটিউশনাল ডিমেনশনস (গবেষণাপত্র) (ইংরেজি ভাষায়)। পিএইচডি অভিসন্দর্ভ। ইতিহাস বিভাগ, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ১৯২—১৯৮।
- শামসুজ্জামান, মুহাম্মদ (২০১৬)। ব্রিটিশ বিরোধী আন্দোলনে দেওবন্দ মাদ্রাসার ভূমিকা (গবেষণাপত্র)। পিএইচডি অভিসন্দর্ভ। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। পৃষ্ঠা ১৭৫~। ৩ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
অন্যান্য বই
সম্পাদনা- আজমী, নূর মুহাম্মদ (২০০৮)। হাদিসের তত্ত্ব ও ইতিহাস। বাংলাবাজার, ঢাকা: এমদাদিয়া পুস্তকালয়। পৃষ্ঠা ১৭৯–১৮১।
- আরশাদ, আবদুর রশিদ (১৯৭৫)। বিশ বড়ে মুসলমান (উর্দু ভাষায়)। লাহোর, পাকিস্তান: মাকতাবায়ে রশিদিয়্যা।
- উসমানি, মুহাম্মদ তাকি (২০১৩)। দ্যা গ্রেট স্কলার’স অফ দ্যা দেওবন্দ ইসলামিক সিমেনারি (পিডিএফ)। কিদাওয়ী, আব্দুর রহিম কর্তৃক অনূদিত। লন্ডন: তুরাহ পাবলিশিং। পৃষ্ঠা ৯৯—১০৫। আইএসবিএন 978-1-906949-26-6।
- উসমানি, মুহাম্মদ শফি (২০১৮)। চান্দ আযীম শাখছিয়্যাত [আমার দেখা মনীষী]। আল মুনীর, আবদুল্লাহ কর্তৃক অনূদিত। বাংলাবাজার, ঢাকা: মাকতাবাতুস সুন্নাহ (ইসলামি টাওয়ার)। পৃষ্ঠা ৭৪—৭৭।
- কাদেরী, ফুজাইল আহমদ (২০১৩)। (হুসাইন আহমদ মাদানি এন্ড সোশ্যাল মোবিলাইজেশন অফ মুসলিম'স ইন আসাম ডিউরিং ট্রান্সফার অফ পাওয়ার) । সোসাইটি এন্ড ইকোনমি ইন নর্থ-ইস্ট ইন্ডিয়া। নয়া দিল্লি: রিজেন্সি পাবলিকেশনস। পৃষ্ঠা ৩১০—৩১৫। আইএসবিএন 978-81-89233-60-0। ২৮ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২১।
- কান্ধলভি, মুহাম্মদ জাকারিয়া (১৯৭৯)। আকাবিরে উলামায়ে দেওবন্দ : ইত্তিবায়ে সুন্নাত কি রৌশনি মে। সাহারানপুর, ভারত: কুতুবখানা ইশায়াতে উলুম। পৃষ্ঠা ১২২–১২৫। আইএসবিএন 978-1936157136।
- কাসেমি, আলি উসমান; রব, মেগান ইটন, সম্পাদকগণ (২০১৭)। মুসলিম এগেইন্স দ্য মুসলিম লীগ : ক্রিটিকস অফ দ্যা আইডিয়া অফ পাকিস্তান। ক্যামব্রিজ: ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস। পৃষ্ঠা ৩৫—৬৪। আইএসবিএন 978-1-107-16663-9। ডিওআই:10.1017/9781316711224।
- কাসেমি, ফখরুদ্দিন ওয়াহেদ (২০১৬)। দ্য রুল অফ দারুল উলুম দেওবন্দ ইন ইন্ডিয়া'স ফ্রিডম স্ট্রাগল (উইথ স্পেশ্যাল রেফারেন্স টু মাওলানা হুসাইন আহমদ মাদানি) (ইংরেজি ভাষায়)। জৌনপুর, উত্তরপ্রদেশ, ভারত: জামিয়া হুসাইনিয়া লাল দরওয়াজা। আইএসবিএন 978-81-7801-875-1।
- কিসমতি, জুলফিকার আহমদ (১৯৭০)। আযাদী আন্দোলনে আলেম সমাজের ভূমিকা। বড় মগবাজার, ঢাকা: প্রফেসর'স বুক কর্ণার।
- গোলাম রব্বানী, ডক্টর (২০১৪)। উর্দু সাহিত্যে খ্যাতিমান আলিমদের অবদান (১৮৫৭ - ১৯৪৭)। বাংলাবাজার, ঢাকা: মাকতাবাতুত তাকওয়া। পৃষ্ঠা ১৫৩–১৫৯। আইএসবিএন 9789849039107।
- নদভী, আবুল হাসান আলী (১৯৭২)। হিন্দুস্থানি মুসলমানকা এক তারিখি জায়েজা [ভারতবর্ষে মুসলমানদের অবদান]। খালিদ হোসেন, আ ফ ম কর্তৃক অনূদিত। চকবাজার, চট্টগ্রাম: সেন্টার ফর রিসার্চ অন দ্য কুরআন এন্ড সুন্নাহ। ওসিএলসি 297258932।
- নদভী, আবুল হাসান আলী (২০১৬)। আকাবিরে দেওবন্দ ইতিহাস ও ঐতিহ্য। নদভী, জুলফিকার আলী কর্তৃক অনূদিত। বাংলাবাজার, ঢাকা: মুহাম্মদ ব্রাদার্স। পৃষ্ঠা ৩৬—৩৯। আইএসবিএন 978-984-91841-5-7।
- নূরুর রহমান, মাওলানা (২০১০)। তাযকেরাতুল আওলিয়া-৬। ঢাকা, বাংলাদেশ: এমদাদিয়া পুস্তকালয় (প্রাঃ) লিমিটেড। পৃষ্ঠা ৯১—১০৭।
- ফারুকী, জিয়াউর রহমান; শরীফ, ইমামুদ্দিন (২০০৩)। শরিয়তপুরী, মুশতাক আহমদ, সম্পাদক। আকাবিরদের জিহাদী জীবন। বাংলাবাজার, ঢাকা: মাকতাবাতুল আশরাফ। পৃষ্ঠা ১০০—১০৮।
- বিজনুরি, আজিজুর রহমান (১৯৬৭)। তাজকিরায়ে মাশায়েখে দেওবন্দ [দীপ্তিময় মনীষীগণের জীবনকথা]। ছফিউল্লাহ, মুহাম্মদ কর্তৃক অনূদিত। বাংলাবাজার, ঢাকা: মাকতাবায়ে ত্বহা। পৃষ্ঠা ২৩১—২৪৭। ওসিএলসি 19927541।
- বুখারি, মুহাম্মদ আকবর শাহ (২০১১)। আকাবির উলামায়ে দেওবন্দ। রাজ্জাক, আব্দুর; আশরাফ, মাহফুজুর রহমান কর্তৃক অনূদিত। বাংলাদেশ: আবাবীল পাবলিকেশন্স। আইএসবিএন 978-5-87294-859-9।
- মাযহারুল ইসলাম ওসমান কাসেমী, মুফতী (২০১৫)। বিখ্যাত ১০০ ওলামা-মাশায়েখের ছাত্রজীবন (৩য় সংস্করণ)। ইসলামী টাওয়ার, বাংলাবাজার, ঢাকা: বাড কম্প্রিন্ট এন্ড পাবলিকেশন্স। পৃষ্ঠা ৪৮—৫৫। আইএসবিএন 98483916605।
- মারদানি, সৈয়দ হাবিবুল্লাহ (২০১৮)। আকাবির কি জাহিদানা জিন্দেগী [আকাবির মনীষাদের দুনিয়াবিমুখ জীবন] (উর্দু ভাষায়)। আল ফারুক, আবদুল্লাহ কর্তৃক অনূদিত। বাংলাদেশ: মাকতাবাতুল হাসান। পৃষ্ঠা ৩৩—৩৮।
- মুহাম্মদ ইয়াহইয়া, আবুল ফাতাহ (১৯৯৮)। দেওবন্দ আন্দোলন: ইতিহাস ঐতিহ্য অবদান (পিডিএফ)। ঢাকা, বাংলাদেশ: আল আমীন রিসার্চ একাডেমি বাংলাদেশ। পৃষ্ঠা ২০৯—২৪০।
- রিজভী, সৈয়দ মেহবুব (১৯৯২)। তারীখে দারুল উলুম দেওবন্দ [দারুল উলুম দেওবন্দের ইতিহাস] (উর্দু ভাষায়)। ২ খণ্ড। দেওবন্দ, উত্তরপ্রদেশ , ভারত: ইদারায়ে ইহতেমাম, দারুল উলুম। ওসিএলসি 20222197।
- শেখপুরী, মুহাম্মদ আসলাম (১৯৯৯)। বড়দের ছেলেবেলা। সিদ্দিকুর রহমান, হাসান কর্তৃক অনূদিত। বাংলাবাজার, ঢাকা: মাকতাবাতুল আশরাফ। পৃষ্ঠা ৩৭—৪১। আইএসবিএন 984-8291-35-0।
- সেন, সত্যেন (ফেব্রুয়ারি ১৯৮৬)। ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের ভূমিকা। ঢাকা, বাংলাদেশ: জাতীয় সাহিত্য প্রকাশ। পৃষ্ঠা ১৯৭—২১০। আইএসবিএন 984-70000-0256-0।
- হাবিবুর রহমান, মুহাম্মদ (২০০৬)। দারুল উলূম দেওবন্দ মুবাশশারাত, পরিচিতি ও আকাবিরের কারামত। বাংলাবাজার, ঢাকা: আল কাউসার প্রকাশনী। পৃষ্ঠা ৮৮—৯০।
- হাবিবুর রহমান, মুহাম্মদ (১৯৯৮)। আমরা যাদের উত্তরসূরী (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: আল কাউসার প্রকাশনী। পৃষ্ঠা ১০৭—১১৭।
- হুশিয়ারপুরি, মুহাম্মদ ইদ্রিস (১৯৯৭)। খুতবাতে মাদানি (উর্দু ভাষায়)। দেওবন্দ: যমযম বুক ডিপো। ওসিএলসি 604936696।
মিডিয়া
সম্পাদনাঅডিও
সম্পাদনা- মুরাদ, আবদাল হাকিম (৫ অক্টোবর ২০১৯) হুসাইন আহমদ মাদানি: প্যারাডাইমস অব লিডারশীপ, কেমব্রিজ মুসলিম কলেজ।
- মাদানি, হুসাইন আহমদ (আনু. ১৯৫০) বাইআত।
- মাদানি, হুসাইন আহমদ (আনু. ১৯৫০) দরসে বুখারী দারুল উলুম দেওবন্দ।
ছবি
সম্পাদনা-
২০১২ সালে প্রকাশিত ভারতের ডাকটিকিটে হুসাইন আহমদ মাদানি
আরও দেখুন
সম্পাদনাপাদটীকা
সম্পাদনা- ↑ প্রধান কাজ বলতে হুসাইন আহমদ মাদানিকে উপজীব্য করে রচিত হয়েছে বা রচনায় হুসাইন আহমদ মাদানির বিশদ বিবরণ এসেছে, এরকম কাজ সমূহকে বুঝাবে।